Ahmed Shahed

Ahmed Shahed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahmed Shahed, Video Creator, Mirpur/1, Dhaka.
(1)

shera food delivered various Products, that allow customers to order organic and pure food products online from Wone Farm and delivered them to people's doorstep.

07/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

এটা বিট রুট। সারাবছরের জন্য আস্তে আস্তে ফ্রিজিং করা শুরু করছি। এখন সিজন, দাম ও কম। মাত্র ১৫০ টাকা কেজি ঢাকায়। পরিষ্কার ...
30/12/2024

এটা বিট রুট। সারাবছরের জন্য আস্তে আস্তে ফ্রিজিং করা শুরু করছি। এখন সিজন, দাম ও কম। মাত্র ১৫০ টাকা কেজি ঢাকায়।

পরিষ্কার করে ধুয়ে পানি মুছে এমন পিস করে নিয়েছি। এভাবে সাজিয়ে ফ্রিজ করব ৬-৭ ঘণ্টা। জমে এলে পরে পরে একটা পলিতে করে ভরে ফেলবো। এতে করে একটা পিসের সাথে আর একটা লেগে যাবে না।

প্রতিদিন একটা পিস বিট, কাঁচা হলুদ পরিমাণ মতো, আদা এক টুকরো, আমলকী একটা আর লেবুর রস সাথে পিঙ্ক সল্ট অল্প আর সেই রসে কিছু চিয়া সিড। হয়ে গেলো দিনের বুস্টার।

সকাল বেলা রোজ।

02/10/2024

আমার পরিবার আমাকে কোনরকম সাপোর্ট করেনি। কারণ পাঁচ বছর ভালোবেসে আমরা নিজেরা বিয়েটা করেছিলাম।
আমাকে ডিভোর্স দেওয়ার মত এতটা খারাপ সম্পর্ক আমার স্বামীর সাথে আমার ছিল না। তারপরেও আমাকে আমার বাবার বাসায় বেড়াতে পাঠিয়ে আমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে। তখন আমার কোন জব ছিল না মাস্টার্স পাশ করে এক বছর সংসার করেছি।

আমার প্রে'গ'ন্যা'ন্ট অবস্থায়,
কখনো ইচ্ছা হয়নি মানুষটার বি'রু'দ্ধে আ'ইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কষ্ট দেখে আমার পরিবার অনেকবার আ'ইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমাকে বলেছে। কিন্তু আমি রাজি হয়নি। যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে বেঁধে রাখা যায় না। সে চলে যাওয়ার পর আমার জীবনের নতুন করে সংগ্রাম শুরু হয়।বাবার বাসায় অনেক যন্ত্রণা সহ্য করে কন্যা সন্তানের জন্ম হয়। বাবা-মা হয়তো মুখ খুলে কিছু বলতো না তার পরেও বুঝতাম তারা আমার এই অবস্থা মেনে নিতে পারছে না। বাচ্চা জন্ম কিছু দিন পর থেকেই নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা শুরু করলাম। পড়াশোনা শুরু করলাম টানা ১ বছর পড়াশোনা করে বাচ্চাকে সময় দিয়ে ভালো একটা সরকারি জব পায়। জব আর মেয়েকে নিয়ে জীবন ভালোই চলছে। যদিও মাঝেমধ্যে সহপাঠী কিংবা আত্মীয়-স্বজনের কথার আক্রমণে পড়তে হয়।

এই বিষয়টা এখন আর আমার গায়ে লাগে না।কারণ অনেক সময় পার করেছি অনেক কষ্ট পেয়েছি। একা একটা মেয়ে এই সমাজে চলা কঠিন হলেও অসম্ভব কিছু না। আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর। আমার মা-বাবা যদি বেঁচে না থাকতো হয়তো মেয়েকে নিয়ে জব করাটা আমার জন্য কঠিন হতো। মা-বাবা মেয়ের দায়িত্ব দেওয়ার কারণে আমার জব করাটা সহজ হয়েছে।। স্বামী নামের একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। এতগুলো বছর সে কোনদিন তার মেয়ের খবর নেয়নি এবং তার পরিবারও কোনদিন আমাদের বাসায় আসেনি।
আমিও তাকে ভুলে গিয়েছি। তার মানে এই না আমি নতুন করে অন্য কোন পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি।

গত তিনদিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে। সে আবার আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য অনুতপ্ত।

মার মুখ থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেয়েছে।
আমি মাকে সরাসরি না করেছি যে এই মানুষের সাথে আমার আর কোন সম্পর্ক স্থাপন করার ইচ্ছা নেই। মানুষের জীবনটা কোন খেলা না। এখানে যা খুশি তাই করা যাবে না। এই ধরনের অধিকার আমি কাউকে দেইনি।

একজন নারীর তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম ,উদারতা, ভালোবাসা, নিজের সবকিছুকে উৎসর্গ করে দেওয়া, এগুলোকে যারা নারী দুর্বলতা মনে করে এবং নারীকে ইচ্ছা মত আ-ঘা-ত করে। তারা জানে না যে একজন নারী যখন এইসব দুর্বলতা এবং সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে।🙂

21/09/2024

আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন??,,, ফ্রিল্যান্সিং এর সুবিধা কি,,??

🔰স্বাধীনতা ও নমনীয়তা : আপনি আপনার কাজের সময় ও স্থান নিজেই নির্ধারণ করতে পারেন। কাজের সময়সূচী আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে।

🔰বিভিন্ন কাজের সুযোগ : বিভিন্ন প্রজেক্টে কাজ করার সুযোগ পাওয়া যায়। এর ফলে বিভিন্ন ধরণের স্কিল অর্জনের সুযোগ তৈরি হয়।

🔰উচ্চ উপার্জনের সুযোগ : সফল ফ্রিল্যান্সাররা তাদের কাজের জন্য ভালো পারিশ্রমিক পেতে পারেন। একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করার ফলে আয় বৃদ্ধি পায়।

🔰নিজের পছন্দের কাজ : নিজের পছন্দের কাজ এবং প্রজেক্ট বেছে নেয়ার সুযোগ থাকে। নিজের আগ্রহের উপর ভিত্তি করে কাজ করতে পারেন।

🔰কমিউট করার ঝামেলা নেই : ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে কাজ করা যায়। অফিসে যাওয়া-আসার সময় বাঁচানো যায়।

🔰ব্যালান্সড লাইফস্টাইল : ব্যক্তিগত জীবন এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।

🔰সৃজনশীলতার বিকাশ : নতুন নতুন আইডিয়া এবং সৃজনশীল কাজের সুযোগ পাওয়া যায়। বিভিন্ন ধরণের প্রজেক্টে কাজ করে সৃজনশীল দক্ষতা বৃদ্ধি পায়।





05/09/2024

স্বপ্ন যখন জাপান ইনশাল্লাহ পূর্ণ হবে, পূর্ণ করতেই হবে ,পূর্ণ করব।

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!           ゚...
04/09/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

゚viralシ ゚viralシ

04/09/2024

Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful!

আপনার কি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার আছে? শহর বা গ্রাম যেখানেই থাকুন না কেন, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন! 🌍 আপনার...
01/09/2024

আপনার কি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার আছে? শহর বা গ্রাম যেখানেই থাকুন না কেন, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন! 🌍 আপনার প্রয়োজন শুধু একটি ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন।

ফ্রিল্যান্সিং এ নেই নির্দিষ্ট কোনো অফিস সময়ের বাধ্যবাধকতা 🧭। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে, আপনি"ও আ*য় করতে পারেন ফ্রিল্যান্সিং শুরু করে ✅। চাকরি বা পড়াশোনার পাশাপাশি আপনার দক্ষতা বৃদ্ধি করে ফ্রিল্যান্সিং শুরু করুন।

ঘরে বসে বা বাইরে, যেখান থেকেই হোক, স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করুন 🌈।

Everyone please help me to get star
28/08/2024

Everyone please help me to get star


এগিয়ে যাও তুমি পারবে ইন-শা-আল্লাহ। এই কথাটা বলে সাপোর্ট করার মতো যখন কেউ পাশে থাকবেন। তখন জানবে তোমাকে তোমার লক্ষে একাই...
26/08/2024

এগিয়ে যাও তুমি পারবে ইন-শা-আল্লাহ। এই কথাটা বলে সাপোর্ট করার মতো যখন কেউ পাশে থাকবেন। তখন জানবে তোমাকে তোমার লক্ষে একাই পৌঁছাতে হবে। ইন-শা-আল্লাহ আমি পারবো।

25/08/2024

Amra sobai sober pasha. A tka AK songa kaj korla sobai agai jaita pare

Address

Mirpur/1
Dhaka

Telephone

+8801737930425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Shahed:

Share

Category