Dress Fairytale

Dress Fairytale দেশীয় ফ্যাশন হাউস

The perfect silverish beauty.
08/01/2024

The perfect silverish beauty.

ইরাবতী অসম্ভব সুন্দর রূপালী ধূসর একটা রঙকাছে গেলেই মনে হয় হাতে আসার,গায়ে জড়ানোর বায়না তার।
05/01/2024

ইরাবতী
অসম্ভব সুন্দর রূপালী ধূসর একটা রঙ
কাছে গেলেই মনে হয় হাতে আসার,
গায়ে জড়ানোর বায়না তার।

ইহা একটি সবুজ কাঠগোলাপ পারফেক্ট কালার টা ছবি তে আনতেই পারলাম না।
05/01/2024

ইহা একটি সবুজ কাঠগোলাপ
পারফেক্ট কালার টা ছবি তে আনতেই পারলাম না।

পুরো ঢাকাই জামদানীর আদলে আমাদের নিজস্ব তাতে করা সুতি জামদানী শাড়ি
04/01/2024

পুরো ঢাকাই জামদানীর আদলে
আমাদের নিজস্ব তাতে করা সুতি জামদানী শাড়ি

পড়ন্ত বিকেলে ভীষণ মন খারাপ এর দিনেপ্রেমিকার জন্য একটা নীল আকাশ উপহার। আকাশ নীল জামদানী। মাত্র ১১০০ টাকা।
03/01/2024

পড়ন্ত বিকেলে ভীষণ মন খারাপ এর দিনে
প্রেমিকার জন্য একটা নীল আকাশ উপহার।
আকাশ নীল জামদানী।
মাত্র ১১০০ টাকা।

Black is the most magical colour. সূতি জামদানী।
03/01/2024

Black is the most magical colour.
সূতি জামদানী।

সাদা মানেই শুভ্র সাদা মানেই পবিত্র দেশীয় সুতি জামদানী শাড়ি বছর শুরু অফার এ মাত্র ৯৯০ টাকা।
03/01/2024

সাদা মানেই শুভ্র
সাদা মানেই পবিত্র
দেশীয় সুতি জামদানী শাড়ি
বছর শুরু অফার এ মাত্র ৯৯০ টাকা।

বোম্বে সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়ি।।ব্লাউজ পিস নেই।আচলে টারসেল কাস্টমাইজড করে নেয়া যাবে।
03/01/2024

বোম্বে সিল্কের ডিজিটাল প্রিন্ট শাড়ি।।
ব্লাউজ পিস নেই।
আচলে টারসেল কাস্টমাইজড করে নেয়া যাবে।

সরিষা ক্ষেত এ যাওয়ার এখন ই সময়। This wonderful beauty now in our stock.For details pls Inbox.
02/01/2024

সরিষা ক্ষেত এ যাওয়ার এখন ই সময়।
This wonderful beauty now in our stock.
For details pls Inbox.

19/06/2023

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।

C

18/06/2023

শূন্য কে বিয়োগ এর ভয় দেখিয়ে কোন লাভ নেই
কারণ শূন্য জানে তার আর হারানোর মতো কিছু নেই

মানুষের জন্য যখন আপনি আনকন্ডিশনালি করবেন তখন মানুষ আপনাকে  ভয়ংকর রকমভাবে taken for granted ধরে নেবে! মানে যত যাই হোক, আপ...
17/06/2023

মানুষের জন্য যখন আপনি আনকন্ডিশনালি করবেন তখন মানুষ আপনাকে ভয়ংকর রকমভাবে taken for granted ধরে নেবে!
মানে যত যাই হোক, আপনাকে ডাকলেই পাওয়া যায় এবং রাগ বেশীক্ষন থাকে না, সো এরা আপনাকে অবহেলা করেই যাবে, হয়ত দু'একবার আপনাকে গুরুত্ব দিয়ে কাছে ডাকবে, বাট দুদিন পরে আবার যে লাউ সে কদু! আপনি বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন বাট এদের কানেও ঢুকবে না আর এদের চোখেও পরবেনা যে আপনারো কেয়ারিং দরকার আছে, এপ্রিসিয়েশন আপনিও চান। এরা এক্সিকিউজ দিবে যে "আমি তো মানুষটাই এমন!"

আপনিও মনে করবেন আচ্ছা থাক মানুষটাই মনেহয় এমন! বাট অন্যদের বেলায় দেখবেন সে কিন্তু নরমাল ইমোশন বোঝে, সবই বোঝে শুধু আপনার বেলায় রেসপন্সটা নাই!

মাঝেমাঝে আপনি নিজেও কনফিউজড হবেন যে কি রে ভাই, এই সিম্পল কার্টেসিটাও কেন আপনাকে দেখাচ্ছে না! কেন আপনার কোন গুরুত্ব নাই???

এটার কারন ভাই আসলে আপনি নিজেই! কেউ আপনার ভ্যালু কমাতে পারেনা। অতিপ্রেম বা অতি-আন্তরিকতা দেখাতে গিয়ে মানুষ নিজেই নিজেকে অতিরিক্ত ইজি গোয়িং বানিয়ে দেয়!

তাহলে কি ভালোবাসবেন না? আন্তরিকতা বা পছন্দটা দেখাবেন না??

অবশ্যই দেখাবেন, কিন্তু সবখানে না। যে একবার আপনাকে ছোট করতে পারে, অবহেলা করতে পারে সে বারবার পারবে, কারন ওই সাহসটা আপনার আচরনের জন্যই সে পেয়েছে। ট্রাস্ট মি কোন হেলথি রিলেশন একতরফা হয় না, যারা বুঝে না তাদের বোঝানোর চেস্টাও করেন না বারবার। জাস্ট লিভ দেম ফর গুড!

17/06/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

16/06/2023

তোমার প্রত্যাখ্যানের পাশে
এখনও আমার মৃতদেহ পড়ে আছে।
আমি রোজ তাকে পোড়াতে গিয়ে
তার বুকে আর একটা করে গোলাপ রেখে আসি।
_______রুদ্র গোস্বামী

15/06/2023

"জীবন যাপনে কতো মানবিক,
কবিতায় কতোটা মানুষ,
পরিপাটি নির্দোষ সন্ত্রাস নিয়ে
আমি কতো বিনীত বিদ্রোহী,
পাখিকে জিজ্ঞেস করো সব জেনে যাবে
অবিকল আমার মতন করে কবুতর নির্ভুল জানাবে।

আমি ক্লান্ত পথচারী
15/06/2023

আমি ক্লান্ত পথচারী

Watch, follow, and discover more trending content.

15/06/2023

"If u manage to smile at any situation u are the winner of highest number of hearts in this world."
Face every thing with smile.
Good night sweet dreams take care,everyone!!

15/06/2023

সময় বদলায়

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801623235539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dress Fairytale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share