Coming Soon

Coming Soon Welcome to my page, please like&share

হরে কৃষ্ণ প্রশ্ন ৬। পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে ?উত্তর ঃ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর। তাই প...
06/11/2023

হরে কৃষ্ণ

প্রশ্ন ৬। পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে ?

উত্তর ঃ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর। তাই পরম

ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে—এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তাঁর

উপরে কেউই থাকেন না। যদি থাকেন, তবে 'পরমেশ্বর' কথাটি ব্যবহার করা হত

না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে 'অসমো' বলে বর্ণনা করা হয়েছে। 'অসমো' কথাটির অর্থ

হল 'যাঁর সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই।' তিনিই পরমেশ্বর ভগবান

শ্রীকৃষ্ণ। আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে

আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন?

সৃষ্টির আদি জীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করছেন— ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ । অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ॥

অর্থাৎ, “সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ।” (শ্রীব্রহ্মসংহিতা ১) এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোন কারণ নেই। পরমেশ্বরের কোন আদি নেই। তিনিই সমস্ত কারণের পরম কারণ।

06/11/2023



28/10/2023


হরে কৃষ্ণ প্রশ্ন ৫। জগতে ভক্তের সংখ্যা বেশী, না অভক্তের সংখ্যা বেশী?উত্তর : সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জড় জগৎ—এভাবে...
14/09/2023

হরে কৃষ্ণ
প্রশ্ন ৫। জগতে ভক্তের সংখ্যা বেশী, না অভক্তের সংখ্যা বেশী?

উত্তর : সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জড় জগৎ—এভাবে সমগ্র জগতের চারভাগের একভাগ মাত্র জড়জগৎ। বাকী তিনভাগই বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগতের সকলেই ভক্ত। অল্প অংশ এই জড়জগতের মধ্যে আবার ঊর্ধ্বলোকগুলিতে ভক্ত বেশী। যদিও সকাম ভক্তই বেশী। পৃথিবী নামক ছোট গ্রহে কলিপ্রভাবিত মানুষের সংখ্যা বেশী। প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশী। তবে এই কলিযুগ ধন্য। কারণ মহাবদান্য অবতার ভক্তরূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। তাই কৃষ্ণভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুত হয়েছে। শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা হয়েছে আগামী দশহাজার বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। ব্রহ্মবৈবর্তপুরাণে এই ভবিষ্যদ্বাণী রয়েছে। অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশী। যদিও বা ইদানীং মনে হচ্ছে জগতে অভক্ত বেশী। কিন্তু ঘোর কলি আসতে না আসতেই একটি বিশাল মঙ্গলময় — ভক্তিময় পরিবর্তন সূচিত হবে। পাঁচ হাজার বছর পর ক্রমশ ভক্তসংখ্যা - এই পৃথিবীতে কমতে থাকবে। এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে, তাদের মধ্যে মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। তার মধ্যে ভক্ত সঙ্গ বহুগুণাধিক দুর্লভ।

হরে কৃষ্ণপ্রশ্ন ৪:  ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন ?উত্তর : জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ...
11/09/2023

হরে কৃষ্ণ
প্রশ্ন ৪: ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন ?

উত্তর : জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ্ক্ষা করতে পারে। তার সেই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে। অবশেষে যখন জীব বুঝতে পারে যে, প্রকৃত আনন্দ এখানে নেই, তখন সে আনন্দময় ভগবদ্ ধামে উন্নীত হওয়ার জন্য সাধুসঙ্গাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে। এই জন্যই ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন।

হরে কৃষ্ণপ্রশ্ন ৩। শাস্ত্রে পেয়েছি, “যা গত হয়েছে তা ভাল হয়েছে, যা চলছে তা ভাল চলছে, যা ভবিষ্যতে হবে তা-ও ভাল হবে।" তব...
31/08/2023

হরে কৃষ্ণ

প্রশ্ন ৩। শাস্ত্রে পেয়েছি, “যা গত হয়েছে তা ভাল হয়েছে, যা চলছে তা ভাল চলছে, যা ভবিষ্যতে হবে তা-ও ভাল হবে।" তবে আমরা যা করছি তা
যা-ই হোক, শাস্ত্র অনুযায়ী ভালই হচ্ছে। তা কি সত্য নয় ?

উত্তর : কোন্ শাস্ত্রে আছে জানি না। তবে বলা যায়, যে পুণ্য করছে সে স্বর্গসুখ ভোগ করবে—অতএব ভাল করছে। যে পুণ্য করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করছে, অতএব ভাল করেছিল। যে পাপ করেছিল, সে নরক যন্ত্রণা ভোগ করছে সুতরাং শাস্তির পর তার পাপফল নষ্ট হয়ে যাচ্ছে, অতএব ভাল হচ্ছে। যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে, সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ডভোগ করবে। এটিও নীতিগত বিচারে ভালই। শাস্ত্রে আছে, এই মানবজন্মে যে পশুর মতো আচরণ করবে, পরজন্মে সে একটি পশুজন্ম পাবে। এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে, পরবর্তী পরমেশ্বরের কোন কারণ নেই। পরমেশ্বরের কোন আদি নেই। তিনিই সমস্ত কারণের পরম কারণ।

হরে কৃষ্ণপ্রশ্ন ২। শাস্ত্রে জানতে পারলাম, ভাল ও মন্দ উভয়েই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তা হলে ভগবান কি কারণে মন্দ বিভাগ স...
30/08/2023

হরে কৃষ্ণ

প্রশ্ন ২। শাস্ত্রে জানতে পারলাম, ভাল ও মন্দ উভয়েই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তা হলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন ?

উত্তর : বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না। ভালর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়। অন্ধকার যদি না থাকত, তবে আলোর মর্যাদা কেউ দিত না। জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে। তার অর্থ এই নয় যে, সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে। না, তা নয়।

07/10/2022

জয় কানাইয়া লাল কি জয়

Hare Krishna
23/09/2022

Hare Krishna

Address

Pakerhat Khansama Dinajpur
Dinajpur
5231

Telephone

+8801785406069

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coming Soon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coming Soon:

Videos

Share

Category