Sk Monir official

Sk Monir official ★★বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ তৈরির কারিগর★★

★তারুণ্যের হাতে থাকলে দেশ পথ হারাবেনা বাংলাদেশ★

12/01/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'কে ধ্বং'স করতে পারলে অনেকরই অনেক লাভ। বৈছাআ'র নেতৃবৃন্দকে এটা বোঝার তৌফিক দান করুক।
আল্লাহ সহায়!

11/01/2025

ফিরে আসছেন ঠিকই, কিন্তু আমরা আমাদের সাহসী সহযোদ্ধা ভাইদের হারিয়েছি, শুধুমাত্র বিভক্তির কারণে💔

২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা।দাম বাড়লে পোস্ট দেন, ক...
03/01/2025

২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা।
দাম বাড়লে পোস্ট দেন, কমলে পোস্ট দেন না কেন?

থ্রী জিরো থিউরীর জন্য উনি আবার নোবেল মঞ্চে দাড়াবে,উনি চা বিক্রেতা নাহ।

ধন্যবাদ গুণীজন❤️

31/12/2024

দিনাজপুরের বিপ্লবী যোদ্ধারা রাজপথে......

30/12/2024

আলহামদুলিল্লাহ। বিনা রক্তপাতে বিজয়(মেটাফরিক)। আলহামদুলিল্লাহ। বিস্তারিত একটু পর প্রেস কনফারেন্সে জানাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে চিরতরে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক...
29/12/2024

ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে চিরতরে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মুক্তির সনদ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ।

৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে✊

27/12/2024

যাঁরা বৈষম্যের নাম করে দোকান খুলে বসেছে। সংগঠনকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়েছে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই।

বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিলো তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার...
26/12/2024

বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিলো তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো।

যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিলো।

রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে।

সাবধান করার সময় আর নেই।

ড.ইউনুস! বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানে...
25/12/2024

ড.ইউনুস!
বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না কে ড.মোহাম্মদ ইউনুস!

পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে,

১.নোবেল
২.অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড
৩.মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড

পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন!বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,

হ্যা, সেই ১২ জনের একজন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস 🧡

মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাড়িয়ে ছিলেন প্রফেসর ড.ইউনুসের জন্য,বিশ্বাস হয়,না হলেও সত্য!

'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস💖

বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়া টা খুবি কঠিন,কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
সারা পৃথিবীর ১০৭টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাঁকে এবং তাঁর গ্রামীন ব্যাংকে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিল।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে 'সুদখোর' ঢাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে- মুহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশীরভাগও জানেন না, মুহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নাই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীন ব্যাংকে তাঁর এক টাকার মালিকানাও নাই, শেয়ারও নাই। কখনোই ছিল না।

জিনিসটা আপনার-আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি। ড. মুহাম্মদ ইউনূসের মাইক্রো-ফাইনান্সের ধারণার মূল ভিত্তিই হচ্ছে এটা।
এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না। সম্পূর্ণ নন-প্রফিট তথা অলাভজনক।
এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নাই। জনগণই এর মালিক।
বাইর থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ড মুহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার এক পয়সার মালিকানাও রাখেননি। বরং এর ২৫% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরীব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ড. মুহাম্মদ ইউনূস মাত্র ৩০০ ডলার বেতনে চাকরী করতেন।
তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানীকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানী অধ্যাদেশ ২৮ ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন।

শুধু যে গ্রামীন ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীন টেলিকম প্রতিষ্ঠা করেন। তাঁর কথায় টেলিনর বাংলাদেশে আসে। তাঁর কথায় তাঁর বিলিয়নিয়ার বন্ধুরা গরীবদের উন্নতির জন্য ফান্ড দেয়। তিনি গ্রামীন টেলিকম প্রতিষ্ঠা করেন। সেটাও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই। অনেকেই জানেন না গ্রামীন টেলিকমকে নন ফর প্রফিট কোম্পানী হিসেবে প্রতিষ্ঠা করেন ড মুহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য ১% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি ১০-১৫ পার্সেন্ট মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন। অথচ লাভের এক টাকাও যাতে নিজের কাছে না আসে, সেটা নিশ্চিত করেন তিনি।

তাঁর প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনো সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন। অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীন ব্যাংকের মত সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয় এই টাকায় প্রফিট করেন ড ইউনূস!

আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না, একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না। এমন কথা আমরা ভাবতেই পারিনা। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা।
যেমনভাবে ড মুহাম্মদ ইউনূস বলেন- টাকা কামানোতে আছে সুখশান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় 'নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস।'

মুহাম্মদ ইউনূস মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরীব আরো গরীব হয়ে যাবে, ধনী আরো ধনী হবে। ফলে বিশ্বব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই ওনি সব ননপ্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরী করে গেছেন, নিজের কোনো মালিকানা রাখেননি।
এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যেকোনো কোম্পানী দেখেন, তাদের সব নিজেদের মালিকানা।
কোম্পানীর কথা বাদ দেন, এনজিও ব্র‍্যাক দেখেন! মালিকানা ফজলে হাসান আবেদের পরিবারের। বড় বড় পদে পরিবারের সদস্যরা আছে।
কিন্তু মুহাম্মদ ইউনূস সেটা করেননি। তাঁর প্রতিষ্ঠিত কোম্পানীতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি।

অথচ ড মুহাম্মদ ইউনূস চাইলে এসব ব্যবসায় নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন। খুব ইজিলি।
তাঁর প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার। তিনি সেদিকে যাননি।

অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ড মুহাম্মদ ইউনূসের আয়ের উৎস কী?
আমি নিশ্চিত, এটাও অনেকে জানেন না।
ড মুহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্যা হায়েস্ট পেইড স্পীকার। স্পীচ দেয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার মত। কখনো আরো বেশী।
বিশ্বের নামীদামী প্রতিষ্ঠান গুলো ওনাকে নিয়ে যান ওনার বক্তব্য শুনতে।
ওনাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্যও ডাকা হয়।
২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন প্রেসিডেন্ট

25/12/2024

ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন আমরা কোথাও যাবো না সমগ্র বিশ্ব আমাদের কাছে আসবে
★ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আসছেন ইলন মাস্ক!★

24/12/2024
"বড়ো দুই দল কখনোই চায়নি—রাজনীতিতে তাদের কেনা জমিতে অন্য কোনো মহাজন এসে ভাগ বসাক। হয় 'আমি' আর না হয় 'তুমি'; এভাবেই চলেছে ...
21/12/2024

"বড়ো দুই দল কখনোই চায়নি—রাজনীতিতে তাদের কেনা জমিতে অন্য কোনো মহাজন এসে ভাগ বসাক। হয় 'আমি' আর না হয় 'তুমি'; এভাবেই চলেছে ৫৩ বছর৷ একটা অলিখিত সমঝোতা দেখে আশ্চর্য হয়ে যাই। মাঠে এত বিরোধ, কিন্তু এই মানসিক চিন্তায় কোনো বিভেদ নাই৷

নতুন দল আসছে।
এটা বাংলাদেশের জন্য শুভসংবাদ।

বহু নতুন দল এসেছে, হারিয়ে গেছে। আমার মনে হচ্ছে, এই দল আগামী ১০/১৫ বছর খুব প্রভাবক হিসেবেই টিকে থাকবে। তারপর কী হবে, ভবিষ্যৎ বলে দেবে৷

গ্রামে কাজ করি। প্রান্তিক জনপদে হেঁটে হেঁটে দেখছি, মানুষ ছাত্র আন্দোলনকারীদের এখনও বিশ্বাস করে। তাদের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই অনুভূতি হারাতে অনেক সময় লাগবে৷

ছাত্রদের সততা, দেশপ্রেম আর কমিটমেন্ট নিয়ে দেশের মানুষের কোনো সন্দেহ নাই৷ নিঃসন্দেহে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে।

তাদের সামনে তিনটা বড়ো চ্যালেঞ্জ আছে৷

এক.
'আদর্শিক মূল্যবোধ' তৈরি করা৷ ক্ষমতায় আসীন হওয়া আর আদর্শিক মূল্যবোধ তৈরি করা ভিন্ন দুটো বিষয়। সাময়িক উত্তেজনায় ক্ষমতা কাঠামোর বিপর্যস্ত অবস্থাকে সামনে এনে কিছু তড়িৎ প্রতিক্রিয়া পাওয়া সম্ভব, রাজনীতির সমুদ্রে লম্বা সময় ধরে জাহাজ পরিচালনা একটু কঠিনই হবে৷ রাজনীতিতে আদর্শিক অনুপ্রেরণা খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতায় যাওয়ার পরেও আদর্শিক মূল্যবোধের অভাব অনুভূত হতে পারে৷

দুই.
বয়স একটা ফ্যাক্টর। তরুণ মানস বিদ্রোহী চেতনার। ছাত্র আন্দোলনকারীদের বয়স কম। ছোটো বয়সে তারা বিরাট বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। গত জানুয়ারি মাসেও যারা নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে অনিশ্চিত ছিল, তারা এক বাঁক বদলের ফলশ্রুতিতে দেশকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে। চাকরি প্রত্যাশী তরুণ এখন জব ক্রিয়েশন নিয়ে ভাবছে। তারা এটা ডিজার্ভ করে৷
মুশকিল হলো, বয়সের কারণে ক্রেজিনেস আছে সকলের৷ রাজনীতিতে স্থিতধী হওয়া, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্যকে সম্মান করা, অন্যের মতকে নিজের চেয়ে গুরুত্বপূর্ণ ভাবা—এই বয়সে একটু কঠিন৷ বিশেষ করে, ছাত্র আন্দোলনকারী নেতৃত্বের অনেকেই ন্যাশনাল হিরো৷ তারা প্রত্যেকেই নিজেকে সুপেরিয়র ভাবতে পারে এবং ভাবাটাই স্বাভাবিক। এগুলো সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি করে, বৃহৎ লক্ষ্য থেকে ফোকাস সরিয়ে দেয়, নিজের জায়গাটাকেই তখন বিপ্লব মনে হয়। তরুণদের এই চ্যালেঞ্জ উতরানো একটু কঠিন বৈ কি৷

তিন.
রাজনীতির বিগ ব্রাদারদের সাথে ঠিকঠাক খেলতে পারা। এটা স্পষ্ট, সম্ভাব্য ক্ষমতারোহীদের তুমুল বিরোধিতা মোকাবিলা করতে হব

উপদেষ্টা হাসান আরিফ স্যার আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
20/12/2024

উপদেষ্টা হাসান আরিফ স্যার আর আমাদের মাঝে নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

20/12/2024

আমরা কারা?
আমরা ১৫ বছরের জগদ্দল পাথরকে উৎখাত করা অগ্নিস্ফুলিঙ্গ।

19/12/2024

বিজয়ের মাস উপলক্ষে আজ শিল্পকলা একাডেমী দিনাজপুরে কবিতা আবৃত্তি।

"কাঁটাতারে ঝুঁলে থাকা বোনের লাশ!
থেমে থেমে প্রতিবেশীর বিষাক্ত নিঃশ্বাস।

যখন ভিনদেশী ষড়যন্ত্রের কালো থাবায় সার্বভৌমত্ব প্রকম্পিত, তখন বুক চেতিয়ে তিতুমীর, ক্ষুদিরাম,সূর্যসেন, রফিক, শফিক, নুর মোহাম্মদ, মোস্তফা কামাল, কাঞ্চন, নুর হোসেন, মিলন, আবরার, আবু সাঈদ, রাহুল, ওয়াসীম, মুগ্ধ, রুদ্র দাড়িয়ে যায়......."

#জুলাই_স্মৃতি

18/12/2024

জুলাই এখনো শেষ হয়নি। আতংকিত হওয়ারও কিছু নেই। বিপ্লবীদের ইস্পাতসম মনোবল আর ঐক্যবদ্ধ শক্তির কাছে কেউই টিকতে পারবেনা ইনশা-আল্লাহ।

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।আগামী ২২ডিসেম্বর সোমবার দিনাজপুর জেলার খানসামা ও কাহারোল উপজেলায় আসছেন স্থানীয় সরকার,পল্লী উ...
17/12/2024

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
আগামী ২২ডিসেম্বর সোমবার দিনাজপুর জেলার খানসামা ও কাহারোল উপজেলায় আসছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Monir official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share