Hr. Habibur Rhaman

Hr. Habibur Rhaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hr. Habibur Rhaman, Gaming Video Creator, Parbatipur upazilla, Dinajpur.

08/09/2022

জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
বনাম
শেরপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয়

21/08/2022

স্বার্থপর 💔

21/08/2022
18/08/2022
**মুভি রিভিউ**★Vikrant Rona★কিচ্চা সুদিপ অভিনিত কন্নড় একশন থ্রিলার ফিল্ম ভিক্রান্ত রোনা। ৯৫ কোটি টাকা বাজেটের এই সিনেমাট...
11/08/2022

**মুভি রিভিউ**
★Vikrant Rona★

কিচ্চা সুদিপ অভিনিত কন্নড় একশন থ্রিলার ফিল্ম ভিক্রান্ত রোনা। ৯৫ কোটি টাকা বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট। সিনেমাটি পরিচালনা করেছেন আনুপ ভান্ডারি। এছাড়াও সিনেমাটিতে জেকলিন ফার্নান্দেজের কেমিও রয়েছে। নিরুপ ভান্ডারি, নিথা আশোক, মধুসূদন রাও, ভাসুকি ভৈভবরাও গুরুত্বপূর্ণ ভুমিকায় রয়েছে।

**কাহিনি: প্রায় পঞ্চাশ বছর আগে, একটি রেইনফরেস্টের মাঝখানে একটি প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ব্যাখ্যাতীত হ/ত্যাকান্ড ঘটতে থাকে যার জন্য তারা ভুতপ্রেতকে দায়ী করে। এই রহস্য উদঘাটন করতে গ্রামে আসে ইন্সপেক্টর ভিক্রান্ত রোনা।

**অভিনয়: কিচ্চা সুদিপের অভিনয় অনেকেই দাবাং ৩, পেহেলবান, হাব্বুলি এইসব সিনেমাতে দেখেছেন। তাই তার অভিনয় দক্ষতার কথা সবারই জানা। এছাড়া জেকলিনের অভিনয় খুব কম সময়ের জন্য রাখা হয়েছে। মুলত গ্লেমারের জন্যই তাকে নেয়া। নিরুপ ভান্ডারি ও নিথা আশোকের অভিনয় ভালো ছিলো।

**পজিটিভ: অসাধারণ সুন্দর সেট ডিজাইনের জন্য মনে হয় আসল রেইনফরেস্টেই শুট করা হয়েছে। ক্লাইমেক্স টুইস্ট টা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। আর ক্লাইমেক্স ফাইটে বেশি কুইককাট করেনি, তাই দেখতে ভালো লাগছিলো।

**নেগেটিভ: নিরুপ ভান্ডারি ও নিথা আশোকের কেমিস্ট্রি ভালো ছিলো তবে তাদের প্রেমকাহিনি সিনেমার কাহিনিতে খুব একটা অবদান রাখেনি। কিছু কিছু জায়গায় তাদের কাহিনি শুধুমাত্র সিনেমার লেন্থ বাড়াচ্ছিলো। এছাড়াও কিছু কিছু জায়গায় কমেডি ঠিক ভাবে কাজ করেনা। এই ধরনের সিন গুলো বাদ দিয়ে ভিক্রান্ত রোনা ও তার মেয়ের কাহিনি দেখালে ইমোশন আরো বৃদ্ধি পেত। সিনেমাটির রানটাইম মাত্র ২ ঘন্টা ১৫ মিনিট হওয়া সত্ত্বেও কিছু জায়গায় অনেক স্লোও মনে হচ্ছিলো।

**মন্তব্য: এডভেঞ্চার থ্রিলার টাইপ সিনেমা আপনার যদি পছন্দের হয় তবে সিনেমাটি দেখে ফেলতে পারেন।

**রেটিং:৪★/৫★ (৯৩ শতাংশ গুগল ইউজার সিনেমাটি পছন্দ করেছেন, এবং এর IMDB রেট - ৮.৩/১০ এখন পর্যন্ত)
**যেখানে দেখবেন: zee5 এ।(হিন্দি ডাব ও ইংরেজি সাবটাইটেল রয়েছে) এছাড়াও টরেন্ট জাতীয় ওয়েবসাইট গুলোতেও পেয়ে যাবেন তবে এমন ভাবে দেখার চেষ্টা করুন যেভাবে দেখলে আপনার ভিউ কাউন্ট হবে।

©tughlaq_things

🔸 Web series : The Sandman🔸Genre : Fantasy, Drama, Superhero🔸IMDb rating : 8.2 (Rating ওঠা নামা করতেছে)🔸 Personal rating...
11/08/2022

🔸 Web series : The Sandman
🔸Genre : Fantasy, Drama, Superhero
🔸IMDb rating : 8.2 (Rating ওঠা নামা করতেছে)
🔸 Personal rating : 7.5
♦️ Spoiler Free

🔰 The Sandman ১৯৮৯ সালে নিল গাইমান এর লেখা এবং ডিসি কমিকস দ্বারা প্রকাশিত কমিস সিরিজ। ২০২২ সালে নেটপ্লিস ডিসির স্যান্ডম্যান কমিকস উপর নিজেদের টিভি সিরিজ তৈরি করে।

🔰 Sandman সিরিজটা ভালোই লেগেছে। সিরিজ টার cinematography দারুন ছিল। এটাকে অন্যান্য Superhero সিরিজ এর মতো ভেবে ভুল করবেন না। এটা একটা দারুন সিরিজ। সিরিজ টার death এর এক একটা Dialogue গুলো অসাধারন ছিল। Death Character টাও অনেক ভালো লাগছে।

𝐓𝐇𝐄 𝐒𝐀𝐍𝐃𝐌𝐀𝐍

I'M THE KING

OF DREAMS, RULER OF THE NIGHTMARE REALM

🔰Some information about Sandman / Dream

Sandman সিরিজের গল্প Dream কে নিয়ে যে সপ্ন ও কল্পনার রাজ্যের অধিপতি, The Dream Of Endless And The Emperor Of Dreaming । সে সপ্নের জগতকে নিয়ন্ত্রণ ও শাসন করে। সে এক অনন্তজীবি(The Endless) যে কখনো মরে না।তার একটা পরিবার আছে তারা ৭ ভাইবোন (The Family Of Endless)
তার পরিবারের সকল সদস্যরা হলো- Dream(সপ্ন), Death(মৃত্যু) ,Destiny(নিয়তি), Despair( হতাশা বা দুঃখ) , Desire(আকাঙ্ক্ষা), Delirium(প্রলাপ) and Destruction(ধ্বংস).
এদের সবার নিজের সাম্রাজ্যে আছে। সবাই তাদের সাম্রাজ্যের অধিপতি।
এরা সবাই অনন্তজীবী। সৃষ্টি প্রথম জীব যখন প্রথম শ্বাস নেয় তখন তাদের দায়িত্ব শুরু হয় ও সৃষ্টি শেষ জীব যখন শেষ নিশ্বাস নেবে তখন এদের দায়িত্ব শেষ হয়ে যাবে।
এরা ছাড়া আরেকটি রাজ্য আছে যার নাম হলো হেল। যার অধিপতির নাম হলো লুসিফার দ্যা ফেলেইন এনজেল( Lucifer: The Fallen Angel)। Lucifer এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী চরিত্র। তাকে এদুনিয়ার শয়তান বললেও ভুল হবে না। The Seven Endless থেকেও শক্তিশালী সে। আর এ চরিএ এর গুরুত্ব সিরিজটার ভবিষ্যৎতের জন্য অপরিসীম। পরবর্তী সিজনে Lucifer মনে হয় মেইন ভিলেন হবে।

🔰𝗦𝘁𝗼𝗿𝘆

সময়টা ১৯১৬ সাল WYCH CROSS, ENGLAND ,
দুইজন বৃদ্ধ লোক যাদের দুজনের সন্তান মারা গেছে। তারা তাদের সন্তানদের অনেক ভালোবাসত । ‌তাদের মধ্যে একজন ছিল জাদু কার। তারা মিউজিয়াম থেকে একটা ব‌ই নিয়ে এসেছে যেখানে কালো জাদু সম্পর্কে লেখা আছে। এ বইটি দিয়ে তারা ডেথটকে ডাকবেন ও নিজের মৃত্য ছেলেকে ফেরত চাইবেন। কিন্তু ডেথট এর জায়গে ধরা পরে Dream । তারা dream এর কাছে তাদের মৃত সন্তান ফিরে চায়। Dream দিতে না পারায় তাকে বন্ধি করে নেওয়া হয় কালো যাদু দিয়ে। তারা Dream এর কাছ থেকে তার পোশাক, তার অস্ত্র সবকিছু কেড়ে নেয় এবং সেগুলো তাদের কাছ থেকে আরেক জন চুরি করে বিক্রি করে দেয় 😅। Dream বন্দি হ‌ওয়ায় এদিকে পৃথিবীর তে ছড়িয়ে পরে এক রোগ কেউ ঘুম থেকে আর ওঠে না আবার কেউ ঘুমাতে পারে না। ড্রেম লর্ড মোফিয়াস এখন কিভাবে সেখান থেকে মুক্ত হয় আর কিভাবে তার অস্ত্রগুলো খুঁজে বার করে এবং কীভাবে তার রাজত্ব ফিরে পায় এই নিয়ে সিরিজ।

🔰 Overall

দ্যা স্যান্ডম্যান একটি অসাধারণ সিরিজ। যার ভিএফএস, বিজিএম,গল্প অনেক ভালো। এটা একটা উনিক সিরিজ। এরকম হাই - ফেন্টাসি, হররর, ডার্ক সিরিজ খুব কমই হয়।

♦️ নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে কমেন্টে যুদ্ধ শুরু হতে পারে ‌🤧। তবুও নিচে কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে লিখলাম। ঘরে একা বসে অসাধারণ বিজিএম গুলো শুনতে শুনতে দেখে ফেলুন হাইলি আর রেটেড দ্যা স্যান্ডম্যান।
LGBTQ+ 🥴

🔰 Personal Opinion :

সিরিজ ভালো ছিল কিন্তু মাঝখানে সিরিজটা একটু স্লোয় লেগেছে। অনেকে বলছে এটা এই বছরে এই পর্যন্ত রিলিজ হ‌ওয়া সবথেকে বেস্ট সিরিজ কিন্তু আপনার এটা মনে হয় না আমি এটাকে দ্বিতীয় স্থানে রাখব। সাধারণ মুভি লাভারদের সিরিজটা অনেক ভালো লাগবে। যারা মুভি সিরিজ সম্পর্কে ভালো বোঝে তাদের একটু কম ভালো লাগতে পারে। Episode 1-5 পর্যন্ত সবকিছু ঠিক ছিল । পরে যেয়ে কাহিনী বেশি ভালো লাগেনি। Episode 1-5 মে concept দেখিয়েছে সেটা দারুণ ছিল কিন্তু Episode 6-10 এ পুরো ভিন্ন concept দেখায় যেটা অতোটা ভালো লাগেনি। আমি ট্রেইলার দেখে ভেবেছিলাম সিরিজ টায় অনেক ভালো একশন সিন দেখতে পারব কিন্তু সিরিজে কোনো ধরনের একশন সিন নেই‌।

Address

Parbatipur Upazilla
Dinajpur
5250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hr. Habibur Rhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hr. Habibur Rhaman:

Videos

Share