02/06/2024
আমাদের কিছু সংখ্যক হাজী হারামাইন হাই স্পীড রেল (বুলেট ট্রেন) যোগে মক্কা হতে মদীনার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
এছাড়াও আমাদের গ্রুপের বাকী সকল হাজীকে নিয়ে মদীনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
সকল হাজী যেন সহীহ সালামতে মদীনায় হতে পারে তার জন্য সকলের নিকট দু'আর আবেদন জানাচ্ছি।