GB Platform

GB Platform We will try to present the contemporary issues and information of Bangladesh and the world to you.

27/08/2024

ফোনালাপ ফাঁস! আসাদুজ্জামান খান কামালকে কি নির্দেশনা দিয়েছিলেন হাসিনা?
বিস্তারিত কমেন্টে....

রাজধানীর গুলশান থেকে মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। কোন থেরাপী টা দেওয়া যায় ...?
27/08/2024

রাজধানীর গুলশান থেকে মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
কোন থেরাপী টা দেওয়া যায় ...?

সালমান-আনিসুল-জিয়াউলের আবারো ১০ দিনের রিমান্ড মঞ্জুর
24/08/2024

সালমান-আনিসুল-জিয়াউলের আবারো ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
24/08/2024

আল্লাহ্ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে পালিয়ে ভারতে প...
24/08/2024

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছেন। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে পালিয়ে ভারতে প্রবেশের পর মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছেন।

তবে পান্না কীভাবে মারা গেছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি মারা যান। আবার কেউ কেউ ধারণা করছেন, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।

পান্নার বড় ভাইয়ের শ্যালক জসিম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনদিন আগে পান্নার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ২৫ জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে দু’দিন পর ফিরে যান।

জসিমের দেয়া তথ্যমতে, বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন, সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না। ওপারেই তার মৃত্যু হয়। সেটা গুলি নাকি স্ট্রোকজনিত কারণে সেটা নিশ্চিত হতে পারেননি তারা। সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে জেনেছেন। একই তথ্য জানান, পান্নার ভাগনে ও কাউখালীর চিড়াপাড় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়েকুজ্জমান মিন্টু।

ভিন্ন একটি সূত্র বলছে, ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল ও হোয়াটসআপ নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া গেছে। আরেকটি সূত্র বলছে, পান্নার সঙ্গে ঝালকাঠি ছাত্রলীগের একজন নেতা ছিলেন।

Channel 24

এক সাঈদ লুকান্তরে লক্ষ সাঈদ ঘরে ঘরে ✊
16/07/2024

এক সাঈদ লুকান্তরে
লক্ষ সাঈদ ঘরে ঘরে ✊

16/07/2024

লড়াই করো।
না পারলে লেখ।
লিখতে না পারলে সঙ্গ দাও।
সঙ্গ দিতে না পারলে, যারা লড়ছে; তাদের মনোবল বাড়াও।

যদি তাও না পারো—
যে লড়ছে, তার মনোবল কমিয়ো না।
কারন, সে তোমার ভাগের জন্য লড়াই করছে।

∎ ক্ষুদিরাম বসু

08/07/2024

বিসিএস সুপারিশ প্রাপ্ত এক বন্ধু ও সরকারি প্রতিষ্ঠানের এক ড্রাইভারসহ আমরা তিন বন্ধু বিসিএস সুপারিশ প্রাপ্ত বন্ধুর পাত্রীর খোঁজে একটা মেয়েকে দেখতে গিয়েছিলাম। প্রায় সব কথাবার্তা হলো, মেয়ে পছন্দ হলো। শেষ পর্যায়ে মেয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করল।
আচ্ছা ছেলে কি করে..?
তখন আমি পাশ থেকে একটু ভাব নিয়ে উত্তর দিলাম , ছেলে বিসিএস ক্যাডার ।
আমার কথা শুনেই মেয়ে বলল ওওও...

এরপর মেয়ে আবার প্রশ্ন করল আপনারা দুইজন কে কি করেন?
তখন আমি বললাম, পাশে বসে আছে এই বন্ধু সরকারি প্রতিষ্ঠানের ড্রাইভার আর আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি।
আমার কথা শেষ না হতেই মেয়েটা লাফ দিয়ে উঠে বলল, আমি ড্রাইভারকেই বিয়ে করবো।
দেশে ড্রাইভার এর চাহিদা অনেক ভালো। ড্রাইভাররা সমুদ্র সৈকতে থ্রি স্টার, ফাইভ স্টার হোটেল তৈরি করতে পারে।
এই ড্রাইভারকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না, করবো না, করবো না।
এরপর বাকিটা ইতিহাস...... ।

বতর্মান  ফুলছড়ি সরকারি কলেজের অবস্থা।।
04/07/2024

বতর্মান ফুলছড়ি সরকারি কলেজের অবস্থা।।

যমুনা/ব্রহ্মপুত্র  নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে।গাইবান্ধার উপজেলার সাঘাটায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত,অন্তত ২০ হাজার...
03/07/2024

যমুনা/ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে।গাইবান্ধার উপজেলার সাঘাটায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত,অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি।

)Collected)

অচল বালাশী ফেরিঘাট টার্মিনালে মা ও শিশু হাসপাতাল অথবা চর গবেষণা কেন্দ্র চালু করা হোককোন ধরণের সম্ভাব্যতা যাচাই না করে ১৪...
29/06/2024

অচল বালাশী ফেরিঘাট টার্মিনালে মা ও শিশু হাসপাতাল অথবা চর গবেষণা কেন্দ্র চালু করা হোক

কোন ধরণের সম্ভাব্যতা যাচাই না করে ১৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত গাইবান্ধার বালাশী ও জামালপুরের বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল অকার্যকর হয়ে পড়ে আছে। যমুনা-ব্রহ্মপুত্রে নাব্য সঙ্কটের কারনে ফেরি বা জাহাজ চলাচল করতে না পারায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল দু'টি এখন পুরোপুরি অচল।

গাইবান্ধার বালাশী ফেরিঘাট টার্মিনালে যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে তা এভাবে ফেলে রাখা হলে একসময় অযত্ন অবহেলায় সব নষ্ট হয়ে যাবে। এই জায়গা ও অবকাঠামো ব্যবহার করে এখানে যদি মা ও শিশু হাসপাতাল গড়ে তোলা হয়- তাহলে গাইবান্ধার পাশাপাশি কুড়িগ্রাম ও জামালপুরের দূর্গম চরাঞ্চলের লাখ লাখ মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।

কেননা গাইবান্ধা জেলায় মা ও শিশুদের জন্য বিশেষায়িত কোন হাসপাতাল নেই। পাশাপাশি কোন কোন চরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও বেশীর ভাগ চর-দ্বীপচরের গতরখাটা মানুষগুলোর চিকিৎসার জন্য তেমন কোন ব্যবস্থা নেই।

বর্ষায় ভরা নদী আর গ্রীষ্মে পায়ে হেটে নদী পাড়ি দিয়ে উপজেলা কিংবা জেলা শহরে যেতে হয় চিকিৎসার জন্য। সরকারের কোটি কোটি টাকা অপচয়ের চেয়ে জনস্বার্থের বিষয়টি ভাবনায় রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ হাসান রিপন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কোন কারনে মা ও শিশু হাসপাতাল করা সম্ভব না হলে গাইবান্ধার ১৬৫টি চর-দ্বীপচরসহ কুড়িগ্রাম, বগুড়া এবং জামালপুর জেলার চরাঞ্চল, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, কৃষি ও কৃষকের উন্নয়নে চর গবেষণা কেন্দ্র/চর উন্নয়ন বোর্ড বা চর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে তার কার্যালয় হিসেবে ফেরিঘাট টার্মিনালটি ব্যবহার করা হোক।
Collected হেদায়েতুল ইসলাম বাবু

সড়ক দুর্ঘটনায় অরিন এন্টারপ্রাইজের হেলপার নিহত!আজ (২৬.০৫.২৪) সকালে ঢাকাগামী যাত্রীবাহী অরিন এন্টারপ্রাইজ  পলাশবাড়ীর বেতকা...
26/05/2024

সড়ক দুর্ঘটনায় অরিন এন্টারপ্রাইজের হেলপার নিহত!

আজ (২৬.০৫.২৪) সকালে ঢাকাগামী যাত্রীবাহী অরিন এন্টারপ্রাইজ পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রীজ সংলগ্ন মাঝিপাড়া বড়দীঘি পাড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পড়ে গেলে ঐ গাড়ীর হেলপাড় সুমন ঘটনা স্থলে মারা যান ৷
এ ছাড়াও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

(Collected)

♥️ ঐতিহাসিক বাহাদুরাবাদ রেলওয়ে স্টিমার ঘাট। যতদিন রেল চলছে বাহাদুরাবাদ ঘাট  _ততদিন এত জমজমাট ঘাট আর কোথাও ছিল কিনা সন্দে...
19/05/2024

♥️ ঐতিহাসিক বাহাদুরাবাদ রেলওয়ে স্টিমার ঘাট।

যতদিন রেল চলছে বাহাদুরাবাদ ঘাট _ততদিন এত জমজমাট ঘাট আর কোথাও ছিল কিনা সন্দেহ। গাইবান্ধার প্রান্তে যেমন ঘাটের স্থান পরিবর্তন হয়েছিল বেশ কয়েকবার নদীর নাব্যতার কারণে সেদিক থেকে বাহাদুরাবাদ ঘাটে এ সমস্যা ছিল না। নাব্যতার সংকট দেখা দিলে হয়তো পন্টূন সরানো হতো। কিন্তু রেললাইন এর কোন পরিবর্তন ছিলনা। অপরপ্রান্তে ভরতখালি কিংবা কঞ্চিপাড়া রেলওয়ে স্টেশন আজ হারিয়ে গেলেও পূর্বাঞ্চলের দেওয়ানগঞ্জ যাকে উত্তরের প্রবেশ দুয়ার বলা হয় সেই স্টেশন এখনও জমজমাট।

বাহাদুরাবাদ রেলওয়ে স্টিমার ঘাট রেল লাইনের দুইপাশ দিয়ে ছিল অসংখ্য দোকানপাট। ভাতের হোটেল থেকে শুরু করে, ফলমূলের দোকান, কনফেকশনারী, কি ছিলনা বাহাদুরাবাদ ঘাটে। তখনকার ভাতের হোটেলগুলি বেশ সমাদৃত ছিল। ফেরীর যাত্রীরা ফেরীর ভিতরে খাওয়ার চেয়ে বাহাদুরাবাদে দুপুরের খাবার খেয়ে নেয়াতে স্বাচ্ছন্দ বোধ করতো বেশীরভাগ।

আন্তঃনগর ট্রেনের মধ্যে তিস্তা আর একতার ফেরী সংযোগ ছিল অর্থাৎ, ঢাকা থেকে সরাসরি গাইবান্ধা/লালমনিরহাট/রংপুর/ দিনাজপুর এর টিকেট দিতো একতা/ তিস্তা এর। ট্রেন বাহাদুরাবাদ পর্যন্ত যেত। সেখান থেকে ফেরীতে উঠে অপরপ্রান্তে বালাশি/ফুলছড়ি নেমে সেখানে আবার তিস্তা/একতা তে উঠতে হত। যদি কারো টিকেট প্রথম শ্রেণিতে কাটা থাকতো তাহলে ফেরীতেও তিনি প্রথম শ্রেণিতে যাতায়াত করতে পারতেন। ট্রেনের প্রথম শ্রেণি তখন শীতাতপ নিয়ন্ত্রিত না থাকলেও ফেরীর প্রথম শ্রেণী শীতাতপ নিয়ন্ত্রিত ছিল।

১৯৯৮ এ যমুনা বঙ্গবন্ধু সেতু চালু হলে কালক্রমে এই রূটের চাহিদা কমতে শুরু করে। উত্তরাঞ্চলের মানুষ ট্রেন-ফেরী-ট্রেন এভাবে গন্তব্যে যাওয়ার চেয়ে সরাসরি গন্তব্যে যাওয়া স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করলো_এজন্য বাসের চাহিদা বাড়তে থাকে। পরবর্তীতে ২০০৩ এ সেতুর উপর দিয়ে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু করলে কালপরিক্রমায় প্যাসেঞ্জার ফেরী সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায় একসময়। আন্তঃনগর ট্রেন দুটি যারা ফেরী কানেকটিং ছিল_তাদের মধ্যে সুন্দর একটি ডিস্ট্রিবিউশন হয়। তিস্তা নামটা থেকে যায় পূর্বাঞ্চলের জন্য যেটা এখন ৭০৭/৭০৮ নামেই চলছে। পশ্চিমপাড়ের তিস্তা এক্সপ্রেস প্রথমাবস্থায় তিস্তা নামে বেশ কিছুদিন চললেও পরে ৭৬৭/৭৬৮ দোলনচাপা নামে আত্মপ্রকাশ ঘটায়। একতা এক্সপ্রেস নামটা পশ্চিমের জন্য থেকে যায় , এদিকে পূর্বাঞ্চলের একতা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩/৭৪৪) নামে আত্মপ্রকাশ ঘটায়। ঐতিহাসিক উত্তরবঙ্গ মেইল বা ৭ আপ/৮ ডাউন এখনো পশ্চিমাঞ্চলে চলছে এই নামেই_রুট চেঞ্জ হয়ে পঞ্চগড় টু সান্তাহার চলছে। এই পাড়ের (ঢাকা-বাহাদুরাবাদ) ৭ আপ/৮ ডাউন হল এখন কার ভাওয়াল এক্সপ্রেস। আরেকটি ট্রেন ছিল ময়মনসিংহ থেকে বাহাদুরাবাদ চলতো যেটার নামছিল দেওয়ানগঞ্জ এক্সপ্রেস যেটা এখন দেওয়ানগঞ্জ কমিউটার নামে রুট চেঞ্জ করে চলছে ঢাকা অবধি।

(Collected)

রেলের লোকসান ঠেকাতে ৪মে থেকে বাড়ছে ভাড়া।তবে রেলওয়ে-সাধারণ মানুষ নাকি অন্য কেউ লাভবান হয় তা সময়ই বলে দিবে।
23/04/2024

রেলের লোকসান ঠেকাতে ৪মে থেকে বাড়ছে ভাড়া।
তবে রেলওয়ে-সাধারণ মানুষ নাকি অন্য কেউ লাভবান হয় তা সময়ই বলে দিবে।

গাইবান্ধা জেলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৪২°Cগাছ লাগাই, নিজে বাঁচি এবং পরিবেশকে বাঁচাই।
21/04/2024

গাইবান্ধা জেলায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৪২°C
গাছ লাগাই, নিজে বাঁচি এবং পরিবেশকে বাঁচাই।

আজ (০৭.০৪.২৪) বিকাল ৩ টার ট্রিপে গাইবান্ধা হইতে ঢাকা মুখি অরিন ট্রাভেলস এর রেজিষ্ট্রেশন ১৪-৭১৮৯ বাসটি ফাসিতলা নামক যায়গা...
07/04/2024

আজ (০৭.০৪.২৪) বিকাল ৩ টার ট্রিপে গাইবান্ধা হইতে ঢাকা মুখি অরিন ট্রাভেলস এর রেজিষ্ট্রেশন ১৪-৭১৮৯ বাসটি ফাসিতলা নামক যায়গায় এক্সিডেন্ট এর সম্মুক্ষিন হয়।
গাড়িটি রেলিং এর উপর উঠে যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দ্রুত গতি নয়, নিরাপদ ভ্রমনই হোক আমাদের মুল লক্ষ।
ছবি:কালেক্টেড

05/04/2024

#অরিন_ট্রাভেলস_কতৃপক্ষের_দৃষ্টি_আকর্ষণ_করছি।
আমি দীর্ঘ ৫ বছর যাবত অরিন ট্রাভেলস এর একজন নিয়মিত যাত্রী।
আজ (০৫.০৪.২৪) সন্ধা ৭ টায় (গাবতলি) কাউন্টারে টিকেট কাটতে গেলে তারা নন্-এসি ১ সিট ৯০০ টাকা করে নিচ্ছে। কারন জানতে চাইলে তারা বলে যে ঈদ উপলক্ষে আমরা ২০০ টাকা বেশি নিবোই, যেন মামার বাড়ির আবদার।
এমনকি একজন যাত্রী ৯০০ টাকা দিয়ে টিকেট নেয় এবং উনি ৫০ টাকা ফেরত চাইলে তার কাছে থেকে টিকেট ফেরত নিয়ে নেয়।
বাধ্য হয়ে তাদের আচরণ দেখে গেলাম #রিমি_ট্রাভেলস কাউন্টারে। তাদের কাছে টিকেট মূল্য জানতে চাইলে তারা বিনয়ের সূরে বলে ৭৭০ টাকা এবং ঈদ বকশিস ৩০টাকা মোট ৮০০ টাকা।
তবে যদি আপনি বাকি ৩০ টাকা নাও দেন তবুও কোনো আপসোস নেই ৭৭০ টাকাই দিয়েন। মুগ্ধ হয়ে ৮০০ টাকা দিয়েই টিকেট কনফার্ম করলাম।

এখন প্রশ্ন হচ্ছে #রিমি_ট্রাভেলস যদি কয়েকদিন হইলো রোডে নেমে তাদের গন্ডিতে তারা আবদ্ধ থাকতে পারে, আর অপরদিকে #অরিন_ট্রাভেলস প্রবীন সনামধন্য একটি বাস অপারেটর হয়ে তারা কি এতো ফকির হয়ে গেল যে ১ টিকেটে ২০০ টাকা বেশি রাখা লাগে????

এই যদি হয় অবস্থা তাহলে #অরিন_ট্রাভেলস তার সুনামের জায়গা থেকে অনেক দূরে পিছিয়ে যাবে ইনশাআল্লাহ।
( অরিন ট্রেভেলসের একজন যাত্রীর প্রোফাইল থেকে নেওয়া)

এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন...?
01/04/2024

এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন...?

Address

Pulbondi, Gaibandha
Dhaka
GAIBANDA

Alerts

Be the first to know and let us send you an email when GB Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GB Platform:

Videos

Share