30/10/2024
অক্টোবর ,২০২৪ সাম্প্রতিক আপডেট
প্রাইমারি ও ৪৭ বি সি এস জন্য গুরুত্বপূর্ণ
পত্রিকা থেকে সংগৃহীত রোজ শনিবার
তারিখ: ১৯/১০/২০২৪
---------------------------------------------------------------
আধুনিক কম্পিউটারের জনক মনে করা হয় কাকে?
চার্লস ব্যাবেজ। (মৃত্যু: ১৮ অক্টোবর, ১৮৭১)
বৈদ্যুতিক বাতির আবিষ্কারক কে?
টমাস আলভা এডিসন। (মৃত্যু: ১৮ অক্টোবর, ১৯৩১)
গ্রামোফোন, ভিডিও ক্যামেরা, দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাল্ব এগুলো কে আবিষ্কার করেন?
টমাস আলভা এডিসন।
কতসালে 'জাতীয় পাটনীতি' প্রণয়ন করা হয়?
২০১৮ সালে।
তেভাগা আন্দোলনের সংগ্রামী কৃষক নেত্রী এবং মহীয়সী নারী হিসেবে পরিচিত
কে? ইলা মিত্র।
বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্র কবে জন্মগ্রহণ করেন?
১৮ অক্টোবর, ১৯২৫
বিশ্বের কতজন মানুষ চরম দারিদ্রের মধ্যে বসবাস করছে? ১১০ কোটি। (সূত্র: জাতিসংঘ)
জাতিসংঘের ইউএনডিপি'র তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস কোন দেশে?
ভারত, (২৩ কোটি ৪০ লাখ)।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কতজন মানুষ চরম দারিদ্রের মধ্যে বসবাস করছে?
৪ কোটি ১৭ লাখ
২০২৪ সালে সাহিত্যে নোবেল পাওয়া উপন্যাসটির নাম কী? দ্য ভেজিটারিয়ান। (লেখিকা হান জং)
ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয় কত সালে?
১৮ অক্টোবর, ১৫৬৫ সালে।
গ্রেট বিটেন, স্পেন ও সার্ভিনিয়ার মধ্যে 'আইলা শাপেল' এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
১৮ অক্টোবর, ১৭৪৮।
'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসের রচয়িতা কে?
মোহাম্মদ নজিবর রহমান।
যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষণে এ পরিবর্তন প্রত্যক্ষ করতে পারবে?
৮ মি. ২০ সেকেন্ড পরে।
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? ডেনমার্ক।
বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম কি ছিল?
বিকশিত।
বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি গণপ্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে? →
১৪৩ (১) (গ)।
রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠন করেছে স্বাস্থ্য,
গণমাধ্যম, শ্রমিক ও নারীবিষয়ক সংস্কার কমিশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারকার্য শুরু হয়
১৬ অক্টোবর।
জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিব