05/11/2023
সমস্ত বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি রুমের দরজা,
প্রতিটি রুমের জানালা, সিড়ি, আমার পিয়ানো, সব কিছু। সব
কিছু লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সবাই কাজে খুব
ব্যস্ত। সবাই বাইরে ব্যস্ত সময় কাটাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা। আর
আমি? আমি তো আমার রুমে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি।
চোখে কাজল দিচ্ছি। কি ভাবছেন? আমি বিয়েতে আমন্ত্রিত কোনো
অতিথি? না না। আমি কোনো অতিথি নই। আর এই বিয়েটা আমার
কোনো ভাই বা বোনের ও নয়। এই বিয়েটা আমার। এটাই ভাবছেন
তাই না? এই মেয়েটি পাগল। পাগল না হলে কেউ নিজের বিয়েতে
নিজেই সাজে??? আরে না না। আমি কোনো পাগলও নই। আমাকে
সাজিয়েছে অন্যরা ঠিক।
শুধু কাজলটা আমি নিজে পড়ছিলাম। আসলে আমার হবু বর মানে কিছুক্ষণ পর যিনি হবু শব্দটি বাদ দিয়ে আমার বর হবেন উনার ইচ্ছা আমি যেন নিজেই কাজলটা পড়ি। এই তো!! কাজল পড়া শেষ হয়েছে। লাল বেনারশি, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে কাচের চুড়ি, পায়ে নূপুর, আর গা ভর্তি গোলাপ ও রজনীগন্ধা ফুলের গহনা। আশ্চর্য হচ্ছেন? এ কেমন বিয়ের সাজ? এই সবকিছু উনার পছন্দ।
উনি মানে ফাহিম। আমার
Share & comment for next part