সময় কিনবো || লেখা: শিবু রায় || পাঠ: আফতাব মার্কিন
সময় কিনবো
লেখা: শিবু রায়
পাঠ: আফতাব মার্কিন
#kobieta
আমাকে ভালো রাখতে, এটা আমার সময়। মিউজিক এর বারোটাতো বাজবেই
আমাকে ভালো রাখতে, এটা আমার সময়।
মিউজিক এর বারোটা-তো বাজবেই
🎙 #MarkinStudio 🔉Aftab Markin
১৩৬ প্রজাতির বর্ণিল ফুলের ঘ্রাণে সুবাসিত হতে পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে চলে আসুন...
চট্টগ্রাম ফৌজদারহাট ডিসি পার্কে ৪জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী "চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫"।
১৩৬ প্রজাতির বর্ণিল ফুলের ঘ্রাণে সুবাসিত হতে পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে চলে আসুন চট্টগ্রাম ডিসি পার্কে। ❤️
প্রস্তুতি সম্পূর্ণ। এবারের উৎসবে রয়েছে ভিন্ন কিছু আয়োজন যা আপনাদেরকে মনমুগ্ধ করে তুলবে।
চন্দ্রনাথ পাহাড় চূড়ায় বাঁশরী , সীতাকুণ্ড
কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত-র কবিতা ছন্নছাড়া ।। আবৃত্তি: আফতাব মার্কিন
প্রাণ আছে, প্রাণ আছে– শুধু প্রাণই আশ্চর্য সম্পদ
এক ক্ষয়হীন আশা
এক মৃত্যুহীন মর্যাদা ।
...................................
কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত-র কবিতা
ছন্নছাড়া
আবৃত্তি: আফতাব মার্কিন
দৃশ্য থেকে দৃশ্যান্তর – শামসুর রাহমান দৃশ্য থেকে দৃশ্যান্তর আবৃত্তি: আফতাব মার্কিন
#২০২৪_এর_শেষ_আবৃত্তি || 2024to2025
হঠাৎ এক
কর্কশ আওয়াজ আমাকে কামড়ে ধরছে
বারবার। এদিক-সেদিক তাকাতেই দূরের
এক গাছের ডালে অসামান্য এক পাখিকে
দেখি, যার কণ্ঠস্বর কখনও কর্কশ আর কখনও
মধুর সুর ছড়িয়ে দিচ্ছে অচেনা, নির্জন
বুনো জায়গায়। আমার যাত্রা থামে না।
................................
দৃশ্য থেকে দৃশ্যান্তর
– শামসুর রাহমান
দৃশ্য থেকে দৃশ্যান্তর
আবৃত্তি: আফতাব মার্কিন Aftab Markin
কবি সুবোধ ঘোষ এর কবিতা ।। কবিতা আবৃত্তি: আফতাব মার্কিন
আমার কোন ক্ষমতা নেই।
আমি হলাম মাটি।
তোমার পা যদি কখনো এই মাটিতে পড়ে ভেবো আমার কথা।
কবি সুবোধ ঘোষ এর কবিতা
কবিতা আবৃত্তি: আফতাব মার্কিন
উৎসর্গ -হেলাল হাফিজ
কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অ-সুখে,
নষ্ট সময় এলে উঠানে দাঁড়িয়ে বলে,–
পথিক এ পথে নয়
‘ভালোবাসা এই পথে গেছে’।
…........…..……....................
কবিতা: উৎসর্গ
লেখা-হেলাল হাফিজ
পাঠ: আফতাব মার্কিন
Aftab Markin @topfans
#kobitapoem #literature #recitation
edible oil refining and packaging #TkGroup
কষ্টের ফেরিওয়ালা, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের বিদায় বেলায়
কষ্টের ফেরিওয়ালা, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের বিদায় বেলায়;
গভীর শ্রদ্ধায় বিদায়ী উচ্চারণে।
কবিতা: ফেরিওয়ালা
পাঠ: আফতাব মার্কিন
কবিতা: বেণীমাধব। লেখা: বরুণ হালদার । আবৃত্তি: আফতাব মার্কিন । রেকর্ড: মার্কিন স্টুডিও
কালকে রাতে হঠাৎ করে,
মোহন বাঁশি উঠল বেজে আমার কানে কানে।
সারা রাত চোখের পাতা এক করিনি,
ভোর রাতে চুপি চুপি ট্রেন ধরলাম,
কেউ যেন না জানে।
....................................................
কবিতা: বেণীমাধব।
লেখা: বরুণ হালদার ।
কণ্ঠে: আফতাব মার্কিন ।
রেকর্ড: মার্কিন স্টুডিও
..............................
related
মালতীবালা বালিকা বিদ্যালয় – জয় গোস্বামী
চা-পানের ইতিবৃত্ত – আখতারুজ্জামান আজাদ ।। কবিতা আবৃত্তি: আফতাব মার্কিন
প্রিয় দেশবাসী,
আমি বিশ্বাস করি —
হাজার বছরের হাজার আয়োজন শেষে,
বহু দূর হতে দ্ব্যর্থক হাসি হেসে,
চায়ের চুলোর ধোঁয়ায় ভেসে ভেসে,
একদিন সাবালিকা এসে দাঁড়াবে টিএসসির এই টি স্টলে!
এবং বলবে —
“শত বরষের শতেক স্বপন চায়ের কাপে মাখাও;
স্বপ্ন এবার সত্যি তোমার, চা খাও কবি, চা খাও!”
কবিতা: চা-পানের ইতিবৃত্ত
কবি: আখতারুজ্জামান আজাদ
কবিতা আবৃত্তি: আফতাব মার্কিন
Recording: Markin Studio