দিনাজপুরের বিপ্লবী যোদ্ধারা রাজপথে......
বিজয়ের মাস উপলক্ষে আজ শিল্পকলা একাডেমী দিনাজপুরে কবিতা আবৃত্তি।
"কাঁটাতারে ঝুঁলে থাকা বোনের লাশ!
থেমে থেমে প্রতিবেশীর বিষাক্ত নিঃশ্বাস।
যখন ভিনদেশী ষড়যন্ত্রের কালো থাবায় সার্বভৌমত্ব প্রকম্পিত, তখন বুক চেতিয়ে তিতুমীর, ক্ষুদিরাম,সূর্যসেন, রফিক, শফিক, নুর মোহাম্মদ, মোস্তফা কামাল, কাঞ্চন, নুর হোসেন, মিলন, আবরার, আবু সাঈদ, রাহুল, ওয়াসীম, মুগ্ধ, রুদ্র দাড়িয়ে যায়......."
#জুলাই_স্মৃতি
আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।
দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা।
আজকের বিজয় র্যালী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দিনাজপুর।
চট্টগ্রামে উগ্র জঙ্গিগোষ্ঠী ই*স*ক*ন কর্তৃক আইনজীবী হ*ত্যা*র প্রতিবাদে জনতার জাগরণ।
পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি,
দিল্লির দাসত্ব্য করার জন্য না।
✊✊
★ভিডিওঃ- জুলাই ৪ তারিখ, দিনাজপুর।
"আমাদের ৩ ছাত্রনেতা প্রথম আলোর ইনভাইট পেয়েও যায় নাই, আপনারা জানেন।
এরপর তারা পুলিশ আর জনপ্রশাসনেও একটা বড় চেঞ্জ আনার চেষ্টা করেন। এবং এই করতে গিয়েই, তারা এখন বড় ধরণের বিপদের মুখোমুখি হয়ে গেছে।
এবং খুব সম্ভবত এই বিপ্লব আর বিদ্রোহের বড় ধরণের মূল্য আসিফ, নাহিদ আর মাহফুজকে দিতে যাইতে হচ্ছে।
শুরুটা হয়েছিলো মাহফুজকে প্রধান উপদেষ্টার অফিস থেকে সরিয়ে ফেলার মাধ্যমে।
মাহফুজের ক্ষমতা কমানোটা ছিলো এই খেলার প্রথম ধাপ। ডক্টর ইউনূসের উপর ছাত্রদের প্রভাব কমাইয়া ফেলা হয়।
ফলাফল?
এতোদিন রিসেট বাটনের কথা বলা ডক্টর ইউনূস গতকাল কথা শুরু করেছেন ৭১ এর কথা বলে।
আহতরা চিকিৎসা পায় নাই। পুরো মিডিয়া দোষ দিলো উপদেষ্টাদের। ছাত্রনেতাদের।
অথচ স্বাস্থ্য, আর জনপ্রশাসনের সচিব কোন দলের জানেন? একটা বিশেষ রাজনৈতিক দলের, সকাল বিকাল
‘রংপুর থেকে উপদেষ্টা নিয়োগের কোনো আলোচনা হয়নি'’ জনৈক উপদেষ্টা।
আজ রংপুর বিভাগের ৬৫ জন শহীদ পরিবারের মধ্যে ৪৪ টি পরিবারে 'জুলাই স্মৃতি ফাউন্ডেশন' কর্তৃক চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন অর্ন্তরবর্তীকালীন সরকারের মাননীয় দুইজন উপদেষ্টা। তাঁদের মধ্যে একজন এমন তথ্য দেন।
আমরা শুধু আলোচনার সময় টুকু দিলাম।
উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা দিতে হবে। এর জন্য এই জনপদের মানুষ পুনরায় মাঠে নামতে প্রস্তত।
আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা—
১. সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে।
২. সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেইসাথে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
৩. বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অর্ন্তরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে।
"বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র-জনতা"
★ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে।