Ahmed JOIN Information

Ahmed JOIN Information Your ultimate travel companion for tips, guides, and cultural insights. Let's explore together,
(1)

আপনার মুখের সমস্যা!!! আপনার মুখই এক মাত্র সমস্যার কারণ। যখন আপনি সফলতার সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না। আপনার পরবর্তী পদক্ষ...
16/04/2024

আপনার মুখের সমস্যা!!!

আপনার মুখই এক মাত্র সমস্যার কারণ। যখন আপনি সফলতার সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না। আপনার পরবর্তী পদক্ষেপ কখনই প্রকাশ করবেন না।

শুভ সকাল 🌞-টারশিন, মাল্টা
13/04/2024

শুভ সকাল 🌞

-টারশিন, মাল্টা

ইসরাইল থেকে কী আনা হলো?? মুখে মুখে বলি ফিলিস্তিনের পক্ষে অথচ অবৈধ দখলদার সন্ত্রা*সীদের বিমান ঢাকা এয়ারপোর্টে কি করে?
12/04/2024

ইসরাইল থেকে কী আনা হলো??

মুখে মুখে বলি ফিলিস্তিনের পক্ষে অথচ অবৈধ দখলদার সন্ত্রা*সীদের বিমান ঢাকা এয়ারপোর্টে কি করে?

The ark of covenant- তাবুতে সকিনা পবিত্র কোরআনে একটি অলৌকিক সিন্দুকের কথা বর্ণিত আছে, যার নাম তাবুত। এই সিন্দুকে মহান আল...
12/04/2024

The ark of covenant- তাবুতে সকিনা

পবিত্র কোরআনে একটি অলৌকিক সিন্দুকের কথা বর্ণিত আছে, যার নাম তাবুত। এই সিন্দুকে মহান আল্লাহ বিশেষ বরকত রেখেছিলেন, তাই বনি ইসরাঈলরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এই সিন্দুক নিয়ে যেত এবং সব কটি যুদ্ধে বিজয় লাভ করত। কিন্তু হঠাৎ একদিন আল্লাহর হুকুমেই সেই সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে তাদের তৎকালীন রাজা মারা যায় এবং তারা হয়ে পড়ে নেতৃত্বশূন্য যাযাবর জাতি।

পরবর্তী সময়ে অবশ্য মহান আল্লাহ তাদের কাছে সেই সিন্দুক ফিরিয়ে দেন। এবং সিন্দুকের মাধ্যমেই তাদের পরবর্তী নেতা নির্বাচন করে দেন। কী ছিল সেই অলৌকিক সিন্দুকে, যার কারণে মহান আল্লাহ এই সিন্দুকের মালিকদের গায়েবি সাহায্য করতেন। আজ পবিত্র কোরআন থেকে সেই তথ্য খুঁজে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পবিত্র কোরআনে সেই সিন্দুকের ব্যাপারে ইরশাদ হয়েছে, ‘আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে ‘তাবুত’ আসবে, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট, যা বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, যদি তোমরা মুমিন হও।’ (সুরা : বাকারা, আয়াত : ২৪৮)

পবিত্র কোরআনের এ দ্বারা বোঝা যায় যে বনি ইসরাঈলের সেই অলৌকিক পবিত্র সিন্দুকের ইতিহাসটি রূপকথা নয়; বরং তা আল্লাহর নিদর্শন ছিল। তাতে মুসা ও হারুন (আ.)-এর উত্তরসূরিদের পরিত্যক্ত বরকতময় সম্পদ ও শান্তিদায়ক বস্তুসমূহ ছিল।

বনি ইসরাঈলরা যখন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো তখন তাদের ঐতিহাসিক সিন্দুকটি কাছে রাখত এবং যুদ্ধের ময়দানে একটি তাঁবুর মধ্যে তা সংরক্ষণ করত। এই সিন্দুকের বরকতে আল্লাহ তাদের বিজয় দান করতেন। কিন্তু বনি ইসরাঈল যখন আল্লাহর নাফরমানি করা শুরু করল, নবীদের হত্যা করল, তখন মহান আল্লাহ তাদের ওপর অত্যচারী বাদশাহ চাপিয়ে দিলেন। সে বাদশাহরা তাদের নির্বিচারে হত্যা করত। তাদের ওপর আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল।

তারা শত্রুদের কাছে পরাজিত হতে শুরু করল। এই বিপর্যয়কালে গাজা ও আসকালান এলাকার অধিবাসীদের সঙ্গে তাদের এক যুদ্ধ হয়। যুদ্ধে বনি ইসরাঈলরা পরাজয় বরণ করে। শত্রুরা বনি ইসরাঈলদের ওপর নিষ্পেষণ চালিয়ে তাদের থেকে সিন্দুক ছিনিয়ে নিয়ে যায়। বনি ইসরাঈলের তৎকালীন বাদশার কাছে এই সংবাদ পৌঁছলে তার ঘাড় বেঁকে যায় এবং দুঃখে-ক্ষোভে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় বনি ইসরাঈলের অবস্থা দাঁড়ায় রাখালবিহীন মেষপালের মতো।

এভাবে দীর্ঘ দিন চলার পর মহান আল্লাহ যখন তাদের এ সিন্দুক ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, তখন অবস্থা দাঁড়াল এই যে কাফেররা যেখানেই সিন্দুকটি রাখে, সেখানেই দেখা দেয় মহামারি ও অন্য বিপদাপদ। এমনিভাবে পাঁচটি শহর ধ্বংস হয়ে যায়।

যে সিন্দুকটি এত দিন ছিল বরকতময়, সেটাই এখন মহা বিপদের বস্তুতে পরিণত হয়। অবশেষে অবিশ্বাসীরা কেউ আর এই সিন্দুকটি নিজের কাছে রাখার লোভ করল না; বরং অতিষ্ঠ হয়ে দুটি গরুর ওপর সেটি উঠিয়ে হাঁকিয়ে দেয়।

ফেরেশতাগণ গরুগুলোকে তাড়া করে এনে তালুতের দরজায় পৌঁছে দেয়। ইসরাঈল-বংশধররা এ নিদর্শন দেখে তালুতের রাজত্বের প্রতি আস্থা স্থাপন করে এবং তালুত মহান আল্লাহর দেওয়া নেতৃত্বভার গ্রহণ করে জালুতের ওপর আক্রমণ পরিচালনা করলেন। (তাফসিরে বাগাবি: ১/২৩০, আল-মুহাররারুল ওয়াজিজ: ১/৩৩৩, আল-বিদায়া ওয়ান নিহায়া : ২/১৮)

উল্লেখ্য, এই সিন্দুকটি বনি ইসরাঈলের জন্য মহান আল্লাহর পরীক্ষা ছিল। এ জন্য বনি ইসরাঈল যখন বিদআত ও নাফরমানিতে লিপ্ত হলো,

সেই একই সিন্দুক থাকা সত্ত্বেও তারা শত্রুর কাছে হেরে গিয়েছিল। এবং আল্লাহর হুকুমে ওই একই সিন্দুক কাফেরদের পাঁচ শহর ধ্বংসের কারণ হয়েছিল। তাই এর সূত্র ধরে কোনো ওলি-আউলিয়ার ব্যবহৃত জিনিস নিয়ে বিদআত-শিরকে লিপ্ত হওয়া, সেগুলোকে বিপদ থেকে মুক্তির মাধ্যম মনে করা মুমিনের কাজ হবে না। মুমিনের উচিত, একমাত্র আল্লাহর কাছেই তাঁর ও তাঁর রাসুল (সা.)-এর নির্দেশিত পদ্ধতিতে সাহায্য চাওয়া।

কেন আমরা সৌদি আরবের একদিন পরে ঈদ পালন করি:সৌরবর্ষ অনুযায়ী সৌদি আরব থেকে বাংলাদেশ ৩ ঘণ্টা এগিয়ে। এতে বাংলাদেশ ৩ ঘণ্টা আগে...
12/04/2024

কেন আমরা সৌদি আরবের একদিন পরে ঈদ পালন করি:

সৌরবর্ষ অনুযায়ী সৌদি আরব থেকে বাংলাদেশ ৩ ঘণ্টা এগিয়ে। এতে বাংলাদেশ ৩ ঘণ্টা আগে চাঁদ দেখার কথা। কিন্তু তা তো হয়ই না, উল্টো সৌদি আরবে একদিন আগে রমজান, ঈদ শুরু হয়ে যায় । এর কারণ হল সৌর হিসেবে সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা হলেও চন্দ্রের হিসেবে সৌদি আরব ও আমাদের পার্থক্য ২১ ঘণ্টার!

প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব! আসলে পৃথিবীর গতির কথা তো জানিই। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিনিয়ত ঘুরে চলেছে, যাকে আমরা আহ্নিক গতি বলি। গতিটা সহজে বোঝা যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিক বা অ্যান্টি ক্লকওয়াইজ (Anti Clockwise) বললে। ঘড়ির কাঁটা পূর্বদিক থেকে পশ্চিমদিকে ঘুরে, আর পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরে। মূলত সে কারণে আমরা প্রতিদিন সূর্যকে পূর্বদিকে উদিত হয়ে পশ্চিমদিকে অস্ত যেতে দেখি।

এখন চাঁদ বেশ ধীরে নিজ অক্ষে আবর্তনরত। চাঁদের আহ্নিক গতি ও বার্ষিক গতি সমান ২৭-২৯ দিন। ফলে প্রতিদিন পশ্চিমের দেশসমূহ সবার আগে চাঁদের উন্মোচন দেখতে পায়। আমরা তো জানিই, সূর্যোদয় হয় পূর্ব থেকে,তবে চাঁদের ক্ষেত্রে উল্টো। যদিও চাঁদও পূর্বে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়, তবুও পশ্চিমারা চাঁদের আলো সবার আগে পায়।

কেন এক দেশে চাঁদ দেখা গেলেও অন্য দেশে দেখা যেতে দেরি হতে পারে। কেননা খালি চোখে চাঁদকে দেখতে হলে চন্দ্র আর সূর্যের মাঝে ১০.৫ ডিগ্রি কোণ থাকতেই হবে, এবং যে পরিমাণ দূরত্ব অর্জন করলে এই কোণ তৈরি হবে, সে পরিমাণ যেতে যেতে চাঁদের ১৭ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এ কারণেই আজ আমেরিকাতে চাঁদ দেখে গেলেই যে বাংলাদেশেও দেখা যাবে, সেটা ভুল ধারণা। যতক্ষণ না পর্যন্ত সেই কোণ অর্থাৎ ১০.৫ ডিগ্রি অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না। একই বিষয় সৌদি আরব ও বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এই সংকট কোণকে ইলঙ্গেশন (Elongation) বলে। তাই চাঁদের বয়স কত সেটা আদৌ আসল কথা নয়, সেই কোণ হয়েছে কিনা সেটার উপর নির্ভর করে চাঁদ দেখা যাবে কিনা। ফলে আমরা সৌদি আরব থেকে ৩ ঘণ্টা সূর্যের হিসেবে এগিয়ে থাকলেও, চাঁদের হিসেবে ২১ (২৪-৩=২১) ঘণ্টা পিছিয়ে আছি। ২১ ঘণ্টা প্রায় ১ দিন। অর্থাৎ আমরা প্রায় একদিন পিছিয়ে আছি। সেজন্যই সৌর বছরের হিসেবে বাংলাদেশে আমরা সৌদি আরবের একদিন পরে চাঁদ দেখি, আর একদিন পরে ঈদ উদযাপিত হয়।

(এম, রেজাউল ইসলাম রাজু)

আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জা...
11/04/2024

আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহাসাফল্য।

ইউরোপ থেকে যারা ওমরাহ তে যেতে চাচ্ছেন। যারা ইউরোপ থেকে দেশে যাওয়ার পথে ওমরাহ তে যেতে চাচ্ছেন কিন্ত কিভাবে ভিসা + টিকেট ক...
10/04/2024

ইউরোপ থেকে যারা ওমরাহ তে যেতে চাচ্ছেন।

যারা ইউরোপ থেকে দেশে যাওয়ার পথে ওমরাহ তে যেতে চাচ্ছেন কিন্ত কিভাবে ভিসা + টিকেট করবেন বুঝতে পারছেন না তাদের জন্য।

ওমরাহ ভিসা করার বিভিন্ন উপায় আছে, কিন্ত আমি শুধুমাত্র Umrah E-Visa এর ব্যাপারে কথা বলব।

Umrah E-Visa :

এই ভিসা করার জন্য আপনাকে Saudi Airlines এর টিকেটই কাটতে হবে। Saudi Airlines ছাড়া অন্য কোন বিমান এই ভিসা ইস্যু করে না। এই ভিসা তে সর্বোচ্চ ৯৬ ঘন্টা থাকার অনুমতি পাবেন , এই সময়ের ভিতরে ওমরাহ করতে পারবেন। আপনি ৯৬ ঘন্টার বেশি থাকতে চাইলে আপনাকে আলাদা করে ১ মাসের ভিসা নিতে হবে এজেন্ট থেকে, ১ মাসের ভিসা এয়ারলাইন্স দিবে না।

কিভাবে টিকেট কাটবেনঃ

টিকেট কাটা খুব সোজা। Saudi Airlines এ টিকেট কাটার সময় দেখবেন ওদের সৌদিতে ট্রানজিটের বিভিন্ন অপশন আছে। কোনটায় ১২ ঘন্টার , কোনটায় ৪৮ ঘন্টার, এভাবে ১০৪+ ঘন্টার ট্রানজিটও আছে। এখানে একটা জিনিষই খেয়াল রাখবেন, আপনাকে ট্রানজিট নিতে হবে ৭৬ ঘন্টার বেশি কিন্তু ৯৬ ঘন্টার কম ট্রানজিট নিতে হবে। সহজ ভাষায় ওদের টিকেট এর অপশনে টাইম ডুরেশনে +4 days সিলেক্ট করবেন, আমরা তাই করেছিলাম। এরপর এজ ইউজুয়াল টিকেট কেটে ফেলবেন, One way/Return যেটাই কাটেন কোন সমস্যা নাই।

কিভাবে ভিসা করাবেনঃ

টিকট ইস্যু করার পর Saudi Airlines এর ওয়েবসাইটে গিয়ে Manage বাটন এ ক্লিক করবেন। ওখান থেকে আপনার টিকেট রেফারেন্স দিয়ে আপনার টিকেট ডিটেইলসে ঢুকতে পারবেন। টিকেট ডিটেইলস থেকে Add Extras বাটন পাবেন । এই বাটনে ক্লিক করলে Apply E-Visa এর অপশন পাবেন। এই অপশনে আপনার পাসপোর্ট এর তথ্য দিয়ে ২৩ ইউরো পেমেন্ট করে এপ্লাই করলেই কাজ শেষ। এরপরে এয়ারলাইন্স আপনার মেইলে ই-ভিসা পাঠিয়ে দিবে সাথে সাথেই ।

এই টিকেট+ ভিসা নিজে নিজেই কাটতে পারবেন এবং খরচ খুবই কম।না পারলে যাকে দিয়ে টিকেট করাবেন তাকে প্রসেসিং টা বলে দিবেন, কারণ অনেকেই ই-ভিসার বিষয়টা জানেন না।কোন কিছু না বুঝলে Saudi Air এর হেল্পলাইনে ফোন দিবেন, ওরা খুব বেশী আন্তরিক না হলেও কাজ চলে যাওয়ার মত।

আল্লাহ সবাইকে কবুল করুন।

আমিন

10/04/2024
মাল্টা 🇲🇹
10/04/2024

মাল্টা 🇲🇹

সাব্বির এবং পপির ভালোবাসা 😂😂US bangla Boeing 737-8AL
09/04/2024

সাব্বির এবং পপির ভালোবাসা 😂😂

US bangla Boeing 737-8AL

Good morning ☀️
09/04/2024

Good morning ☀️

08/04/2024

কেউ আতঙ্কিত, কেউ আনন্দিত।
কেউ উৎসবে কেউবা আবার যুদ্ধ ক্ষেত্রে।

"সমুদ্রের পারে হারিয়ে গেলাম, মনের গভীরে অবিরাম স্বপ্নে।"📍- গজো-চ্যানেল, মাল্টা 🇲🇹
08/04/2024

"সমুদ্রের পারে হারিয়ে গেলাম, মনের গভীরে অবিরাম স্বপ্নে।"

📍- গজো-চ্যানেল, মাল্টা 🇲🇹

চাঁদের নিজস্ব কোন আলো। পৃথিবীর ও নিজস্ব কোন আলো নেই। আপনি পৃথিবীর এমন কোথাও গেলেন যে ওখানে সূর্যের আলো নেই মানে রাত। তখন...
08/04/2024

চাঁদের নিজস্ব কোন আলো। পৃথিবীর ও নিজস্ব কোন আলো নেই। আপনি পৃথিবীর এমন কোথাও গেলেন যে ওখানে সূর্যের আলো নেই মানে রাত। তখন কেমন অন্ধকার হবে ভাবুন তো।
একই ভাবে চাঁদ ও এমন।
চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে ঐ অংশ পৃথিবী থেকে আমরা দেখতে পাই।

পৃথিবীর ও যে আংশে আলো পড়ে সেই অংশ কে আমরা দিন বলে থাকি।

এখন বলতে পারেন রাতের বেলা পৃথিবীতে চাঁদ আলো দেয় কিভাবে।

তাহলে হাতে একটা কাঁচ নেন, আর সূর্যের দিকে তাক করে আপনার ঘরের দিকে ধরুন। আলো পাবেন। এই আর কি

তবে এখানে আরো কথা আছে।
পৃথিবী চাঁদ দুটোই সূর্যের চারপাশে ঘুরে তবে পৃথিবীর গতি চাঁদের চেয়ে ত্রিশ গুন বেশি।

তো পৃথিবী যখন একটু একটু করে চাঁদ সূর্যের মাঝে আসে তখন আমরা চাঁদ দেখতে পাইনা,ঐটারে চন্দ্র গ্রহণ বলি। একটু একটু আসার সময় চাঁদ টা কে ধান কাটার কাঁচির মতো করে যেতে দেখি, আসতেও দেখি।

একই ভাবে নির্দিষ্ট সময় পর যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসে তখন আমরা বলি সূর্য গ্রহণ। যেমন আজ হয়েছে।

চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘুরে তখন , সূর্যের আলো প্রতিফলিত হয়। তখন আমরা মাস হিসেবে ধরতে পারি। মানে সূর্যের আলো চাঁদের যতটুকুতে প্রতিফলিত হয় ততটুকু আমরা পৃথিবীর মতো চাঁদের দিন বলতে পারি।

প্রকৃতি 🥰🥰মারসাসকালা, মাল্টা 🇲🇹
08/04/2024

প্রকৃতি 🥰🥰
মারসাসকালা, মাল্টা 🇲🇹

ইটালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। ইটালির দুতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে অনল...
29/03/2024

ইটালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। ইটালির দুতাবাসের নির্দেশনায় নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং। আগামী ৩১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা প্রদান করেছে ভিএফএস গ্লোবাল।

আজ ২৯ মার্চ শুক্রবার ইটালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ [email protected] ঠিকানায় শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে।

মূলত আবেদনকারীদের দ্রুত ভিসা দিতে চাইছে ইটালি দূতাবাস। তাই ইটালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছে তারা। কারণ ইটালি গমনেচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নি‌তে হয়।

আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নির্দেশনাগুলো হলো,

একজন আবেদনকারী শুধুমাত্র একটি ইমেল পাঠাতে পারবেন।
একটি ইমেল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।

একই ইমেল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ইমেল আসার ক্রম অনুসারে।

আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না।

এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টকরণের জন্য ইটালিতে তাদের নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে।
ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।

জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অর্থ প্রদানের জন্য জিজ্ঞাসা করা কাউকে বিশ্বাস করবেন না। সন্দেহজনক কিছুর ক্ষেত্রে, তা অবিলম্বে

Vfs global updates
ওয়ার্ক ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম
রবিবার 31শে মার্চ 09:00 AM ওয়ার্ক ভিসা আবেদনকারীরা ইমেল [email protected]এ পাঠাতে হবে নিম্নলিখিত লাইনটি যথাযথভাবে পূরণ করা সমস্ত অংশে:
ওয়ার্ক ভিসার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম
1 জন আবেদনকারী শুধুমাত্র 1 লাইন পূরণ করবে।

একটি একক ইমেল এবং মোবাইল নম্বর একাধিক লাইন, 1 জন আবেদনকারী এবং 1 নুলা ওস্তার সাথে যুক্ত করা যাবে না৷
একই ইমেল/মোবাইল নম্বর থেকে একাধিক আবেদন স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
প্রতিটি ইমেলের আগমনের অগ্রাধিকার অনুযায়ী আবেদনকারীদের একটি স্লট দেওয়া হবে।

আগামী ৩০ দিনের মধ্যে নুল্লা ওস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লা অস্তা নেই তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না।

এই ক্ষেত্রে তারা ইতালিতে তাদের নিয়োগকর্তাদের কাছে সরাসরি উল্লেখ করবে, স্পষ্টীকরণের জন্য জিজ্ঞাসা করবে।

ইমেল পাঠানোর আগে, আবেদনকারীরা ঢোকানো ডেটা সাবধানে দুবার চেক করবে, নিশ্চিত করে যে সেগুলি সঠিক: ভুল ডেটার ফলে একটি ব্যর্থ যাচাইকরণ হতে পারে এবং তারপরে পুনরায় আবেদন করতে হবে৷

জাল বা জাল ডেটা পুলিশকে রিপোর্ট করা হবে৷
পুরো অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমটি বিনামূল্যে: এই পরিষেবার অর্থপ্রদানের জন্য জিজ্ঞাসা করা কাউকে বিশ্বাস করবেন না এবং অবিলম্বে VFS গ্লোবাল এবং দূতাবাসে রিপোর্ট করুন।
2024 সালের এপ্রিলের জন্য ইতিমধ্যেই নেওয়া সমস্ত অ্যাপয়েন্টমেন্ট এখনও বৈধ এবং যথাস্থানে রয়ে গেছে৷

হাজারও বছরের পুরনো দেওয়ালের প্রাচীর 🥰
29/03/2024

হাজারও বছরের পুরনো দেওয়ালের প্রাচীর 🥰

বাংলাদেশে সাম্প্রতিক অতিরিক্ত শিলাবৃষ্টির কারণের মধ্যে কিছু অবস্থান নিম্নে উল্লেখ করা হলো:1. **সিক্লোন এবং সাম্প্রতিক বা...
27/03/2024

বাংলাদেশে সাম্প্রতিক অতিরিক্ত শিলাবৃষ্টির কারণের মধ্যে কিছু অবস্থান নিম্নে উল্লেখ করা হলো:

1. **সিক্লোন এবং সাম্প্রতিক বাতাসের মোহর**: সিক্লোন এবং অন্যান্য মৌসুমী বাতাসের কারণে সাম্প্রতিক দিনের বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এই আবহাওয়া পরিবর্তনের পরিণামে শিলাবৃষ্টির পরিমাণ বাড়ছে।

2. **আবহাওয়ার পরিবর্তন**: সাম্প্রতিক বছরে বাংলাদেশে আবহাওয়ার পরিবর্তনে প্রায়শই পর্যাপ্ত মাত্রায় বৃষ্টি হয়েছে এবং এর সাথে পারিপাটা হয়েছে।

3. **পরিবেশের পরিণতি**: অন্যান্য কারণের মধ্যে পরিবেশের পরিণতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন উটান, লেকের প্রস্তুতি, বনভূমি উপযোগীতা হেরে যাওয়া এবং বন্যা প্রবাহের ব্যাপকতা সাম্প্রতিক বৃষ্টির কারণে বৃদ্ধি পেয়েছে।

4. **অধিকাংশ উপস্থিতি**: বাংলাদেশ একটি উষ্ণমৃদু দেশ, যেখানে বৃষ্টির পরিমাণ সাধারণত অনেক বেশি। অতিরিক্ত বৃষ্টি সাম্প্রতিক বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে সাম্প্রতিক দিনের কারণে হয়।

এই কারণগুলি সাম্প্রতিক অতিরিক্ত শিলাবৃষ্টির পেছনে থাকতে পারে। এই সমস্যা সমাধানে পরিবেশের সম্পূর্ণ পরিপ্রেক্ষিতে গবেষণা, সঠিক পরিকল্পনা এবং সম্প্রতি প্রযুক্তিগত উন্নতির প্রয়োজন।

যারা বাংলাদেশে কিংবা দেশের বাইরে দীর্ঘদিন বিভিন্ন পেশায় জড়িত ছিলেন  পেন্টিং, টাইলস, ইলেকট্রিক্যাল, জিপসন, ওয়েলডিং ইত্যাদ...
27/03/2024

যারা বাংলাদেশে কিংবা দেশের বাইরে দীর্ঘদিন বিভিন্ন পেশায় জড়িত ছিলেন পেন্টিং, টাইলস, ইলেকট্রিক্যাল, জিপসন, ওয়েলডিং ইত্যাদি হাতের কাজের দক্ষতা আছে ।

কিন্তু মাল্টা এসে অন্য কাজে আছেন বা দীর্ঘদিন বেকার আছেন মাল্টাতে কাজ খুজতেছেন তাদের জন্য। তারা চাইলে আবেদন করতে পারেন।

যোগাযোগঃ
CV এবং ID Card সহ ই-মেইল করুন।
[email protected]
অথবা বিস্তারিত ইনবক্সে।

* **Job Vacancy: Shipyard Cleaner**

Are you passionate about cleanliness and looking for a dynamic work environment? Join our team as a Shipyard Cleaner and play a vital role in maintaining the cleanliness and safety of our shipyard facilities.

**Responsibilities:**
- Clean and sanitize various areas of the shipyard, including docks, walkways, and equipment.

- Remove debris, oil, and other contaminants from surfaces to prevent hazards.

- Operate power washing equipment to clean ships, decks, and other surfaces.

- Dispose of waste materials in accordance with company policies and environmental regulations.

- Assist with general maintenance tasks as needed.

**Requirements:**
- Previous experience in cleaning or janitorial services preferred.

- Knowledge of safety procedures and protocols in an industrial environment.

- Ability to work effectively in a team and independently.

- Physical stamina and ability to work in outdoor environments and lift heavy objects.

- Attention to detail and commitment to maintaining cleanliness standards.

**Schedule:**
Full-time position with opportunities for overtime.

If you are interested in joining our team as a Shipyard Cleaner, send your cv with valid work permits [email protected]

*applicant must be already in malta

🛣️ রাস্তার ধারে 'মমি' এবং পিরামিড থেকে পাওয়া (বা চুরি করা) জিনিষ বিক্রয় করছেন এক স্থানীয় মিশরীয় বিক্রেতা। কায়রো, মিশর। ১...
27/03/2024

🛣️ রাস্তার ধারে 'মমি' এবং পিরামিড থেকে পাওয়া (বা চুরি করা) জিনিষ বিক্রয় করছেন এক স্থানীয় মিশরীয় বিক্রেতা। কায়রো, মিশর। ১৮৭৫ সালের ছবি।
(ছবি সৌজন্যে - ব্রিটিশ লাইব্রেরী, ইউনাইটেড কিংডোম।)

'মমি বিক্রি', এই শব্দবন্ধটি পড়ে অবাক লাগলেও, এটি একসময় মিশরে খুবই সাধারণ বিষয় ছিল। আর এই বিক্রিবাটা হত রাস্তার ধারে এবং খোলা বাজারে। খ্রিস্টীয় ১৯ শতকে ধনী ইউরোপীয়ান এবং আমেরিকান ভ্রমনার্থীদের নিকট "ভ্রমণ স্মারক" (tourist souvenirs) রূপে 'মমি' বিক্রি মিশরের প্রায় সর্বত্র হত এবং এটি খুবই সাধারণ বিষয় ছিল। নীচে ছবিতে যেমন দেখা যাচ্ছে, তেমন ভাবেই রাস্তার ধারে বা খোলা বাজারে এগুলো বিক্রি করা হত মিশর ভ্রমণকারীদের জন্য, যাতে তাঁরা এগুলো নিজেদের দেশে, নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারেন।

ভিক্টোরিয়ান যুগে, ফরাসি সম্রাট নেপোলিয়নের মিশর বিজয়, ইউরোপ ও ইউরোপীয়ানদের কাছে মিশর এবং মিশরের ইতিহাসের বন্ধ থাকা দরজা খুলে দিয়েছিল। সেই সময়ে ইউরোপীয়ান এলিট সমাজে মমি কে সম্মানের দৃষ্টিতে দেখা হত না। খ্রিস্টীয় ১৮ শতকে, মিশরের রাস্তার ধার ও বাজার থেকে কেনা মমিগুলোকে ইউরোপে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে 'মজার জিনিষ' বলে সকলের সামনে প্রদর্শন করা হত। এমনকি ইউরোপে এই সময়ে 'মমি উন্মোচন' পার্টির আয়োজন পর্যন্ত করা হত। এই ধরণের পার্টিতে অতিথি অভ্যাগতদের সামনে মমির থেকে ব্যান্ডেজ খুলে সেগুলো কে উন্মুক্ত করা হত, এবং সেই দৃশ্য পানীয় সহযোগে, হাততালি দিয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করতেন পার্টিতে আমন্ত্রিত ব্যক্তিরা।

ইউরোপে শিল্প বিপ্লবের সাথে সাথে মিশর থেকে কিনে নিয়ে যাওয়া মমির অন্য ব্যবহার হওয়াও শুরু হল। মিশর থেকে জাহাজ ভরে মানুষ ও পশুর মমি ব্রিটেন ও জার্মানি তে নিয়ে যাওয়া হত, সেখানে সেগুলি জমির সার রূপে ব্যবহার করা হত। মমির শরীর থেকে ব্যান্ডেজ খুলে, সেই ব্যান্ডেজ আমেরিকায় পাঠানো হত, সেখানে সেগুলি কাগজ তৈরির জন্য ব্যবহৃত হত। বিখ্যাত লেখক মার্ক টোয়াইন তাঁর মিশর ভ্রমণের ডাইরি তে লিখে গিয়েছেন যে, মিশরে মমি কে লোকমটিভের জ্বালানি রূপেও ব্যবহার করা হত।

খ্রিস্টীয় ১৯ শতক এগিয়ে আসার সাথে সাথে, মিশরের মমি কেবলমাত্র ধনী ইউরোপীয় এবং মার্কিন প্রাইভেট সংগ্রাহকদের সংগ্রহের বিষয় বস্তু হয়ে দাঁড়ায়। তাঁরা মিশর ভ্রমণকালে উচ্চ মূল্যে এগুলো ক্রয় করে নিতেন "ভ্রমণ স্মারক" রূপে। যাঁরা আবার একটা আস্ত মমি কিনতে পারতেন না বা পেতেন না, তাঁরা চোরা বাজার থেকে মমির শরীরের বিভিন্ন অংশ যেমন মাথা বা পা বা হাত কিনে নিয়ে নিজের দেশে নিয়ে যেতেন।

মমির জন্য মিশরের ছোট বড় কোনও পিরামিডই ধনী ইউরোপীয় এবং মার্কিনদের লোভের হাত থেকে রক্ষা পায় নি। কেবলমাত্র যে পিরামিডগুলোর দরজা কোনও ভাবেই খোলা সম্ভব হয় নি বা যে পিরামিডগুলো তে অজানা মৃত্যু ফাঁদ ছিল, সেগুলোই লুঠের হাত থেকে রক্ষা পেয়েছিল। এটাও উল্লেখ্য যে মমির সাথে পিরামিডের ভিতরে থাকা বিপুল ঐশ্বর্য এবং জিনিসপত্রও যথেচ্ছ ভাবে লুঠ করে ইউরোপ ও মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয়েছিল।

এই ব্যবসাতেও অবশ্য জালিয়াতি ছিল। ছিল জাল মমির উৎপাত। বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির দেহ, বয়স্ক মানুষের মৃতদেহ, গরীব মানুষের দেহ এবং যারা কোনও জটিল রোগে মারা গিয়েছেন তাঁদের দেহ, ক্রয় করে, সেই দেহ একটা নির্দিষ্ট সময়ের জন্য মরুভূমির তপ্ত বালি তে পুঁতে রেখে বা বিটুমিন দিয়ে স্টাফ করে, সেগুলো কে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে তারপরে আবার চড়া রোদে শুকিয়ে প্রাচীন মমি বলে ধনী বিদেশিদের কাছে চড়া মূল্যে বিক্রয় করা হত।

(তথ্য সৌজন্যে - ব্রিটিশ লাইব্রেরী, ইউনাইটেড কিংডোম।)
কৃতজ্ঞতা Dr Nobiul Islam Sohel

বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় প্রথমবার যারা কানাডায় আসবেন ভুলেও কাতার এয়ারওয়েজে টিকেট কাটবেন না। আমি আবারও বলছি বাংলাদেশ থেক...
26/03/2024

বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় প্রথমবার যারা কানাডায় আসবেন ভুলেও কাতার এয়ারওয়েজে টিকেট কাটবেন না। আমি আবারও বলছি বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় প্রথমবার যারা কানাডায় আসছেন ভুলেও কাতার এয়ারওয়েজে ফ্লাই করবেন না।

ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে শুরু করে কাতারেরে দোহা এয়ারপোর্টের ট্রানজিট পাস হয়ে কানাডার যে কোন এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ পর্যন্ত আপনি এই এয়ারলাইন্সে পদে পদে বিড়ম্বনার শিকার হবেন।

গত ২০ মার্চ বুধবার সকাল তিনটায় আমার সব ছোট ভাই ঢাকা থেকে দোহা এবং দোহা থেকে মন্ট্রিল ফ্লাই করতে গিয়ে ঘাটে ঘাটে তাকে হেনস্থা হতে হয়েছে। এমনকি মন্ট্রিল আসার আগ পর্যন্ত প্রতিটি ইমিগ্রেশন চেক পয়েন্টে স্পন্সর এবং ইনভাইটেশন দাতা হিসাবে আমার পাসপোর্ট এবং রেসিডেন্স কার্ড কানাডা থেকে তাদের কাছে সাবমিট করতে হয়েছে।

ঢাকা এয়ারপোর্ট থেকে খালেদ নামে এক ইমিগ্রেশন অফিসার আমার ভাই এর জেনুইন ভিসা জেনেও তাকে ডেস্কের এক পাশে দাঁড় করিয়ে CBSA কানাডা বোর্ডার সার্ভিস এজেন্সিকে ইনফর্ম করে যে এই নামের লোকের ভিসা কি জেনুইন? একে কি পাস দেব?

CBSA আমাকে ইন্সটেন্ট ফোন দেয় সিঙ্গাপুর থেকে যে এই নামের লোক কে কি তুমি স্পন্সর এবং ইনভাইটেশন দিয়েছ?

আমি বললাম হ্যাঁ সে আমার ছোট ভাই। আজ তার ঢাকা থেকে মন্ট্রিলের উদ্দেশ্যে ফ্লাই করার কথা।

ব্যস, অফিসার আমাকে ওর ব্যাপারে দুতিনটি কথা জিজ্ঞাসা করে সন্তোষ্টজনক উত্তর পেয়ে বলল, ‘সরি স্যার টু ডিস্টার্বিং ইউ। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। ইউর ব্রাদার ইজ কামিং থ্রো নো প্রবলেম। বেস্ট অব লাক।’

এরপর ঐ খালেদ নামক ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার এই ক্লিয়ারেন্সটির মেসেজ পেয়েও আমার ভাইটিকে বলে ওঠলেন CBSA ক্লিয়ারেন্স দিলে হবে না। আপনার ভাইকে বলেন তার পাসপোর্ট এবং কানাডার লিগেল ডকুমেন্ট পাঠাতে। নইলে আপনাকে যেতে দেয়া হবে না।

উল্লেখ্য আমি আমার ভাইর সাথে একটি ফাইলে আমার ইনভাইটেশন লেটার, আমার বিশ্ববিখ্যাত এরোস্পেস কোম্পানির জব লেটার, তার পাসপোর্ট সাবমিশনের লেটার সহ সব ডকুমেন্ট সাথে রাখতে বলেছি। সে সেগুলো দেখালেও খালেদ নামক ঐ অফিসারটি বেশ রূঢ় শব্দ ব্যবহার করে পাসপোর্ট আর রেসিডেন্স কার্ড দেখাতে বলে।

যাক, আমি ড্রাইভিং এ ছিলাম। বাসায় এসে দ্রুত সেগুলো সেন্ড করার পর আমার ভাই ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়া পেয়ে কাতার এয়ারওয়েজের দোহাগামী প্লেনে ওঠে।

দোহায় এসে দুই ঘন্টার ট্রান্সজিট। এখানেও সেইম প্রবলেম। এখানে আবার ইমিগ্রেশন শুরু হল। এক পর্যায়ে আমার ভাই সহ ভিজিট ভিসাধারী মোট তিন জনকে কাতারে তারা আটকে রাখল।

শালার কাতারে কোন ভাবে যোগাযোগ করা কঠিন। অবশেষে তাকে কাতারে আটকে রাখার খবর পেয়ে আমি কানাডা থেকে কাতার দোহা এয়ারপোর্টের কন্ট্রোলার রুমে ফোন দেই।

দীর্ঘ প্রায় আধা ঘন্টা কথা বলার পর ওরা আমার কাছে দুঃখ প্রকাশ করে তাকে পরদিন ফ্লাইটে মন্ট্রিল পাঠাবে বলে আশ্বস্থ করে। এই স্টুপিডদের কারনে আমার পেসেন্জারকে ২০ ঘন্টা কাতারে বিলম্ব করতে হয়েছে।

এরই মধ্যে তার সাথে কানাডা ফ্লাইট থেকে অফলোড করা ঐ অন্য দুই যাত্রীকে কাতার থেকে ওরা দেশে ফেরত পাঠিয়ে দেয়।

যাক ২০ মার্চের পরিবর্তে আমার ভাই পরদিন ২১ মার্চ কানাডায় এসে পৌঁছে। তার এই জার্নির মাধ্যমে প্রতিয়মান হয় ভিজিট ভিসায় প্রথমবার কানাডা আসা যাত্রীদের কাতার এয়ারওয়েজ না চড়াই ভাল।

আমি বারবার ঢাকা এবং কাতারে যোগাযোগ করেছি একজন যাত্রীকে ঠিকমত ফ্লাই করানোর জন্য। অথচ মাস খানেক আগেও পরিস্থিতি এমন ছিল না। সুতরাং বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় কানাডা আসবেন আপনার সবকিছু আপ-টু-ডেট করেই ফ্লাইটে ওঠবেন। ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।
Mohammed Shaikul Islam
CANADA

যারা নতুন মাল্টা আসবেন বা আসার প্লান করতেছেন।  পোস্ট পেইড সীম নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। সীম কোম্পানির...
23/03/2024

যারা নতুন মাল্টা আসবেন বা আসার প্লান করতেছেন।

পোস্ট পেইড সীম নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন।

সীম কোম্পানির চুক্তি পরীক্ষা করুন এবং সীম বন্ধ করার শর্ত সম্পর্কে জানুন।

প্লেন থেকে নেমেই মাসিক পোস্ট পেইড সীম নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। চাইলেও এখন আর কেনসেল করতে পারছে না।

এখানে মুলত ২ বছরের চুক্তি ২ বছরের আগে আপনি এই মাসিক সীম বন্ধ করতে হলে আপনাকে তাদের কোম্পানির চুক্তি অনুযায়ী পেনালটি ফাইন দিতে হবে।

যদি আপনি সীমের প্রয়োজনীয়তা মনে করেন তবে আপনি
প্রি-পেইড সীম নেন । এরপর জেনে বুঝে পার্মানেন্টলি কোন একটি সীম কনটিনিউ করবেন।

"এটা পাথর না, সামুদ্রিক প্রাণী। প্রবাল। নিডারিয়া পর্বের। এদের সহ অন্য  সকল নিডারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বা সাগ...
23/03/2024

"এটা পাথর না, সামুদ্রিক প্রাণী। প্রবাল। নিডারিয়া পর্বের। এদের সহ অন্য সকল নিডারিয়া পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বা সাগর কুসুম বলা হয়, কেননা এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। এরা জীবদ্দশায় পরিণত অবস্থায় মাটির সাথে লেগে থাকে বিধায় এদেরকে না উঠানোর জন্য অনুরোধ করেন অনেক পরিবেশ কর্মীরা । সবার এই ব্যাপারে সচেতন হওয়া উচিত।

এই প্রাণীর ছবি তোলা হয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন একটি সুন্দর দ্বীপ যা বাংলাদেশের তাটীয় অঞ্চলে অবস্থিত। এই দ্বীপটি সুন্দর সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি অধ্যায়। সেন্ট মার্টিনে পাওয়া যায় বিভিন্ন ধরনের সমুদ্রিক জীববৈচিত্র্য যেমন সাগরিক প্রাণী, পাখি, সমুদ্র গল্পের উদ্ভিদ, সমুদ্রী জলাশয়ী পুষ্প এবং অনেক ধরনের সমুদ্রিক জীব। এই প্রাণীর সংরক্ষণে এবং তাদের প্রাকৃতিক পরিবেশে সংঘর্ষ হ্রাসে সকলেরই সচেতন হওয়া দরকার।"

এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা থাকলে কমেন্টস করতে পারেন।

"মৌমাছির সঙ্গে মধু সংগ্রহ! 🐝🌸একটি মৌমাছি যে ফুলের মধু সংগ্রহ করছে দেখেছি! প্রাকৃতিক সৌন্দর্যের এই অদ্বিতীয় মুহূর্তটি ক্...
22/03/2024

"মৌমাছির সঙ্গে মধু সংগ্রহ! 🐝🌸

একটি মৌমাছি যে ফুলের মধু সংগ্রহ করছে দেখেছি! প্রাকৃতিক সৌন্দর্যের এই অদ্বিতীয় মুহূর্তটি ক্যাপচার করতে না পেরে থাকা অস্বীকার্য। 🌼🍯 #নেচার #মৌমাছি #ফুল #প্রাকৃতিক_সৌন্দর্য"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed JOIN Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All