Muktijoddha News_মুক্তিযোদ্ধা নিউজ

Muktijoddha News_মুক্তিযোদ্ধা নিউজ সকল মুক্তিযোদ্ধাদের জন্য নিবেদিত বাং
(3)

Address

Mirpur DOHS
Dohs
1216

Alerts

Be the first to know and let us send you an email when Muktijoddha News_মুক্তিযোদ্ধা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muktijoddha News_মুক্তিযোদ্ধা নিউজ:

Share

মুক্তিযোদ্ধা নিউজ : সকল মুক্তিযোদ্ধাদের জন্য নিবেদিত বাংলাদেশের প্রথম ও একমাত্র সংবাদ মাধ্যম।

আমরা মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম। অথচ স্বাধীনতার পন্চাশ বছর হতে চলল। আমাদের কোন কিছু প্রয়োজন হলে সরকারের কাছে ধর্না ধরে পড়ে থাকতে হয়। আমাদের নিজস্ব কোন প্রকাশ করার মাধ‍্যম নাই। যে দেশটি জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা, তাদের নিয়ে আলাদা কোন নিউজ মাধ‍্যম নাই। আমাদের সুখ দুখঃ হাজার কিছু হাজার সংবাদের মধ‍্যে চাপা পড়ে যায়। ইটালি প্রবাসী সোহেল হাওলাদার ভাই চেষ্টা করেছিলেন একটি ইউটিউব ভিত্তিক নিউজ চ‍্যানেল করার জন‍্য। কোন এক অদৃশ্য কারনে সেটা আলোর মুখ দেখেনি। তারপরেও তার উদ‍্যোগের জন‍্য ধন্যবাদ। আমি সৈয়দ রেফাকাত ইবনে রেজোয়ান একটি সংবাদ মাধ‍্যম তৈরী করার উদ‍্যোগ গ্রহন করেছি। যেখানে মুক্তিযোদ্ধাদের সুখ দুঃখ চাওয়া পাওয়া। তাদের জীবনের গল্প প্রাধান্য পাবে। একাজ আমি একা অবশ‍্যই পারবোনা। আমি এতদিনে দেখেছি অনেক মতবিরোধ আমাদের ভিতর থাকতে পারে কিন্তু সবাই মুক্তিযোদ্ধাদের জন‍্য কাজ করতে চায়। আমি হয়ত অনেকের নাম জানিনা। সবাইকে চিনিওনা। তবুও আমার জানার মধ‍্যে পলাশ ভাই শহিদুল ভাই জালাল ভাই ভাল লেখেন। বিপ্লব ভাই লালন ভাই রুবেল ভাই সোহাগ আকন্দ সরদার আয়াজ ও তথ‍্য নির্ভর ভাল কাজ করতে পারেন। টেকনিক্যাল কাজ ফয়সাল ভাই সহ আরো দু একজন আছে। আমরা অবশ‍্যই পারবো। আমরা মুক্তিযোদ্ধাদের নিজের কথা বলার মুখপাত্র হতে চাই। আমি সংবাদ মাধ‍্যমের অনুমোদন সহ ও নিউজ পোর্টালের যাবতীয় কাজ করার প্রস্ততি নিয়েছি। আশা করি আমরা সকলের সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা সংবাদ মাধ‍্যম তৈরী করতে পারব। সৈয়দ রেফাকাত ইবনে রেজোয়ান সম্পাদক, মুক্তিযোদ্ধা নিউজ


Other Dohs media companies

Show All