RK ডিজিটাল এডুকেশন

RK ডিজিটাল এডুকেশন আপনাদের বিনোদনের উদ্দেশ্য করা হয় প্রতিটি পোস্ট।

28/12/2024

💥ALL EYES ON
31st DECEMBER

“NOW OR NEVER”

27/12/2024

💥"বিপ্লবীরা বিনয়ী হলে জনশত্রুরা বিধ্বংসী হয়।"

-ফিদেল কাস্ত্রো।

16/12/2024

২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।
-ড. মো ইউনূস।

বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে🇧🇩💥✊❤️
15/12/2024

বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে🇧🇩💥✊❤️

শীতের পিঠা ছাড়া কি শীতকাল জমে নাকি😉😚
14/12/2024

শীতের পিঠা ছাড়া কি শীতকাল জমে নাকি😉😚

বলেন তো এগুলো কোন গাছের পাতা? শীতের সকাল।😱🇧🇩
14/12/2024

বলেন তো এগুলো কোন গাছের পাতা?
শীতের সকাল।😱🇧🇩

11/12/2024

২৮ ফেব্রুয়ারী, ২০২৫ রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

আলহামদুলিল্লাহ।

08/12/2024

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে জয়ী বাংলাদেশ 🇧🇩
সাম্প্রতিক উস্কানির জবাবও বটে।

05/10/2024

💥🇧🇩সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির ৩ প্রস্তাব সংস্কার কমিটিতেঃ

১) যে ২৫ বছর বয়সে চাকরিতে ঢুকবে তার অবসর ৫৫ বছরে।
২) যে ৩২ বছরে ঢুকবে তার ৬২ বছর
৩) যে ৪০ বছরে ঢুকবে তার ৬৫ সর্বোচ্চ।

মানে চাকরিতে থাকা অবস্থায় কেউ ৩০ বছরের বেশি থাকতে পারবে না। আর ৪০ বছরে কেউ ঢুকলে সে ২৫ বছর চাকরিতে থাকতে পারবেন।

সোর্সঃ পত্রিকা

#সরকারিচাকরিরবয়সসীমা

06/08/2024

এভাবেই ভরপুর ছিল রাজপথ✌️❤️

31/07/2024

রাতের সুন্দর ঢাকা🥰🇧🇩

29/06/2024

সুখ আসলে কি?
সুখ হলো সেই জিনিস যা আপনি আপনার অবস্থা ও চাহিদার সাথে খাপ খায়িয়ে নেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের ইচ্ছে গুলোকে সীমাবদ্ধ রাখতে পারলেই আপনি সুখী মানুষ হবেন।
- RK

10/01/2024

💚"সবাই পৃথিবীকে বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না" 💥

- লিও টলস্টয়।

২০২৪ সালের এসএসসি(SSC) পরীক্ষার রুটিন প্রকাশপরীক্ষা শুরুঃ ১৫-০২-২০২৪ তারিখবিস্তারিত দেখুন নিচেঃ
24/12/2023

২০২৪ সালের এসএসসি(SSC) পরীক্ষার রুটিন প্রকাশ
পরীক্ষা শুরুঃ ১৫-০২-২০২৪ তারিখ

বিস্তারিত দেখুন নিচেঃ

19/12/2023

🔥 #সুন্দরবন 💥

★ সুন্দরবনে অবস্থিত ৩ টি পয়েন্ট -- হিরণ পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট।

★সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে নির্মিত হয় --- রামপাল বিদ্যুৎ কেন্দ্র।

★ সুন্দরবন কে স্পর্শ করেছে ৫ টি জেলা। ( খুলনা, সাতক্ষীরা,বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী)

★ সুন্দরবনের সাথে সরাসরি সংযোগ -- ৩ টি জেলা ( খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট)

★সুন্দরবন দিবস-- ১৪ ই ফেব্রুয়ারি।

★সুন্দরবন এর সাথে জড়িত নদী --- রায়মঙ্গল,হাড়িয়াভাঙ্গা,শ্যামা।

ধন্যবাদ সবাইকে 🥰🥰 পড়া শেষে Done লিখুন।

26/11/2023

কি অবস্থা সবার? HSC এর রেজাল্ট পেয়ে খুশি নাকি মন খারাপ?

19/07/2023

#এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল-২৮ জুলাই

২৮ জুলাই শুক্রবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। তবে সরকার ২৮ জুলাই ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করল।

সাধারণত এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিন দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় শিক্ষা বোর্ডগুলো। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশের একটি তারিখ ঠিক করে। কারণ, এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।

পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে জুলাইয়ের শেষ সপ্তাহে ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।

সূত্রঃ প্রথম আলো

25/05/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RK ডিজিটাল এডুকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share