NFSC - Dinajpur BookZone

NFSC - Dinajpur BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

বাংলাদেশের সর্বপ্রথমNFSC & BCB (Dorling Kindersley Edition)পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে...
05/06/2023

বাংলাদেশের সর্বপ্রথম
NFSC & BCB (Dorling Kindersley Edition)
পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে...

মক্কা ৬১০ গাইডবুক: যুদ্ধক্ষেত্রনিষিক্তএই গাইডবুকটি মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় তৎকালীন মক্কা নগরীর পুঙ্খানুপুঙ্খ ভৌগোলিক...
03/06/2023

মক্কা ৬১০ গাইডবুক: যুদ্ধক্ষেত্র
নিষিক্ত

এই গাইডবুকটি মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় তৎকালীন মক্কা নগরীর পুঙ্খানুপুঙ্খ ভৌগোলিক মানচিত্রের প্রতিফলন! মুহাম্মদ (সা.)-এর ওপর একটি নতুন জীবনী রচনার সময় এই মানচিত্র তৈরি করেছিলেন ----- ---- ----। ইসলামের সূচনাকালের মক্কাকে তুলে ধরার জন্য যেসকল চিত্র-উপকরণ তার প্রয়োজন ছিল সেগুলোর প্রয়োজনে তিনি একদম গোঁড়া থেকে সুদীর্ঘ দশ বছরের এক যাত্রা শুরু করেন। এ যাত্রায় তার সঙ্গী হলো ইসলামের প্রাচীনতম বিশুদ্ধ উৎসগুলো, যেগুলো থেকে তিনি তথ্য আহরণ করেছিলেন। সেই প্রাচীন মক্কা শহরটির কয়েকটি স্থান, যে স্থানগুলো তিনি স্বশরীরে ভ্রমণ করেছিলেন। লেখক শীঘ্রই আবিষ্কার করলেন যে, তার হাতে থাকা প্রাচীনতম উৎসগুলোর ‘রহস্যভেদ’ করাটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, এমনকি স্থানীয় আরবি ভাষাভাষী জনগণের জন্যও এই কথাটি প্রযোজ্য। লেখকের এই সুদীর্ঘ যাত্রার ফলাফল এই গাইডবুকটি!

-----
-----
-----

মুহাম্মদ (সা.)-এর চন্দ্রবর্ষীয় ৬৩ বছরের জীবনকালের ৪৭ বছর কেটেছে মক্কা নামের মাতৃভূমিতে! জীবনের শেষ ১০ বছর তিনি ইয়াসরিব শহরে কাটিয়েছেন। নতুন ধর্মমত হিসাবে ইসলাম প্রচারের ২৩ বছর সময় কালের পুরোটাই তার জন্য যুদ্ধের ময়দান হয়ে গিয়েছিলো। ইয়াসরিবে তিনি যুদ্ধ করতে অস্ত্র তুলে নিলেও, মক্কাকালীন ১৩ বছর ছিলো তার মনোযুদ্ধের কাল! এই অংশটিতে নিষিক্ত ’---’র ১০ বছরের গবেষণা এবং তার বিগত ২৮ বছরের ইসলাম গবেষণাকে সম্মিলিত করে একটি ব্যবহারিক গাইডবুক হিসাবে উপস্থাপন করেছেন। ব্যবহারিক গাইডবুক হবার কারণে প্রতিটি লাইন পাঠের পর সংযুক্ত ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বাধ্য হতে হবে এবং প্রথমদিকে তা সামান্য বিরক্তির ভাব নিয়ে আসবে; তবে একবার মনোযোগী হয়ে প্রবেশ করতে সক্ষম হলে, এই গাইডবুকটি যেকোনো গবেষক এবং পাঠককে বিমোহিত করতে দ্ধিধা করবে না! এই প্রকাশনাটি সফল এবং পাঠক প্রিয়তা পেলে ঠিক এভাবেই এই বইটির ২য় খণ্ডে মদিনা পর্বের ব্যবহারিক গাইডবুক উপস্থাপন করা হবে! চলুন শুরু করি..

৮৮ পৃষ্ঠার গাইডবুকটির রচণার কাজ শেষ করে প্রুফ রিডারের কাছে পাঠানো হয়ে গেছে। গর্ব নয় আত্মবিশ্বাস থেকে বলছি এরকম কিছু বাংলা ভাষায় এর আগে কখনও তৈরি হয়নি!

জয় একতা, জয় NFSC..

‘মক্কায় মুহম্মদ (সা.)’ কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬***মতামত‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট...
10/07/2022

‘মক্কায় মুহম্মদ (সা.)’
কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬
***

মতামত

‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট মক্কা’ বইটির মূল লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য ও ইসলামি শিক্ষা বিষয়ের সুনামধন্য অধ্যাপক ছিলেন। লেখকের জন্ম ১৯০৯ সালের ১৪ মার্চ, মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ২৪ অক্টোবর।

এই বইটিতে মুহম্মদ (সা.)-এর মক্কা জীবনের ইসলামের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরার সর্বোচ্চ প্রয়াস ঘটিয়েছেন লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। বইটি শিক্ষার্থীসহ ইতিহাস জানতে আগ্রহী বাংলা ভাষাভাষি সব মানুষকে ইংরেজিতে পড়তে হয়। এই প্রথমবার পাঠকের উদ্যোগে ‘নট ফর সেল ক্লাব’ বইটির বাংলা অনুবাদ করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

বাংলায় অনুবাদ বইটি সহজলভ্য হলে পণ্ডিত, গবেষক ও আরবি, ইসলামি স্টাডিজসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজে লাগবে। এই বইয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির অনেক বিষয়ের খুঁটিনাটি সমাধান খুঁজে পাবেন। শুধু শিক্ষার্থী নয়, মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস জানতে আগ্রহী সব মানুষের জন্য বইটি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটি পড়ানো হয়।

‘নট ফর সেল ক্লাব’ নিজেদের উদ্যোগে বই প্রকাশ করে জ্ঞান তৃষ্ণা মেটানোর পাশাপাশি বইটি সুলভমূল্যে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, জেনে আনন্দিত হলাম। গ্রন্থটি পাঠে মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস এবং মক্কার ভূ-রাজনৈতিক ইতিহাসের খুঁটিনাটি জানার কৌতুহল মেটাবে বাঙালি পাঠকদের। নট ফর সেল ক্লাবের উদ্যোগ সফল হোক।

নূর মোহাম্মদ আলম
পরিচালক
গবেষণা বিভাগ,
ইসলামিক ফাউন্ডেশন।

23/06/2022
17/06/2022

♥♥♥

নট ফর সেল ক্লাবক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)মক্কায় মোহাম্মদ (সঃ)***কালেক্টর'স এডিশন: ৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, সাথে ২৪ পৃষ্...
12/06/2022

নট ফর সেল ক্লাব
ক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)

মক্কায় মোহাম্মদ (সঃ)
***

কালেক্টর'স এডিশন:
৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, সাথে ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্যাখ্যাসহ!

11/06/2022

চলমান...

08/06/2022

চলছে প্রিন্টিং...

08/06/2022

চলছে প্রিন্টিং...

আমরা 'নট ফর সেল ক্লাব' চাই পৃথিবী বিখ্যাত উপন্যাসগুলো পাঠকের কাছে সহজলভ্য হয়ে পৌছাক! ভেবে দেখুন ২০১৪ সালের নোবেলজয়ী উপন্...
06/06/2022

আমরা 'নট ফর সেল ক্লাব' চাই পৃথিবী বিখ্যাত উপন্যাসগুলো পাঠকের কাছে সহজলভ্য হয়ে পৌছাক! ভেবে দেখুন ২০১৪ সালের নোবেলজয়ী উপন্যাসিকের উপন্যাসসহ দুটো উপন্যাস পাঠকের কাছে পৌছাবে মাত্র ২২০ টাকা সংগ্রহ দায় মূল্যে।

আমরা পৃথিবী বিখ্যাত রচনাগুলো যৌথ বইয়ের চিন্তায় ধারাবাহিকভাবে নিয়ে আসতেই থাকবো; একারণে প্রতিটি বইয়ের জন্য কালেক্টর’স এডিশন হতে থাকবে।

আপনার কপির জন্য প্রয়োজনে ইনবক্স করতে পারেন।

‘নট ফর সেল ক্লাব’ যে বইটি নির্মাণে তার সকল সম্পদ ঢেলে দেবে! প্রাথমিক পর্যায়ে বাজেট ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা! প্রশ্ন হচ্ছে:...
04/06/2022

‘নট ফর সেল ক্লাব’ যে বইটি নির্মাণে তার সকল সম্পদ ঢেলে দেবে! প্রাথমিক পর্যায়ে বাজেট ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা!

প্রশ্ন হচ্ছে: এতে হবে তো?!
ব্যাঙের ছাতার বিজ্ঞান BCB

বিশ্বাস করুন অথবা না করুন:
আপনি এর অংশীদার থাকা মানেই……… ই তি হা স!

খেয়ে পড়ে বেঁচে থাকোদেহ মনে সুস্থ থাকোতারপর জীবনে কিছু রঙ আনোমস্তিস্ককে কিছু সৃষ্টির পুলক দাওশুভকামনা...কৃতজ্ঞতাঃ Sakhawa...
28/05/2022

খেয়ে পড়ে বেঁচে থাকো
দেহ মনে সুস্থ থাকো
তারপর জীবনে কিছু রঙ আনো
মস্তিস্ককে কিছু সৃষ্টির পুলক দাও

শুভকামনা...

কৃতজ্ঞতাঃ Sakhawat Hossain

প্রকাশিত হতে চলেছে...
18/05/2022

প্রকাশিত হতে চলেছে...

দ্বিমুখী!প্রতিটি মানুষের ভেতর রাম-রাবণ, ভালো-মন্দ, পাপ-পূণ্য, ঈশ্বর-শয়তান অথবা হিরো-ভিলেন চরিত্র বিদ্যমান! আচ্ছা একটা বই...
30/04/2022

দ্বিমুখী!

প্রতিটি মানুষের ভেতর রাম-রাবণ, ভালো-মন্দ, পাপ-পূণ্য, ঈশ্বর-শয়তান অথবা হিরো-ভিলেন চরিত্র বিদ্যমান! আচ্ছা একটা বই আনলে কেমন হয়, যারও দুটো আলাদা চরিত্র একসাথে থাকবে; বই একটি তবে তার চরিত্র হবে দুইটি!

“নট ফর সেল ক্লাব” নিয়ে আসতে তালিকাভূক্ত করেছে এমন একটি বই, সরি দুইটি বই, সরি একটি বই; যার দ্বিমুখী চরিত্র থাকছে……!!!

বইটি হাতে নিয়ে আপনাকে ভাবতে বাধ্য হতে হবে আপনি কোন দিকটা বেছে নেবেন; বইটি এটি প্রমাণ করতে সক্ষম হবে: “মানুষ মাত্রই দ্বিমুখী”……

আসছে বাংলা প্রকাশনা জগতে প্রথম “দ্বিমুখী বই”……

https://m.facebook.com/story.php?story_fbid=445010744073092&id=100871775153659

NFSC BookZone(ভবিষ্যতের লাইব্রেরী)
30/01/2022

NFSC BookZone

(ভবিষ্যতের লাইব্রেরী)

Address

Dinajpur Sadar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Dinajpur BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Dinajpur BookZone:

Videos

Share