30/08/2024
মানুষ হতে পেরেছি কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি, কখনো কোনো শিক্ষকের সাথে সজ্ঞানে বেয়াদবি করার দুঃসাহস হয়নি।
এখনো আমি রাস্তায় চলার পথে আমার শিক্ষকদের দেখলে মাথা নিচু করে সালাম দেই,,,
বর্তমান প্রজন্মের অভিভাবকদের বলতে শুনি " আমার ছেলেমেয়েদের মারার আপনি কে ? বর্তমান প্রজন্মের অভিভাবকরা খুব সহজেই সমাজের দায় থেকে সরে যাচ্ছে।
একজন শিক্ষক একজন অভিভাবক একজন পিতা মাতা সমতুল্য কিংবা তারও উর্দ্ধে 😭😭
"ক্ষমা করবেন হে জাতি গড়ার কারিগর আমি তাদের হয়ে ক্ষমা চাচ্ছি আমাদের ক্ষমা করেন😢
Md Rabiul Islam