নবাবগঞ্জের স্বপ্নপুরীর সত্ত্বাধিকারী জনাব দেলওয়ার হোসেন সাহেবের বন্ধু এবং হারবাল কোম্পানির মালিক জনাব মোঃআলমগীর মতি সাহেবের হেলিকপ্টার যোগে স্বপ্নপুরীতে আগমন।
আজ একটু আগে বিরামপুর ফুলবাড়ি রোডে, ফুলবাড়ি থেকে ঠিক ১.৫ কিঃমিঃ আগে ভুট্টা বোঝাই ট্রাক ও এস আর ট্রাভেলস এর সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত। বাসে কোন যাত্রী ছিল না, ট্রাকের ড্রাইভার পলাতক।
দিনাজপুরের নবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় জাতীয় উদ্যান নিয়ে অসাধারণ একটা ব্লগ ❤️
প্রিয় আশুরার বিলের ব্লগ সবাইকে দেখার জন্য অনুরোধ রইল
গাছে বেঁধে প্রতিবন্ধী যুবককে মধ্যযুগীও কায়দায় নির্যাতন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভাতছালা গ্রামের ঘটনা এটি।
নবাবগঞ্জে বান্দর খেলা দেখুন ২ টি বান্দর একদম মানুষের মতো
এই বান্দরের হঠাৎ দেখা নবাবগঞ্জ আলিম মাদরাসার পিছনে
দিনাজপুরের নবাবগঞ্জে ডাক্তার সাহেব রোগী দেখার আগেই ডায়াগনষ্টিক সেন্টার মালিক রোগীকে ইচ্ছামত পরীক্ষা করাচ্ছে এবং ইচ্ছামতো টাকা নিচ্ছে নবাবগঞ্জ উপজেলা শামীম ডায়গনিক সেন্টারে বিস্তারিত ভিডিও তে
আজ দিনাজপরের বিরামপুরে রজনীগন্ধা আবাসিক হোটেলে একজন ব্যক্তি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ৷
আবাসিক হোটেলের যে ঘরে লোকটি ছিল ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিরামপুর থানার আইন-শৃঙ্খলাবাহিনী ঘরের দরজা টি ভাঙ্গার চেষ্টা করছে ৷
মধ্যরাতে গরু চুরি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া সাকোপাড়া মোঃশিরাজুল ইসলাম,, পিতা গোলাপ মিয়া, গত ১৫/০১/২০২২ইং তারিখে মধ্য রাতে গরুটি চুরি হয়ে যায় গরুটির রং ছিলো কালো, দামুড় গরু,একটি দাম ৪০ থেকে ৪৫ হাজার হতে পারে জানান, গরুটি বের হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছে অসহায় পরিবারটি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যের বেহাল দশা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রোগীর মুখেই শুনুন - সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
আগ্রার তাজমহলের আদলে তৈরি হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ জামে মসজিদ।
(চ্যানেল আই এ প্রকাশিত ভিডিও নিউজ)
আজ সকালে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের বকুল ভাইয়ের মুদি খানার দোকান চুরির করার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখুন
পরিবেশ রক্ষা করার দায়িত্ব নিয়েছে দিনাজপুরের নবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন আমেনা বেগম |
অবহেলায় অযত্নে হারিয়ে যেতে বসেছে দিনাজপুরের নবাবগঞ্জের বৌদ্ধ বিহার সীতার কোর্ট বিস্তারিত ভিডিও নিউজে....
আফতাবগঞ্জের কালিরহাট বাজারের একটি দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে বিস্তারিত আসছে.....
উত্তরবঙ্গের সর্ববৃহৎ পিকনিক স্পট স্বপ্নপুরীর প্রবেশের পথে নির্মিত হচ্ছে দেলোয়ার চেয়ারম্যানের স্বপ্নের মসজিদ, স্বপ্নপুরী আফতাবগঞ্চ বাজারে।
স্থানঃ আফতাবগঞ্চ বাজার, নবাবগঞ্জ, দিনাজপুর।
এই মসজিদটির কাজ সম্পন্ন হতে সময় লাগবে ২০২৫ সাল। ব্যায় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। ৫০% কাজ হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নির্মাণ সামগ্রী ব্যাবহার করা হচ্ছে মসজিদ তৈরীতে। মসজিদের চারপাশে দৃষ্টিনন্দন ঝর্ণা তৈরী করা হবে। মুসাফিরদের থাকার জন্য আলাদা ঘর তৈরী হচ্ছে। দৃষ্টিনন্দন এই স্থাপনা নজরকাড়া শুরু করেছে দর্শনার্থীদের।
তথ্যসূত্রঃ মসজিদ কতৃপক্ষ।
দিনাজপুরের নবাবগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে জাতীয় উদ্যানে ঈদের দিন ও ঈদের পরের দিন) হাজার দর্শণার্থীদের সমাগম করে উপজেলাবাসীকে করোনা কোভিড ১৯ ঝুকিতে ফেলছে স্থানীয় একটি মহল। দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী এলাকার সচেতন মহলের। কিভাবে জন সমাগম করা হয়েছে এই ভিডিতে দেখুন।
দিনাজপুরের নবাবগঞ্জের ২ নং বিনোদনগর ইউনিয়নে ভিজিডি চাল বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতি চালাচ্ছে ইউপি চেয়ারম্যান ৩০কেজি চালের বদলে চাল দেওয়া হচ্ছে ২০কেজি ২৩কেজি২৪কেজি ২৫কেজি। উপস্থিত নেই কোনো ট্যাগ অফিসার। ও কার্ড করতে নিচ্ছে ৫০০০ টাকাও ভিডিও তে ভুক্তভোগীর মুখে শুনুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে দ্রুত বিচার দাবি করছি।
মাওলানা শব্দের অর্থ হল অভিভাবক নামের আগে মাওলানা আছে, কিন্তু অভিভাবকের মত কথা নাই- সাংসদ শিবলী সাদিক
ব্রেকিং.............
নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে সুদ ব্যবসায়ীদের মারপিটের আঘাতে অটোরিক্সা চালক হাসপাতালে । (ভিডিও)
নবাবগঞ্জে লকডাউন এর মাইকিং চলছে (করোনা ১৯)
মাইকিং টা রাতে হওয়ায় অনেক এ শুনতে পায়নি মাইকিং টা তাদের জন্য