The A'pal BD

The A'pal BD Hi, Viewers+Followers! Welcome to The A'pal BD News. The original address of objective online news.”
(1)

When Sun & Moon finally meetup. 🌗🌙🌛Image collected.
08/04/2024

When Sun & Moon finally meetup. 🌗🌙🌛

Image collected.

02/04/2024

Ore Grihobasi_ওরে গৃহবাসী খোল দ্বার খোল_Bosonta Utsav Special Song_The A'pal BD
ওরে গৃহবাসী, সিলেট ক্লাব, সুন্দর অভিনয়
Ore Grihobasi_Bosonta Utsav Special Song_The A'pal BD

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বা...
26/03/2024

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশ ৫৪ বছরে পা দিলো। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে।
#স্বাধীনতা #২৬মার্চমহানস্বাধীনতা

25/03/2024

🥇 স্বাধীনতা পদক ২০২৪ 🥇

মিঃ অরণ্য চিরান অদ্য (২৫ মার্চ সকাল ১০.৩০ টায়) দেশের রাজধানী ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন হতে মাননীয় প্রধান মন্ত্রীর হাত থেকে স্বাধীনতার পদক 🥇 গ্রহন করেছেন।
গারোদের মধ্যে প্রথম মিঃ অরণ্য চিরান সমাজসেবা/জনসেবা ক্ষেত্র তে বাংলাদেশের রাষ্ট্রীয় সন্মাননা "স্বাধীনতা পদক-২০২৪" অর্জন করলেন। এ বছর ১০ জনকে এই রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়েছে, তারমাঝে আদিবাসীদের মধ্যে একমাত্র তিনিই এই পুরস্কার ও সন্মাননায় ভূষিত হলেন। এই মহান অর্জন গোটা আদিবাসী তথা গারো জাতির গর্বের ও আনন্দের।
উনাকে উষ্ণ অভিনন্দন!!

25/03/2024

🥇 স্বাধীনতা পদক ২০২৪ 🥇

মিঃ অরণ্য চিরান অদ্য (২৫ মার্চ সকাল ১০.৩০ টায়) দেশের রাজধানী ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন হতে মাননীয় প্রধান মন্ত্রীর হাত থেকে স্বাধীনতার পদক 🥇 গ্রহন করেছেন।

গারোদের মধ্যে প্রথম মিঃ অরণ্য চিরান সমাজসেবা/জনসেবা ক্ষেত্র তে বাংলাদেশের রাষ্ট্রীয় সন্মাননা "স্বাধীনতা পদক" ২০২৪ খ্রিঃ অর্জন করলেন। এ বছর ১০ জনকে এই রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়েছে, তারমাঝে আদিবাসীদের মধ্যে একমাত্র তিনিই এই পুরস্কার ও সন্মাননায় ভূষিত হলেন। এই মহান অর্জন গোটা আদিবাসী তথা গারো জাতির গর্বের ও আনন্দের।
উনাকে উষ্ণ অভিনন্দন!!

🥇 স্বাধীনতা পদক ২০২৪ খ্রিঃমিঃ অরণ্য চিরান আজ (২৫ মার্চ সকাল ১০.৩০ টায়) দেশের রাজধানী ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন হতে মা...
25/03/2024

🥇 স্বাধীনতা পদক ২০২৪ খ্রিঃ
মিঃ অরণ্য চিরান আজ (২৫ মার্চ সকাল ১০.৩০ টায়) দেশের রাজধানী ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন হতে মাননীয় প্রধান মন্ত্রীর হাত থেকে স্বাধীনতার পদক 🥇 গ্রহন করেছেন। উনাকে উষ্ণ অভিনন্দন!!
গারোদের মধ্যে প্রথম মিঃ অরণ্য চিরান সমাজসেবা/জনসেবা ক্ষেত্র তে বাংলাদেশের রাষ্ট্রীয় সন্মাননা "স্বাধীনতা পদক" ২০২৪ খ্রিঃ অর্জন করলো। এ বছর ১০ জনকে এই রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়েছে, তারমাঝে আদিবাসীদের মধ্যে একমাত্র তিনিই এই পুরস্কার ও সন্মাননায় ভূষিত হলেন। এই মহান অর্জন গোটা আদিবাসী তথা গারো জাতির গর্বের ও আনন্দের।
মিঃ অরণ্য চিরানের জন্য রইলো ’’হা’ফাল বিডির’’ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা এবং উষ্ণ অভিনন্দন।
#স্বাধীনতা #স্বাধীনতাপদক২০২৪ #অরন্যচিরান

ঐতিহাসিক টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং আর নেই!!নেত্রকোনা জেলার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক টংক আন্...
23/03/2024

ঐতিহাসিক টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং আর নেই!!

নেত্রকোনা জেলার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক টংক আন্দোলনের সংগ্রামী নেত্রী কুমুদিনী হাজং আজ মারা গেছেন। আজ শনিবার বেলা ১টা ৪০ মিনিটে ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।
কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহের নেতৃত্বে টংক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয় দুর্গাপুরের হাজং সম্প্রদায়ের মানুষেরা। এরই অংশ হিসেবে কুমুদিনী হাজংয়ের স্বামী লংকেশ্বর হাজং অন্দোলনে জড়িত হন। তৎকালীন পুলিশ ১৯৪৬ সালে ৩১ জানুয়ারি বহেরাতলী গ্রামে হানা দিয়ে কুমুদিনী হাজংকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে রাশিমনি হাজংয়ের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। এসময় কুমুদিনী হাজংকে পুলিশ নিতে পারেনি। তবে সেখানে পুলিশের গুলিতে প্রাণ হারান রাশিমনি হাজং ও সুরেন্দ্র হাজং। পুলিশেরও দুজন সদস্য নিহত হয়েছিলো।
পরবর্তীতে সমাজসেবায় অবদানের জন্য ২০১৯ সালে কুমুদিনী হাজংকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। এ ছাড়া তিনি অনন্যা শীর্ষদশ (২০০৩), ড. আহমদ শরীফ স্মারক (২০০৫), কমরেড মণি সিংহ স্মৃতি পদক (২০০৭), সিধু-কানহু-ফুলমণি পদক (২০১০), জলসিঁড়ি (২০১৪) ও হাজং জাতীয় পুরস্কার (২০১৮) পেয়েছেন।

মহান এই নেত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরলোকগত আত্মা স্বর্গলাভ কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
#টংকআন্দোলন #হাজংমাতারাশিমনি #কুমুদিনীহাজং

স্বাধীনতা পুরস্কার-২০২৪খ্রিঃ প্রদান-গারোদের মধ্যে মিঃ অরন্য চিরান কে, সমাজসেবা/জনসেবার অবদানের স্বীকৃতিস্বরুপ সরকার উনাক...
15/03/2024

স্বাধীনতা পুরস্কার-২০২৪খ্রিঃ প্রদান-
গারোদের মধ্যে মিঃ অরন্য চিরান কে, সমাজসেবা/জনসেবার অবদানের স্বীকৃতিস্বরুপ সরকার উনাকে মনোনীত করেছেন।
হা’ফাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!!

13/03/2024

মারমা সাংগ্রাই নৃত্য পরিবেশনাঃ ২৭তম জাতীয় সম্মেলন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা। (Marma Sangrai Dance Performance: 27th National Conference, Hotel Intercontinental, Dhaka.)
#মারমাসাংগ্রাইনৃত্য #মারমা

‘‘নারীর সমঅধিকার, সমসুযোগএগিয়ে নিতে হোক বিনিয়োগ।’’সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। 💜 #আন্তর্জাতিকনারীদিবস
08/03/2024

‘‘নারীর সমঅধিকার, সমসুযোগ
এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’’
সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। 💜
#আন্তর্জাতিকনারীদিবস

07/03/2024
👁️‍🗨️ লিপ ইয়ার কেন হয়, না থাকলে কী হতো❓❓চার বছর পর ২০২৪ সাল এসেছে ফেব্রুয়ারিতে একটা অতিরিক্ত দিন নিয়ে। ৩৬৫ দিনের বদলে এ ...
29/02/2024

👁️‍🗨️ লিপ ইয়ার কেন হয়, না থাকলে কী হতো❓❓
চার বছর পর ২০২৪ সাল এসেছে ফেব্রুয়ারিতে একটা অতিরিক্ত দিন নিয়ে। ৩৬৫ দিনের বদলে এ বছরের ক্যালেন্ডারে রয়েছে ৩৬৬ দিন। এ অতিরিক্ত দিনকেই আমরা ‘লিপ ডে’ বলি। সাধারণত প্রতি চার বছরে একটি লিপ ইয়ার হয়। প্রশ্ন হলো, কী এই লিপ ইয়ার? কেন এর প্রয়োজন? প্রতি চতুর্থ বছরই কি একটি লিপ ইয়ার?
বছরে সাধারণত ৩৬৫ দিন থাকে। কিন্তু একটি লিপ ইয়ারে ৩৬৬ দিন থাকে। লিপ ইয়ার ছাড়া ফেব্রুয়ারি মাস শেষ হয় ২৮ দিনে। আর লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস শেষ হয় ২৯ দিনে। কিন্তু তারপরও ফেব্রুয়ারি মাস বছরের সবচেয়ে ছোট মাস।
লিপ ইয়ার কবে চালু হয়?
যিশু খ্রিষ্টের জন্মের ৪৬ বছর আগে জুলিয়াস সিজার লিপ ইয়ার চালু করেছিলেন, যা পরে ১২ খ্রিষ্টাব্দ থেকে আরও সুনির্দিষ্টভাবে চালু হয়। জুলিয়ান ক্যালেন্ডারে একটি বছরের সময়সীমা ছিল ৩৬৫ দিন। প্রতি চার বছর অন্তর সেটাই হয়ে ওঠে ৩৬৬ দিন। রয়াল মিউজিয়ামস গ্রিনউইচের ওয়েবসাইট অনুসারে, ইসলামিক ক্যালেন্ডার আল-হিজরাতে লিপ ইয়ারে ১২তম মাসে জুল হিজ্জাতে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়েছে। তবে এ পদ্ধতিটি ত্রুটিমুক্ত নয়। কারণ গণনার জন্য ব্যবহৃত ছয় ঘণ্টা আর প্রকৃত ৫ ঘণ্টা, ৪৮ মিনিট এবং ৪৬ সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে।
কেন প্রতি চার বছর অন্তর লিপ ইয়ার হয়?
সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরতে ৩৬৫.২৫ দিনের একটু কম সময় লাগে। তাই চার বছর পর পর লিপ ইয়ার ধরলে প্রতি ৪০০ বছরে ৩ দিন অতিরিক্ত দিন ধরা হয়ে যায়। এ সমস্যার সমাধানে প্রথমে সিদ্ধান্ত হয়, যেসব বছরে ০০ থাকবে সেসব বছর লিপ ইয়ার থেকে বাদ যাবে। কিন্তু এতেও সমাধান না হওয়ায় সিদ্ধান্ত হয়, যেসব বছরে ০০ থাকবে এবং ৪০০ দ্বারা বিভাজ্য নয়, তাদের লিপ ইয়ারের তালিকা থেকে বাদ দেওয়া হবে। যেমন- ১৯০০ সাল লিপ ইয়ার নয়, কিন্তু ২০০০ সাল লিপ ইয়ার।
লিপইয়ার কেন প্রয়োজনীয়?
একটি সৌর ক্যালেন্ডারের এক বছরে পৃথিবী সূর্যের চারপাশের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে সময় নেয় ৩৬৫ দিন, ৫ ঘণ্টা, ৪৮ মিনিট এবং ৪৬ সেকেন্ড। একটি সাধারণ বছর এভাবেই ৩৬৫ দিনে শেষ হয়। অতিরিক্ত প্রায় ছয় ঘণ্টা চার বছরে ২৪ ঘণ্টা হয়। এই ২৪ ঘণ্টা হলো পৃথিবীর একবার নিজের অক্ষের চারিদিকে ঘোরার সময়। সেই হিসাবে অতিরিক্ত সময় বা ২৪ ঘণ্টা চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত দিন হিসেবে যুক্ত হয়। এটি করা না হলে ফসলের চক্র এবং ঋতু পরিবর্তনের সময় ধীরে ধীরে বদলে যাবে। যা মানুষের সময় নির্ধারণের কৌশলকে বিভ্রান্তির দিকে পরিচালিত করবে।
যদি ক্যালেন্ডারে প্রতি চার বছর অন্তর সময়ের সেই ছোট সংশোধন না করা হয় তবে ধীরে ধীরে ঋতুগুলোর সঙ্গে তারিখের আর সামঞ্জস্য থাকবে না। ক্যালেন্ডারে দেখানো গ্রীষ্মকালে প্রকৃতপক্ষে শীতকাল পড়বে। এর মারাত্মক প্রভাব পড়বে কৃষিতে। কৃষকেরা ক্যালেন্ডার দেখলে ফসলের মৌসুম নিয়ে বিভ্রান্ত হবেন।
বিশ্বের অন্যান্য ক্যালেন্ডারে সময় গণনা ঠিক রাখার নিজস্ব উপায় রয়েছে। ইহুদি ক্যালেন্ডার চাঁদ ও সূর্য উভয়কে বিবেচনায় রেখে করা হয়। এই ক্যালেন্ডারে প্রতি ১৯ বছরের মধ্যে সাতবার একটি করে পুরো মাস যোগ করা হয়। বিশেষ পার্বণ যেন প্রতি বছর একই সময় আসে তা নিশ্চিত করতে মাঝে মধ্যে এই ক্যালেন্ডারে একটি লিপ মাস যোগ করা হয়।
ইসলাম ক্যালেন্ডার আরও অনন্য। এটি চাঁদের পর্যায়গুলো অনুসরণ করে ও কোনো অতিরিক্ত দিন যোগ করে না। যেহেতু একটি চন্দ্র বছর মাত্র ৩৫৫ দিন দীর্ঘ, তাই ইসলামি ক্যালেন্ডারের তারিখগুলো প্রতি বছর সৌর ক্যালেন্ডারের তুলনায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।
উদাহরণস্বরূপ, রমজান মাস ইসলামিক বা হিজরি ক্যালেন্ডারের নবম মাস। চলতি ২০২৪ সালে রমজান ১১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হতে পারে। যেখানে গত বছর রমজান ছিল ২৪ মার্চ থেকে ২২ এপ্রিল। একই ভাবে ২০২৫ সালে ১ থেকে ১৯ মার্চ পর্যন্ত এবং ২০২৬ সালে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ রমজান মাস পড়তে পারে।
সূত্রঃ RTV

🚌 ঢাকাগামী সকল যাত্রী ভাই-বোনদের জন্য সু-খবর❗❗আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের নিশ্চয়তা নিয়ে  আগামী ১ মার্চ/২০২৪ থেকে শুভ উদ্বো...
27/02/2024

🚌 ঢাকাগামী সকল যাত্রী ভাই-বোনদের জন্য সু-খবর❗❗
আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের নিশ্চয়তা নিয়ে আগামী ১ মার্চ/২০২৪ থেকে
শুভ উদ্বোধন হতে যাচ্ছে বিআরটিসির এসি চেয়ার কোচ সার্ভিস।
চারুয়াপাড়া হতে ১১:৩০ মিনিট
ধোবাউড়া থেকে দুপুর ১২:৩০মিনিট
মুন্সিরহাট থেকে ১২:৫০ মিনিট
ঢাকা রামপুরা হতে সকাল ৬:৩০ মিনিট
👉 অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুনঃ-
চারুয়াপাড়া:01976784286
ধোবাউড়া : 01777656009
মুন্সিরহাট:01955159153
অভিযোগ ও পরামর্শ 01873313388,01722015159,01323819416

আজ মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৫২’র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন,সে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ...
21/02/2024

আজ মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৫২’র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন,
সে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী।।
#২১শেফেব্রুয়ারী #৫২’রভাষাআন্দোলন

Great News❗ একসাথে দুই গারো কৃতি সন্তান অতিরিক্ত জেলা প্রশাসক❗❗অভিনন্দন! দুর্গাপুরের কৃতি সন্তান জনাব Eleshai Ritchilঅতি...
18/02/2024

Great News❗ একসাথে দুই গারো কৃতি সন্তান অতিরিক্ত জেলা প্রশাসক❗❗
অভিনন্দন! দুর্গাপুরের কৃতি সন্তান জনাব Eleshai Ritchil
অতিরিক্ত জেলা প্রশাসক, ঝিনাইদহ।

অভিনন্দন! মধুপুরের কৃতি সন্তান জনাব Litus Chiran
অতিরিক্ত জেলা প্রশাসক, সিরাজগঞ্জ ।
উভয়ের জন্য প্রার্থনা এবং শুভকামনা রইলো।
#গারো

International Book Giving Day, celebrated on February 14th, is a global initiative that encourages individuals, organiza...
13/02/2024

International Book Giving Day, celebrated on February 14th, is a global initiative that encourages individuals, organizations, and communities to share the love of reading by giving books to others. It's a day dedicated to promoting literacy and the joy of reading.

Start the VALENTINE'S WEEK with the symbol of LOVE.(Happy Rose Day).Le Halua..........😎 7th February - Rose Day🌹😎 8th Fe...
07/02/2024

Start the VALENTINE'S WEEK with the symbol of LOVE.
(Happy Rose Day).

Le Halua..........
😎 7th February - Rose Day🌹
😎 8th February - Propose Day😍👩‍❤️‍💋‍👨
😎 9th February - Chocolate Day🍫
😎 10th February - Teddy Day 🐱
😎 11th February - Promise Day 🤝
😎 12th February - Hug Day🙆‍♂️
😎 13th February - Kiss Day🙈😽
😎 14th February - Valentine's Day💘
😎 15th February - Pocket Empty Day😉

02/02/2024

নাগরীর পানজোরায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের
মহান সাধু আন্তনীর পর্ব-২০২৪
২রা ফেব্রুয়ারী, রোজ- শুক্রবার
পুণ্যধামে – নাগরীর-পানজোরা।
সাধু আন্তনীর পর্ব গাজীপুরের নাগরীর পানজোরায় প্রতি বছরের মত এই বছরও এই ফেব্রুয়ারীর অদ্য ২ তারিখ রোজ- শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
সাধু আন্তনীর পর্বে প্রতি বছর প্রায় লাখো মানুষ সাধু আন্তনীর মধ্যস্থতায় নভেনা ও প্রার্থনা করার মাধ্যমে ফল পেয়ে থাকেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য অনেক আশ্চর্য কাজ করেছেন। হারানো কিছু খুঁজে পেতে, অসুস্থতায় আরোগ্য লাভে, বন্ধ্যা নারীর সন্তান লাভসহ অনেক আশ্চর্য কাজ সাধিত হয়েছে এই সাধুর মধ্যস্ততায় প্রার্থনা করার মাধ্যমে। পাদুয়ার সাধু আন্তনী ‘পৃথিবীর সাধু’ হিসেবে পরিচিত। সর্বজন প্রিয় এই সাধু আন্তনী ছিলেন ঐশজ্ঞানের আঁধার, মঙ্গলসমাচারের সুদক্ষ প্রচারক, নিঃস্ব অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন, রোগীদের সুস্থ্যতাকারী বহুগুণে গুনান্বিত এক মহান সিদ্ধ পুরুষ। পানজোরাতে অবস্থিত সাধু আন্তনীর তীর্থস্থানে জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তাঁর মধ্যস্থতায় ঈশ্বরের অনুগ্রহলাভের জন্য আসেন।
ইউরোপের পাদুয়ার সাধু আন্তনী বাংলাদেশের খ্রিষ্টভক্তদের নিকট পূজনীয় ও জনপ্রিয় তাই এই সাধুর পর্ব উদযাপনের সময় প্রায় লাখো জনতা প্রতিবছর তীর্থোৎসবে সমাগম হয়।
সাধু আন্তনীর জন্ম পর্তুগালের লিজবনে ১৫ আগস্ট ১১৯৫ খ্রিষ্টাব্দে। যীশুর মতো সাধু আন্তনীর মায়ের নামও মেরি। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সাধু আন্তনীও যীশুর মতোই অলৌকিক সব কাজ করতে পারতেন। বাণী প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে মাত্র ৩৫ বছর বয়সে তিনি ইটালির পাদুয়ায় মারা যান।
১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরায় মহান সাধু আন্তনির স্মরণে এই পর্ব/তীর্থোৎসব পালন হয়ে আসছে।
নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ও সাধু আন্তনীর পর্ব উদযাপন কমিটির আহ্বায়ক পর্ব/প্রোগ্রমটির বিষয় নিশ্চিত করেন।
অনুষ্ঠানসূচীঃ
নভেনাঃ
২৪ জানুয়ারী ২০২৪ খ্রিঃ থেকে ০১ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ
সকালঃ ৬:৩০ ঘটিকা এবং বিকালঃ ৩:৪৫ ঘটিকা
পর্বীয় খ্রীষ্টযাগঃ
০২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ
প্রথম খ্রিষ্টযাগঃ সকাল ৬:৩০ ঘটিকা
দ্বিতীয় খ্রিষ্টযাগঃ সকাল ১০:০০ ঘটিকা
#সাধুআন্তনীরতীর্থোৎসব #সাধুআন্তনীর #মহানসাধুআন্তনীর #পানজোরায় #নাগরীর #পানজোরায়

01/02/2024

ঐতিহাসিক টংক ও তেভাগা আন্দোলনের নারী নেত্রী হাজংমাতা রাশিমনি এর ৭৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে সুসং দুর্গাপুরের বহেরাতলী গ্রামে রাশিমনি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে একটি হাজং নৃত্য পরিবেশনা।
ঐতিহ্যবাহী হাজং নৃত্য- জাখা মারা না যাইলে হিংয়া মারা যাং-হাজংমাতা রাশিমনি এর ৭৮ তম প্রয়াণ দিবস।

Happy Travelling!! 😁😁😁শাহবাগ মেট্রোরেল স্টেশন থেকে অন্য স্টেশনের ভাড়ার তালিকা।
22/01/2024

Happy Travelling!! 😁😁😁
শাহবাগ মেট্রোরেল স্টেশন থেকে অন্য স্টেশনের ভাড়ার তালিকা।

19/01/2024

🎯 ১৯-২৫ জানুয়ারী জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহে নিকটস্থ সরকারী হাসপাতালে ভায়া ও সিবিই পরীক্ষা করুন (NID আবশ্যক)
👉 জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং এবং প্রশিক্ষণ কেন্দ্র, বিএসএমএমইউ।

✝️ অদ্য ১৯ শে জানুয়ারী/২০২৪ খ্রিঃ ডিকন প্রিন্স হেনরি স্নাল এর যাজক অভিষেক অনুষ্ঠানের অংশ বিশেষ। শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ...
19/01/2024

✝️ অদ্য ১৯ শে জানুয়ারী/২০২৪ খ্রিঃ ডিকন প্রিন্স হেনরি স্নাল এর যাজক অভিষেক অনুষ্ঠানের অংশ বিশেষ। শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা নবঅভিষিক্ত যাজক রেভাঃ ফাঃ প্রিন্স হেনরী স্নাল। 🙏✝️🙏
স্থানঃ রাণীখং ধর্মপল্লী, দূর্গাপুর, নেত্রকোনা।

মন্ত্রিপরিষদ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।🎯 প্রধানমন্ত্রী সহ মোট ২৬ জন মন্ত্রীঃ১. প্রধানমন্ত্রী (মন্ত্রিপরিষদ বিভাগ, প্...
11/01/2024

মন্ত্রিপরিষদ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
🎯 প্রধানমন্ত্রী সহ মোট ২৬ জন মন্ত্রীঃ
১. প্রধানমন্ত্রী (মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ,
বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ, সংস্কৃতি, শ্রম ও কর্মসংস্থান)- শেখ হাসিনা
২. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আ. ক. ম. মোজাম্মেল হক
৩. সড়ক পরিবহন ও সেতু- ওবায়দুল কাদের
৪. স্বরাষ্ট্র মন্ত্রনালয়- আসাদুজ্জামান খান কামাল
৫. সমাজকল্যাণ মন্ত্রণালয়- ডাঃ দীপু মনি
৬. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়- মো. তাজুল ইসলাম
৭. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন- মুহাম্মদ ফারুক খান
৮. রেলপথ মন্ত্রণালয়- মো. জিল্লুল হাকিম
৯. আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়- আনিসুল হক
১০. পররাষ্ট্র মন্ত্রণালয়- মোহাম্মদ হাছান মাহমুদ
১১. কৃষি মন্ত্রণালয়- মো. আবদুস শহীদ
১২. শিক্ষা মন্ত্রণালয়- মহিবুল হাসান চৌধুরী
১৩. খাদ্য মন্ত্রণালয়- সাধন চন্দ্র মজুমদার
১৪. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়- র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
১৫. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- মো. আব্দুর রহমান
১৬. ভূমি মন্ত্রণালয়- নারায়ণ চন্দ্র চন্দ
১৭. পরিকল্পনা মন্ত্রণালয়- আবদুস সালাম
১৮. শিল্প মন্ত্রণালয়- অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
১৯. জনপ্রশাসন- ফরহাদ হোসেন
২০. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-মো. ফরিদুল হক খান
২১. অর্থ মন্ত্রণালয়- আবুল হাসান মাহমুদ আলী
২২. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়- সাবের হোসেন চৌধুরী
২৩. বস্ত্র ও পাট মন্ত্রণালয়- জাহাঙ্গীর কবির নানক
২৪. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- নাজমুল হাসান পাপন
২৫. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়- ইয়াফেস ওসমানকে (টেকনোক্র্যাট)
২৬. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- সামন্ত লাল সেনকে (টেকনোক্র্যাট)
🎯 ১১ জন প্রতিমন্ত্রীঃ
১. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-সিমিন হোসেন রিমি
২. বিদ্যুৎ বিভাগ- নসরুল হামিদ
৩. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়- জুনাইদ আহমেদ পলক
৪. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়- মোহাম্মদ আলী আরাফাত
৫. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- মহিববুর রহমান
৬. নৌপরিবহন মন্ত্রণালয়- খালিদ মাহমুদ চৌধুরী
৭. পানিসম্পদ মন্ত্রণালয়- জাহিদ ফারুক
৮. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়- কুজেন্দ্র লাল ত্রিপুরা
৯. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- রুমানা আলী
১০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- শফিকুর রহমান চৌধুরী
১১. বাণিজ্য মন্ত্রণালয়- আহসানুল ইসলাম টিটু
#মন্ত্রী #পরিষদ #গণপ্রজাতন্ত্রীবাংলাদেশসরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সর্বশেষ রেজাল্ট-ময়মনসিংহ জেলা।
07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সর্বশেষ রেজাল্ট-ময়মনসিংহ জেলা।

07/01/2024

বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর উপজেলায় গারো সম্প্রদায়ের শূকরের মাংসের একটি মশলাদার রান্নার স্টাইল। গারো সম্প্রদায়ের জনগণ ছোটদিন পালন/নিউ ইয়ার/নববর্ষ উদযাপন করার সময় তাদের ভোজের জন্য এইভাবে রান্না-বান্না করে থাকে। এমন কি বড়দিন-ছোটদিন উদযাপন ছাড়াও বিয়ে ও শ্রাদ্ধ সময়ও একই ভাবে রান্নার প্রক্রিয়া করে থাকে।
A Spicy Cooking Style of Pork Meat in the Garo Communities at Modhupur Upazila Under Tangail District of Bangladesh.

ঘরে বসে থাকবো না-ভোট দিতে ভুলবনা।আমার ভোট আমি দেবো- যাকে খুশি তাকে দেবো ভোট ৷   #নির্বাচনে  #দ্বাদশজাতীয়সংসদ  #নির্বাচন
06/01/2024

ঘরে বসে থাকবো না-ভোট দিতে ভুলবনা।
আমার ভোট আমি দেবো-
যাকে খুশি তাকে দেবো ভোট ৷
#নির্বাচনে #দ্বাদশজাতীয়সংসদ #নির্বাচন

06/01/2024

আমার ভোট আমি দেবো
যাকে খুশি তাকে দেবো ভোট ৷

🎯 মহেড়া_জমিদার বাড়ি 🏛️বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এটি এ...
04/01/2024

🎯 মহেড়া_জমিদার বাড়ি 🏛️
বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে এটি একটি। ১৮৯০ খ্রিষ্টাব্দে পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ী গুলো প্রতিষ্ঠা হয়ে ছিলো।
মহেড়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে প্রায় আট (৮) একর জায়গা জুড়ে এই মহেড়া জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা - টাংগাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্বে মহেড়া জমিদার বাড়ি অবস্থিত।
এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে ‘বিশাখা সাগর’ নামে বিশাল এক দীঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে ২টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাসরা পুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্র কানন ও বিশাল তিনটি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দীঘিসহ ও আরো তিনটি লজ। সেখানে একটি ফোয়ারা আছে সেটা ১৮৯০ সালে র্নিমান করা হয়েছে।
মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়ীতে হামলা করে, জমিদার বাড়ীর কূলবধু সহ ৫ জন গ্রামবাসী কে হত্যা করেন। (১৯৭১) পরবর্তী তে তারা লৌহজং নদীর নৌপথে দেশ ত্যাগ করেন।
তৎকালীন সময়ে মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিলো। ১৯৭২ খ্রিষ্টাব্দে এখানে একটি পুলিশ ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিলো। ১৯৯০ খ্রিষ্টাব্দে স্কুল টিকে পুলিশ ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করা হয়েছে।
সম্প্রতি একটি ভবনে পুলিশ জাদুঘর ও পেছনের অংশে শিশু পার্ক করা হয়েছে। মহেড়া জমিদার বাড়ির বেশ কয়েকটি অংশ আছে, মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরন লজ এগুলো অন্যতম।
চৌধুরী লজঃ জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির পিলার গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ।
মহারাজ লজঃ বাইজেনটাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি (৬) টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে বারো (১২) টি, সামনে বাগান ও পেছনে একটি টেনিসসহ কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়।
আনন্দ লজঃ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রনে ভরা ভবনটির সামনে আট (৮) টি সুদৃশ্য কলাম রয়েছে। তিন তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু-পাখির ভাস্কর্যসহ একটি চমৎকার বাগান আছে।
কালীচরণ লজঃ জমিদারী প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ‘ইউ’ (U) অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যোন্য স্থাপত্য শৈলীর জন্য বিকেল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়।
#মহেড়া #জমিদারবাড়ি

নালিখালি গারো গ্রাম (দক্ষিণ পাড়া), চেচুয়া বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহ। গত ০১/০১/২০২৪ আনুমানিক ভোর রাত ৩.০০-৪.৩০ মিনিট...
02/01/2024

নালিখালি গারো গ্রাম (দক্ষিণ পাড়া), চেচুয়া বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহ। গত ০১/০১/২০২৪ আনুমানিক ভোর রাত ৩.০০-৪.৩০ মিনিটে মানুষ সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন দুর্বৃত্তরা শুধুমাত্র ৫ টা গারো পরিবারের ৬ টা বড় বড় খেরের পাল্লা পুড়ে দিয়ে যায়। যখন বুঝতে পারে তখন আর কোন উপায় থাকে না আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবাই সাবধানে থাকবেন যেন এই ধরনের পরিস্থিতির স্বীকার না হন।

Address

Bhalukapara, Ghosgaon
Dhobaura
2416

Alerts

Be the first to know and let us send you an email when The A'pal BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The A'pal BD:

Share