Tonmoy Roy page

Tonmoy Roy page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tonmoy Roy page, Digital creator, Dinajpur.

19/11/2024

এই ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন-

১.Sergel 20mg. গ্রস্টিকের সমস্যা হলে খালি পেটে খাবেন।

২.viset 50mgবা Algin50mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে খাবেন।

৩.Napa Extra বা Napa Extrend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।

৪.Ecosprin 75mg.বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।

৫.Flazyl400mg বা Filmet400mg.পাতলা পায়খানা হলে খাবেন।

৬.Tufnil 200mgপ্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবে।

৭.Rolac10mg বা Tory 90mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।

৮.Rupa10 mgবা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।

৯. Emistat 8mg বমি হলে খাবেন।

১০. Tenoloc 50mgবা Amdocal 5mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।

প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধ গুলো হাতের কাছে রেখে দিবেন,(প্রয়োজনে ডাক্তারের স্মরনাপন্ন হবেন।)
Collected

14/11/2024

কান নিয়েছে চিলে (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

চিল নিয়েছে কানটা শুনে
ছুটছি চিলের পিছে,
সারাটি দিন ছোটাই হলো
দিনটা গেলো মিছে।

কানের দুঃখে কাঁদছি বসে
গালে দিয়ে হাত,
মুখ দেখানো আর যাবেনা
চলে গেলো জাত।

কান ছাড়া যে মান রাখা দায়
কান হারিয়ে কাঁদি,
চোঁখের জলে ভাসছি আমি
উঠোন হলো নদী।

ছোট্ট শিশু খেলার ছলে
কানে দিলো হাত,
খুশি হলাম কান টানাতে
ফিরে পেলাম জাত।

শোনা কথায় ফাল পেড়োনা
মোটা মাথার দল,
নিজের উপর ভরসা রাখো
নিজের বলই বল।

08/11/2024

জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী সমস্যা, যার প্রভাব আমাদের গ্রহের প্রায় সবকিছুকেই ছুঁয়ে যাচ্ছে। নিচে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হলো যেগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে:
* পরিবেশ:
* জীববৈচিত্র্য: উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বসতিস্থান ধ্বংস হচ্ছে।
* সমুদ্র: সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, অম্লতা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ বন এবং অন্যান্য সমুদ্রীয় জীবজগতের জন্য বিপজ্জনক।
* বন: বন্যায়, খরা এবং দাবানলে বন ধ্বংস হচ্ছে, যা জীববৈচিত্র্য হ্রাস এবং কার্বন নিঃসরণ বৃদ্ধির কারণ হচ্ছে।
* মানুষ:
* খাদ্য নিরাপত্তা: জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন কমে যাচ্ছে, যা খাদ্যের দাম বৃদ্ধি এবং খাদ্য সংকটের ঝুঁকি বাড়াচ্ছে।
* জলের স্বল্পতা: গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিমাণ কমার কারণে অনেক এলাকায় পানির স্বল্পতা দেখা দিচ্ছে।
* স্বাস্থ্য: উচ্চ তাপমাত্রা, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ছড়িয়ে পড়া নতুন রোগের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
* অর্থনীতি:
* কৃষি: কৃষি উৎপাদন কমে যাওয়া, মাছ ধরা কমে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি ও মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
* পর্যটন: জলবায়ু পরিবর্তনের কারণে অনেক পর্যটন স্পট ধ্বংস হচ্ছে, যা পর্যটন শিল্পের জন্য একটি বড় হুমকি।
* সামাজিক:
* দরিদ্রতা: জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোর মানুষের ওপর।
* পরিবেশগত শরণার্থী: জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে।

03/11/2024

𝙸 𝚑𝚊𝚟𝚎 𝚗𝚘𝚝𝚒𝚌𝚎𝚍 𝚝𝚑𝚊𝚝, 𝚃𝚑𝚎 𝚖𝚊𝚒𝚗 𝚃𝚎𝚊𝚌𝚑𝚎𝚛 𝚒𝚗 𝚘𝚞𝚛 𝚕𝚒𝚏𝚎 𝚒𝚜 𝚝𝚑𝚊𝚝 ,,𝙻𝚒𝚏𝚎,,𝚊𝚗𝚍 ,,𝚃𝚒𝚖𝚎,, 𝙸𝚝 𝚝𝚎𝚊𝚌𝚑𝚎𝚜 𝚞𝚜 𝚑𝚘𝚠 𝚝𝚘 𝚖𝚊𝚍𝚎 𝚘𝚞𝚛 𝙻𝚒𝚏𝚎 𝚞𝚜𝚎𝚏𝚞𝚕 𝚊𝚗𝚍 𝚙𝚛𝚘𝚙𝚎𝚛𝚕𝚢 right 𝚞𝚜𝚎 𝚃𝚒𝚖𝚎.....

30/10/2024

যারা ছোট বাচ্চাদেরকে রাতে পুতুল নিয়ে ঘুমাতে দেন
তাদের জন্য সতর্কবার্তা। ⚠️

আমার মেয়ে এই পুতুলটা নিয়ে রাতে ঘুমাতো। তো মাঝে মাঝে সে ঘুম থেকে কান্না করে উঠতো। ভাবতাম হয়তো সারাদিন কম্পিউটারে হাবিজাবি কার্টুন দেখে, সেগুলোর কিছুই বোধ হয় স্বপ্নে দেখেছে। তেমন পাত্তা দিতাম না। মেয়েটি বলতো বাবা, এই ডলটা রাতে আমার সাথে কথা বলে। গান গায়। গল্প শোনায়। এইসব শুনে হাসতাম। ভাবতাম, বাচ্চাদের ছেলেমানুষী।

তো, কয়েকদিন আগে আমার বউ আর দুই মেয়ে নানু বাড়িতে গেছে। আমি বাসায় একা। সবকিছুই ঠিকঠাক চলছিলো। গত পরশু রাতের ঘটনা। আমি শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করছি। এমন সময় হুট করে কাঠের আলমারির একটা কপাট কড়কড় শব্দ করে নিজ থেকে খুলে গেল। আমি সেদিকে তাকাতেই মেয়ের রেখে যাওয়া পুতুলটা চোখে পড়লো। পুতুলের চোখ দুটো কেমন জ্বলছে মনে হলো। আমি কয়েক বার চোখের পাতা বন্ধ করে খুলে দেখি পুতুলটা হাসছে। ঠোঁট দুটো আস্তে আস্তে প্রসারিত হতে লাগলো। আমার তো ভীমড়ি খাওয়ার অবস্থা। আমি মনের অজান্তেই বলে ফেললাম, কে! কে এখানে! কি চাও?

পুতুলটা আস্তে আস্তে মানুষের মত তার হাত পা নাড়াতে লাগলো। আত্মা হিম করা ঠান্ডা দৃষ্টি দিয়ে সে তাকিয়ে রইলো আমার দিকে। ভিষণ অস্বস্তি হতে লাগলো।

এভাবে কতক্ষণ কাটলো আমি জানি না। তারপর দেখলাম, পুতুলটি তার দুই হাতের কবজি গোল করে মুখের কাছে এনে শান্ত গলায় বললো,
"শেখ হাসিনা পালায় না, যেকোন সময় চট করে দেশে চলে আসতে পারে।"

30/10/2024

১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের

30/10/2024

🎯কোন উপজাতি কোথায় বাস করে
@ গারো – ময়মনসিংহ
@ চাকমা – রাঙ্গামাটি ও
খাগড়াছড়ি
@ সাঁওতাল – রাজশাহী ও দিনাজপুর
@ রাখাইন – পটুয়াখালী
@ মারমা – Cox's bazar, বান্দরবান ও
পটুয়াখালী
@ হাজং – ময়মনসিংহ ও নেত্রকোনা
@ রাজবংশী – রংপুর
@ মুরং – বান্দরবানের গভীর অরণ্যে
@ কুকি – সাজেক ভেলী
(রাঙ্গামাটি)
@ হুদি – নেত্রকোনা
@ পাংখো – বান্দরবান
@ খাসিয়া – সিলেট
@ ওরাও – বগুড়া, রংপুর
@ টিপরা – খাগড়াছড়ি, পার্বত্য
চট্টগ্রাম
@ লুসাই – পার্বত্য চট্টগ্রাম
@ খুমি – বান্দরবান
@ মনিপুরী – সিলেট
@ তনচংগা – রাঙ্গামাটি
@ রনজোগী – বান্দরবানের গভীর
অরণ্যে
🔖বিখ্যাত উপজাতি সমূহ
প্রশ্ন: আফ্রিদি-
পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের ওয়াজিরস্তানের উপজাতি |
প্রশ্ন: আইজাকেলস-
পাকিস্তানের যুদ্দ পারদর্শী উপজাতি |
প্রশ্ন: এস্কিমো-
গ্রীনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডর ও সাইবেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জাতি |
প্রশ্ন: এবোর-
আসাম ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তের মঙ্গোলীয় জাতি |
প্রশ্ন: এ্যাংলো-স্যাক্সন-
ইংল্যান্ড ও কানাডার অদিবাসী এবং ব্রিটিস বংশোদ্ভুত আমেরিকান ও অস্ট্রলিয়ান |
প্রশ্ন: ককেসীয়-
আরব, পার্সী, ইহুদি ও ইউরোপের অধিবাসীবৃন্দ |
প্রশ্ন: কসাক-
পোলান্ডের দক্ষিন-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষকগণ |
প্রশ্ন: কিরগিজ-
নিম্ন ভলগা, কাস্পিয়ান অঞ্চল,আলতাই পর্বাতাঅন্চলের যাযাবর জাতি |
প্রশ্ন: কুর্দি-
তৃরস্ক,ইরাক,ইরানের অন্তর্ভুক্ত কর্দিস্তান।

*** বাংলাদেশে মোট উপজাতি বাস করে -==৪৫টি
***বাংলাদেশে সবচেয়ে বেশি বাস করে===চাকমা
উপজাতি
***চাকমা শব্দের অর্থ কি==মানুষ
***চাকমারা কোন ধর্মালম্বী==বৌদ্ধ
**** বাংলাদেশের শিক্ষিত উপজাতি==চাকমা
****চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় ==বিজু
****ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ===চাকমাদের
***চাকমা বিদ্রোহের নায়ক ===জুম্মা খান
***চাকমারা গ্রামকে কি বলে =====আদাম।
***চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস >===== ফাবো
(২০০৪)।
***বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী====: চাকমা
***কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক =====:
চাকমা
***বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি===: চাকমা
( ২ লক্ষ ৫৩ হাজার)
# # # # খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত====:
পুঞ্জি
# # # রাখাইনদের বড় ধর্মীয় উৎসব======বুদ্ধপূর্ণিমা
# # # মুরংদের উৎসবের নাম==মুৎসলোং
# # # # মুরংদের দেবতার নাম==ওরেং
# # # মুরং উপজাতির বর্ষবরণ উ

30/10/2024

অক্টোবর ,২০২৪ সাম্প্রতিক আপডেট
প্রাইমারি ও ৪৭ বি সি এস জন্য গুরুত্বপূর্ণ
পত্রিকা থেকে সংগৃহীত রোজ শনিবার

তারিখ: ১৯/১০/২০২৪
---------------------------------------------------------------
আধুনিক কম্পিউটারের জনক মনে করা হয় কাকে?
চার্লস ব্যাবেজ। (মৃত্যু: ১৮ অক্টোবর, ১৮৭১)

বৈদ্যুতিক বাতির আবিষ্কারক কে?
টমাস আলভা এডিসন। (মৃত্যু: ১৮ অক্টোবর, ১৯৩১)

গ্রামোফোন, ভিডিও ক্যামেরা, দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাল্ব এগুলো কে আবিষ্কার করেন?
টমাস আলভা এডিসন।

কতসালে 'জাতীয় পাটনীতি' প্রণয়ন করা হয়?
২০১৮ সালে।

তেভাগা আন্দোলনের সংগ্রামী কৃষক নেত্রী এবং মহীয়সী নারী হিসেবে পরিচিত
কে? ইলা মিত্র।

বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্র কবে জন্মগ্রহণ করেন?
১৮ অক্টোবর, ১৯২৫

বিশ্বের কতজন মানুষ চরম দারিদ্রের মধ্যে বসবাস করছে? ১১০ কোটি। (সূত্র: জাতিসংঘ)

জাতিসংঘের ইউএনডিপি'র তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস কোন দেশে?
ভারত, (২৩ কোটি ৪০ লাখ)।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কতজন মানুষ চরম দারিদ্রের মধ্যে বসবাস করছে?
৪ কোটি ১৭ লাখ

২০২৪ সালে সাহিত্যে নোবেল পাওয়া উপন্যাসটির নাম কী? দ্য ভেজিটারিয়ান। (লেখিকা হান জং)

ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয় কত সালে?
১৮ অক্টোবর, ১৫৬৫ সালে।

গ্রেট বিটেন, স্পেন ও সার্ভিনিয়ার মধ্যে 'আইলা শাপেল' এর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
১৮ অক্টোবর, ১৭৪৮।

'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসের রচয়িতা কে?
মোহাম্মদ নজিবর রহমান।

যদি সূর্য থেকে হঠাৎ আলো বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ কতক্ষণে এ পরিবর্তন প্রত্যক্ষ করতে পারবে?
৮ মি. ২০ সেকেন্ড পরে।

অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? ডেনমার্ক।

বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম কি ছিল?
বিকশিত।

বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোন সম্পত্তি গণপ্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত বিধানটি সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে? →
১৪৩ (১) (গ)।

রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠন করেছে স্বাস্থ্য,
গণমাধ্যম, শ্রমিক ও নারীবিষয়ক সংস্কার কমিশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারকার্য শুরু হয়
১৬ অক্টোবর।

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিব

30/10/2024

1. **আলজেরিয়া**
- **ভাষা**: আরবি
- **লিখা**: أحبك (Uḥibbuka)
- **উচ্চারণ**: উহিব্বুকা (ছেলে) / উহিব্বুকি (মেয়ে)

2. **আর্মেনিয়া**
- **ভাষা**: আর্মেনিয়ান
- **লিখা**: Ես քեզ սիրում եմ (Yes k’ez sirum yem)
- **উচ্চারণ**: এস কেজ সিরুম ইয়েম

3. **বাংলাদেশ**
- **ভাষা**: বাংলা
- **লিখা**: আমি তোমাকে ভালোবাসি
- **উচ্চারণ**: আ-মি তো-মা-কে ভা-লো-বা-সি

4. **ভারত**
- **ভাষা**: বাংলা
- **লিখা**: আমি তোমায় ভালোবাসি
- **উচ্চারণ**: আ-মি তো-মা-য ভা-লো-বা-সি

5. **বুলগেরিয়া**
- **ভাষা**: বুলগেরিয়ান
- **লিখা**: Обичам те (Obicham te)
- **উচ্চারণ**: অবিচাম তে

6. **ক্রোয়েশিয়া**
- **ভাষা**: ক্রোয়েশিয়ান
- **লিখা**: Volim te
- **উচ্চারণ**: ভোলিম তে

7. **চীন**
- **ভাষা**: চীনা (ম্যান্ডারিন)
- **লিখা**: 我爱你 (Wǒ ài nǐ)
- **উচ্চারণ**: ও আ'ই নি

8. **ডেনমার্ক**
- **ভাষা**: ড্যানিশ
- **লিখা**: Jeg elsker dig
- **উচ্চারণ**: ইয়েগ এলস্কার দিগ

9. **ফিলিপাইনস**
- **ভাষা**: ফিলিপিনো
- **লিখা**: Mahal kita
- **উচ্চারণ**: মাহাল কিতা

10. **ফিনল্যান্ড**
- **ভাষা**: ফিনিশ
- **লিখা**: Rakastan sinua
- **উচ্চারণ**: রাকাস্টান সিন্নুয়া

11. **ফ্রান্স**
- **ভাষা**: ফরাসি
- **লিখা**: Je t'aime
- **উচ্চারণ**: ঝে তেম

12. **জার্মানি**
- **ভাষা**: জার্মান
- **লিখা**: Ich liebe dich
- **উচ্চারণ**: ইশ লিবে ডিশ

13. **হিব্রু**
- **ভাষা**: হিব্রু
- **লিখা**: אני אוהב אותך (Ani ohev otach)
- **উচ্চারণ**: আনি ওহেভ ওটাচ

14. **ভারত**
- **ভাষা**: হিন্দি
- **লিখা**: मैं तुमसे प्यार करता हूँ (Main tumse pyaar karta hoon)
- **উচ্চারণ**: ম্যায় তুমসে প্যায়ার করতা হুঁ (ছেলে) / **करती हूँ** (মেয়ে)

15. **আইসল্যান্ড**
- **ভাষা**: আইসল্যান্ডীয়
- **লিখা**: Ég elska þig
- **উচ্চারণ**: ইয়েগ এল্সকা থিগ

16. **ইতালি**
- **ভাষা**: ইতালিয়ান
- **লিখা**: Ti amo
- **উচ্চারণ**: তি আমো

17. **জাপান**
- **ভাষা**: জাপানিজ
-

30/10/2024

১১। B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. - এর পূর্ণরূপ — Master
১৫। B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.-----

30/10/2024

** হিমালয়ের কন্যা বলা হয়?
উঃ পঞ্চগড়কে।
** বাংলাদেশের আমাজান বলা হয়?
উঃ রাতারগুল বন,সিলেটকে।
** কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে।
** প্রকৃতির কন্যা বলা হয়?
উঃ জাফলং, সিলেটকে।
** সৌন্দর্যের লীলাভূমি বলা হয়?
উঃ রাঙামাটিকে
** রাঙামাটির ছাদ বলা হয়?
উঃ সাজেক ভ্যালিকে।
** পাহাড়ি কন্যা বলা হয়?
উঃ বান্দরবানকে
** প্রাচ্যের ডান্ডি বলা হয়?
উঃ নারায়ণগঞ্জকে।
** বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
** ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ সিলেটে।
** ১২ আউলিয়ার দেশ বলা হয়?
উঃ চট্টগ্রামকে।
** শীতল পানির ঝর্ণা অবস্থিত?
উঃ কক্সবাজার।
** গরম পানির ঝর্ণা অবস্থিত?
উঃ সীতাকুণ্ডে।
** বাংলার ভেনিস/বাংলার শস্যভাণ্ডার বলা হয়?
উঃ বরিশালকে।
** দ্বীপের রাণী বলা হয়?
উঃ ভোলাকে।
** প্রকৃতির রাণী বলা হয়?
উঃ খাগড়াছড়িকে।
** ময়মনসিংহ বিভাগের ক্ষুদ্রতম জেলা?
উঃ শেরপুর।
** বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উঃ সুন্দরবনকে।
** 'বলিশিরা ভ্যালি' অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলায়।
** হালদা ভ্যালি অবস্থিত?
উঃ খাগড়াছড়ি।
** নাপিত ভ্যালি অবস্থিত?
উঃ কক্সবাজার।
** সাঙ্গু ভ্যালি অবস্থিত?
উঃ চট্টগ্রাম।
** মাইনমুখী ভ্যালি অবস্থিত?
উঃ রাঙামাটি জেলায়।
** কাপ্তাই লেকে প্লাবিত রাঙামাটির উপত্যকাকে বলা‌ হয়?
উঃ ভেঙ্গি ভ্যালি।
** বাংলাদেশের কোন ভূমিরূপটি দেখা যায় না?
উঃ মালভূমি।
Collected

30/10/2024

✪ প্লুটোর ব্যাস কত?
➦ উঃ ৫৯১০ কিলোমিটার ।
✪ প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২৮৪ বছরে।
✪ প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
➦ উঃ ১৯৩১ সালে।
✪ প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
➦ উঃ ১ টি।
✪ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ লুব্ধক।
✪ সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ পিস্টল স্টার।
✪ সবুজ গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ ইউরেনাসকে।
✪ শান্ত সাগর কোথায় অবস্থিত?
➦ উঃ চাঁদে।
✪ হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
➦ উঃ ১৯৮৬ সালে।
✪ কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
➦ উঃ ৭৬ বছর।
✪ গ্যালাক্সির বাংলা নাম কী?
➦ উঃ ছায়াপথ।
✪ পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
➦ উঃ সাড়ে ২৯ দিন।
✪ সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
➦ উঃ ২৮ গুণ।
✪ পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
➦ উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
✪ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
➦ উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
✪ সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
➦ উঃ দুবার।
✪ বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
➦ উঃ ৫ ঘন্টা।
✪ লাল গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ মঙ্গল গ্রহকে।
✪ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
➦ উঃ মিউ সাকাই।
✪ সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
➦ উঃ ইটা ক্যারিনি।
✪ সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
➦ উঃ ১৭৫৯ সালে।
✪ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
➦ উঃ প্রক্সিমা সেন্টরাই।

30/10/2024

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)
১. UNEP কী ? →→ হলো জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।

২. UNEP এর পূর্ণরূপ কী ?→→ United Nations Environment Programme.

৩. UNEP কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→৫ জুন, ১৯৭২ সালে।

৪. UNEP এর সদর দপ্তর অবস্থিত ?→→ নাইরোবি (কেনিয়া)।

৫. UNEP এর বর্তমান প্রধান কে ? →→ এরিখ সোলহেইম।

৬. UNEP এর বর্তমান প্রধান কোন দেশের ? →→ নরওয়ের।

৭. বিশ্ব পরিবেশ দিবস ?→→৫জুন।

30/10/2024

জাতিসংঘ সম্পর্কে সাধারণ জ্ঞান
১. জাতিসংঘের নামকরণ করেন কে?

উত্তর:-মার্কিন ৩২ তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

২. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?

উত্তর:- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।

৩. জাতিসংঘ গঠনে প্রস্তবকারী দেশ কয়টি ?

উত্তর:- ৪টি । যথা: ১.সাবেক সোভিয়েত ইউনিয়ন, ২. চীন, ৩.যুক্তরাষ্ট্র, ৪. যুক্তরাজ্য ।

৪.জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

উত্তর:- ১ জানুয়ারি, ১৯৪২।

৫. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তর:- ১৯৪৫ সালে ।

৬.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে ?

উত্তর:- ২৬জুন,১৯৪৫ সালে।

৭. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে ?

উত্তর:- ২৪ অক্টোবর, ১৯৪৫।

৮. জাতিসংঘ দিবস পালন করা হয় কবে?

উত্তর:- ২৪ অক্টোবর।

৯.জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?

উত্তর:-৫১ টি।

১০. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- নিউইয়র্ক ।

১১. জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:-জেনেভা, সুইজারল্যান্ড ।

১২. জাতিসংঘের বতমান সদস্য দেশ কয়টি?

উত্তর:- ১৯৩ টি ।

১৩.জাতিসংঘের মূল সনদ স্বাক্ষরকারী দেশ কয়টি ?

উত্তর:- ৫১ টি । ( যদিও পোল্যান্ড পরে স্বাক্ষর করে ) ।

১৪.জাতিসংঘের মূল সনদ রচয়িতা কে?

উত্তর:- Archibald Macliesh.

১৫. জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা কে?

উত্তর:-জন ডি. রকফেলার ।

১৬. জাতিসংঘ কার্যকরী ভাষা কয়টি?

উত্তর:- ২টি । (ইংরেজি ও ফরাসী ) ।

১৭. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?

উত্তর:- ৬ টি । (ইংরেজি, ফরাসী, রুশ, আরবি, চীনা, ও স্প্যানিশ ) ।

১৮. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?

উত্তর:- ট্রিগভেলি (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

১৯. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে ?

উত্তর:- কফি আনান (ঘানা) (৭ম)।

২০. উ-থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন ?

উত্তর:- মিয়ানমার।

২১. জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন ?

উত্তর:- উ-থান্ট ( মিয়ানমার ) ।

২২. জাতিসংঘের আয়ের মূল উৎস কী ?

উত্তর:- সদস্য দেশসমূহের চাঁদা।

২৩. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?

উত্তর:-জাপানের টোকিওতে ।

২৪. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?

উত্তর:-কোস্টারিকায় ।

২৫.জাতিসংঘের মূল ভবনের স্থাপতি কে ?

উত্তর:-ওয়ালেস কে.হ্যারিসন ( যুক্তরাজ্য ) ।

২৬.জাতিসংঘের মূল অঙ্গসংস্থা?

উত্তর:- ৬ টি ।

২৭. জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়?

উত্তর:- জলপাই।

30/10/2024

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । বাংলা মাসের এই নামগুলি হচ্ছেঃ

১. বৈশাখ – বিশাখা নক্ষত্রের নাম অনুসারে

২. জ্যৈষ্ঠ – জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে

৩. আষাঢ় – উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে

৪. শ্রাবণ – শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে

৫. ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে

৬. আশ্বিন – অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে

৭. কার্তিক – কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে

৮. অগ্রহায়ণ(মার্গশীর্ষ) – মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে

৯. পৌষ – পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে

১০. মাঘ – মঘা নক্ষত্রের নাম অনুসারে

১১. ফাল্গুন – উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে

১২. চৈত্র – চিত্রা নক্ষত্রের নাম অনুসারে

30/10/2024

🔴 ২০২৪ সালের নোবেল পুরস্কারঃ

🔴১. চিকিৎসা বা ফিজিওলজি
বিজেতা: ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন

অবদান: মাইক্রোআরএনএ আবিষ্কার, যা জিনের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🔴২. পদার্থবিদ্যা
বিজেতা: জন জে. হপফিল্ড এবং জেফ্রি ই. হিন্টন

অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের জন্য মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবন।

🔴৩. রসায়ন
বিজেতা: ডেভিড বেকার, ডেমিস হাসাবিস, এবং জন এম. জাম্পার।

অবদান: প্রোটিনের কাঠামো পূর্বাভাস এবং ডিজাইন।

🔴৪. সাহিত্য
বিজেতা: হান কাং।

অবদান: ঐতিহাসিক ট্রমা এবং মানব জীবনের ভঙ্গুরতা নিয়ে তার কবিতাময় গদ্য।

🔴৫. শান্তি
বিজেতা: নিহন হিদাঙ্ক্যো (জাপানি পারমাণবিক বোমা বেঁচে থাকা সংগঠন)
অবদান: পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব প্রতিষ্ঠার জন্য তাদের প্রচেষ্টা।

🔴৬.অর্থনীতিতে নোবেল পুরস্কার
বিজেতা: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, এবং জেমস এ. রবার্টসন।

অবদান: দেশের সমৃদ্ধি এবং দারিদ্র্যের মধ্যে প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে গবেষণা।

15/10/2024

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tonmoy Roy page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share