06/11/2023
হরে কৃষ্ণ
প্রশ্ন ৬। পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে ?
উত্তর ঃ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর। তাই পরম
ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে—এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল। যিনি পরম, তাঁর
উপরে কেউই থাকেন না। যদি থাকেন, তবে 'পরমেশ্বর' কথাটি ব্যবহার করা হত
না। শাস্ত্রে শ্রীকৃষ্ণকে 'অসমো' বলে বর্ণনা করা হয়েছে। 'অসমো' কথাটির অর্থ
হল 'যাঁর সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই।' তিনিই পরমেশ্বর ভগবান
শ্রীকৃষ্ণ। আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই। যে কারণে
আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন?
সৃষ্টির আদি জীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করছেন— ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ । অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্ ॥
অর্থাৎ, “সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদিরও আদি এবং সমস্ত কারণের পরম কারণ।” (শ্রীব্রহ্মসংহিতা ১) এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোন কারণ নেই। পরমেশ্বরের কোন আদি নেই। তিনিই সমস্ত কারণের পরম কারণ।