Md Shakil Hossain

Md Shakil Hossain Street Child, Love,My Life,SERVICE to Helpless people,
The education of Street Children, Travel
(18)

14/01/2025

#সাকুরা পরিবহন,আজ বিকালে ভাংগা টেকের হাটের মাঝামাঝি (বড়ইতলার কাছে) স্থানে দুঘটনার কবলে পরে।😭😭

14/01/2025

স্বরুপকাঠি থেকে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন দুর্ঘটনার কবলে পরে ১ জন নিহত 😭😭

14/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Azahar Uddin Gazi, Tufael Tuhel, Õñly Rãihäñ, Roni Molla, Ami Pinki, MD Arif, Abu Bakkar Siddik, Fonisur Ali, Hanif Ali, Sk Golam Kibriya

একটা ভিডিও দেখলাম শ্রীলঙ্কার, এক মেয়েকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করতেছিলো একদল লোক, সাথে থাকা তার বান্ধুবী এক দ...
14/01/2025

একটা ভিডিও দেখলাম শ্রীলঙ্কার, এক মেয়েকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করতেছিলো একদল লোক, সাথে থাকা তার বান্ধুবী এক দৌড়ে চলে গেলো!
বিন্দুমাত্র বাঁচানোর ট্রাই করে নাই যখন তার ফ্রেন্ড কে টেনে ধরেছিলো!
এইটা আসলে একটা শিক্ষা আমাদের অনেকের জন্য! জীবনে অনেক ফ্রেন্ড বানাই আমরা, অনেকেই এইভাবে আমাদের বিপদে সাহায্য না করে পালিয়ে যায়! কোনো বিপদেই কিংবা সাহায্য দরকার পড়লে তাদের পাওয়া যায়না!
এইসব বন্ধু থেকে সাবধান! এরা নামেই বন্ধু!

একটা ছেলে এসে মেয়েটাকে উদ্ধার করার চেষ্টা করে, নাম তার আরশাদ আহমেদ, সে জাস্ট ৬ সেকেন্ডে ৮০ মিনিট রাস্তা দৌড়ে এসেছিলো!

জীবনে এমন কয়েকজন সাহসী, বীর,বড় মনের মানুষ রাখবেন, দেখবেন আপনার আর কিছুই লাগবেনা ❤️

12/01/2025

তোরা আমার সাথে যেটা করলি, এখন যদি আমি কোন মানবিক কাজ না করি।এতিম বাচ্চাগুলোর লেখাপড়া আর খাবারে দায়িত্ব কে নিবে, তাদের চিকিৎসা খরচ, জামা কাপড় খরচ, এই সব কিছুর দায়িত্ব কে নিবে?
জবাব দিতে পারবি তো আল্লাহর কাছে?
আমার ফেসবুক ইউটিউব এডসেন্সের টাকা তাদের পড়ালেখা খাবার দাবার, এবং দৈনন্দিন প্রয়োজনের সব খরচ আমার এডসেন্স থেকে হত।

আমি যদি মানবিক কাজ না করি, চাকরি করে এই বাচ্চাগুলোর পাশে থাকা সম্ভব না, কারণ আমার জীবনটা পুরোটাই মানবতা নয়, আমার নিজেরও পরিবার আছে।

আমি যদি আজকে মানবিক কাজ বন্ধ করে, ওই বাচ্চা গুলোর পাশ থেকে চলে আসি, বাচ্চাগুলোর অভিশাপ সইতে পারবি তো?
কি নেবে ওদের দায়িত্ব তোদের দেশের সরকার? নাকি তোরা দায়িত্ব নিবি?

12/01/2025

২৫ বছর বয়সী এক তরুণের দুইটা কিডনি ৮৫ % ড্যামেজ,বাবা তাকে কিডনি দান করতে চায়। বাবা মায়ের আর্তনাদ একটা ভিডিও করে দেন,, ভেবেছিলাম মানুষের উপকার আর করব না, কারণ মানুষ পশুর থেকেও খারাপ।
এই সমাজে রাস্তার পাশে মানুষ পড়ে থাকলে গন্ধ ছড়ালে আমার কি,,, একটা শ্রেণী শ্রম এবং অর্থ দিয়ে সহযোগিতা করে,, বাকি একটা শ্রেণী বলে বেরাবে ওইখানে ওর স্বার্থ আছে।

কিন্তু তারা ভুলে যায়, প্রতিটা কাজের ফল মৃত্যুর পরে ভোগ করতেই হবে, এবং বেচে থেকেও ভোগ করতে হবে কিছুটা।

সম্ভব হলে বাবা আপনি আমাকে মাফ করবেন, আমার জায়গায় অন্য কাউকে পাবেন, আপনার সন্তানের হায়াত থাকলে, কেউ না কেউ তার পাশে দাঁড়াবে।

11/01/2025

যারা জুবায়েরের জন্য সাহায্য পাঠিয়েছে, প্রতিটা মানুষের জানার অধিকার আছে, জুবায়ের টাকা কি হলো।

আজ পর্যন্ত কেউ মিথ্যা বলে অমরত্ব হতে পারিনি!জীবনের বাঁকে কোথাও না কোথাও তাকে চরম মূল্য দিতে হয়েছে
10/01/2025

আজ পর্যন্ত কেউ মিথ্যা বলে অমরত্ব হতে পারিনি!
জীবনের বাঁকে কোথাও না কোথাও তাকে চরম মূল্য দিতে হয়েছে

পরিবার এবং পথ শিশুদের সাথে নাগরদোলায়। 😍😍নাগরদোলার খরচ পথ শিশুরা দিয়েছে 🤲🤲
09/01/2025

পরিবার এবং পথ শিশুদের সাথে নাগরদোলায়। 😍😍
নাগরদোলার খরচ পথ শিশুরা দিয়েছে 🤲🤲

09/01/2025

মানুষের দানের টাকা থেকে কিস্তি দিতেই হবে।

09/01/2025

মানুষ জানতে পারলে জুতা মারবে 🥲🥲

09/01/2025

সন্তানের চিকিৎসা টাকা থেকে, এক লক্ষ 20 হাজার টাকার কিস্তি দিয়েছে বাবা, ফুল ভিডিও লিংক https://youtu.be/g0kodU9_WVs?si=NjdEVEY6_nmt7qsi
#বাবা #কিডন্যাপ #প্রতারক

প্রথম ইউটিউব চ্যানেলে, ১০০০ সাবস্ক্রাইবার হতে এক বছরেরও বেশি সময় লেগেছিল, আলহামদুলিল্লাহ ছয় দিন এক হাজার 🤲🤲
09/01/2025

প্রথম ইউটিউব চ্যানেলে, ১০০০ সাবস্ক্রাইবার হতে এক বছরেরও বেশি সময় লেগেছিল, আলহামদুলিল্লাহ ছয় দিন এক হাজার 🤲🤲

09/01/2025

১২ বছরে সন্তানের চিকিৎসা করেনি বাবা
#বাবা #কিডন্যাপ #প্রতারক

09/01/2025

সন্তানের রোগ নিয়ে ব্যবসা, মারার জন্য মানুষ ঠিক করা দ্বিতীয় পর্ব ‌
#বাবা #কিডন্যাপ #প্রতারক

08/01/2025

সন্তানের রোগ নিয়ে ব্যবসা, মারার জন্য মানুষ ঠিক করা।
#বাবা #কিডন্যাপ #প্রতারক

Address

Dhaka

Telephone

01851082725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Shakil Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category