09/09/2023
দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম শতবর্ষ অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘যত মত তত পথ’ বিশে^র সর্বশ্রেষ্ঠ যুবকের নাম স্বামী বিবেকানন্দ, মানবিক নেতৃত্ব ধারণ করতে হবে, লালন করতে হবে, তাহলে বাংলাদেশ একটি অসম্প্রদায়িক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর সেই কাজটিই করে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
৯ সেপ্টেম্বর শনিবার রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর এর আয়োজনে শতবর্ষ উপলক্ষে তৃতীয় দিনে ‘বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রামকৃষ্ণ মিশন নিউ দিল্লি-ভারত এর সম্পাদক শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজী মহারাজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথানন্দ মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু। ধন্যবাদ জ্ঞাপন করেন মানিকগঞ্জ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আদিরূপানন্দ মহারাজ। সভায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সম্পাদনায় শতবর্ষ উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুসহ অতিথিবৃন্দ।
রাজাপুকুর সত্য নারায়ণ ঠাঁকুর দেবোত্তর কমিটির সভাপতি ও সেবায়েত নবকুমার সাহার সভাপতিত্বে দধি-কাদো খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা শ্রী রনজিৎ কুমার রায়, শ্রী মোদন কুমার দাস, শ্রী জগদীশ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার গণসংযোগ সম্পাদক কাশী কুমার দাস। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কমিটির সহ সভাপতি টিটোন কুমার মহন্ত ও সঞ্জিব কুমার রায়। প্রধান অতিথি ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা বলেন রাজাপুকুর হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের যে প্রশাসনির জটিলতা রয়েছে তা নিস্পত্তি হলে আমি ব্যক্তিগত ভাবে সত্য নারায়ণ ঠাঁকুরের পাকা মন্দির নির্মাণ করার জন্য সহযোগিতা করবো। এছাড়া প্রতিবছর দধি-কাদো খেলা বড় আকারে যেন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আমি আর্থিক সহযোগিতা করে যাবো। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।