Md Shakil Hossain

Md Shakil Hossain Street Child, Love,My Life,SERVICE to Helpless people,
The education of Street Children, Travel
(25)

ক্ষুদার্থ তবে বেইমান না❤️😓
20/12/2023

ক্ষুদার্থ তবে বেইমান না❤️😓

একদিন এরকম আরো গল্প তৈরী হবে তরুন সমাজের হাত ধরে।
19/12/2023

একদিন এরকম আরো গল্প তৈরী হবে তরুন সমাজের হাত ধরে।

#সময়টিভি #সময়সংবাদ #সময়নিউজ #সময়আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.somoyne...

19/12/2023

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা, দোপাখিলা নামে কোন গ্রাম আছে?রোগীর দুইটা পা পোকায় খেয়েছে,পা ফুলে কলাগাছের মত অবস্থা,রোগীর নাম মিসবা উদ্দিন,,বাবা,মোঃ মকবুল আহমেদ,মা,মা,রাসিদা বেগম,,,দেখতে স্যাম বর্নের বয়স আনুমানিক ৩৫/৪০ হবে,,,মুখে দাড়ি আছে।
কার পরিবার এর সন্ধান চাই।

এই শহরে প্রচুর অভাব...!কারো ভালবাসার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের...!💔
19/12/2023

এই শহরে প্রচুর অভাব...!

কারো ভালবাসার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের...!💔

19/12/2023

প্রয়োজনে ইঁদুর পালন করেন🐀
তবুও টাকা ধার দিয়েন না🫤

সবাই ছবিটা শেয়ার করে দেন প্লিজ 🙏🙏আমাদের একটি শেয়ার হইতো মানুষটিকে তার পরিবারের কাছে পৌছে দিতে পারবো। এই মহিলাটি গত ৩ দিন...
18/12/2023

সবাই ছবিটা শেয়ার করে দেন প্লিজ 🙏🙏
আমাদের একটি শেয়ার হইতো মানুষটিকে তার পরিবারের কাছে পৌছে দিতে পারবো।

এই মহিলাটি গত ৩ দিন ধরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পরে আছে। মহিলাটি তার নাম আমেনা বলেছেন। উনার ২ ছেলে ১ মেয়ে আছে- বড় ছেলের নাম আমিনুল।মেয়ের নাম মনেয়ারা। বাড়ির ঠিকানা বলতে পারে না। যদি কেউ মহিলাকে চিনে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করেন অথবা শ্রীপুর সরকারি হাসপাতালে যোগাযোগ করেন।

☎️ ফোনঃ 01757695551

18/12/2023

ক'দিন আগেও ছিলেন চিকিৎসক, এখন পথের ফকির! ডাক্তার কবির হোসেন।কথা হয়েছে তার সাথে একটা চেম্বার নিয়ে,
তিনি রাজি নয় কোন চেম্বারে বসতে,,,আমাদের দেশের সম্পদ।

18/12/2023
18/12/2023

ভাইরাল সেই পাগল ডাক্তারের বর্তমান অবস্থান ঝালকাঠি নলছিটি থানায়।
সেচ্ছাসেবীরা কিছু একটা করেন ওনার জন্য,আমি একটা হাসপাতালে ওনাকে চেম্বার দিতে পারবো,হাসপাতালের সাথে আমার কথা হয়েছে।

18/12/2023

এটা দেখার পর আল্লাহর প্রতি আমার কনো অভিযোগ নেই।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুক। 😓

ফুলের মতন হাসি, ফুলের কলিদের মুখে😍😍
17/12/2023

ফুলের মতন হাসি, ফুলের কলিদের মুখে😍😍

Happy Victory day Bangladesh !🇧🇩🌹Pic credit : sanjida Hridy
16/12/2023

Happy Victory day Bangladesh !🇧🇩🌹

Pic credit : sanjida Hridy

16/12/2023

নাম -রাজিব,বর্তমানে সাতক্ষীরা মেডিকেলে ভির্তি আছে।
চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে প্রয়োজন ৩০ লাখ টাকা,01851082725,বিকাশ,নগদ,রকেট,,পোষ্ট শেয়ার করুন।
মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য!
একটি মানবিক আবেদন।সবাই এগিয়ে আসুন🙏
আপনাদের পাঠানো সাহায্য পৌছে দিবো রাজিব এর হাতে,,,,
পাশাপাশি সাংবাদিক ভাই বোন এগিয়ে আসুন।

বাবা আইয়ুর আলীর গ্রামের বাড়ি নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাচারিবাজার গ্রামে,সত্য মিথ্যা জানিনা।সেচ্ছাসেবীরা একটু হেল্প ...
16/12/2023

বাবা আইয়ুর আলীর গ্রামের বাড়ি নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাচারিবাজার গ্রামে,সত্য মিথ্যা জানিনা।
সেচ্ছাসেবীরা একটু হেল্প করুন।

10/12/2023

দুরারোগ্য এক ব্যাধিতে ভুগছেন দীর্ঘদিন ধরে। যার চিকিৎসা বাংলাদেশে নাই। এখন জীবন মরণের সন্ধিক্ষণে আছেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ইন্ডিয়াতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের দরিদ্র পরিবারের পক্ষে ইন্ডিয়া নেওয়া ও ব্যায়বহুল চিকিৎসার এতো অর্থ সংগ্রহ সম্ভব হয়ে উঠছে না। তাই আপনাদের সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি।

উন্নত চিকিৎসা পেলে রাজিব হয়তো বেঁচে যাবে।এক জীবন বাঁচবে,বাঁচবে একটি পরিবার।

তাই রাজিবকে সাহায্যের জন্য এগিয়ে আসুন।

01851-082725 বিকাশ,নগদ,রকেট।

একটি জীবন বাঁচাতে সকলকে পোষ্টটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।

নাম -রাজিব,বর্তমানে সাতক্ষীরা মেডিকেলে ভির্তি আছে।চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে প্রয়োজন ৩০ লাখ টাকা,01851082725,বি...
10/12/2023

নাম -রাজিব,বর্তমানে সাতক্ষীরা মেডিকেলে ভির্তি আছে।
চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হবে প্রয়োজন ৩০ লাখ টাকা,01851082725,বিকাশ,নগদ,রকেট,,পোষ্ট শেয়ার করুন।
মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য!
একটি মানবিক আবেদন।সবাই এগিয়ে আসুন🙏
আপনাদের পাঠানো সাহায্য পৌছে দিবো রাজিব এর হাতে,,,,
পাশাপাশি সাংবাদিক ভাই বোন এগিয়ে আসুন।

সেচ্ছাসেবী হওয়ার আগে মানুষ হওয়া জরুরী। পর উপকার(সেচ্ছায়সেবা) একজ মানুষের হাজারো গুনের মধ্যে একটা গুনের অংশ মাত্র --😊সবাই...
05/12/2023

সেচ্ছাসেবী হওয়ার আগে মানুষ হওয়া জরুরী।
পর উপকার(সেচ্ছায়সেবা) একজ মানুষের হাজারো গুনের মধ্যে একটা গুনের অংশ মাত্র --😊

সবাইকে জানাই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের শুভেচ্ছা 🌹🌹🌹🌹

05/12/2023

নেত্রকোনা সেচ্ছাসেবী দের মেনশন করুন।

আজকে সেচ্ছাসেবী দিবস।সকল সেচ্ছাসেবী ভাই বোনদের প্রতি রইলো ভালোবাসা দোয়া।নিজেকে ভেঙে চুরে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই...
05/12/2023

আজকে সেচ্ছাসেবী দিবস।
সকল সেচ্ছাসেবী ভাই বোনদের প্রতি রইলো ভালোবাসা দোয়া।
নিজেকে ভেঙে চুরে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হোক সেচ্ছাসেবী দের একমাত্র লহ্ম।

তবে একটা কথা না বললেই নয়,,,,আজকাল প্রতিটা ঘরে ঘরে সেচ্ছাসেবী থাকতেও,এক ব্যাগ রক্তের জন্য নিজের জেলা অতিক্রম করে খবর যায় অন্য জেলায়।
অনেক সেচ্ছাসেবীরা কাজকে প্রচার না করে সংগঠনে তাদের পদকে বেশি প্রচার করে।
এমন ও দেখেছি সেচ্ছাসেবী কোন পদ পেলো সেটা নিয়ে ৫০/৬০ জনের পোষ্ট।
তারা কাজকে প্রচার না করে নিজেদের পদকে প্রচার করে।
আমি বলি কি এসব বাদ দেন এখন ও সময় আছে।
আপনি এক ব্যাগ রক্ত ম্যানেজ করে পোষ্ট দিন ঠিক ওই ৫০/৬০ জনের মত,,তাতে আগামির প্রজন্ম বদলাতে পারে।

নিজেকে এবং সংগঠনের পদ কে প্রচার না করে, কাজকে প্রচার করুন,,দেখবেন আপনাকেই মানুষ অটোমেটিক প্রচার করে দিবে,,,বলতে গেলে কাজকে প্রচার করুন নিজেই প্রচার হয়ে যাবেন,,,তবে উদ্বেশ্য যদি সৎ থাকে।

আমার মাঝে মধ্যে হাসি পায় কিছু সেচ্ছাসেবী দের নিজেদের সংগঠনের পদ প্রচার করা দেখে।
হাসতে হাসতে চিন্তা করি ওনারা যদি অনেক বড় সেচ্ছাসেবী হত কি করতো?অথবা হাতে গোনা কিছু সেচ্ছাসেবী দের মত যায়গায় থাকতো কি করতো?

দেখুন এই রিয়াদ এর কথাই না বলি,,,দেশের মানুষের কাছে গল্প করার মত একটা কাজ করেছি,,,যেটা দেশ ছাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে গেছে,,,!
আজ কত বছর ধরে সেচ্ছাসেবী হয়ে কাজ করে যাচ্ছি।
আজ পর্যন্ত তো সংগঠনের পদের প্রচার করিনি,,!
কাজ করে যাচ্ছি আজ আমার কাজকে মানুষ মনে রেখেছে।
এর আগেও মিডিয়ায় আসার অনেক সুযোগ ছিলো এক কথায় মিডিয়াকে বলে দিয়েছি,,যেদিন দেশের জন্য কিছু করতে পারবো অথবা মানুষের চিন্তা ভাবনা বলদে দেয়ার মত কিছু করে দেখাতে পারবো সেদিন আপনাদের সময় দিবো।

ভুল হলে হ্মমা করবেন।

ইচ্ছে আছে একদিন একজন সেচ্ছাসেবী হবো।

সংগঠনের পদের পরিচয় নয়,,কাজের পরিচয় দিকে চাই।

অনেক মানুষ এই মেয়েটার জন্য ইনবক্স করতেছে।সবাই বলতেছে শাকিল তুমিই পারবা ওর জন্য কিছু করতেকিন্তুু আমার সাহস হচ্ছে না,যদি ভ...
05/12/2023

অনেক মানুষ এই মেয়েটার জন্য ইনবক্স করতেছে।
সবাই বলতেছে শাকিল তুমিই পারবা ওর জন্য কিছু করতে
কিন্তুু আমার সাহস হচ্ছে না,যদি ভারত নিতে হয় ১০ লাখ পকেটে নিয়ে যেতে হবে,,,,,আর মেয়েটা বাঁচতে চায়।

05/12/2023

৫ ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস..! ❤️
সকল সেচ্ছাসেবীর প্রতি শুভেচ্ছা রইল..!🥰

"অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর" 🖤
04/12/2023

"অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর" 🖤

04/12/2023

যোগ্য পিতার যোগ্য সন্তান 🖤

03/12/2023

ক!লিজাটা কাঁপা শুরু হইছে এটা দেখার পর থেকে 😭😭
এদের ঠিকানা আমাকে দিন 🙏মনে হচ্ছে নোয়াখালী বাড়ি প্লিজ যদি কেউ জানেন তাদের পরিচয়টা আমাকে দিন। 🙏

03/12/2023

♥♥

03/12/2023

দেশ প্রেম এখন একটি মৌসমী ফসল
যার ফসল ডিসেম্বর আসলে মৌসমী দেশপ্রেমিকদের প্রফাইলে দেখা যায় 😒

বাবা রিক্সা চালক,ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে ঘুরে কাজ হয়নি,দিন দিন বেড়েই যাচ্ছে রোগ,কিছুদিন ধরে পঁচে যাচ্ছে শরীর,,,আ...
02/12/2023

বাবা রিক্সা চালক,ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে ঘুরে কাজ হয়নি,দিন দিন বেড়েই যাচ্ছে রোগ,কিছুদিন ধরে পঁচে যাচ্ছে শরীর,,,আমি কয়েক বছর ধরে দেখলাম এই রোগের রোগী বেড়েই যাচ্ছে,,কেন এই রোগের চিকিৎসা ব্যাবস্থা নেই এই দেশে?আর থাকলেও এমন রিক্সা চালক রা কেন পাবে না?
তবে কি মানুষের বাঁচার অধীকার নেই?
আমার ফ্রেন্ড লিষ্টে ১০০ + মিডিয়ার লোক আছে,,,,প্লিজ আপনাদের কাছে অনুরোধ এটা নিয়ে কাজ করুন,,,গত ২ বছরে এরকম ১০০+ রোগীর পরিবার এর সাথে আমার কথা হয়েছে,এই রোগ কে দমন করার সঠিক সময় এখন।
সবাই সাবধান হতে হবে আমাদের চারপাশে আরো শিশু আছে।

এতদিন এই রকমের যত রোগী দেখেছি,, সবার থেকে ওর অবস্থা খারাপ পঁচন ধরেছে।

মিডিয়া সরকার সাপোর্ট ছাড়া এই রোগের সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব না।

মোছাঃ পাপিয়া আক্তার কে কেউ চিনলে আমার সাথে যোগাযোগ করবেন,স্বামী মোঃ বাদল মিয়া, কুমিল্লা বরুড়া থানা, দিঘির পাড়। আলিয়া মা...
02/12/2023

মোছাঃ পাপিয়া আক্তার কে কেউ চিনলে আমার সাথে যোগাযোগ করবেন,স্বামী মোঃ বাদল মিয়া, কুমিল্লা বরুড়া থানা, দিঘির পাড়। আলিয়া মাদ্রাসার সাথে হাজী বাড়ি।

01/12/2023

মনে পড়ে?একটা পথশিশু কে শরবত এর দোকান করে দিয়েছিলাম নিজের ১ মাসের বেতন দিয়ে,সেই ছেলে আরো দুইটা দোকান করেছে নিজে,এখন সব কিছু বিক্রি করে জমানো টাকা দিয়ে ঢাকার শহরে চায়ের দোকান দিয়েছে,একটা ফ্রীজ ও কিনেছে,তার মা কে নিয়ে একটা বাসা ভাড়া করে একসাথে থাকে,,,,!এই গল্প গুলো প্রচার হয়না মিডিয়ায়।
পরিমনি জায়েদ কি করলো সেটা প্রচার হয় প্রতিদিন।
আমরা যারা লেখা পড়া করে বেকার বসে থাকি বাবার হোটেলে তাদের কাছে এই গল্প গুলো পৌছানো দরকার।

01/12/2023

কত সুন্দর ও আন্তরিকতার সাথে স্বপ্ন পাঠশালায় পড়ানো হয়। চাইলে আপনারাও আমাদের সাথে থেকে পড়াতে পারেন।
ক্লাস টাইমঃ প্রতি শুক্রবার সকাল ৮:৩০-১০:৩০ মিনিট।
স্থানঃ সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি সংলগ্ন (বৃক্ষমায়া)।

আমাদের নরম বিছানায় ঘুম আসেনা আর পথশিশুরা ঘুমানোর যায়গা পায় না।
01/12/2023

আমাদের নরম বিছানায় ঘুম আসেনা আর পথশিশুরা ঘুমানোর যায়গা পায় না।

আজ শুক্রবার।শীতের আরামদায়ক ঘুম কে নষ্ট করে এদের শিক্ষার কিছুটা ছোয়া দিতে কাজ করে যাচ্ছে একদল তরুন সমাজ।যাদের পরিশ্রম এর ...
01/12/2023

আজ শুক্রবার।শীতের আরামদায়ক ঘুম কে নষ্ট করে এদের শিক্ষার কিছুটা ছোয়া দিতে কাজ করে যাচ্ছে একদল তরুন সমাজ।যাদের পরিশ্রম এর বিনিময় শুধু পাচ্ছে আত্নতৃপ্তি।আপনার আমার সকলের চেষ্টায় হয়ত সম্ভব এদের কাছে শিক্ষার আলো পৌছানো।

01/12/2023

ক'দিন আগেও ছিলেন চিকিৎসক, এখন পথের ফকির! রাজধানীতে নিজের বাড়ি থাকার পরও তিনি গৃহহীন। অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হওয়ায়, স্ত্রী-শাশুড়ি বের করে দিয়েছেন বলে অভিযোগ, কবির হোসেনের। ঢাকার ফুটপাতে মানবেতর দিন

29/11/2023

পোকায় খাওয়া রোগীর আপডেট।

-গরিব হইলে বুঝা যায় দুনিয়াটা কত কঠিন..!🙂☹️
29/11/2023

-গরিব হইলে বুঝা যায় দুনিয়াটা কত কঠিন..!🙂☹️

28/11/2023

আজ বিকেলটা অন্য রকম,
আমি কানে হেডফোন দেয়া রাস্তা পার হচ্ছি, অর্ধেক রাস্তা পার হবার পরে মনে হলো কেউ পেছন থেকে ডাকছে বাবা বাবা বলে,আমি পেছনে ফিরে না তাকিয়ে রাস্তা পার হলাম কারন হাই ওয়ে রাস্তা কখন আবার বাসের নিচে পড়ি,রাস্তা পার হয়ে পেছন ফিরে তাকিয়ে দেখি একজন দাদির বয়সি মানুষ দুইটা বস্থা নিয়ে দাড়িয়ে আছে,কি যেন বলছে আমাকে কিন্তুু বাসের হর্ন এ শোনা যাচ্ছে না,আমি কিছুটা সময় দাড়িয়ে আবার রাস্তা পার হলাম।
দাদি কে প্রশ্ন করলাম কিছু বলবেন?ওনি বলে তোমারে এত করে ডাকলাম শুনলা না,আমি বললাম আমার কানে হেডফোন ছিলো শুনতে পাররি,,,ওনি বলে বাবা আমার বস্তা দুইটা একটু পার করে দিবা?কয়েকজন রে বললাম কেউ শুনলো না।
আমি বললাম আচ্ছা আমি তাহলে একটা আগে রেখে আসি?
ওনার মন খারাপ দেখে বুঝলাম ওনি ভয় পাচ্ছে যদি একটা বস্থা নিয়ে চলে যাই,হযতো বস্তার মধ্যে তার শেষ সম্বল।
আমি বললাম আচ্ছা আমি দুই হাতে দুইটাই বস্তা নিলে আপনি কিভাবে রাস্তা পার হবেন? ওনি আমার পাঞ্জাবী ধরে বলে চলো এখন রাস্তা পারি দেই,,,,!
রাস্তা পার হবার পরে ওনি বলে তোমার বাড়ি কোন গ্রামে আমি বললাম আমার বাড়ি অনেক দুর,এটা দিনাজপুর আর আমার বাড়ি পিরোজপুর,,যেতে ২ দিনের মত লাগবে।
ওনি আমার মাথাটা টেনে ফু দিয়ে বললো বেঁচে থাকো বাবা।

27/11/2023

প্রবাসীদের হঠাৎ কেউ নক দিলে বুজবেন

তার টাকার প্রয়োজন!

Address

Dhaka

Telephone

01851082725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shakil Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like