Md Rafsan Ali

  • Home
  • Md Rafsan Ali

Md Rafsan Ali Hi. I am Md. Rafsan Ali. I'm Interprenure & Digitel marketre.

23/07/2022

লক্ষ যখন একটাই 🥰🥰 সফলতা
হ্যাপি লাইফ♥️
হ্যাপি ফ্রিল্যান্সিং

23/06/2022

Freelancing

20/06/2022

পরিশ্রম ছাড়া কখনও সফল হওয়া যায় না।
পরিশ্রমের মাধ্যমেই আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন।
আর সফল হতে হলে চাই অদম্য মনোবল,
Freelancing শিখে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন।
বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন।
আগামী সোনালী দিন আপনার অপেক্ষায়।
Freelancing শিখতে আগ্রহী থাকলে জানাতে পারেন।
আপনার জন্য সবটুকু দিয়ে সাহায্য করবো।

একটু ভাবুন- "আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে, কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে। ভাগ্য কপালে লেখা থাকে না, ভাগ্য লেখ...
13/05/2022

একটু ভাবুন- "আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে, কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে। ভাগ্য কপালে লেখা থাকে না, ভাগ্য লেখা থাকে কপালের প্রতি ফোঁটা ঘামে। আজকে পরিশ্রম করে ঘামে শার্ট না ভেজালে, একদিন ব্যর্থতার জ্বালা নিয়ে চোখের জলে অন্ধকারে বালিশ ভেজাতে হবে।

আজকে মাস্তি করে যে সময়টা পার করছেন, কাল এই মাস্তির সময়টাই আপনার জীবনে দুঃসময় হয়ে ফিরে আসবে।

দাঁতে দাঁত চেপে জেদ নিয়ে একবার দুনিয়ার সব ভুলে শুরুটা করেই দিন। থামবেন না ক্লান্ত হলে, থামবেন না হতাশ হলে, থামবেন সেদিনই যেদিন সফল হবেন।

কথা একটাই- হয় ঘাম ঝরাবেন, নয়তো চোখের পানি। কোনটা ঝরাবেন সিদ্ধান্ত আপনার। তাই ফ্রিল্যান্সিং করতে চাইলে ইনবক্সে করতে পারেন ইনশাআল্লাহ আপনার পাশে আছি।।

অভিনন্দন অভিনন্দন 🌹🌹গত ৩মে ২০২২ ইং তারিখে বাংলাদেশী নারী ফ্রিল্যান্সার "আদ্রীকা" গুগলে চাকরির ডাক পেয়েছেন।তাঁর বার্ষিক ব...
13/05/2022

অভিনন্দন অভিনন্দন 🌹🌹
গত ৩মে ২০২২ ইং তারিখে বাংলাদেশী নারী ফ্রিল্যান্সার "আদ্রীকা" গুগলে চাকরির ডাক পেয়েছেন।তাঁর বার্ষিক বেতন ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার ডলার।

যা বাংলাদেশী টাকায় 10,32,0000 টাকার বেশি। যার মাসিক বেতন ৮ লক্ষ ৬৯ হাজার টাকা।এছাড়াও আরো অনেক বোনাস ও সুযোগ- সুবিধা রয়েছে।

তাঁর বাবা আকবর আলী ঢাকায় বসবাস করেন।
ফ্রিল্যান্সিং করে যে গুগলের মতো প্লাটফর্মে চাকরি করা যায় আদ্রীকা এর জ্বলন্ত উদাহরণ।

আদ্রীকার জন্য শুভকামনা রইল 💓💓💓🚾

Collected

10/05/2022

আলহামদুলিল্লাহ 🤲
অসাধারণ #ফ্রিল্যান্সিং বিষয় ফ্রি ক্লাস আয়োজিত হচ্ছে।অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন ফর্ম ফিলাপ করুন।
👇
https://forms.gle/uLXuPvZniaqumVAY9

ধন্যবাদ সবাইকে

EID MUBARAK 💗♥️♥️
03/05/2022

EID MUBARAK 💗♥️♥️

28/04/2022
ক্যারিয়ার গঠনের এটাই সুযোগ। ঈদ অফারে বিশাল ডিসকাউন্টে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সি...
25/04/2022

ক্যারিয়ার গঠনের এটাই সুযোগ।

ঈদ অফারে বিশাল ডিসকাউন্টে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং যাত্রা।

প্রথম থেকে ইনকামের সুযোগসহ পাবেন লাইফটাইম সাপোর্ট।

মনে রাখবেন প্রত্যেক সফল ব্যক্তি তাদের জীবনে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে বড় হয়েছেন।
আপনি আপনার সুযোগ কে অবহেলা করছেন না তো??

ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত জানতে ফ্রী সেমিনার জয়েন হতে ইনবক্সে নক করুন।

এই সেই বোতল... যার এক বোতল পানির মূল্য,          => সাধারণ দোকানে ১৫/- টাকা।            => বাসে বিক্রি করে ২০/- টাকায়।  ...
13/04/2022

এই সেই বোতল...
যার এক বোতল পানির মূল্য,
=> সাধারণ দোকানে ১৫/- টাকা।
=> বাসে বিক্রি করে ২০/- টাকায়।
=> ফাইভ ষ্টার হোটেলে ২০০/- টাকা
এবং
=> এয়ারপোর্টের ভিতরে ৩০০/- টাকা।
বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও একই পরিবর্তন শুধু স্থানের।
ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন।
নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...
তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...
সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে, গুরুত্ব প্রদান করে...
নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।
নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান।

💥ফ্রিল্যান্সিং করি, ক্যারিয়ার গড়ি🔥🕵ব্যাপার টা কেমন হয়, যদি আমি হই নিজেই নিজের বস। 👌হ্যা,ঠিক ই ধরেছেন! ফ্রিল্যান্সিং হল ম...
09/04/2022

💥ফ্রিল্যান্সিং করি, ক্যারিয়ার গড়ি🔥

🕵ব্যাপার টা কেমন হয়, যদি আমি হই নিজেই নিজের বস। 👌

হ্যা,ঠিক ই ধরেছেন! ফ্রিল্যান্সিং হল মুক্ত পেশা যেখানে নিজের মত করে ⏰ সময় কে কাজে লাগিয়ে, স্কিলের মাধ্যমে যে কেউ প্রফেশন কে গড়ে তুলতে পারবে।

তাই আর না ভেবে আমার মত করে আপনিও নিজেকে গড়ে তুলুন আর মুক্ত পেশার স্বাদ উপভোগ করুন।

ফ্রিলান্সিং কি কেন করবেন কিভাবে করবেন ইত্যাদি বিষয়ক বিস্তারিত জানতে ইনবক্স করুন।। ধন্যবাদ

📱 💻

ডিজিটাল মার্কেটিং,,, বর্তমানে ডিজিটাল বাংলাদেশের প্রায় সকল রূপ আমাদের সামনে। পুরো বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয় । প্রতিট...
05/04/2022

ডিজিটাল মার্কেটিং,,,
বর্তমানে ডিজিটাল বাংলাদেশের প্রায় সকল রূপ আমাদের সামনে। পুরো বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয় । প্রতিটি ক্ষেত্রেই যেন ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া আমাদের এই ছোট্ট জীবনকে ত্বরান্বিত করছে। শিক্ষা জীবন থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্র পর্যন্ত এর বিস্তার। ঠিক তেমনি এই ডিজিটালাইজেশন এর ব্যবসা ক্ষেত্রের একটি রূপ হলো “ডিজিটাল মার্কেটিং “। অনেকেই এটিকে ইন্টারনেট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং ও বলে।
আপনি হয়তো শব্দটি কখনো না কখনো কোথাও না কোথাও শুনে থাকবেন। আপনি জানেন কি এর মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম সম্ভব? হ্যাঁ, সম্ভব। তাই তো আজকে আমরা আপনাকে জানাতে চলেছি অনলাইন মার্কেটিং সমন্ধে।
সংগৃহীত ঃ Md. Moklasur Rahaman

ডিজিটাল  মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে পন্য প্রমোট / প্রচার করা। ডিজিটাল মার্কেটিং ...
05/04/2022

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে পন্য প্রমোট / প্রচার করা। ডিজিটাল মার্কেটিং এ আছে সোস্যাল মিডিয়া মার্কেটিং যেমনঃ ফেইসবুক , ইমেল, টুইটার, লিংকিড,ইন্সট্রাগ্রাম,লিডজেনারেশন মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং এর সফলতার মূল লক্ষ্য হলো- বর্তমান বিশ্বে প্রায় ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যাবহার করে। এরই মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোস্যাল মিডিয়া ব্যাবহার করে। তাই সোস্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, ডিজিটাল মার্কেটিং এর দ্রুত সফলতা আনা সম্ভব।আপনি জানেন কি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে হাজার হাজার টাকা ইনকাম সম্ভব। হ্যা সম্ভব,,

বাংলাদেশের এক সফল নারী ফ্রিল্যান্সার সায়মা মুহিত---ঢাকা সিটি কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অ...
04/04/2022

বাংলাদেশের এক সফল নারী ফ্রিল্যান্সার সায়মা মুহিত---
ঢাকা সিটি কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী সায়মা মুহিব তিন ভাইবোনের মধ্যে সবার বড়। ২০১১ সালে কলেজে পড়াকালীন সময়ে ইন্টারনেটে ইউটিউব ভিডিও এবং আর্টিকেল পড়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কাজ শেখেন। ওডেস্কে প্রোফাইল খুলে শুরু করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। বর্তমানে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজও করেন। ওডেস্কে সর্বোচ্চ ৫ রেটিংয়ে প্রোফাইল থাকা সায়মা মুহিব বর্তমানে দিনে ১৫-১৬ ঘন্টা কাজ করেন।
স্বামী মহিউদ্দিন মুহিবও আউটসোর্সিং পেশায় আছেন। গত বছর তিনিও বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পান। মূলত স্বামীর অনুপ্রেরণাতেই অনেকাংশে এগিয়ে গেছেন, এমনটাই মন্তব্য করেন সায়মা। সংসারের পাশাপাশি পুরোদমে চলছে সায়মা মুহিবের ফ্রিল্যান্সিং পেশা। বর্তমানে মাসে দেড় লাখের অধিক আয় করেন তিনি।
সায়মা মনে করেন, ফ্রিল্যান্সার ছাড়া ডিজিটাল বাংলাদেশ সম্ভব না। তাই দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে আগামীতে কাজ করতে চান তিনি।
সংগৃহীতঃ Ovro Roy Nirob

29/03/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Rafsan Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rafsan Ali:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share