Adnan sadik

Adnan sadik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adnan sadik, Digital creator, Dhobaura.
(36)

03/04/2023

৯.৫ টাকার নাপিত।
হাসতে হাসতে পেটে ব্যথা 🤣😂😄


/

03/04/2023

Mission Uganda(মিশন উগান্ডা)🤣😃



03/04/2023

অনেকদিন পর খুঁজে পেয়েছি ময়মনসিংহের খাঁটি ভাষা।
/ /
/

31/03/2023

A very nice page to follow and like...
Highly recommendable for contents��. Keep growing ������

30/03/2023

সুন্নতে খাতনা (মুসলমানী)😂🤣😂😄




30/03/2023

বাজারে চাউল এর দাম চরা,,,,
তাই,,, যে ফন্দি করল তারা।😃😄
👇



30/03/2023

তারাবী নামাজ পড়তে গিয়ে,,রাস্তায় কামডা কি করল।😄😃😂🤣



30/03/2023

বাজারে মাংসের দাম বেশি,, এইজন্য দুই বন্ধু যখন গরু চুরি করে।😄😃😂🤣



30/03/2023

ইসলামী বিপ্লবী সংগীত,,✊✊😍😍😍




30/03/2023

কামডা করলো কি?😃🤣😂😃




30/03/2023

ডিজিটাল পড়াশোনা 🤣😂😃




30/03/2023

এবার আবহাওয়ার সংবাদ 😃😃😃🤣🤣



27/03/2023

ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম।⚽⚽⚽



27/03/2023

বিকেলবেলা একা একা পথচলার মজাই আলাদা 😍😎??😎





27/03/2023

বেচারা খুব মেহনতি মানুষ।
সে একাই সবটা কুপিয়ে ফেলছে।🤩🤩🤩





27/03/2023

পিচ্চি টা একা একা মনের সুখে সাঁতার কাটছে।😋😋😊







27/03/2023

সবাই ফুটবল প্রেমী।😍😍😍😍



27/03/2023

কি মাইরই না মারল ছেলেটাকে।😂🤣🤣🤣




26/03/2023

আপনার পেজটা ঘুরে দেখলাম খুবি সুন্দর �
সবাই সাপোর্ট করবেন �
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল �
আসা রাখি আপনিও আমাকে রিভিউ +ফলো দিয়ে পাশে থাকবেন �

পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা আমাদের দিয়েছে একটি সার্বভৌম রাষ্ট্র, শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সটান শিরদাঁড়া নিয়ে মাথা ...
25/03/2023

পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা আমাদের দিয়েছে একটি সার্বভৌম রাষ্ট্র, শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সটান শিরদাঁড়া নিয়ে মাথা তুলে দাড়াতে। অগণিত শহীদের রক্ত, হাজারো মায়ের কোল খালি হওয়া আর্তনাদ আর লাখো আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা।

স্বাধীনতার ৫৩তম বর্ষপূর্তির এই সূবর্ণলগ্নে আমরা স্মরণ (মাগফিরাত কামনা করছি) করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের রক্তে আঁকা আমাদের এই সার্বভৌম মানচিত্র।

সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা💝


25/03/2023

পেইজটা ঘুরে আসলাম �
খুব সুন্দর �
সবাই সার্পোট দিয়ে পাশে থাকুন

চাঁদ তারার এমন সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি।🌙☀️    #তারা24/3/20231 Ramadan
24/03/2023

চাঁদ তারার এমন সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি।🌙☀️



#তারা
24/3/2023
1 Ramadan

 #رمضان #رمضانكريم   🌙🕌🌃اللهم بلغنا رمضان لا فاقدين ولا مفقودين  دعاء رمضان : «اللهم أهدني فيمن هديت، وعافني فيمن عافيت،...
23/03/2023

#رمضان
#رمضانكريم




🌙🕌🌃
اللهم بلغنا رمضان لا فاقدين ولا مفقودين

دعاء رمضان :

«اللهم أهدني فيمن هديت، وعافني فيمن عافيت، وتولني فيمن توليت، وبارك لي فيما أعطيت، وقني شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، وإنه لا يَذِلُّ مَن واليتَ، تباركتَ ربَّنا وتعاليت، اللهم اقسِمْ لنا مِن خشيتك ما يحول بيننا وبين معاصيك، ومِن طاعتك ما تبلِّغنا به جنتَك، ومِن اليقين ما تهوِّن به علينا مصيبات الدنيا، ومتِّعنا بأسماعنا وأبصارنا وقوَّتنا ما أحييتَنا، واجعله الوارثَ منا، واجعل ثأرَنا على مَن ظلمنا، وانصرنا على مَن عادانا، ولا تجعل مصيبتَنا في دِيننا، ولا تجعل الدنيا أكبرَ همنا، ولا مبلَغ علمنا، ولا تسلِّط علينا مَن لا يرحمنا يالله يا أرحم الراحمين…

علي سبيل البهجه رمضان يوم 23/03/2023

"اللهمَّ بَلِّغْنَا رَمَضَانَ وَنَحْنُ فِي أَفْضَلِ حَالٍ".
"اللهم بلغنا رمضان وأنت راضٍ عنا"
" اللهم بلغنا رمضان وبارك لنا فيه "
"اللهم بلغنا رمضان وأهله علينا بالأمن والإيمان ".
اللهم بلغنا رمضان وأعنا على الصيام والصلاة والقيام وقراءة القرآن "
اللهم بلغنا رمضان ، بلاغ قبول وتوفيق ونحن وجميع أهلنا وأحبتنا في أحسن حال ".
اللهم أمين

   /  / মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৩টি উপায় :১ ) কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না । কে কী করছে সে বিষয়ে মাথা ঘামান...
23/03/2023


/ /


মানসিক চাপ নিয়ন্ত্রণের ১৩টি উপায় :

১ ) কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না । কে কী করছে সে বিষয়ে মাথা ঘামানো নিজের মানসিক চাপ বৃদ্ধির একটি অন্যতম কারণ।

২ ) আপনার যতটুকু দায়িত্ব ও কর্তব্য ততটুকু পরম আন্তরিকতার সাথে পালন করুন। আপনার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কাঁধে তুলতে যাবেন না।

৩ ) মানুষের সাথে অতিরিক্ত সম্পর্ক মানসিক চাপের অন্যতম কারণ। কাজেই আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, অধীনস্থ সকলের সাথে সীমিত সম্পর্ক রাখুন। সম্পর্ক যত ব্যাপক হবে আপনি ততটাই পেরেশানির সম্মুখীন হবেন।

৪ ) অতিলোভ করবেন না। অল্পে তুষ্টি মানসিক শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ।

৫ ) সাধ্যের বাইরে নিজের অর্থ-সম্পদ কারো জন্য উজাড় করে দিবেন না। যারা কৃত্রিমভাবে নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় তারা মানুষের কৃতজ্ঞতা পাওয়ার অপেক্ষায় থাকে।

৬ ) আজকের দিনটিকে ভালভাবে উপভোগ করুন। আগামীকাল কী হবে সেটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। দুনিয়াবী বিষয়ে আগামীর চিন্তায় অস্থির হয়ে মানসিক চাপ বৃদ্ধি করবেন না।

৭ ) প্রতিদিন একান্ত নির্জনে কিছু সময় কাটান। এ সময় সৃষ্টিকর্তার নিকট প্রর্থনা করুন।

৮ ) জ্ঞানীদের জীবনী পড়ুন, তাদের উপদেশ ও মূল্যবান বাণীগুলো পড়ুন।

৯ ) জীবনে যত বিপদ ও সমস্যাই আসুক সহজভাবে মেনে নিন।

১০ ) মনে আনন্দ বজায় রাখুন, মানুষের সাথে দেখা-সাক্ষাতে হাসতে শিখুন।

১১ ) শরীরকে তার প্রয়োজন টুকু দিন। প্রয়োজনীয় খাবার, ঘুম, বিশ্রাম গ্রহণ করা জরুরি।

১২ ) দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজের লিস্ট তৈরি করে আগেরটা আগে পরেরটা পরে করুন। অগোছালো কার্যক্রম মানসিক অস্থিরতা বাড়ায় এবং মানসিক চাপ তৈরি করে।

১৩ ) ‘প্রতিটি কাজ ১০০ পার্সেন্ট নির্ভুল করতে হবে' এই চিন্তা মাথা থেকে সরাতে হবে। কেননা, পূর্ণাঙ্গতার গুণ কেবলমাত্র সৃষ্টিকর্তার।

  /   মানব সভ্যতার নতুন ইতিহাস ........🌄🌄🌄🌄মাটির ৮৫ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত আস্ত এক শহর! বাস করতে পারতো ২০,০০০ এর অধি...
22/03/2023

/


মানব সভ্যতার নতুন ইতিহাস ........🌄🌄🌄🌄

মাটির ৮৫ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত আস্ত এক শহর! বাস করতে পারতো ২০,০০০ এর অধিক লোক!

তুরষ্কের প্রাচীন শহর এলেংগুবু। বর্তমানে পরিচিত ডেরিঙ্কু নামে। মাটির প্রায় ৮৫ মিটার গভীর পর্যন্ত এর বিস্তৃতি। যেখানে টানেলের সংখ্যা ১৮ তলা বিশিষ্ট। এখন পর্যন্ত খনন করা মাটির নিচের সবচেয়ে বড় শহর এটি। প্রায় ১০০০ হাজার বছরের বেশি এটি ব্যবহার করা হয়েছে৷ অবশেষে ১৯২০ সালে এটিকে পরিত্যক্ত হিসেবে ফেলে রাখা হয়৷

মজার বিষয় হচ্ছে ওই অঞ্চলে ২০০ এর মত এমন ছোট বড় আরো শহরের হদিস পাওয়া গেছে। ধারণা করা হয় সবগুলো শহর টানেলের মাধ্যমে এক সাথে যুক্ত ছিল। যেগুলোর দৈর্ঘ্য ১০০ মাইলেরও অধিক হবে৷

এই শহর আবিষ্কারের কাহিনিও অনেক মজার৷ ১৯৬৩ সালের দিকে এই শহরের ওপরে বাস করা এক অজ্ঞাত ব্যক্তি নিজের বাসায় মুরগি পালতেন। কিন্তু বাসা সংস্কার করার সময় তিনি লক্ষ্য করেন নতুন তৈরি হওয়া এক ছিদ্র দিয়ে তার মুরগিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাই তিনি ভালো ভাবে অনুসন্ধানের জন্য ওখানে হাল্কা খোড়াখুড়ি করেন এবং লম্বা এক প্যাসেজের সন্ধান পান৷

সাথেই সাথেই এই অঞ্চলে সরকারিভাবে খোড়াখুড়ি করা শুরু হয়। যার বদলৌতে শহরের মাঝে শুকনো খাবার সংরক্ষণের স্থান, বিদ্যালয়, ঘুমানোর স্থান, আস্তাবল সহ সম্পূর্ণ এক সভ্যতার আবাসের তথ্য পাওয়া যায়!

©️ Collected

Congratulations Bangladesh tiger's team 🏆🏆🏆🏏🏏🏏
18/03/2023

Congratulations Bangladesh tiger's team 🏆🏆🏆🏏🏏🏏

নেপাল বনাম সংজুক্ত আরব আমিরাত,,🏳️🏴নেপাল আন্তরজাতিক স্টেডিয়ামের কিছু দৃশ্য।ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ভালোবাসা কতটা এ...
18/03/2023

নেপাল বনাম সংজুক্ত আরব আমিরাত,,🏳️🏴
নেপাল আন্তরজাতিক স্টেডিয়ামের কিছু দৃশ্য।
ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ ভালোবাসা কতটা
এত্থেকেই উনুমিত হয়।🏏🏏?


মশার জালায় মনডা চাইতাছে হিমালয়ে উইঠা যা‌ই🏔️🏔️🏔️
17/03/2023

মশার জালায় মনডা চাইতাছে হিমালয়ে উইঠা যা‌ই🏔️🏔️🏔️

14/03/2023

Bangla wash mission successful 🇧🇩
Congratulations Bangladesh tigers🐅
💝💝💝💝💝💝

12/03/2023

বাঘের থাবায় সিংহদের হার, বাংলাদেশের ৫১তম টি-টুয়েন্টি জয়।❤️

10/03/2023

অসাধারণ একটা পেইজ,বিশেষ করে পেইজের ভিডিও গুলো,
সবাই follow এবং Like দিয়ে পেইজটি এগিয়ে নিতে সাহায্য করুন।

09/03/2023
Service your AC immediately and save your life. গত কয়েকদিনে ঢাকায় বেশ কিছু বিস্ফোরণ ঘটে যার সবগুলোর কারন গ্যাস। শীতকালে ...
09/03/2023

Service your AC immediately and save your life.
গত কয়েকদিনে ঢাকায় বেশ কিছু বিস্ফোরণ ঘটে যার সবগুলোর কারন গ্যাস। শীতকালে দীর্ঘদিন AC বন্ধ থাকে। সেই সময় ডাস্ট পড়ে, লিকেজ হয়। গরম পড়তে শুরু করলে হঠাৎ AC চালু করলে ডাস্ট সহ বিভিন্ন কারনে গ্যাসের সৃষ্টি হয়। যা যেকোন সময় ব্লাস্ট হতে পারে। অনুগ্রহ করে এসি ব্যবহারে সচেতন হোন। দেশে এখন প্রচণ্ড গরম বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ মানুষই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) দিকে ঝুঁকছেন।তবে এসি ব্যবহার করলেও নানা গাফিলতির কারণে বাড়ছে এসির বিস্ফোরণ। যাতে মারাও যাচ্ছে অনেক। তাই এসির ব্যবহার বাড়লেও ব্যবহারে হতে হবে সতর্ক।

আসুন জেনে নেই এসি বিস্ফোরণের কারণ ও কি করলে এর থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

বিস্ফোরণের কারণ:
১. এসির পাওয়ার কেবল সঠিক স্পেক–এর ব্যবহার না করলে।
২. এসির কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়ে।
৩. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে।
৪. কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে হাই প্রেশার তৈরি হয়ে।
৫. কম্প্রেসরে প্রয়োজনীয় পরিমাণ রেফ্রিজারেন্ট না থাকলে ভেতরের তাপমাত্রা লিমিটের চেয়ে বেড়ে গিয়ে।
৬. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম না করলে।
৭. কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসরে হাই প্রেশার তৈরি হয়ে।
৮. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে।

এসি বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার উপায়:
১. ভালোমানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেবল ব্যবহার করা।
২. এসির কনডেনসার নিয়মিত পরিষ্কার রাখা।
৩. কম্প্রেসরে হাই টেম্পারেচার ও হাই প্রেশার পরীক্ষা করা।
৪. এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ আছে কি না, তা পরীক্ষা করা।
৫. কম্প্রেসরে প্রয়োজনীয় রেফ্রিজারেন্ট আছে কি না, তা অভিজ্ঞ ও বিশ্বস্ত কোম্পানির টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করা।
৬. কম্প্রেসরের লিমিটের চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ না করা।
৭. সঠিকভাবে এসির ভ্যাকুয়াম করা।
৮. কম্প্রেসরে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করা।
৯. বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি, কম্প্রেসর এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করা।
১০. নিম্নমানের অখ্যাত বা নকল ব্র্যান্ডের এসি এবং কম্প্রেসর কেনা এবং ব্যবহার থেকে বিরত থাকা।
১১. সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা।

উপরোক্ত কারণের পাশাপাশি আরও বিভিন্ন কারণে

Address

Dhobaura

Telephone

+8801301910225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adnan sadik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adnan sadik:

Videos

Share


Other Digital creator in Dhobaura

Show All