আমার বন্ধু অসাধারণ প্রতিভা
সামর্থ্য খুব বেশি না থাকলেও, ইচ্ছা শক্তিটা প্রবল, বেঁচে থাকার সময় অল্প, লোক দেখানো কোন কাল্পনিক গল্প নয়,
কিছু মানুষকে ভালোবাসা শেখাতে চাই। Sibli sadik mp
মৃত্যুর পর দু-একটা বছর মানুষ যেন মনে রাখে, আল্লাহ সেই কাজ তৌফিক দান করুক।
পৃথিবীর অনেক দেশেই সততার জন্য নিরাপত্তার কারণে, লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ ইনভেস্ট করে,
অথচ দুর্ভাগ্য আমাদের, কোথাও আমার দেশে মানুষত্ব, বিবেক, সততা, বিক্রি হয় ২০, ৫০, ১০০, ২০০, টাকায়।
কিছু জনপ্রতিনিধি আছে, বরাদ্দ দিয়ে এমন ভাব করে যেন বাড়ি থেকে টাকা বিতরণ করছে, এই রাষ্ট্রের টাকা জনগণের টাকা, আমি দিতে বাধ্য। Sibli sadik mp
আমি সামান্য একজন মানুষ, আমার কোন বিশেষ যোগ্যতা নাই,
আজকের এই অবস্থান, যাদের সমর্থনে তৈরি হয়েছে, আজ তারাই আমার পরিবারের একটা অংশ, তাই নিজের পরিবারের জন্য, এই এলাকার জন্য, এই দেশের জন্য, কিছু করার চেষ্টা করে যাই সব সময়, এর সফলতা আপনাদের, ব্যর্থতা সবটুকুই আমার । Sibli sadik mp
কারো কোরবানির টেনশন, কারো হাফ কেজি মাংসের,
হাজারো চাহিদার মাঝে আমার সামান্য আয়োজন হয়তো কিছুই হয় না, তবুও সান্তনা এতোটুকুই, আমার চেষ্টা ছিল তোমাদের জন্য। Sibli sadik mp
তোমাদের সকল অভিযোগ আমার কাছে জমা রাখো,
ইচ্ছে হলে আমার সাথে ঝগড়া কর,
আমি চাইলেই কারো কাছে অভিযোগ করতে পারিনা। Sibli sadik mp