Mostofa Al Muzahid

Mostofa Al Muzahid "আমার গানের ভাষা
জীবনের সাথে যেন
মিলে মিশে হয় একাকার।"
--- কবি মতিউর রহমান মল্লিক।

বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও...
19/12/2023

বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো । তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।

বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!

লোকটি বললো মার্জনা করবেন জাহাপানা। দেখতে সাধারন হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো - আমি যখন শিকারে যাই,তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।

আমার পাতানো ফাদের সাথে এই পাখিটিকেও বেধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষন করে।

তার এই আওয়াজ শুনে ঝাকে ঝাকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাদ ।

বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন। এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?

তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজ্ও অমর হয়ে আছে। তিনি বললেন, “যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে,তার এই পরিনতিই হওয়া উচিত”।

©

16/12/2023

আজ আমরা এমন বাংলাদেশ চাই,
যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক,অর্থনৈতিক ও সামাজিক সাম্য,স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে।

"বিজয়ের দিন হোক শপথের দিনস্বাধীনতা রক্ষায় হবো ভয় হীন।...." ৫২ তম বিজয় দিবসের শুভেচ্ছা 💐সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা...
16/12/2023

"বিজয়ের দিন হোক শপথের দিন
স্বাধীনতা রক্ষায় হবো ভয় হীন।...."

৫২ তম বিজয় দিবসের শুভেচ্ছা 💐
সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।

"যে জাতি আদর্শিক ভাবে গোলামি করার মধ্যেই তার কল্যাণ খুজে, তার ঘাড়ে রাজনৈতিক গোলামি চাপাতে খুব বেশী সময় লাগে না"-শহীদ আব্...
10/12/2023

"যে জাতি আদর্শিক ভাবে গোলামি করার মধ্যেই তার কল্যাণ খুজে, তার ঘাড়ে রাজনৈতিক গোলামি চাপাতে খুব বেশী সময় লাগে না"

-শহীদ আব্দুল কাদের মোল্লা

আলহামদুলিল্লাহ 💝জালিমের বন্দি শালা থেকে মুক্ত
07/12/2023

আলহামদুলিল্লাহ 💝
জালিমের বন্দি শালা থেকে মুক্ত

وَإِنَّ الظّالِمينَ بَعضُهُم أَولِياءُ بَعضٍ وَاللَّهُ وَلِيُّ المُتَّقينَ.আর নিশ্চয়‌ই জালেমরা একে অপরের বন্ধু আর আল্লাহ...
23/11/2023

وَإِنَّ الظّالِمينَ بَعضُهُم أَولِياءُ بَعضٍ وَاللَّهُ وَلِيُّ المُتَّقينَ.

আর নিশ্চয়‌ই জালেমরা একে অপরের বন্ধু আর আল্লাহ পরহেজগারদের বন্ধু। (সূরা আল জাসিয়াহ : ১৯)

🥰💝💝🥰
13/11/2023

🥰💝💝🥰

আলহামদুলিল্লাহ 🥰🥰
স্নিগ্ধ একটা কেক❤️❤️

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ”আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা মদ, যিনা, রেশমী ...
13/11/2023

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

”আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা মদ, যিনা, রেশমী কাপড় ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।”

{সহিহ বুখারী: ৫৫৯০}

08/11/2023

হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন,

“জীবনের স্বাদ অনুসন্ধান করো তিনটি জিনিসের মধ্যে: সালাত, কুরআন এবং জিকির। যদি এ তিনটির মাঝে জীবনের স্বাদ ও আনন্দ খুঁজে পাও তবে চালিয়ে যাও এবং সুসংবাদ গ্রহণ করো। আর যদি না পাও তবে আর কি! জেনে নাও, দুয়ার তোমার বন্ধ হয়ে আছে।”

[ আবু নুয়াইম, হিলয়াতুল আউলিয়া: ৪/৩১৮ ]

08/11/2023

স্বামীর বদলে স্ত্রীকে গ্রেফতার। বাবার বদলে জমজ দুই কিশোর ছেলেকে। ছেলেকে না পেয়ে বয়স্ক বাবাকে গ্রেফতার।
আবার মা গ্রেফতার ছেলের বদলে।
এরপরেও আমাকে বিশ্বাস করতে হবে এই দেশ স্বাধীন হয়েছিলো ৭১ সালে?

06/11/2023

একই কায়দায় রংপুরেও জামায়াতের রানিং ইউনিয়ন চেয়ারম্যানকে কু'পি'য়ে শ'হী'দ করে দেয়া হয়েছে । প্লীজ ভাইয়েরা সতর্ক হোন, এটা লীগের কেন্দ্রীয় কি'লিং মিশন।

01/11/2023

হে ঈমানদারগণ! কাফেরদের মতো কথা বলো না। তাদের আত্মীয়-স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে (এবং সেখানে কোন দুর্ঘটনায় পতিত হলে) তারা বলে, যদি তারা আমাদের কাছে থাকতো তাহলে মারা যেতো না এবং নিহত হতো না। এ ধরনের কথাকে আল্লাহ তাদের মানসিক খেদ ও আক্ষেপের কারণে পরিণত করেন। নয়তো জীবন-মৃত্যু তো একমাত্র আল্লাহই দান করে থাকেন এবং তোমাদের সমস্ত কার্যকলাপের ওপর তিনি দৃষ্টি রাখেন। যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মারা যাও তা হলে তোমরা আল্লাহর যে রহমত ও ক্ষমা লাভ করবে, তা এরা যা কিছু জমা করে তার চাইতে ভালো। (সূরা আলে-ইমরান : ১৫৬, ১৫৭)

২৮ তারিখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় বসে বসে বক্তব্য শুনছেন প্রশাসনের দায়িত্বরত ভাইয়েরা। আলহামদুলিল্লাহ। আ...
31/10/2023

২৮ তারিখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় বসে বসে বক্তব্য শুনছেন প্রশাসনের দায়িত্বরত ভাইয়েরা।

আলহামদুলিল্লাহ। আমাদের জনশক্তিরা আপনাদের চেয়ে আরও বেশি শৃঙ্খলায় থাকে। আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের সুন্দর বাংলাদেশ উপহার দিবো।ইনশাআল্লাহ।

Copied

30/10/2023

যারা মনে করেছেন ২৮ অক্টোবর জামায়াত খুব সহজেই সমাবেশ করতে পেরেছে তাদের জন্য ভিডিওটি।

সকাল থেকেই বহু লড়াই সংগ্রাম ও কৌশল অবলম্বন করে জামায়াত সমাবেশ সফল করতে পেরেছে, আলহামদুলিল্লাহ।

পুলিশ গুলি করে আমাদের ভাইকে পঙ্গু করে দিয়েছে, আমাদেরকে ধাওয়া দিয়েছে,রাবার বুলেট নিক্ষেপ করেছে, উস্কানি দিয়েছে। কিন্তু দায়িত্বশীলদের নির্দেশনায় সকল জনশক্তি ধৈর্যের পরিচয় দিয়েছে।

জালিমের পতনে ঐক্যবদ্ধ আন্দোলন আরো ত্বরান্বিত হবে, মজলুমের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ!  জালিমের হুংকার পায়ে মাড়িয়ে আল্লাহ আমাদের কর্মসূচি সফল করেছেন।
28/10/2023

আলহামদুলিল্লাহ!
জালিমের হুংকার পায়ে মাড়িয়ে আল্লাহ আমাদের কর্মসূচি সফল করেছেন।

নিরঘুম রাত কাটানোর পর বলতেছে আমরা কিছু করতে পারিনি কোনো ভাবে জামায়াতকে আটকানো গেল না
28/10/2023

নিরঘুম রাত কাটানোর পর বলতেছে আমরা কিছু করতে পারিনি কোনো ভাবে জামায়াতকে আটকানো গেল না

আহ ! আমরা কতটা অসহায়--ই *জ # রায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে।১. ১০০ টি বিমান একসাথে একটানা হামলা করছে।২. ইন্টারনেট ও ...
28/10/2023

আহ ! আমরা কতটা অসহায়--
ই *জ # রায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে।
১. ১০০ টি বিমান একসাথে একটানা হামলা করছে।
২. ইন্টারনেট ও বিদ্যুত বন্ধ করে দেয়া হয়েছে।
৩. একসাথে সমুদ্র, স্থল ও আকাশ থেকে হামলা হচ্ছে।
৪. আল-জাজিরার সাংবাদিকরা জানিয়েছে চারদিকে শুধু লাশ আর লাশ।
৫. হা মা স বলেছে, এই গণহত্যার পেছনে শুরু ইজরা য়েল জড়িত নয়, তাকে সহায়তাকারী আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সমানভাবে দায়ী।
আগামীকাল বিশ্ব জানতেও পারবে না গা*জায় ঠিক কত হাজার মানুষ মারা গেছে। কারণ বিদ্যুত ও ইন্টারনেট বন্ধ। এই মুহুর্তে আল জাজিরা দেখলে বুঝতে পারবেন মনে হচ্ছে আজকেই লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে যাবে। আরব জাতী ডুবে আছে বিলাসীতায় যেদিন তারাও ডুববে সেদিন তারা বুঝবে।

27/10/2023

আয় তারুণ্য আয়
আয় আগ্নিগিরির লাভার মতো উদগীরিত রই!
দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই!
দু'কূল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়-
আয় তারুণ্য আয়।।

কথা: বিলাল হোসাইন নূরী
সুর: Raad Ezama
পরিবেশনায়: Saimum Shilpigosthi - সাইমুম শিল্পীগোষ্ঠী







শাপলা এসেছি আনতে বিজয়সাহস গড়েছি বুকেউড়বে এবার বিজয় নিশানকে আছে আমায় রুখে।।
27/10/2023

শাপলা এসেছি আনতে বিজয়
সাহস গড়েছি বুকে
উড়বে এবার বিজয় নিশান
কে আছে আমায় রুখে।।

27/10/2023

আমাদের সামনে বাধার পাহাড়,
সাথে বহে টলমল রক্ত নদী।
মঞ্জিল দূরে নয় দুঃসাহসী,
কদম কদম পথ চল যদি।

26/10/2023

আমীরে জামায়াত ডেকেছেন তাই যাচ্ছি আবার ঢাকাতে,
স্বৈরাচার তাড়াতে এবার লড়াই হবে একসাথে।



26/10/2023

২৮ এর পর এলো আবার ২৮...............

🥰🥰💝🥰🥰
26/10/2023

🥰🥰💝🥰🥰

মানারাত ইন্টারন্যাশনাল ইউনভিার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৫ অক্টোবর (ব...
25/10/2023

মানারাত ইন্টারন্যাশনাল ইউনভিার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৫ অক্টোবর (বুধবার ) বাদ জোহর রংপুরে মরহুমের নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কন্ট্রোলার অব এক্সামিনেশন্স এবং অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্সের অ্যাডিশনাল ডিরেক্টর এ. এইচ. এম. আবু সাঈদের নেতৃত্বে একটি টিম অংশ নেয়।

২৪ অক্টোবর (মঙ্গলবার) বিকালে রংপুরে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। তিনি মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

25/10/2023

সরকার পতনের আন্দোলনের জন্য সরকারের অনুমতি নিতে হবে বিষয় টা কেমন!!

20/10/2023

ই হু দী দের ব্যাপারে ৯০ বছর আগে দেওয়া অ্যাডলফ হিটলারের বক্তব্য আজও সমান প্রাসঙ্গিক।

১৯৩৩ সালে সিমেন্স ফ্যাক্টরি উদ্বোধনের সময় হিটলার এই বক্তব্য দিয়েছিলেন।

কেমন?  Adil's Cake & Cookies
20/10/2023

কেমন? Adil's Cake & Cookies

Alhamdulillah 🥰🥰
Eye soothing 🥹🥹🥹

20/10/2023

তোমাকেই বলছি, হে আমার কুদস।
আবৃত্তিঃ Sharif Bayzid Mahmud official
কবিঃ কাজী সালমা বিনতে সলিম ।

19/10/2023

যুদ্ধাহত গোলাপটির ঘুমানোর জায়গা নেই, অথচ বিশ্ব বিবেক আজ ঘুমন্ত 😭😭


19/10/2023

কি দোষ করেছে এই ছোট্ট অবুঝ পাখিটি?? 😭
ইজরায়েলের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। ধংশ হোক ইয়াহুদী বাদ,ইসরায়েল।

19/10/2023

নিজের সন্তানকে কল্পনা করুন তো একবার😓😓
আর তো ধৈর্য্য ধরে থাকতে পারছি না মাবুদ, তোমার আরশের সাহায্য করো মাবুদ।



🇵🇸🇵🇸🇵🇸🇧🇩🇧🇩

18/10/2023

আমরা যখন আমাদের স্ত্রীদের নিয়ে আনন্দ উৎযাপনের প্ল্যান করছি, সন্তানদের সুন্দর সুন্দর পোষাক ও খেলনা উপহার দেয়ার পরিকল্পনায় ব্যস্ত, দুপুরে গরুর মাংস খেয়েছি তো রাতে মুরগী না মাছ খাবো সে চিন্তায় বিভোর ঠিক তখন ফি'লি স্তি'নে মা তার সন্তানের জীবন নিয়ে আশংকায় তো সন্তান তার মায়ের জীবন নিয়ে সন্দিহান। লাশের মিছিলে কেউ খুঁজে যাচ্ছে তাদের মাকে, কেউ বাবাকে, কেউ স্ত্রী সন্তানদের, কেউ পরিবার পরিজনদের। আহ্ জীবন..... মুসলীম শাসকেরা ব্যস্ত আমোদ ফূর্তিতে। ইয়া রব জালেমের মোকাবেলায় আমাদের বিবেককে জাগ্রত করে দাও। আমিন।


🥰🥰
10/10/2023

🥰🥰

একটি বিজয় চাইগো মাবুদআল-আকশার বিজয় চাই✊
08/10/2023

একটি বিজয় চাইগো মাবুদ
আল-আকশার বিজয় চাই✊

28/09/2023

বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল

23/09/2023

জায়নামাজে মক্কা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি ?
Abul Kalam Azad Bashar
ড. আবুল কালাম আজাদ বাশার

আমি ও অনেক ভয়ে থাকতাম, ছোট্ট বেলায় শুনতাম জায়নামাজ এর মক্কা মদিনার ছবিতে পা লাগলে গুনাহ হয়।
কিন্তু বিশ্বাস হত না। এখন আমার বিশ্বাস টাই আলহামদুলিল্লাহ সঠিক ছিল। মহতারাম হুজুরকে অনেক শুকরিয়া, এই বিষয়টি ক্লিয়ার করার জন্য। আর প্রশ্ন কারীকেও🥰

21/09/2023

"ফ্রী মিক্সিং" মূলত পশুদের চরিত্র। পশুদের মধ্যে লজ্জা কিংবা হায়া নামক কোনো উপলব্ধি নেই। পশুদের মস্তিষ্ক থাকলেও তারা মূলত বিবেকহীন & জ্ঞানহীন।

Address

Dhania

Alerts

Be the first to know and let us send you an email when Mostofa Al Muzahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostofa Al Muzahid:

Videos

Share

Category

Nearby media companies



You may also like