15/07/2024
নিউজ ফোকাস বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্ট :......................................................................................
***যে কারণে পুনরায় চালু করা জরুরী বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্ট..........
১। ভারতে গমনকারীদের ১০০ কিলোমিটারের পথ সংক্ষিপ্ত হবে ।
২। চিকিৎসার কাজে পার্সপোট যাত্রী/রোগীগণ রাধিকাপুর থেকে সহজেই দিল্লি পর্যন্ত ভ্রমন করতে পারবেন।
৩। বিরল-রাধিকাপুর ইমিগ্রশন চালু না হওয়ায় এই রুটের অনেকের ভিসা/পার্সপোটের মেয়াদ শেষ হতে চলেছে।
৪। করোনার প্রভাব শেষ হলেও বিরল-রাধিকারপুর চেকপোস্ট চালুর উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অথচ হিলিসহ অন্য সব চেকপোস্ট চালু রয়েছে।
৫। বৃহত্তর দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাঁকুরগাও বাসীর দাবি দ্রুত সময়ে চালু করা হোক বিরল-রাধিকাপুর ইমিগ্রশন চেকপোস্ট।