03/06/2023
মক্কা ৬১০ গাইডবুক: যুদ্ধক্ষেত্র
নিষিক্ত
এই গাইডবুকটি মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায় তৎকালীন মক্কা নগরীর পুঙ্খানুপুঙ্খ ভৌগোলিক মানচিত্রের প্রতিফলন! মুহাম্মদ (সা.)-এর ওপর একটি নতুন জীবনী রচনার সময় এই মানচিত্র তৈরি করেছিলেন ----- ---- ----। ইসলামের সূচনাকালের মক্কাকে তুলে ধরার জন্য যেসকল চিত্র-উপকরণ তার প্রয়োজন ছিল সেগুলোর প্রয়োজনে তিনি একদম গোঁড়া থেকে সুদীর্ঘ দশ বছরের এক যাত্রা শুরু করেন। এ যাত্রায় তার সঙ্গী হলো ইসলামের প্রাচীনতম বিশুদ্ধ উৎসগুলো, যেগুলো থেকে তিনি তথ্য আহরণ করেছিলেন। সেই প্রাচীন মক্কা শহরটির কয়েকটি স্থান, যে স্থানগুলো তিনি স্বশরীরে ভ্রমণ করেছিলেন। লেখক শীঘ্রই আবিষ্কার করলেন যে, তার হাতে থাকা প্রাচীনতম উৎসগুলোর ‘রহস্যভেদ’ করাটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, এমনকি স্থানীয় আরবি ভাষাভাষী জনগণের জন্যও এই কথাটি প্রযোজ্য। লেখকের এই সুদীর্ঘ যাত্রার ফলাফল এই গাইডবুকটি!
-----
-----
-----
মুহাম্মদ (সা.)-এর চন্দ্রবর্ষীয় ৬৩ বছরের জীবনকালের ৪৭ বছর কেটেছে মক্কা নামের মাতৃভূমিতে! জীবনের শেষ ১০ বছর তিনি ইয়াসরিব শহরে কাটিয়েছেন। নতুন ধর্মমত হিসাবে ইসলাম প্রচারের ২৩ বছর সময় কালের পুরোটাই তার জন্য যুদ্ধের ময়দান হয়ে গিয়েছিলো। ইয়াসরিবে তিনি যুদ্ধ করতে অস্ত্র তুলে নিলেও, মক্কাকালীন ১৩ বছর ছিলো তার মনোযুদ্ধের কাল! এই অংশটিতে নিষিক্ত ’---’র ১০ বছরের গবেষণা এবং তার বিগত ২৮ বছরের ইসলাম গবেষণাকে সম্মিলিত করে একটি ব্যবহারিক গাইডবুক হিসাবে উপস্থাপন করেছেন। ব্যবহারিক গাইডবুক হবার কারণে প্রতিটি লাইন পাঠের পর সংযুক্ত ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে বাধ্য হতে হবে এবং প্রথমদিকে তা সামান্য বিরক্তির ভাব নিয়ে আসবে; তবে একবার মনোযোগী হয়ে প্রবেশ করতে সক্ষম হলে, এই গাইডবুকটি যেকোনো গবেষক এবং পাঠককে বিমোহিত করতে দ্ধিধা করবে না! এই প্রকাশনাটি সফল এবং পাঠক প্রিয়তা পেলে ঠিক এভাবেই এই বইটির ২য় খণ্ডে মদিনা পর্বের ব্যবহারিক গাইডবুক উপস্থাপন করা হবে! চলুন শুরু করি..
৮৮ পৃষ্ঠার গাইডবুকটির রচণার কাজ শেষ করে প্রুফ রিডারের কাছে পাঠানো হয়ে গেছে। গর্ব নয় আত্মবিশ্বাস থেকে বলছি এরকম কিছু বাংলা ভাষায় এর আগে কখনও তৈরি হয়নি!
জয় একতা, জয় NFSC..