Salat নামাজ

Salat নামাজ If you are a big fan of hollywood movies and movie characters........The page is for you

29/10/2023

"আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করুন, খবরদার কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহকে ত্যাগ করবেন না।"

- ড. বিলাল ফিলিপ্স

21/09/2023

মানুষ এমনই হয়।🙂

পেট ভরা নয়, অন্তর পরিতৃপ্ত হওয়া খাবার খেয়েছেন কখনো ?তাবলীগে যেয়ে একদিন এক বেলা খেয়ে দেখবেন..
21/09/2023

পেট ভরা নয়, অন্তর পরিতৃপ্ত হওয়া খাবার খেয়েছেন কখনো ?
তাবলীগে যেয়ে একদিন এক বেলা খেয়ে দেখবেন..

21/09/2023
25/08/2023

″″

Jumma Mubarak🕋🌸🥀

″″

24/08/2023

- সব কিছুর জন্য 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵-♡🌻

ইন্না-লিল্লাহ হি অ ইন্না ইলাইহি রাজিউন 🥺
14/08/2023

ইন্না-লিল্লাহ হি অ ইন্না ইলাইহি রাজিউন 🥺

05/05/2023

"আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।"
(সূরা আদ দূহা:৫)

03/05/2023

Alhamdulillah 😌🤲

22/04/2023

ঈদ মুবারক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 💙

22/04/2023

-- আল্লাহ'র পরিকল্পনা সুন্দর। 🌻🖤

18/04/2023

Shab-E-Qadar Mubarak💫🤲🏻🤍

22/03/2023

°
প্রিয় 'রমাদান! আমাদের দূর্বল হৃদয়ে হেদায়াতের নূর হয়ে এসো।

আমিন'!°🖤🌸

°

14/03/2023

প্রিয় 'রমাদান! আমাদের দূর্বল হৃদয়ে হেদায়াতের নূর হয়ে এসো।

আমিন'!🖤

—Alhamdulillah আজ পবিত্র শবে-বরাত..!✨🖤
07/03/2023

—Alhamdulillah আজ পবিত্র শবে-বরাত..!✨🖤

ইচ্ছা পূরণের নামাজ___সালাতুল হাজত পড়ার নিয়ম :"‼️🖤‪কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফ...
07/03/2023

ইচ্ছা পূরণের নামাজ___
সালাতুল হাজত পড়ার নিয়ম :"‼️🖤

‪কোন হালাল চাহিদা পুরনের জন্য আল্লাহ’র সন্তষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল সালাত আদায় করাকে “সালাতুল হাজত” বলা হয়।…
*( ইবনু মাজাহঃ হা/১৩৮৫)

কখন পড়বেন:
কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক-মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়।

নিষিদ্ধ সময় ::
সালাতুল হাজাত নিষিদ্ধ ওয়াক্ত ব্যাতীত যেকোনো সময়েই পড়তে পারেন।

তিন সময়ে নামাজ পড়া মাকরুহ -
১. সূর্য যখন উদিত হতে থাকে এবং যতোক্ষণ না তার হলুদ রঙ ভালোভাবে চলে যায় ও আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে।
২. ঠিক দ্বিপ্রহরের সময় যতোক্ষণ না তা পশ্চিমাকাশে ঢলে পড়ে।
৩. সূর্য হলুদবর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।

নিয়ম:::
নির্দিষ্ট কোনো নিয়ম নেই।
হাজতের নিয়তে অন্যান্য নামাজের মতোই দু রাকাত নফল নামাজ আদায় করবেন।

করণিয়::
অনান্য নামাজের মতোই উত্তম ভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে।

নামাজ শেষে সালাম ফিরানোর পরে প্রয়োজনের বিষয় টি খেয়াল করে দুরুদ ও সালাম বকশিয়ে তারপর
এই
দোয়া পড়বেন-

(ُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
(রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্কিনা আজাবানা নার)

অর্থ : হে আল্লাহ! হে আমাদের পালনকর্তা! আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখেরাতেও মঙ্গল দিন। জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন।

আনাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) অধিকাংশ সময় এ দোয়াটি পড়তেন।’ (বুখারি, হাদিস : ৪৫২২, ৬৩৮৯; মিশকাত, হাদিস : ২৪৮৭; মুসলিম, মিশকাত; হাদিস : ৮১৩)

অথবা

ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺍﻟﻠَّﻪُ
ﺍﻟْﺤَﻠِﻴﻢُ ﺍﻟْﻜَﺮِﻳﻢُ ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﻣُﻮﺟِﺒَﺎﺕِ ﺭَﺣْﻤَﺘِﻚَ
ﻭَﻋَﺰَﺍﺋِﻢَ ﻣَﻐْﻔِﺮَﺗِﻚَ ﻭَﺍﻟْﻐَﻨِﻴﻤَﺔَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺑِﺮٍّ ﻭَﺍﻟﺴَّﻠَﺎﻣَﺔَ
ﻣِﻦْ ﻛُﻞِّ ﺇِﺛْﻢٍ ﻟَﺎ ﺗَﺪَﻉْ ﻟِﻲ ﺫَﻧْﺒًﺎ ﺇِﻟَّﺎ ﻏَﻔَﺮْﺗَﻪُ ﻭَﻟَﺎ ﻫَﻤًّﺎ ﺇِﻟَّﺎ
ﻓَﺮَّﺟْﺘَﻪُ ﻭَﻟَﺎ ﺣَﺎﺟَﺔً ﻫِﻲَ ﻟَﻚَ ﺭِﺿًﺎ ﺇِﻟَّﺎ ﻗَﻀَﻴْﺘَﻬَﺎ ﻳَﺎ
ﺃَﺭْﺣَﻢَ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ ‎

উচ্চারণ: লাইলাহা‬ ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছআলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা-ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস‌ সালামাতা মিন

10/01/2023

"স্ত্রীর জন্য তুমি যা-ই খরচ করো না কেন, সেটার জন্য তুমি প্রতিদান পাবে; এমনকি (ভালোবেসে) স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার কারনেও তুমি সওয়াব পাবে।
[সহিহ বুখারি : ৬৭৩৩]

10/01/2023

- আমি আল্লাহকে দেখিনি!
কিন্ত দেখেছি তাঁর অপরুপ সুন্দর সৃষ্টিকে!
🌸
আলহামদুলিল্লাহ!!

কুরআন তিলাওয়াত করলে ডিপ্রেশন কমে.!🖤✨
01/01/2023

কুরআন তিলাওয়াত করলে ডিপ্রেশন কমে.!🖤✨

09/10/2022

আলহামদুলিল্লাহ....!
আজ বিশ্ব নবী “হযরত মুহাম্মদ (সাঃ)" এর জন্মদিন।🌺🖤

"Muhammad, the Messenger of God."♥

- সবাইকে পবিত্র ঈদে-মিলাদুন্নবীর শুভেচ্ছা🖤

- আজ ১২-ই রবিউল আউয়াল এ-ই দিনে আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) দুনিয়াতে এসেছে❤️🥰

- আজ আমাদের মসুলিম জাতির জন্য বড়ই আনন্দের দিন🌼

- আমি গর্বিত আমি হযরত মোহাম্মদ (সঃ) এ-র উম্মত..!!🖤

- আমরা এ দিনে বেশি বেশি দুরুদ পাঠ করার চেষ্টা করি🖤

- যে নবীর জন্য আমরা ইসলামের সুন্দর কী হতে পারে তা পরিপূর্ণ ভাবে জেনেছি..¡¡!!😍

- ভালোবাসি তোমায় হে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)♥

-"𝐇𝐚𝐩𝐩𝐲 𝐄𝐢𝐝 𝐌𝐢𝐥𝐚𝐝 𝐔𝐧 𝐍𝐚𝐛𝐢 2022.! ✨🕋🌼

28/09/2022

আত্মহত্যা কোন সমাধান নয়, জীবনেই মুক্তি ৷ শুধুমাত্র জীবনে খারাপ সময়টা পার হওয়ার জন্য অপেক্ষা করুন ৷ দুঃখেরই পর সুখ আসে৷

মহান আল্লাহ বলেন, ‘আর আমি (আল্লাহ) তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যারা তাদের ওপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৬)

09/07/2022

ঈদ মুবারাক! 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!💜

Address

Dohar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salat নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category