Md munsur bin ab kader

  • Home
  • Md munsur bin ab kader

Md munsur bin ab kader Popular student

15/06/2023

যুবক তোমাকে তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।। তোমার লক্ষ্য কি তুমি আজোই ঠি কর

28/09/2022

আলোচক মো আশরাফুল ইসলাম
অধ্যায়নরত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট ।দক্ষিণ খান, উওরা।
মিডিয়া, মুসলিম টিভি
বিষয়, কবিরা গুনাহ করলে কি মুসলিম কাফের হয়ে যায়?
মোবাইল,01760326437

27/09/2022

আলোচক মো আশরাফুল ইসলাম
অধ্যায়নরত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট ।দক্ষিণ খান, উওরা।
মিডিয়া, মুসলিম টিভি
বিষয়, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত।
মোবাইল,01760326437

22/09/2022

আসুন আমরা ইসলামকে সঠিকভাবে মানার জন্য বুঝি কোন সুন্নাহকে উপহাস করার জন্য নয়।

ۚ وَمَآ ءَاتٰىكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। হাসর 7আয়াত

যদি কোন মুসলিম মুহাম্মাদ (ছাঃ) আনিত ধর্মের কোন বিষয়ে অথবা ধর্মীয় ছওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা-বিদ্রূপ করে তবে সেও কাফির হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, قُلْ أَبِاللهِ وَآيَاتِهِ وَرَسُوْلِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُوْنَ، لاَ تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيْمَانِكُمْ ‘আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে তাঁর হুকুম-আহকামের সাথে এবং তাঁর রাসূলের সাথে ঠাট্টা করছিলে? ছলনা কর না, ঈমান আনার পর তোমরা যে কাফির হয়ে গেছ’ (তওবা ৬৫-৬৬)। যারা ইসলাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে তাদের আল্লাহর সাথে সাক্ষাতের কোন আশা নেই। আল্লাহ বলেন, فَنَذَرُ الَّذِيْنَ لاَ يَرْجُوْنَ لِقَاءَنَا فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ‘সুতরাং যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের দুষ্টামীতে ব্যতিব্যস্ত করে রাখি’ (ইউনুস ১১)। এ ধরনের লোকদের সাথে উঠাবসা, চলাফেরা ত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা উক্ত আচরণ পরিত্যাগ না করে। মহান আল্লাহ বলেন,

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلاَ تَقْعُدُوْا مَعَهُمْ حَتَّى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللهَ جَامِعُ الْمُنَافِقِيْنَ وَالْكَافِرِيْنَ فِيْ جَهَنَّمَ جَمِيْعًا-

‘আর কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারী করে দিয়েছেন যে, যখন আল্লাহর আয়াত সমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ করতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। অন্যথা তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় সমবেত করবেন’ (নিসা ১৪০)। এরূপ ব্যক্তিদের আল্লাহ নির্বোধ বলে ঘোষণা করেন এবং তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেও নিষেধ করেন। তিনি বলেন,

يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوا لاَ تَتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَلَعِبًا مِنَ الَّذِيْنَ أُوتُوْا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ وَاتَّقُوْا اللهَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِيْنَ، وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلاَةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لاَ يَعْقِلُوْنَ-

‘হে মুমিনগণ! আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ কর না। আল্লাহকে ভয় কর, যদি তোমরা মুমিন হও। আর যখন তোমরা ছালাতের জন্য আহবান কর, তখন তারা একে উপহাস ও খেলা মনে করে। কারণ তারা নির্বোধ’ (মায়েদাহ ৫৭-৫৮)। উপহাস করা মুনাফিকদের আলামত হিসাবে আল্লাহ রাববুল আলামীন উল্লেখ করেন, وَإِذَا لَقُوا الَّذِيْنَ آمَنُوْا قَالُوْا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِيْنِهِمْ قَالُوْا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُوْنَ ‘আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরাতো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্র’ (বাক্বারাহ ১৪)। উল্লিখিত আয়াত সমূহে ধর্মে ঠাট্টা-বিদ্রূপ ও উপহাসকারীকে জাহান্নামী, নির্বোধ ও মুনাফিকদের সাথে তুলনা করা হয়েছে এবং এদের সাথে চলাফেরা, উঠাবসাও সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে।

18/09/2022

আসলে যারা সহি হাদিস মানে তারা কখনো ব্যঙ্গ করে না । যারা কোরআন হাদিসের কাছে টিকতে পারেনা তারাই মানুষের চলাফেরা নিয়ে ব্যঙ্গ করে। আসুন যাদের জ্ঞান রয়েছে তারা একটু বিবেচনা করুন এবং কোরআন হাদিস বিষয়ে লেখাপড়া করুন তাহলেই ইনশাল্লাহ সংশোধন হবে

20/08/2022
16/07/2022

জাহেলে মুরাক্কাব কি বলে। আসলে পীর মুরিদ সবাই ভন্ড তারা তখন কথা বলে তাদের মাথায় কোন কিছু থাকে না

16/07/2022

রাগ মানুষকে কতটা ক্ষতি করতে পারে।
রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন তাহলে আপনি হেরে যাবেন না।

25/06/2022

হায়রে মুসলিম তোমাদের কপাল পোড়া। তোমরা সন্তান জন্ম দিতে পারো কিন্তু সন্তানের সঠিক নাম নির্বাচন করতে পারো। হায় আফসোস। আল্লাহতালা আমাদের এখান থেকে সঠিক বুঝ নেওয়ার তৌফিক দান করুন

23/06/2022

বাংলাদেশের সিলেটকে হেফাজত করো

30/05/2022

অসাধারণ একটি তেলাওয়াত

29/05/2022

আমাদের পেজে লাইক এবং শেয়ার ও কমেন্ট করে জানাবেন প্লিজ
আমাদের পেজে নিয়মিত ভিডিও পেতে বেল বাটন অন করে রেখে দিন ধন্যবাদ

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য‼️এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছ...
22/05/2022

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য‼️
এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছুই নেই।
তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল, জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে
বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
"ছাগলকে জবেহ করা হয়, এরপর ও ছাগলের
সংখ্যায় বেশি দেখা যায়, কমে না।
এটা কি বরকত নয়?
লোকটি বললো, এর কারণ কি- ছাগলের মধ্যে
বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়।
আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।
একটু_চিন্তার_বিষয়,
নবীজি (সঃ) এর সুন্নাত হলো- এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।
আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে
হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই।
অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি - আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেনো?
তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার
তৌফিক দান করুন, আল্লাহুম্মা আ

সংগৃহিত

চাইলে একজন পতিতা ও যেকোনো মুহূর্তে লেবাস পাল্টে, বোরখা, হাত মোজা, পা মোজা পড়ে বাহ্যিকভাবে  পর্দাশীল হতে পারে । কিন্তু ভ...
27/04/2022

চাইলে একজন পতিতা ও যেকোনো মুহূর্তে লেবাস পাল্টে, বোরখা, হাত মোজা, পা মোজা পড়ে বাহ্যিকভাবে পর্দাশীল হতে পারে । কিন্তু ভিতরের ইমানী জজবা পরিবর্তন করা এতটা সহজ নয়। তার জন্য প্রয়োজন ইলমের সাথে আমল ।

√√সুতরাং ভাইরা সাবধান! বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র হাতমোজা, পা মোজা, আর বোরখা পড়লেই তাকে প্রকৃত দ্বীনদার মনে করার কারণ নেই। লেবাসের পাশাপাশি তার ভিতরের ইলেম ও আমল তথা ইমানী জজবা আছে কিনা তা দেখে নিবেন।

√√অন্যদিকে ছেলেদের ক্ষেত্রেও একটা ছেলে বাহ্যিকভাবে শুধু দাড়ি , জুব্বা/পাঞ্জাবি লেবাস পরিবর্তন করলেই তাকে প্রকৃত দ্বীনদার বলার সুযোগ নেই। লেবাসের সাথে সাথে তার ইলেম ও আমল তথা ইমানী জজবা আছে কিনা দেখতে হবে?

জাযাকাল্লাহ খইরান।

💗💗তোমার স্বামী যদি লুকিয়ে দ্বিতীয় বিয়ে করে,, তবুও তাকে মন খুলে ভালোবাসো।কারণ সে তো যিনা করেনি।💗💗💗💗মনে করবা তুমি একজন ...
27/04/2022

💗💗তোমার স্বামী যদি লুকিয়ে দ্বিতীয় বিয়ে করে,, তবুও তাকে মন খুলে ভালোবাসো।
কারণ সে তো যিনা করেনি।💗💗

💗💗মনে করবা তুমি একজন শক্তিশালী পুরুষের স্ত্রী। 💗💗

Address

Dinajpur

5308

Telephone

+8801799953086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md munsur bin ab kader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share