Ujjal s. Rubel

Ujjal s. Rubel History is written by Survivors.

07/10/2024

19/06/2023

when leo messi destroyed chelsea in champions league.

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং স্কুল এবং মসজিদ, পার্বতিপুর দিনাজপুর।
18/02/2023

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং স্কুল এবং মসজিদ, পার্বতিপুর দিনাজপুর।



26/12/2022

- আমার অফিসের পিয়ন সেইরকম কাজের লোক। একদিন ওকে বললাম ....

• মোমিন, একটা প্লেট নিয়ে আসোতো।

• মোমিন আধাঘণ্টা পর দোকান থেকে একটা ব্লেড নিয়ে আসলো।

• এইটা কি মোমিন?

• এইডাই সপচে ভালা ব্লেড স্যার। এইডা দিয়া সেভ করলে চেহারা গ্লেচ মারবো .... টিভিতে দেহায়।..
- আরেকদিন টাকা দিয়ে বললাম ....

• মোমিন দোকান থেকে একটা কলম নিয়ে আয়।

• মোমিন কিছুক্ষণ পর এক মেডিকেল রিপ্রেজেণ্টেটিভরে সাথে করে নিয়ে এসে বলে .... স্যার, আপনি ডাক্তার হইয়া মলম কিনবেন ইটা ক্যামুন কতা। আপনার কি মলম লাগবো ইনারে কন .... ইনি আইনা দিবো।..
- আরেকদিন ওরে জিজ্ঞেস করলাম ....

• মোমিন এইখানের সবচেয়ে ভালো স্যালুন কোনটা?

• খোঁজ নিয়া জানাইতেছি স্যার।

• কিছুক্ষণ পর আমারে ফোন দিয়ে বলে .... স্যার, এইখানেতো বেলুন পাইলাম না। তয় আপনি চিন্তা কইরেন না, আমি যেহান তোন পারি বেলুনের ব্যবস্থা করুম।..
- আজ ইমার্জেন্সী ডিউটিতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলো। মোমিনরে ডেকে বললাম ....

• মোম নিয়ে আয়।

• কিছুক্ষণ পর লাশ কাঁটার ডোম এসে বলে, স্যার কি আমারে ডাকছেন?

• না তো।

• মোমিন আমারে বললো, আপনি নাকি আমারে ডাকছেন।..
- মোমিনের কাছে ধরা খায় নায় এমন লোক আমাদের হাসপাতালে নাই। তবে সবচেয়ে বড় ধরা খেয়েছে আমাদের এক কলিগ। সে নতুন এসেছে। তার বাচ্চাকে পড়ানোর জন্য একজন টিচার খুঁজে দিতে বলেছে মোমিনকে। প্রায় ১০-১২ দিন পর মোমিনরে জিজ্ঞেস করে ....

• মোমিন কি অবস্থা? এখনওতো কোনো খোঁজ দিলা না।

• স্যার খুঁজতেছি। কয়েকদিনের মধ্যে আপনার কাছে নিয়া আমু।

• তিন-চার দিন পর মোমিন আমাদের অফিসের স্টোর কিপাররে উনার কাছে নিয়ে আসে।

• মোমিন, তুমি স্টোর কিপাররে নিয়ে আসছো কেনো?

• স্যার, আপনি না আমারে চিটার খুঁইজা আনতে কইছেন। হেতি বিশ্ব চিটার। হেতির মতো চিটার এই পৃথিবীতে একটাও নাই।

- মোমিন আমাদের কাছে এখন এক মূর্তিমান আতংকের নাম।।

-ডা.শামীম রেজা

if পল্টিবাজ বিষয়ক সহসভাপতি  had a face😆
13/12/2022

if পল্টিবাজ বিষয়ক সহসভাপতি had a face😆

12/12/2022

যতই তুমি সরিয়ে নাও নাগাল থেকে পা
প্রায় উঠোনে এসে বাড়াও উল্টো পথে পা,
যত এড়াও সুকৌশলে ভালোবাসায় নিমজ্জিত কথা
আমার তত তোমার দিকে বাড়ে প্রবল যাবার প্রবণতা।

C:তসলিমা

07/12/2022

Sorry to say this but, being a good person doesn't get you loved. It gets you used.

04/12/2022

You are the best things that ever happend to me.

04/12/2022

It's all about money that make you happy.



একটা জীবন অনেকগুলো আর্তনাদ।
16/11/2022

একটা জীবন অনেকগুলো আর্তনাদ।

লিজেন্ডরা প্রথম দেখতেই বুঝে ফেলবে😉
13/11/2022

লিজেন্ডরা প্রথম দেখতেই বুঝে ফেলবে😉

Address

Dist: Dinajpur, Divison:Rangpur, Country:Bangladesh
Dinajpur
5200

Telephone

+8801767318764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ujjal s. Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ujjal s. Rubel:

Videos

Share