Freelancer Rifat

Freelancer Rifat I am professional digital marketer

❝ দুই পা অচল, তবুও মাসিক আয় ২লাখ ১৮হাজার । যার স্কিল আছে তার ইনকাম  ও আছে সফল ফ্রিল্যান্সারের ❞✨আর আমাদের পার্থক্য টা হল...
08/01/2024

❝ দুই পা অচল, তবুও মাসিক আয় ২লাখ ১৮হাজার । যার স্কিল আছে তার ইনকাম ও আছে
সফল ফ্রিল্যান্সারের ❞
✨আর আমাদের পার্থক্য টা হলো, পা আছে ঠিক'ই কিন্তু অজুহাতের শেষ নেই।।

11/08/2023
Be careful
09/08/2023

Be careful

If You learn freelancing inbox me
07/08/2023

If You learn freelancing inbox me

সোশ্যাল মিডিয়া কি ? (What is Social Media)সোশ্যাল মিডিয়া (Social Media) হল ইন্টারনেটের মাধ্যমে চলমান এমন একটি পরিষেবা,...
13/06/2023

সোশ্যাল মিডিয়া কি ? (What is Social Media)

সোশ্যাল মিডিয়া (Social Media) হল ইন্টারনেটের মাধ্যমে চলমান এমন একটি পরিষেবা, যার মাধ্যমে আপনি সমগ্র বিশ্বের সাথে সংযোগ করতে পারেন এবং তাও যে কোনও সময় এবং যে কোনও জায়গা থেকে, কেবল এটির জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকতে হবে।

সহজ কথায় যদি বলা যায় , ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম , ইউটিউব, টিকটক ইত্যাদি এই ধরনের যত ওয়েবসাইট রয়েছে সকলকে ওয়েবসাইটের গ্রুপকে একত্রে সোশ্যাল মিডিয়া বলা হয়।

সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং এটি সস্তা এবং দ্রুত গতির ইন্টারনেটের কারণে হচ্ছে। এই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিও দ্রুত প্রসারিত হচ্ছে, যার ফলস্বরূপ তারা প্রতিদিন লাখ থেকে কোটি টাকার ব্যবসা করে।
চাইলে আপনিও আপনারা অবসর সময় কে কাজে লাগিয়ে,,মাস শেষে একটা ভালো অংকের আর্নিং করতে পারবেন 💯

ফিল্যান্সিং..........!!!! 🥰 আসসালামু আলাইকুম  🥰✨যারা ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য অনেক দেশি অভিনন্দন ...
16/02/2023

ফিল্যান্সিং..........!!!!

🥰 আসসালামু আলাইকুম 🥰
✨যারা ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য অনেক দেশি অভিনন্দন ও দোয়া 🤲
💝আলহামদুলিল্লাহ বাসায় বসে আমি নিজেও ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি 💝
📌ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সেক্টরে সবথেকে ভালো সেক্টর, কেননা ডিজিটাল মার্কেটিং খুব কম সময়ে শিখে স্কিল ডেভেলপমেন্ট করে ইনকাম করা যায় 📌
🏆🎖যেখান থেকে আপনি, ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান, শুরু করে দেন। 🏆🎖️
বিস্তারিত জানতে ইনবক্স করুন 💚✅
🌹🌹ধন্যবাদ 🌹🌹

আগে বুঝতে হবে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সারের চাহিদা কেমন?ফ্রিল্যান্সিং করে কি ভবিষ্যত গড়া সম্ভব বা কেমন আয় করা সম্ভব?...
27/12/2022

আগে বুঝতে হবে ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সারের চাহিদা কেমন?
ফ্রিল্যান্সিং করে কি ভবিষ্যত গড়া সম্ভব বা কেমন আয় করা সম্ভব?
ফ্রিল্যান্সিং কোথাই থেকে শিখবো?

ফ্রিল্যান্সিং কীঃ- ফ্রিল্যান্সিং (Freelancing) মানে মুক্তি পেশা। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি নিজে মতো দিনের যে কোনো সময় কাজ করতে পারবেন!

ফ্রিল্যান্সিং এর চাহিদাঃ- বর্তমানে ট্রান্সক্রিপশনে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। গত প্রান্তিকে ফ্রিল্যান্সার ডটকমে ৫২ দশমিক ২ শতাংশ চাহিদা বেড়েছে, দেশে ও আন্তর্জাতিক মার্কেট প্লেসে ফ্রিল্যান্সারের চাহিদা ব্যাপক।

ফ্রিল্যান্সিং করে কেমন আয় করা সম্ভবঃ- আয় মূলত আপনার স্কিলের উপর নির্ভর, আপনি যতটা স্কিল ডেভেলপ করতে পারবেন আপনার আয় ও তত বেশি হবে,
ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কাজ করা এখন খুবই জনপ্রিয় একটি পেশা। বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে নিজের দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করে হাজার হাজার টাকা আয় করা সম্ভব।
©

Address

Ranigong Bazara
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rifat:

Share


Other Digital creator in Dinajpur

Show All