ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa

  • Home
  • Bangladesh
  • Dhanbari
  • ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa

ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa মাদ্রাসাটি নার্সারি থেকে দাওরা পযর্ন্ত এবং পুরোপুরি আবাসিক।

بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ

মাদ্রাসাটি শুধু মেয়েদের জন্য। নার্সারী থেকে দাওরায়ে হাদিস পর্য ন্ত শিক্ষা চলছে অর্থাথাৎ নার্রীসা থেকে ১৩ম শ্রেনী পর্যন্ত পড়ানো হচ্ছে।

একই সাথে দাওরা এবং অর্থসহ কুরআন হেফজ করানো হয়।

মাদ্রাসাটি পুরোপুরি আবাসিক। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রীরা অধ্যয়ন করছে।

আমাদের প্রধান উদ্দেশ্য হলো ঈমান শিক্ষা দেয়া যা বর্তমান জামানায় খুব কম জায়গাতেই শিক্ষ

া দেয়া হয়। ঈমান শিক্ষার জন্য নির্ভেজাল জ্ঞানের ও নিয়মিত আমলের প্রয়োজন । কাজেই আমাদের শিক্ষা দানের মাধ্যম হচ্ছে পুরোপুরি কুরআন-সুন্নাহ ভিত্তিক এবং জ্ঞান অর্জনের সাথে সাথে আমল করানোর মাধ্যমে তা বাস্তবে পরিণত করানো হয়।

৮ম শ্রেনী পর্যন্ত বাংলা, অংক ও ইংরেজী শিক্ষা দেয়া হয়।

ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহ তাআলা কবুল করবেন না!আল্লাহ তা'আলা বলেছেনঃ৩ঃ৮৫। আর যে ইসলাম ছাড়া অন্য দ্বীন অন্বেষণ করব...
24/12/2024

ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন আল্লাহ তাআলা কবুল করবেন না!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

৩ঃ৮৫। আর যে ইসলাম ছাড়া অন্য দ্বীন অন্বেষণ করবে, কখনও ইহা তার থেকে কবুল করা হবেনা এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্থদের একজন।

সুরাহ আলে-'ইমরান ৩ঃ৮৫

কিয়ামতের দিনের ভুমিকম্প হবে এক ভয়াবহ জিনিস!আল্লাহ তা'আলা বলেছেনঃ ২২ঃ১। হে মানবজাতি! তোমাদের রাব্বকে ভয় কর এবং তাঁর প্রতি...
24/12/2024

কিয়ামতের দিনের ভুমিকম্প হবে এক ভয়াবহ জিনিস!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

২২ঃ১। হে মানবজাতি! তোমাদের রাব্বকে ভয় কর এবং তাঁর প্রতি দায়িত্ব পালন কর। সত্যি, কিয়ামত দিবসের ভুমিকম্প এক ভয়াবহ জিনিস।

সুরাহ আল-হাজ্জ ২২ঃ১

আল্লাহ তা'আলার অশেষ নিয়ামতের জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত!আল্লাহ তা'আলা বলেছেনঃ ২৩ঃ৭৮। তিনিই তোমাদের জন্য সৃষ্টি কর...
24/12/2024

আল্লাহ তা'আলার অশেষ নিয়ামতের জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

২৩ঃ৭৮। তিনিই তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ, দৃষ্টি এবং (বুঝার জন্য) হৃদয়; অল্পই তোমরা শুকরিয়া আদায় কর।

সুরাহ আল-মু'মিনুন ২৩ঃ৭৮

পরকাল উত্তম হওয়া সত্ত্বেও মানুষ প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে!আল্লাহ তা'আলা বলেছেনঃ"না, তোমরা প্রাধান্য দাও দুনিয়ার জীবনক...
24/12/2024

পরকাল উত্তম হওয়া সত্ত্বেও মানুষ প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

"না, তোমরা প্রাধান্য দাও দুনিয়ার জীবনকে, যদিও পরকাল উত্তম এবং চিরস্থায়ী।"

সুরাহ আল-আ'লা ৮৭ঃ১৬-১৭

মাদ্রাসার কুরআন তেলাওয়াতকারী ছাত্রীরা!
23/12/2024

মাদ্রাসার কুরআন তেলাওয়াতকারী ছাত্রীরা!

আল্লাহ তা'আলা এই কালিমাটি সবচেয়ে ভালবাসেনঃ"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" অর্থঃ আল্লাহ সমস্ত দোষ ত্রুটি মুক্ত এবং তাঁরই সম...
23/12/2024

আল্লাহ তা'আলা এই কালিমাটি সবচেয়ে ভালবাসেনঃ

"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি"

অর্থঃ আল্লাহ সমস্ত দোষ ত্রুটি মুক্ত এবং তাঁরই সমস্ত প্রশংসা।

রিয়াদুসসালেহীন ১৪১০

সুন্দর মেঘ!
23/12/2024

সুন্দর মেঘ!

রাত, দিন, সূর্য, চাঁদ এবং তারকারাজীকে আমাদের জন্য বশীভূত করে দেওয়া হয়েছে!আল্লাহ তা'আলা বলেছেনঃ ১৬ঃ১২। আর তিনি তোমাদের জন...
23/12/2024

রাত, দিন, সূর্য, চাঁদ এবং তারকারাজীকে আমাদের জন্য বশীভূত করে দেওয়া হয়েছে!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

১৬ঃ১২। আর তিনি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন রাত ও দিনকে, সূর্য ও চাঁদকে; এবং তারকারাজিকে বশীভূত করেছেন তাঁর আদেশ দ্বারা। নিশ্চয়ই এগুলোতে রয়েছে প্রমাণ সেই লোকদের জন্য যারা বুঝে।

সুরাহ আন-নাহল ১৬ঃ১২

আল্লাহ তা'আলার রহমতের (বৃষ্টির) পূর্বে তিনি বাতাসকে পাঠান সুসংবাদ হিসাবে!আল্লাহ তা'আলা বলেছেনঃ ২৫ঃ৪৮। আর তিনিই বাতাস পাঠ...
23/12/2024

আল্লাহ তা'আলার রহমতের (বৃষ্টির) পূর্বে তিনি বাতাসকে পাঠান সুসংবাদ হিসাবে!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

২৫ঃ৪৮। আর তিনিই বাতাস পাঠান তাঁর রহমতের (বৃষ্টির) পূর্বে সুসংবাদ হিসাবে, এবং আমরা আকাশ থেকে পাঠাই পবিত্র পানি।

২৫ঃ৪৯। যাতে আমরা উহা দ্বারা তাজা করতে পারি মৃত জমিনকে, এবং উহা থেকে আমরা পান করতে দেই অনেক গবাদিপশু এবং মানুষকে যা আমরা সৃষ্টি করেছি।

সুরাহ আল-ফুরকান ২৫ঃ৪৮-৪৯

কিয়ামত নিশ্চিত আসিতেছে!!! আল্লাহ তা'আলা বলেছেনঃ ২২ঃ৮। আর নিশ্চিত কিয়ামত আসিতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং নিশ্চিত...
23/12/2024

কিয়ামত নিশ্চিত আসিতেছে!!!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

২২ঃ৮। আর নিশ্চিত কিয়ামত আসিতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং নিশ্চিত আল্লাহ তাদেরকে পুনরুজ্জীবিত করবেন যারা কবরে রয়েছে।

সুরাহ আল-হাজ্জ ২২ঃ৮

পবিত্র কুরআন নিশ্চিত বিশ্বাসীদের জন্য এক হেদায়েত ও রহমত!!আল্লাহ তা'আলা বলেছেনঃ ৪৫ঃ২০। ইহা (এই কুরআন) মানবজাতির জন্য এক স...
23/12/2024

পবিত্র কুরআন নিশ্চিত বিশ্বাসীদের জন্য এক হেদায়েত ও রহমত!!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

৪৫ঃ২০। ইহা (এই কুরআন) মানবজাতির জন্য এক সুস্পষ্ট প্রমাণ এবং এক হেদায়েত ও রহমত সেই লোকদের জন্য যারা নিশ্চিত বিশ্বাসী।

সুরাহ আল-জাথিয়া ৪৫ঃ২০

দুনিয়ার জীবন কামনা করলে আখিরাতে থাকবে শুধু আগুন!আল্লাহ তা'আলা বলেছেনঃ১১ঃ১৫। যেকেউ দুনিয়ার জীবন ও ইহার চাকচিক্য কামনা করে...
23/12/2024

দুনিয়ার জীবন কামনা করলে আখিরাতে থাকবে শুধু আগুন!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

১১ঃ১৫। যেকেউ দুনিয়ার জীবন ও ইহার চাকচিক্য কামনা করে, সেখানে আমরা তাদেরকে তাদের আমলের পরিপূর্ণ প্রতিদান দিব, এবং সেখানে তাদের কোন কমতি করা হবেনা।

১১ঃ১৬। উহারা তারাই আখিরাতে যাদের আগুন ছাড়া কিছুই থাকবেনা, এবং নিষ্ফল তাদের আমল যা সেখানে তারা করতো।

সুরাহ হুূদ ১১ঃ১৫-১৬

হিসাবের দিন (হাশরের দিন) আসন্ন তবু মানুষ অমনোযোগী!!আল্লাহ তা'আলা বলেছেনঃ ২১ঃ১। মানুষের জন্য তাদের হিসাব আসন্ন, কিন্তু তা...
22/12/2024

হিসাবের দিন (হাশরের দিন) আসন্ন তবু মানুষ অমনোযোগী!!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

২১ঃ১। মানুষের জন্য তাদের হিসাব আসন্ন, কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয় গাফিলতায়।

সুরাহ আল-আনবিয়া' ২১:১

আল্লাহ তা‘আলা তাদের সাথে আছেন যারা তাঁকে ভয় করে ও সৎ আমল করে!আল্লাহ তা‘আলা বলেছেনঃإِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَواْ...
22/12/2024

আল্লাহ তা‘আলা তাদের সাথে আছেন যারা তাঁকে ভয় করে ও সৎ আমল করে!

আল্লাহ তা‘আলা বলেছেনঃ

إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَواْ وَّالَّذِينَ هُم مُّحْسِنُونَ

১৬:১২৮। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাঁকে ভয় করে এবং তাদের সাথে আছেন যারা সৎকর্মশীল।

সুরাহ আর-নাহল ১৬:১২৮

আল্লাহ তা'আলা নিষেধ করেছেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করতে এবং সত্যকে গোপন করতে।আল্লাহ তা'আলা বলেছেনঃ ২ঃ৪২। আর তোমরা স...
22/12/2024

আল্লাহ তা'আলা নিষেধ করেছেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করতে এবং সত্যকে গোপন করতে।

আল্লাহ তা'আলা বলেছেনঃ

২ঃ৪২। আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করোনা এবং জেনেশুনে সত্যকে গোপন করোনা।

সুরাহ আল-বাকারাহ ২ঃ৪২

পবিত্র কুরআন এক সদোপদেশ, শীফা, হেদায়েত ও রহমত!আল্লাহ তা‘আলা বলেছেনঃيَأَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مَّن...
22/12/2024

পবিত্র কুরআন এক সদোপদেশ, শীফা, হেদায়েত ও রহমত!

আল্লাহ তা‘আলা বলেছেনঃ

يَأَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مَّن رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ

১০:৫৭। হে মানব জাতি! সত্যিই তোমাদের রাব্বের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে এক সৎ উপদেশ এবং তোমাদের বুকে যা আছে তার জন্য এক শীফা (নিরাময় বা উপশম); আর মু‘মিনদের জন্য এক হেদায়েত এবং এক রহমত।

সুরাহ ইউনুস ১০:৫৭

Address

Narilla
Dhanbari

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলাহুননীসা মহিলা মাদ্রাসা, নরিল্যা, ধনবাড়ি, টাং Islahunnisa Mahila Madrasa:

Videos

Share