NOBEL TV

NOBEL TV NOBEL TV Education + Entertainment

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের সকল মায়ের ভাষা তুলে ধরতে প্রথম টিভি চ্যানেল NOBEL TV, NOBEL TV কে সকলের দ্বারে পৌছে দিতে এক ঝাঁক স্বপ্নবাজ মানুষ দিবারাত্রি কাজ করে চলেছে। নিজের মায়ের ভাষাকে ভালোবেসে, নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরার এই সাহসী উদ্যেগক্তাদের প্রতি রইল অন্তরিক শুভ …….প্রচেষ্টা।
আসুন আমি, আপনি এবং আমরা এই নতুন চ্যানেল NOBEL TV এর আগমনি বার্তাটি শেয়

ার করে সকলের মাঝে ছড়িয়ে দেই।
https://web.facebook.com/nobeltvbd
http://www.youtube.com/nobelsen

সুখবর ! সুখবর!! সুখবর!!!
বাংলাদেশর সকল শিল্পী,গীতিকার,সুরকার,সিডি, ভিসিডি প্রযোজনা প্রতিষ্টান,বিজ্ঞাপন নির্মাতা,নাটক নির্মাতা,স্বতন্ত্র পরিচালক,প্রযোজক সকলের দৃষ্টি আকর্ষন সুখবর!!!!
সকল বিভাগের মায়ের ভাষা কথা তুলে ধরতে যাত্রা শুরু করলো নিত্য নতুন প্রযুক্তি নির্ভর ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,বরিশাল,রংপুর,নেয়াখালী,কক্সবাজার,রাঙ্গামাটি,বান্দরবানের সকল ভাষার নাটক,গা্‌ন,নৃত্য,অনুষ্ঠান

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন----

মাসুম ইকবাল
পরিচালক
মোবাইল ঃ ০১৮১৩২৭৩৮২৮,

NOBEL SEN
CEO
AXN LTD
CALL : 01814323237. E-mail : [email protected]
http://www.youtube.com/Nobelsen

নোবেল টিভি মানুষের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ।
আদর্শ ও উদ্দেশ্যঃ ১// কর্মসংস্থান এর ব্যবস্তা করা ২// শিক্ষিত সমাজ গঠন ৩// বাংলাদেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলেধরা ৪// অবিভক্ত ভালবাসার সমাজ গঠন ৫//বাংলাদেশের এর হারানো গৌরব ফিরে পাওয়া ৬// সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করা ৭// ধর্মীয়-বিজ্ঞান ও প্রগতিশীল শিক্ষার বিস্তার ৮// সমস্ত জেলা গুলুকে শিক্ষার প্রাণ কেন্দ্র রূপে গড়ে তুলা ৯// সমাজের ক্ষত গুলিকে চিহ্নিত করে সেগুলিকে দূরকরার ব্যবস্থা করা ১০// নারী অধিকার প্রতিষ্ঠিত করা ১১// অহিংসা পরম ধর্ম, আগে চায় পেটে ভাত, শিক্ষা উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সাথে থাকবে নাম-সংস্কৃতি অনুষ্ঠান সকল ভাষার বাংলা নাটক, গা্ন, নৃত্য,

(বৈদিক সমাজের ঐতিহ্য কে আমারা সমাজে ফিরিয়ে আনতে চায়। কারণ আমারা মনে করি বৈদিক সমাজ ই আধুনিক তম সমাজ।
নোবেল টিভি নামে যে পেইজটি খোলা হয়েছে তাতে সবার আংশগ্রহণ কামনা করি। “নোবেল টিভি ” হল একটা ভাণ্ডার, যেখানে সকল সদস্য তাঁদের চিন্তা চেতনাকে তুলেধরবেন এবং তাতে নিজের যুক্তি এবং বুদ্ধি দিয়ে সে চিন্তাকে আরো বিকশিত করবেন সকলকে। সুতরাং এটাই হল পারস্পরিক চিন্তা চেতনার আদান প্রদান এর স্থান।

“নোবেল টিভি” এর মূল নীতি হলঃ
১।- কর্মসংস্থান এর ব্যবস্থা করা।

(আমরা বিশ্বাস করি আগে চাই অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা) শুধুমাত্র আর্থিক নিশ্চয়তাই পূরণ করতে পারে এই প্রধান চাহিদাগুলোকে। আমরা মনেকরি কর্মক্ষম মানুষ ই “নোবেল টিভি” শক্তিশালী করতে পারবে।

২।- শিক্ষা উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা সমাজ গঠনঃ

** সুতরাং আমাদের সমাজের কমিটিকে চাপ প্রদান করতে হবে সামাজিক ভাবে। ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে। আর এবাবেই আমারা আমাদের লক্ষে পৌছাতে পারব।

৩।- বিধবা প্রথা তুলে দেয়াঃ-
** আমরা মনেকরি এর কোন প্রয়োজনীয়তা নেয় সমাজে (স্বামী মারা গেলে স্বামী
হারা হতেপারে কিন্তু তথা কথিত সাদা কাপড় আর নিরামিষাশী নয়) সমস্ত
শুভ কাজে তাঁদের অংশগ্রহন করার অধিকার থাকবে।
** যৌতুক কে না বলুন
** যোগ্যতা না থাকলে চিরকুমার থাকুন কিন্তু যৌতুকের জন্যে কাউকে চাপ
প্রদান করবেন না।

৪।- সমস্ত বৃদ্ধাশ্রম সমাজ থেকে তুলে দেয়াঃ-
(কারণ আমরা চাই পিতা মাতা সন্তানের কাছেই থাকবে। যদি কেও তার পিতা-মাতা কে না-দেখেন, তবে তাঁরা {পিতা-মাতা} আদলতের মাধ্যমে ভরণপোষণের জন্যে যৌক্তিক
অর্থ সন্তান হতে আদাই করে নিতে পারবেন। প্রয়োজনে “নোবেল টিভি” এই অধিকার আদায়ে সর্বাত্মক সহযোগিতা করবে।)

৫।- সব সম্প্রদায়ের সাথে একটি সোপান তৈরি করা:-
যেমনঃ সবার সাথে সবার একটা সুষ্ঠু সমন্বয় যা আমাদেরকে আরো সুষ্ঠু ও শক্তিশালী করেতুলবে। সব সম্প্রদায়ের উদ্দেশ্য এক ও অভিন্ন, একই উদ্দেশ্য আমাদের ও, আর তা হচ্ছে ঈশ্বরের আরাধনা (হতেপারে তা বিভিন্ন নামে, বিভিন্ন রূপে)। সূতরাং দূরত্ব কেন? চাই সমন্বয়।

৬।- সমাজ থেকে কুপ্রথা দুর করা:-
(সামাজিক আলোচনা দ্বারা কুপ্রথা গুলোকে আমরা চিহ্নিত করব, কারণ শুধু মাত্র একটা বা দুটা উদাহরণ দিয়ে কুপ্রথা কে চিহ্নিত করা যাবেনা )

৭।- আমাদের কৃষ্টি ও কালচার সম্পর্কে সবাইকে জানানো:-
(প্রাচীন বাংলার ঐতিহ্য কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা)

** নিজ ধর্ম পালনের সময় খেয়াল রাখতে হবে যাতে অন্য ধর্মালম্বিদের ধর্ম পালনে কোন প্রকারে বিঘ্ন না ঘটে। আমরা সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা পোষণ করি। সনাতন ধর্ম মতে সব পথ ই “সনাতন” হতেই তৈরি। সুতরাং সবাই যখন সৃষ্টিকর্তার উপাসনা করেন তখন সবার কাজে সহযোগিতা করা আমাদের কর্তব্য।

৮।- মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মাদককে না বলুন।
সমাজে মাদকের কোন স্থান নেয়।
৯।- বাংলাদেশ সরকারের সমস্ত আইনএর প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনেপ্রাণে
বিশ্বাস করি সরকার আমাদের অধিকারের প্রতি ও শ্রদ্ধাশীল। কেউ যদি সরকার বিরোধী কোন কাজ করেন বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, সেটা তিনি নিজ দায়িত্বে করবেন এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেয়। আইন অমান্যকারিদের আমরা ঘৃণা করি। এই দেশ আমাদের সবার, তাই দেশের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
** কোন প্রকার রাজনৈতিক কাজে কেউ “নোবেল টিভি” কে ব্যবহার করবেন না। আমরা রাজনীতি মুক্ত একটি সংগঠন গড়েতুলতে চায়। এ জন্য সকলের সহযোগিতা কামনা করি।

আমরা এখানে একতার কথা বলতে এসেছি, একশাথে পথ চলব বলে শপথ নিয়েছি। আশা করি একের বোঝা কেও পছন্দ করবেন না ...।। আমরা দশের মিলিত শক্তিকেই বেছেনিয়েছি। জয় হোক মানবতার এর।

** সবার উপর মানুষ সত্যি তাহার উপর নাই।
** জীব প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর।
** যত মত ততো পথ।
** মেরেছিস কলশির কানা তাই বলে কি প্রেম দিবনা।

“এই উক্তি গুলু মিথ্যা হতে পারেনা” এবং এগুলোই “নোবেল টিভি” এর মুল নিতি।।
** নেট এ বাংলা লিখা খুব কষ্টসাধ্য ব্যাপার তাই ভুলত্রুটি মার্জনা করবেন। দয়াকরে সবার মতামত প্রদান করুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when NOBEL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NOBEL TV:

Share

Category

Our Story

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের সকল মায়ের ভাষা তুলে ধরতে প্রথম টিভি চ্যানেল NOBEL TV, NOBEL TV কে সকলের দ্বারে পৌছে দিতে এক ঝাঁক স্বপ্নবাজ মানুষ দিবারাত্রি কাজ করে চলেছে। নিজের মায়ের ভাষাকে ভালোবেসে, নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরার এই সাহসী উদ্যেগক্তাদের প্রতি রইল অন্তরিক শুভ …….প্রচেষ্টা। আসুন আমি, আপনি এবং আমরা এই নতুন চ্যানেল NOBEL TV এর আগমনি বার্তাটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেই। https://web.facebook.com/nobeltvbd http://www.youtube.com/Nobelnayan সুখবর ! সুখবর!! সুখবর!!! বাংলাদেশর সকল শিল্পী,গীতিকার,সুরকার,সিডি, ভিসিডি প্রযোজনা প্রতিষ্টান,বিজ্ঞাপন নির্মাতা,নাটক নির্মাতা,স্বতন্ত্র পরিচালক,প্রযোজক সকলের দৃষ্টি আকর্ষন সুখবর!!!! সকল বিভাগের মায়ের ভাষা কথা তুলে ধরতে যাত্রা শুরু করলো নিত্য নতুন প্রযুক্তি নির্ভর ঢাকা,চট্টগ্রাম,সিলেট,খুলনা,বরিশাল,রংপুর,নেয়াখালী,কক্সবাজার,রাঙ্গামাটি,বান্দরবানের সকল ভাষার নাটক,গা্‌ন,নৃত্য,অনুষ্ঠান যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন---- মাসুম ইকবাল পরিচালক মোবাইল ঃ ০১৮১৩২৭৩৮২৮, NOBEL SEN CEO AXN LTD CALL : 01814323237. E-mail : [email protected] http://www.youtube.com/Nobelnayan নোবেল টিভি মানুষের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ । আদর্শ ও উদ্দেশ্যঃ ১// কর্মসংস্থান এর ব্যবস্তা করা ২// শিক্ষিত সমাজ গঠন ৩// বাংলাদেশের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলেধরা ৪// অবিভক্ত ভালবাসার সমাজ গঠন ৫//বাংলাদেশের এর হারানো গৌরব ফিরে পাওয়া ৬// সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করা ৭// ধর্মীয়-বিজ্ঞান ও প্রগতিশীল শিক্ষার বিস্তার ৮// সমস্ত জেলা গুলুকে শিক্ষার প্রাণ কেন্দ্র রূপে গড়ে তুলা ৯// সমাজের ক্ষত গুলিকে চিহ্নিত করে সেগুলিকে দূরকরার ব্যবস্থা করা ১০// নারী অধিকার প্রতিষ্ঠিত করা ১১// অহিংসা পরম ধর্ম, আগে চায় পেটে ভাত, শিক্ষা উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সাথে থাকবে নাম-সংস্কৃতি অনুষ্ঠান সকল ভাষার বাংলা নাটক, গা্ন, নৃত্য, (বৈদিক সমাজের ঐতিহ্য কে আমারা সমাজে ফিরিয়ে আনতে চায়। কারণ আমারা মনে করি বৈদিক সমাজ ই আধুনিক তম সমাজ। নোবেল টিভি নামে যে পেইজটি খোলা হয়েছে তাতে সবার আংশগ্রহণ কামনা করি। “নোবেল টিভি ” হল একটা ভাণ্ডার, যেখানে সকল সদস্য তাঁদের চিন্তা চেতনাকে তুলেধরবেন এবং তাতে নিজের যুক্তি এবং বুদ্ধি দিয়ে সে চিন্তাকে আরো বিকশিত করবেন সকলকে। সুতরাং এটাই হল পারস্পরিক চিন্তা চেতনার আদান প্রদান এর স্থান। “নোবেল টিভি” এর মূল নীতি হলঃ ১।- কর্মসংস্থান এর ব্যবস্থা করা। (আমরা বিশ্বাস করি আগে চাই অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা) শুধুমাত্র আর্থিক নিশ্চয়তাই পূরণ করতে পারে এই প্রধান চাহিদাগুলোকে। আমরা মনেকরি কর্মক্ষম মানুষ ই “নোবেল টিভি” শক্তিশালী করতে পারবে। ২।- শিক্ষা উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা সমাজ গঠনঃ ** সুতরাং আমাদের সমাজের কমিটিকে চাপ প্রদান করতে হবে সামাজিক ভাবে। ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে। আর এবাবেই আমারা আমাদের লক্ষে পৌছাতে পারব। ৩।- বিধবা প্রথা তুলে দেয়াঃ- ** আমরা মনেকরি এর কোন প্রয়োজনীয়তা নেয় সমাজে (স্বামী মারা গেলে স্বামী হারা হতেপারে কিন্তু তথা কথিত সাদা কাপড় আর নিরামিষাশী নয়) সমস্ত শুভ কাজে তাঁদের অংশগ্রহন করার অধিকার থাকবে। ** যৌতুক কে না বলুন ** যোগ্যতা না থাকলে চিরকুমার থাকুন কিন্তু যৌতুকের জন্যে কাউকে চাপ প্রদান করবেন না। ৪।- সমস্ত বৃদ্ধাশ্রম সমাজ থেকে তুলে দেয়াঃ- (কারণ আমরা চাই পিতা মাতা সন্তানের কাছেই থাকবে। যদি কেও তার পিতা-মাতা কে না-দেখেন, তবে তাঁরা {পিতা-মাতা} আদলতের মাধ্যমে ভরণপোষণের জন্যে যৌক্তিক অর্থ সন্তান হতে আদাই করে নিতে পারবেন। প্রয়োজনে “নোবেল টিভি” এই অধিকার আদায়ে সর্বাত্মক সহযোগিতা করবে।) ৫।- সব সম্প্রদায়ের সাথে একটি সোপান তৈরি করা:- যেমনঃ সবার সাথে সবার একটা সুষ্ঠু সমন্বয় যা আমাদেরকে আরো সুষ্ঠু ও শক্তিশালী করেতুলবে। সব সম্প্রদায়ের উদ্দেশ্য এক ও অভিন্ন, একই উদ্দেশ্য আমাদের ও, আর তা হচ্ছে ঈশ্বরের আরাধনা (হতেপারে তা বিভিন্ন নামে, বিভিন্ন রূপে)। সূতরাং দূরত্ব কেন? চাই সমন্বয়। ৬।- সমাজ থেকে কুপ্রথা দুর করা:- (সামাজিক আলোচনা দ্বারা কুপ্রথা গুলোকে আমরা চিহ্নিত করব, কারণ শুধু মাত্র একটা বা দুটা উদাহরণ দিয়ে কুপ্রথা কে চিহ্নিত করা যাবেনা ) ৭।- আমাদের কৃষ্টি ও কালচার সম্পর্কে সবাইকে জানানো:- (প্রাচীন বাংলার ঐতিহ্য কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা) ** নিজ ধর্ম পালনের সময় খেয়াল রাখতে হবে যাতে অন্য ধর্মালম্বিদের ধর্ম পালনে কোন প্রকারে বিঘ্ন না ঘটে। আমরা সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা পোষণ করি। সনাতন ধর্ম মতে সব পথ ই “সনাতন” হতেই তৈরি। সুতরাং সবাই যখন সৃষ্টিকর্তার উপাসনা করেন তখন সবার কাজে সহযোগিতা করা আমাদের কর্তব্য। ৮।- মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং মাদককে না বলুন। সমাজে মাদকের কোন স্থান নেয়। ৯।- বাংলাদেশ সরকারের সমস্ত আইনএর প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি সরকার আমাদের অধিকারের প্রতি ও শ্রদ্ধাশীল। কেউ যদি সরকার বিরোধী কোন কাজ করেন বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, সেটা তিনি নিজ দায়িত্বে করবেন এর সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেয়। আইন অমান্যকারিদের আমরা ঘৃণা করি। এই দেশ আমাদের সবার, তাই দেশের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ** কোন প্রকার রাজনৈতিক কাজে কেউ “নোবেল টিভি” কে ব্যবহার করবেন না। আমরা রাজনীতি মুক্ত একটি সংগঠন গড়েতুলতে চায়। এ জন্য সকলের সহযোগিতা কামনা করি। আমরা এখানে একতার কথা বলতে এসেছি, একশাথে পথ চলব বলে শপথ নিয়েছি। আশা করি একের বোঝা কেও পছন্দ করবেন না ...।। আমরা দশের মিলিত শক্তিকেই বেছেনিয়েছি। জয় হোক মানবতার এর। ** সবার উপর মানুষ সত্যি তাহার উপর নাই। ** জীব প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। ** যত মত ততো পথ। ** মেরেছিস কলশির কানা তাই বলে কি প্রেম দিবনা। “এই উক্তি গুলু মিথ্যা হতে পারেনা” এবং এগুলোই “নোবেল টিভি” এর মুল নিতি।। ** নেট এ বাংলা লিখা খুব কষ্টসাধ্য ব্যাপার তাই ভুলত্রুটি মার্জনা করবেন। দয়াকরে সবার মতামত প্রদান করুন।


Other TV Channels in Dhaka

Show All