Life of Tanver

Life of Tanver Travel with Tanver Islam Rezvy Business queries- [email protected] Hi everyone! I am Tanver Islam Rezvy.
(1)

I am a travel vloggerer. I explore the world and make video content for youtube. For business collaboration contact this mail - [email protected]

31/12/2024

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ✨
প্রতিটি মন ভরে উঠুক ভালোবাসা দিয়ে, প্রতিটি হৃদয় শাষিত হোক ভালোবাসা দিয়ে।
সেই সাথে সেলিব্রেশনের এর নামে আতশবাজি ফুটিয়ে নতুন বছরে প্রাণী হত্যায় মেতে উঠবেন না!

19/12/2024

নতুন-পুরাতন বছর নিয়ে দু-চারটি কথা!

15/12/2024

বন্ধু ইমরান নাজির ইমন ৭০০k ফলোয়ার এর পেইজ হারায় যাবার পর প্রথম ফোন কল টা পাই। একজন কন্টেন্ট ক্রিয়েটর এর কাছে তার ধৈর্য, পরিশ্রমের ফল হচ্ছে তার পেইজ। বন্ধু নতুন করে আবার পেইজ খুললো।
keep Support him again guys

24/11/2024

জন্মদিন নিয়ে দু চার লাইন কথা!

12/10/2024

যদিও আমি abroad studies রিলেটেড ভিডীও বানাই না। তার পরেও অসংখ্য রিকিউয়েস্ট আপনাদের তা নিয়েই থাকে। সেক্ষেত্রে আবার একটা FB Live করলে কেমন হবে?

মাদ্রিদ এর তৃতীয় দিন বিকাল ৪/৫ টার সময় রয়েল প্যালেস এর ফুটেজ নিচ্ছিলাম ঘুরে ঘুরে! কাঁধে আমার ব্যাকপ্যাক ৬/৭ কেজি ওজন এ...
23/09/2024

মাদ্রিদ এর তৃতীয় দিন বিকাল ৪/৫ টার সময় রয়েল প্যালেস এর ফুটেজ নিচ্ছিলাম ঘুরে ঘুরে! কাঁধে আমার ব্যাকপ্যাক ৬/৭ কেজি ওজন এর। এক প্রকার টায়ার্ড হয়ে চার্চ এর সামনে বসি কিছুক্ষণ!

সামনেই দুই কাপল কে দেখতেছি প্রায় মিনিট বিশেক ধরে ব্যর্থ চেষ্টা করছিল একটা সুইট মেমোরিস ফ্রেমবন্দি করার জন্য।
কিন্তু কোন ভাবেই ভালো এঙ্গেলে ভিউ পাচ্ছিল না। আমি বসে বসে তাদের কার্যকলাপ দেখতেছি, একটু হাসিও পাচ্ছিল, আহা কি প্রেম তাদের। মেয়েটা শেষে এক রকম অধৈর্য হয়ে বিরক্ত হইল সেটাও বুঝতেছি!

এদিক সেদিক কাউকে খুঁজছে যাকে বলবে তাদের একখানা সুন্দর কাপল পিক তুলে দেবার জন্য।
খানিক বাদে আমি নিজেই আগায় গিয়ে কাতালান ভাষায় বললাম “হোলা, পুয়েদও আয়োডার্ল”
ছেলে মেয়ের মুখে সে যে কি হাসি!
এর পর দাঁড়ায় দাঁড়ায় তাদের আইফোন ৭ দিয়ে দুইটা তুলে দেয়ার পর আমার নিজেরই মন ভরল না কোয়ালিটি দেখে ছবির।
এর পর বললাম আমার ১৪ প্রো দিয়ে তুলে দেই দাঁড়া।
এরপর দাঁড়ায় দাঁড়ায় তাদের এই রোমান্টিক মুহূর্তের সাক্ষী তো হইলাম সাথে নিজের মোবাইলও সাক্ষী হয়ে রইল!

ছবি তোলার পর কিছুক্ষণ বসে গল্প গুজব করলাম। জানলাম দুইজনই ভ্যালেন্সিয়া শহর থেকে আসছে! তাদের রিলেশনশিপের এনিভার্সিরি উপলক্ষে তাদের এই রিমার্কেবল প্লেসে রিমার্কবেল ফটো তুলতেই আসছে!

মাদ্রিদ থেকে সেদিন রাতেই পোল্যান্ড ব্যাক করি যদিও তবে দ্যাশ বিদ্যাশ ঘুরে একটা জিনিসই উপলব্দি হইল-

“পৃথিবীর সকল প্রেমিকের ক্লান্তির অবসান হল প্রেমিকার উষ্ণ ঠোঁট”

12/09/2024

হোং মাং সাং হয়ে যাবে আপাপাআআআআআআ!

05/09/2024

শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে প্রানের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো। দীর্ঘ ১৭ বছর এর হাসিনা রিজিম এর পতন এর মধ্যে দিয়ে। এই আন্দোলনের সময় দেশে অর্ধেকটা সময় কাটিয়েছিলাম, হারিয়েছি বন্ধু হারিয়েছি ভাই। তাদের এই রক্তের বিনিময়ে আনা নতুন Bangladesh 2.0 এর প্রথম ভিডীও।

Don't forget to like and subscribe for more videos like this!

রিয়েল-টাইম ট্র্যাভেল আপডেট পেতে আমাকে এ ফলো করুন: 📷
Facebook - https://www.facebook.com/tanverislam913
Instagram - tanver_islam_rezvy

এখানে ব্যবহৃত মিউজিক Epidemic Sound থেকে লাইসেন্সপ্রাপ্ত। ৩০-দিন এর ফ্রি ট্রায়েল পেতে এই রেফারেল লিংকটি ব্যবহার করুন: 🎵 https://share.epidemicsound.com/ctebol

Music Use
https://www.youtube.com/watch?v=F9Xzilv9trk
https://www.youtube.com/watch?v=nPtsVpYegxs

22/08/2024

Lets rebuild the nation once again!
Pray for

12/08/2024

খুব গুরুত্বপূর্ণ আপডেট পোল্যান্ড এম্বাসির স্টাডি ভিসার এপ্লইকেন্ট দের জন্য!

05/08/2024

দেশ স্বাধীন!

03/08/2024

গণঅভ্যুথান ২০২৪!

গণঅভ্যুথান ২০২৪!
03/08/2024

গণঅভ্যুথান ২০২৪!

02/08/2024

স্বৈরাচার নিপাত যাক

চব্বিশের আকাশে একাত্তর১৮ জুলাই স্বচক্ষে পেটোয়া বাহিনী(পুলিশ) এর তাণ্ডব দেখলাম সারাদিন। সে কী নরকীয় তাণ্ডব আমার এলাকায়...
01/08/2024

চব্বিশের আকাশে একাত্তর

১৮ জুলাই স্বচক্ষে পেটোয়া বাহিনী(পুলিশ) এর তাণ্ডব দেখলাম সারাদিন। সে কী নরকীয় তাণ্ডব আমার এলাকায় (রামপুরা) চালিয়েছে!
প্রথম দিনেই ৪ জনের লাশ ফেলে দিল। এলাকাবাসী রাস্তায় নেমে গেল আর বুক পেতে দিল অস্ত্র এর সামনে। এলাকাবাসী শক্ত হাতে প্রতিহত করে পুলিশলীগ কে হটায় দিল।
বিজিবি (পড়ুন ইন্ডিয়ান বাহিনী) যারা হিন্দিতে কথা বলে, বিজিবি মোতায়েন করার পরেও আজকে যখন এই পোস্ট টা লিখছিল ১৯ জুলাই ২০২৪ এখন অব্দিও পুলিশ rab বিজিবি মিলে রামপুরা এলাকাবাসীর থেকে দখলে নিতে পারে নাই।মানে পুরোপুরি ব্যর্থ! ১৮ তারিখ বিকাল থেকেই আমি সহ পুরো দেশ দুনিয়া থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট নাই,যোগাযোগ ব্যবস্থা বন্ধ!

১৯ তারিখ সকালে এক বেকারির দিনমুজুর ভ্যান নিয়ে বের হল আর বিজিবি তাঁকে কে বুক বরাবর গুলি করে শহিদ করে দিল। শহিদের সেই জায়গায় রক্ত এর দাগ এখনও তাজা!
ঘর থেকে বের হয়ে মেইন রোড আসতে আসতে ৪ জনের লাশ নিয়ে যেতে দেখেছি। অর্থাৎ এক দিনে ৮ জনের লাশ। সবাই জনওসাধারণ! এই মানুষ গুলা একদমই নিরীহ নিরস্ত্র বিশ্বাস করেন! সব শেষ যেটা দেখলাম কিছু আমার বয়সী ছেলে কান্না করতে করতে রাস্তা থেকে ফিরছে, বুঝতে পারলাম তাদের বন্ধু শহীদ হইছে!
এক ছেলের দেখলাম পায়ের পাতাই উড়ে গেছে, রক্তাক্ত অবস্থায় রিক্সায় করে হসপিটালে নিচ্ছে!
এই পোস্ট তা যখন লিখছি তখন আমি ঘরে বসে প্রতি ৫ মিনিটে অন্তর অন্তর শুনতে পাচ্ছি হেলিকপ্টার এ করে সাউন্ড গ্রেনেড,ককটেল,বো**এম মেরেই যাচ্ছে।
*রেফারেন্স লাগলে সমকাল পত্রিকা*
কিছুক্ষণ এর জন্য মনে হচ্ছে আমি গাজা উপত্যকায় অবস্থান করতেছি।
গাজা ইজরায়েল তো তাও নিউজ কভারেজ করতে দেয়। এই স্বৈরাচার সেটাও করতে দেয় নাই! আল্লাহর লানত পড়ুক এই স্বৈরাচার এর উপর!

সব থেকে ভয়ানক ঘটনা ঘটেছে রামপুরা বনশ্রী অম্ব্রেলা বিল্ডিংএ। যারা লিস্টে আছেন বনশ্রীর তারাও এই পোস্টে এসে সাক্ষ দিবে আমি শিউর!
সেখানে এক জারজ পুলিশ বারন্দা থেকে অফডিউটিরত অবস্থায় রাস্তায় এক ৩ বছরের বাচ্চার বাপকে মাথায় শ্যুট করে মেরে ফেলে পালায়ে যায়। প্রতক্ষ দর্শীরা সবাই সেই বাড়ি ভাংচুর করে বাসা বাসা তল্লাশি করে কিন্তু ততক্ষণে সেই জারজ পুলিশ পালিয়ে যায় কিন্তু তার ওয়াইফ আর বাচ্চাকে আটকে রাখে। জারজপুলিশ কে না পেয়ে সবাই তার বাসা থেকে ছবি তুলে নিয়ে যায়। তাঁকে বাংলাদেশের যেখানেই পাওয়া হবে জ্যান্ত পুঁতে ফেলবে এটা মোটামুটি নিশ্চিত!

এমন ভয়ানক ঘটনা আমি বোধ হয় পৃথিবীতে বেঁচে থাকাকালীন আর ২য় একটা শুনতে চাই না। এটা একটা দু:স্বপ্ন হোক সেটা ভাবতে চাই কিন্তু না সম্ভব না।

প্রতিটা ঘটনা স্বচক্ষে যখন দেখলাম তখন থেকে আমি মানসিক ভাবে ট্রমার মধ্যে আছি।কিছুক্ষণ পর পর মূঋছা যাচ্ছি!

দেশে আসছিলাম খুব ভালো কিছু সময় উপভোগ করব বলে কিন্তু ফিরতে হচ্ছে এক সাগর সমান হতাশা, মেন্টাল ট্রমা নিয়ে।
ফেরার বেলায় নিজেকে কাপুরুষ এর মতোই মনে হচ্ছে।
কখনো মনে হচ্ছে কেন দেশে আসলাম?
কখনো মনে হচ্ছে কেন চলে যাচ্ছি?
না আসলেই বরং ভালো হতো এই নির্মমতার সাক্ষী হতাম না এটলিস্ট,

পথে/ঘাটে/বাসায় আমার দেশের নিরীহ মানুষ মরছে আর আমি দেশ থেকে চলে যাচ্ছি। এই গ্লানি আমাকে হাজার বছর পোড়াবে!

মানসিক ভাবে সুস্থ হতে সময় লাগবে হয়তো!
জানি না কবে সুস্থ হবে দেশ। তবে আমি বেঁচে থাকলে আর স্বৈরাচার গুম না করলে নির্ঘাত একটা বই লিখে ফেলতে পারবো!
যেদিন এই দেশে সুবোধ ফিরবে! নতুন করে ইতিহাস লিখা হবে!

ইনকিলাব জিন্দাবাদ!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Life of Tanver posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category