14/12/2024
একজন অগোছালো পড়ুয়ার বুক সেলফ!!
স্বপ্নের বই গুলো কাছে পাওয়ার সুযোগ করে দেবার জন্য আমরা কাজ করবো। বইয়ের জাহাজ (sail to books)
West Rampura
Dhaka
1219
Be the first to know and let us send you an email when বইয়ের জাহাজ -Boiyer Jahaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to বইয়ের জাহাজ -Boiyer Jahaj:
বাংলাদেশে বসে বিদেশ থেকে বই আনার প্রক্রিয়াটি এখনো খুবই জটিল এবং বেশ ব্যয়সাপেক্ষ, যদি যথাযথ সুযোগসুবিধা আপনার হাতে না থাকে। এই নিয়ে অনেকের মুখেই নানামাত্রিক হতাশার কথা শুনে শুনে এবং নিজেদের বই আনতে গিয়ে নানান ঘাটে ঘাটে ধরনা দিতে দিতে, এক সময় দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক জন তরুণ, সিদ্ধান্ত নেন এমন একটি সহজ, কম খরচের প্রক্রিয়া শুরু করার, যেখানে খুব কম খরচে, নিজেদের মতন করে নতুন, পুরাতন, যে কোন বিষয়ভিত্তিক বই, চাইলেই দেশে আনা যাবে। নানান প্রতিকুলতা পেরিয়ে, বইয়ের জাহাজ এখন দেশে অবস্থানরত বই পিপাসু অনেকের কাছেই, খুবই প্রিয় এক নাম। ইংলিশ, ফ্রেঞ্চ জার্মান, ইতালিয়ান, স্প্যনিশ, আরবিক এমন নানান ভাষার খুবই দুর্লভ বই থেকে শুরু করে, নানান বিষয়ের, একেবারে হাল আমলের বেস্ট সেলার বই সমুহ, অত্যন্ত কম খরচে দেশে আনছে বইয়ের জাহাজ। গত প্রায় তিন বছর ধরে চলছে তাদের এই কর্মযোগ্য । এই তিন বছরে তাদের হাত ধরে , প্রায় ৭০০০-৮০০০ এরও অধিক বই, তারা দেশে আনতে পেরেছে। অংশ নিয়েছে বুয়েট আয়োজিত বিজয়-১৭ বইমেলাতে। এবং খুবই সমাদৃত হয়েছে আমাদের নানামুখী পাঠকের কাছে।
সেই সব বই ছড়িয়ে ছিটিয়ে গেছে দেশের একেবারে প্রান্তিক এলাকায়, নানান বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে, কিংবা খুব ঋদ্ধ কিছু পাঠকের হাতে। নানান বিষয়ে গবেষনারত, কিংবা অনুবাদের জন্য যেসব বই অনেক দিন থেকেই হাতের কাছে চাচ্ছিলেন অনেকে, তাদের কাছে সহজলভ্য মাধ্যম এই বইয়ের জাহাজ।
বাস্তবিক মুল্যজগতে, বইকে বস্তুগতভাবে ভেবে নিলেও, বইই একমাত্র জ্ঞানের মাধ্যম, আমাদের স্বপ্ন, চিন্তা জগতকে যা আলোড়িত করে রাখে। বিশ্বের সাথে তাল মিলিয়ে, জ্ঞান বিজ্ঞান প্রসারের এই যুগে, নেট ঘেটে নানান বিষয়ের একেবারে হাল আমলের নানামুখী বইয়ের সমাহার এতোদিন আমরা শুধু দেখেই যেতাম। জাহাজীদের উদ্দেশ্য ছিলো, প্রায় অলাভজনক ভাবে আমাদের এই আফসুস নির্মূল করার। সেই একই সময়ে, বইয়ের জাহাজ তাদের সকল গ্রাহকদেরকেই নিজেদের বলে ভেবে এসেছে। সকলেই সেখানে জাহাজী হয়ে, নিজেদের মতন করে খোঁজে দিয়েছেন তাদের বইয়ের প্রাপ্তীস্থান। আপাতত শুধু মাত্র আমাজন ইউকে এবং ইবে বা সমধর্মী কয়েকটা সাইট থেকে বই আনলেও কিছুদিনের মাঝে তারা আমেরিকা সহ অন্যান্য যত ভাবে বই আনা যায়, তা নিয়েও কাজ করার চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করছে, দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসীর কাছে আমাদের মায়ের ভাষার বইগুলো কিভাবে কম খরচে পৌঁছানো যায় তা নিয়েও। অনলাইনে বই কেনাকে আরো সহজলভ্য সাবলীল করার জন্য ইতিমধ্যই তাদের নিজস্ব অয়েব www.boiyerjahaj.com চালু হয়েছে(আন্ডারকন্সট্রাকশন) । এছাড়াও ফেইসবুকের www.facebook.com/boiyerjahaj এই ঠিকানায় তাদেরকে ফলো করছেন প্রায় লাখ খানেক ফেসবুকার। এবং আপাতত এই পেইজেই বইয়ের জন্য অনুরোধ করছেন সকলে। এ ছাড়াও ২৮৬ অয়াবদা লিঙ্ক রোড, অয়েস্ট রামপুরা -১২১৯ এ রয়েছে তাদের বইয়ের লাইব্রেরী এবং প্রি অর্ডারে আনা বইয়ের কালেকশন পয়েন্ট।