Somrat Babur

Somrat Babur I'm Somrat Babur. I'm graduated in Mathematics. I have been working as a teacher & Social developer.

09/01/2025
02/01/2025
30/12/2024

Aimed at Deer point, sundarban

Sundar tour last year

12/12/2024

Every gal is a flower.
But I find the Rose.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার প্রশ্ন বিজ্ঞান ইউনিট (বিজ্ঞান শাখা) প্রশ্ন -২০২৪Dhaka University Science unit questio...
02/03/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার প্রশ্ন
বিজ্ঞান ইউনিট (বিজ্ঞান শাখা) প্রশ্ন -২০২৪
Dhaka University Science unit question

Life is full of ups and downs. One needs to stay positive in life, no matter what.
27/11/2023

Life is full of ups and downs. One needs to stay positive in life, no matter what.

২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ওবায়দুল হাসান। প্রধানবিচারপতিকে শপথ পড়ান রাষ্ট্রপতি **কে কাকে শপথ বাক্য পাঠ করা...
26/09/2023

২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ওবায়দুল হাসান। প্রধানবিচারপতিকে শপথ পড়ান রাষ্ট্রপতি
**কে কাকে শপথ বাক্য পাঠ করান এ নিয়ে কিছু তথ্য**
১. রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?
উঃ স্পিকার
২. স্পিকার কে কে শপথ বাক্য পাঠ করান?
উঃ রাষ্ট্রপতি।
৩. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ- মন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উঃ রাষ্ট্রপতি।
৪. সংসদ সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান?
উঃ স্পিকার।
৫. প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান?
উঃ রাষ্ট্রপতি।
৬.সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান?
উঃ প্রধান বিচারপতি।
৭. জেলা পরিষদের চেয়ারম্যানদের কে শপথ বাক্য পাঠ করান?
উঃ প্রধানমন্ত্রী।
৮. সিটি করপোরেশনের মেয়রদের কে শপথ বাক্য পাঠ করান?
উঃ প্রধানমন্ত্রী।
৯. সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের কে শপথ বাক্য পাঠ করান?
উঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
১০. জেলা পরিষদের সদস্যদেরকে কে শপথ বাক্য পাঠ করান?
উঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
১১. জেলা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
১২.উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?
উঃ বিভাগীয় কমিশনার।
১৩.পৌরসভার মেয়র পৌরসভার কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান কে?
উঃ বিভাগীয় কমিশনার
১৪.ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কে?
উঃ জেলা প্রশাসক (ডিসি)
১৫.ইউনিয়ন পরিষদের মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কে?
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)

****রাষ্ট্রপতি যাদেরকে শপথ বাক্য পাঠ করান,
১.প্রধানমন্ত্রীকে
২.মন্ত্রীদেরকে
৩.উপমন্ত্রীদেরকে
৪.প্রতিমন্ত্রীদেরকে
৫.স্পিকার ও ডেপুটি স্পিকারকে
৬.প্রধান বিচারপতি কে।

****প্রধানমন্ত্রী যাদের কে শপথ বাক্য পাঠ করান,
১. সিটি করপোরেশনের মেয়রদেরকে ২.জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে

****স্পিকার যাদেরকে শপথ বাক্য পাঠ করান,
১. রাষ্ট্রপতিকে
২.সকল সংসদ সদস্যকে।

****প্রধান বিচারপতির যাদেরকে শপথ বাক্য পাঠ করান,
১.সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের
২. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার কে
৩. সরকারি কর্ম কমিশনের সদস্যদেরকে
৪.হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণকে

চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব! "ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছ...
07/09/2023

চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব!

"ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??
চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।

ম্যাজিস্ট্রেট: তার মানে??
চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো,"*আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে*।"
ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: তারপর??
চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- *এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে*। সাথে সাথে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!!
চোর: ঘরে ঢুকেই শুনলাম- *ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে*। বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- *এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল*।
কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- *আজি দখিন দুয়ার খোলা*।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!
ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন??
চোর: *এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও*।

ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে??
চোর: *ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে*??"

(সংগৃহিত)

05/08/2023

৪:২৫ এর দ্বিগুণানুপাত কত? [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ) নিয়োগ-২০১৮)]

#গণিত
#চাকরির

Primary circular
30/06/2023

Primary circular

Last Eid-al-fitr
30/06/2023

Last Eid-al-fitr

Address


Alerts

Be the first to know and let us send you an email when Somrat Babur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somrat Babur:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share