With Hasan

With Hasan It's a show which presents our young's Thought about socio-culture of this country as well as the Earth.
(12)

কার্ডে যদিও তথ্যসূত্র নেই, তবে কথা সত্য।
28/05/2024

কার্ডে যদিও তথ্যসূত্র নেই, তবে কথা সত্য।

১ম পে স্কেল ১৯৭৩ সালে ২য় পে স্কেল ১৯৭৭ সালে (৪ বছর পর)৩য় পে স্কেল ১৯৮৫ সালে (৮ বছর পর)৪র্থ পে স্কেল ১৯৯১ সালে (৬ বছর পর)...
26/05/2024

১ম পে স্কেল ১৯৭৩ সালে
২য় পে স্কেল ১৯৭৭ সালে (৪ বছর পর)
৩য় পে স্কেল ১৯৮৫ সালে (৮ বছর পর)
৪র্থ পে স্কেল ১৯৯১ সালে (৬ বছর পর)
৫ম পে স্কেল ১৯৯৭ সালে ( ৬ বছর পর)
৬ষ্ঠ পে স্কেল ২০০৫ সালে (৮ বছর পর)
৭ম পে স্কেল ২০০৯ সালে ( ৪ বছর পর)
৮ম পে স্কেল ২০১৫ সালে (৬ বছর পর)
৯ম পে স্কেল (????) সালে ( ৯ বছর শেষ, আর কত বছর লাগবে??

21/05/2024

যত পারুন, ভালো কাজের ইচ্ছা করুন। সামর্থ্য থাকুক আর না থাকুক, আল্লাহর ওপর ভরসা করে ইচ্ছা করে ফেলুন। ইচ্ছা তথা নিয়ত করলেই কাজটি করার ছাওয়াব আপনার আমার আমলনামায় লেখা হয়ে যাবে।

কোন কোন ভালো কাজের ইচ্ছা করবেন?

হজ্জের নিয়ত করবেন
শহীদ হওয়ার নিয়ত করবেন
মসজিদ মাদরাসা হাসপাতাল ইত্যাদি ফিলানথ্রোপিক কাজের ইচ্ছা করবেন।

আল্লাহ তায়ালা আমাদের বেশি বেশি ভালো কাজের নিয়ত করার এবং বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

‎عَنْ أَبِي هُرَيْرَةَ -رضي الله عنه- أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «يَقُولُ اللَّهُ: إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلَا تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا، وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا، فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَةِ ضِعْفٍ». (بخاري ومسلم) حديث صحيح

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহ বলেনঃ আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে, তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ [১]। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ”। [বুখারি ও মুসলিম]

ফুটনোট: [১] এ থেকে প্রমাণ হয় যে, পাপ ত্যাগ করাও নেকি, যদি তা আল্লাহর জন্য হয়।

সহিহ হাদিসে কুদসি, হাদিস নং ১

রকমারির বইকথা অনুষ্ঠানের স্টুডিওতে চোখে পড়লো আমার 'শৈল্পিক মুহাম্মাদ সাঃ' বইটি। রকমারি থেকে আমার বইটা খুব বিক্রি হয়েছে -...
16/05/2024

রকমারির বইকথা অনুষ্ঠানের স্টুডিওতে চোখে পড়লো আমার 'শৈল্পিক মুহাম্মাদ সাঃ' বইটি।

রকমারি থেকে আমার বইটা খুব বিক্রি হয়েছে - এমন নয়। তবুও তাদের স্টুডিওর জন্য শৈল্পিক মুহাম্মাদ সাঃ কে পছন্দ করা আমাকে অনুপ্রাণিত করেছে।

আগামীকালের ওয়েবিনারে যুক্ত হতে পারেন। বিস্তারিত কমেন্টে
29/04/2024

আগামীকালের ওয়েবিনারে যুক্ত হতে পারেন।

বিস্তারিত কমেন্টে

ব্রাক ও বিকাশ! ফজলে হাসান আবেদের সুযোগ্য কন্যা
29/04/2024

ব্রাক ও বিকাশ!

ফজলে হাসান আবেদের সুযোগ্য কন্যা

"পদ্মা-শরিয়তপুর-চাদপুর-লক্ষীপুর-সোনাপুর-নিজামপুর" ১৮০ কিমি দীর্ঘ ব্রডগেজ রেলপথ নির্মান করা হলে রাজধানী ঢাকার সাথে চট্টগ্...
28/04/2024

"পদ্মা-শরিয়তপুর-চাদপুর-লক্ষীপুর-সোনাপুর-নিজামপুর" ১৮০ কিমি দীর্ঘ ব্রডগেজ রেলপথ নির্মান করা হলে রাজধানী ঢাকার সাথে চট্টগ্রাম এর দুরুত্ব কমপক্ষে ৭৫ কিমি হ্রাস পাবে এবং চট্টগ্রাম- রাজশাহী, চট্টগ্রাম- রংপুর, চট্টগ্রাম-দিনাজপুর, চট্টগ্রাম-শিলিগুড়ি, চট্টগ্রাম-পায়রা বন্দর, চট্টগ্রাম-দর্শনা, চট্টগ্রাম- খুলনা/মোংলা/বেনাপোল, চট্টগ্রাম-যশোহর/কোলকাতা, চট্টগ্রাম-মুম্বাই/দিল্লি/চেন্নাই ৫০% কম দুরুত্বে সরাসরি পন্য ও যাত্রী পরিবহন সহ সহজ রেল যোগাযোগ নিশ্চিত হবে।।

পাশাপাশি বিক্রমপুর, শরিয়তপুর, চাদপুর, লক্ষীপুর, নোয়াখালী সহ নতুন পাঁচটি জিলা সরাসরি ঢাকা-চট্টগ্রাম মুল রেল করিডরে সংযুক্ত হবে।।।।

সুতরাং অপ্রয়োজনীয়/বিলাসবহুল ১ লক্ষ কোটি টাকা ব্যায়ে "ঢাকা-মেঘনা-মুরাদনগর-দেবীদ্বার-বুড়ীচং-কুমিল্লা" বিতর্কিত কর্ড রেল প্রকল্পকে জাদুঘরে পাঠিয়ে উল্লেখিত
"পদ্না-শরীয়তপুর-চাদপুর-লক্ষীপুর-সোনাপুর-নিজামপুর" ১৮০ কিমি ব্রডগেজ ডাবল রেলপথ নির্মান বিষয়ে পরিকল্পনা কমিশন ও সংশ্লিষ্ট সকল কতৃপক্ষের বিশেষ দৃস্টি আকর্ষণ করছি।
Copy from BRHL

তুমি সহযোগী নও, তুমি নিজেই জালিম!১. শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এস...
21/04/2024

তুমি সহযোগী নও, তুমি নিজেই জালিম!

১. শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল,
"শাইখ! আমাকে ক্ষমা করবেন। (আমার কিছুই করার নেই) কারণ, আমি হুকুমের গোলাম।"
তখন ইবনে তাইমিয়া রহ. তাকে বললেন, "আল্লাহর কসম তোমার মত লোকজন না থাকলে ওরা কারও উপর জুলুম করতে পারত না।"

২. একবার হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, "আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব ?"
উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন,
بل أنت من الظلمة أنفسهم، ولكن أعوان الظلمة من يبيع منك الإبرة والخيوط .
"তুমি বরং জালিমদেরই একজন। জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।"

৩. ইমাম আহমদ বিন হাম্বল রহ. বাগদাদের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, "আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে, তা কি সহীহ?"
ইমাম আহমদ রহ. বললেন, "হ্যাঁ।"
জেলার বলল, "আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব?"
ইমাম আহমদ বিন হাম্বল রহ. বললেন, "তুমি বরং জালিমদেরই একজন।
জালিমের সহযোগী গণ্য হবে সে, যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।"

অতএবঃ যারা পরিস্থিতির দোহাই দিয়ে জালিমের সহযোগী হিসেবে কাজ করছেন, কেয়ামতের দিন জালিমের কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দেওয়ার প্রস্তুতি নিন।
(Collected)

আরবি শেখার নতুন ব্যাচে আগ্রহীগণ দ্রুত ভর্তি হয়ে যান।
20/04/2024

আরবি শেখার নতুন ব্যাচে আগ্রহীগণ দ্রুত ভর্তি হয়ে যান।

ঈদ উপলক্ষে বাংলা নাটক না দেখে আজ রাত নয়টায় এই টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলারধর্মী লাইভটি দেখতে পারেন।
12/04/2024

ঈদ উপলক্ষে বাংলা নাটক না দেখে আজ রাত নয়টায় এই টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলারধর্মী লাইভটি দেখতে পারেন।

10/04/2024

সাংস্কৃতিক লড়াইটি বুঝুন। ঈদের আনন্দকে দীর্ঘায়িত করুন।

এবার ঈদের ঠিক দুদিন পরে পহেলা বৈশাখ। নববর্ষের হিসসাদার বাঙালি মুসলমান ৯০% তবে দু:খজনক হলেও সত্য এটা এখন হি*ন্দুত্ব*বাদি রাজনীতির মিশনে পরিনত হয়েছে। এই আলাপে আপাতত যাচ্ছি না।

ঈদ উদযাপন ও ঈদের আনন্দ যদি হয় খুব সামান্য আর অন্যদিকে নববর্ষ পালনের নামে সাংস্কৃতিক আগ্রাসন যদি হয় খুব জাকযমকপূর্ণভাবে তাহলে আল্টিমেটলি আমরাই পরাজিত হবো।

তরুণ প্রজন্মের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নেতৃত্ব যাদের হাতে আছে। যারা সমাজ ও তরুণদের উপরে প্রভাব বিস্তার করতে পারেন ও করেন। তাদেরকে বলছি....

১) সম্ভব হলে চাঁদ রাত অর্থাৎ আজকের রাতে ঈদ মিছিল বের করুন, চা আড্ডা, মাঠে বা সুন্দর পরিবেশে বসে নাশিদ আড্ডা, গল্প আড্ডা আয়োজন করুন।

২) আগামীকাল ঈদগাহে নামাজ পড়েই চলে আসবেন না। সবাইকে নিয়ে কোলাকুলি করুন, মজা করুন, ছবি তুলুন। যতটা সম্ভব ঈদগাহতে অবস্থান করুন।
সবাইকে বলে দিবেন ফেইসবুকে যেনো ঈদগাহে উঠা ছবি পোস্ট করে ভরিয়ে ফেলে।

৩) ঈদের দিন একে অপরের বাসায় যান। দুপুরে,বিকেলে বিভিন্ন খেলার আয়োজন করতে পারেন।
সন্ধার দিকে ছেলেদের একত্রিত করে চা আড্ডা করুন।শালীনতা বজায় রেখে ঘুরতে বের হোন।

৪) পরের দিন যাদের পক্ষে সম্ভব ঈদ ইসলামিক কনসার্ট আয়োজন করুন অথবা তারপরের দিন।
সাংস্কৃতিক কর্মীরা এই বিষয়টা গুরুত্বের সাথে দেখুন। খুব অল্প আয়োজনেই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্ভব। মহল্লায়-মহল্লায় অথবা গ্রামের মূল পয়েন্টে।
সাথে সারাদিন বিভিন্ন খেলাধুলার আয়োজন রাখুন ইত্যাদি।

সবাই যার যার জায়গা থেকে যা যা করনীয় আছে এবং পরিবেশ অনুযায়ী যা যা মাথায় আসে তাই করার চেষ্টা করুন ইনশাআল্লাহ।

বি দ্র: দয়া করে মনমরা কথাবার্তা লিখবেন না।
১) ঈদের আনন্দ আগের মত নেই।
২) বয়স হয়েগেছে এখন আর ঈদ কিসের।
৩) আমার প্লান নামাজ পড়েই ঘুমাবো সারাদিন।
এসব মুরগির রানীক্ষেত মার্কা রোগাক্রান্ত কথাবার্তা ফেইসবুকে লিখবেন না।
আপনি অপ্রাসঙ্গিক হয়েগেছেন ঈদ হয়নি। নিজের রোগটা বুঝুন ও নিরাময়ের চেষ্টা করুন তাহলে ঈদকেও ঝলমলে দেখতে পাবেন।

Md Masud Rana

10/04/2024

عيد سعيد و عيد كريم يا اخي المكرم
تقبل الله منا و منكم صالح الاعمال

অনাবিল আনন্দে কাটুক সারাটি জীবন।

কুরআন নাযিলের মাসে আল কুরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে কুরআন বুঝে অধ্যয়ন করার গুরুত্ব নিয়ে কিছু কথা বলার সুযোগ হলো আজ...
08/04/2024

কুরআন নাযিলের মাসে আল কুরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে কুরআন বুঝে অধ্যয়ন করার গুরুত্ব নিয়ে কিছু কথা বলার সুযোগ হলো আজ।

আজ আল হাইয়াতুল উলইয়ার রেজাল্ট প্রকাশিত হয়েছে।

সামগ্রিকভাবে আজ প্রকাশিত রেজাল্টে যারা ভালো করেছে, যারা মহাগ্রন্থের হিফজ সম্পন্ন করেছে, তাদেরকে সম্মানিত ও সংবর্ধিত করা উচিত। তবেই আরো ভালো হাফেজ ও আলেম সমাজে জন্ম নেবে ইনশাআল্লাহ।

যতপ্রকার অপচয় দুনিয়াতে আছে তারমধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পানির অপচয়। কোথাও পানির ট্যাংকি উপচে পানি পড়ে অপচয় হচ্ছে ...
31/03/2024

যতপ্রকার অপচয় দুনিয়াতে আছে তারমধ্যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পানির অপচয়। কোথাও পানির ট্যাংকি উপচে পানি পড়ে অপচয় হচ্ছে এই দৃশ্য আমাকে ভীষণভাবে কষ্ট দেয়। যেকোন স্থানে পানির ট্যাপ দিয়ে ঝিরিঝিরি পানি পড়ছে দেখলে সেটা ঠিক না করা পর্যন্ত আমি শান্তি পাইনা।

পৃথিবীর চারভাগের তিনভাগ পানি হলেও এই পানির সাতানব্বই ভাগই লবনাক্ত। আর যে পানি আমরা খাই বা ব্যবহার করি তা হলো স্বাদুপানি যা পৃথিবীর মোট পানির মাত্র তিনভাগ। আর এই স্বাদুপানি আমরা মানুষেরা ইতোমধ্যে এত পরিমান অপচয় করে ফেলেছি যে ভবিষ্যৎ দুনিয়া যে ভয়ংকর পানির ক্রাইসিস ফেইস করবে তা মোটামুটি নিশ্চিত।

যাহোক, ব্যক্তিগত জীবনে পানির অপচয় রোধে আমি কিছু কাজ করি। বিশ্ব পানি দিবসে সেগুলো সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। কাজগুলো হলো,

১। ব্রাশ করা বা মুখ ধোয়ার সময় মুখ হাত পরিষ্কারের সময় পানির ট্যাপ বন্ধ রাখা। অনেকে মুখে সাবান দেওয়ার সময় বা ব্রাশ করার সময় ট্যাপ ছেড়ে রেখে যে পরিমান পানি নষ্ট করে তার চারভাগের একভাগ পানিও সে ব্যবহার করে না।

২। ওজুর সময় ট্যাপ ছেড়ে ওজু না করে মগে পানি নিয়ে ওজু করা। এতে পানি অনেক কম খরচ হয়। উল্লেখ্য প্রয়োজনের অতিরিক্ত পানি ইউজ করলে,অর্থাৎ ওজুর সময় পানির অপচয় করার ব্যাপারে ধর্মীয় নিষেধ রয়েছে।

৩। কাপড় কাচার সময় ট্যাপ না ছেড়ে রাখা।

৪। কাপড় ধোয়া পানি ফেলে না দিয়ে টয়লেট ব্যবহারের পর ইউজ করা

৫। খাবার পানি গ্লাসে ততটুকুই ঢালা যতটুকু পানি খাওয়া হবে। বোতলে পানি খেলে বোতলের সবটুকু পানি খেয়ে ফেলা। সবটুকু না খেতে পারলে বোতলটা সাথে রাখা যতক্ষণ না পানিটা শেষ হয়।

৭। বাড়িতে মোটরে পানি তোলার সময় ট্যাংক ভর্তির সাথে সাথে মোটর বন্ধ করা।

৮। বোতলের খাবার পানি পুরাতন হলে ফেলে না দিয়ে রান্নায় ব্যবহার করা।

৯। বাসন মাজার সময় প্রয়োজনের অতিরিক্ত গতিতে ট্যাপের পানি না ছাড়া

১০। চাল-ডাল, শাক-সবজি ধোয়া পানি ফেলে না দিয়ে টবের গাছে দিয়ে দেয়া। এটা করলে গাছের জন্য আর এক্সট্রা পানি লাগছেনা সেইসাথে প্লাস পয়েন্ট হচ্ছে এই পানি গাছের জন্য উপকারী।

এক কথায় পানির ব্যবহার হয় এমন প্রতিটি ক্ষেত্রে চিন্তা করা যেন আমার দ্বারা প্রয়োজনের অতিরিক্ত পানির ব্যবহার না হয়।

আমরা অনেকেই ভুলে যাই যে পৃথিবীর যেকোন প্রকার সম্পদ, যেকোন মূল্যবান ধাতুর চেয়ে,হীরা,মনি-মুক্তা,জহরতের চেয়ে স্বাদু পানি অনেক বেশি মূল্যবান কেননা সোনা-দানা,হীরা-জহরত ছাড়া আমরা দিব্যি বেঁচে থাকতে পারবো কিন্তু পানযোগ্য পানি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা কোনভাবেই সম্ভব নয়।

তাই আসুন পানির অপচয় রোধে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হই। নিজে সচেতন হই ও অন্যকেও সচেতন করার চেষ্টা করি।

#সংগৃহীত

ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরাম  এর ইফতার মাহফিলে। বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর। ২৬ মার্চ, ২০২৪
27/03/2024

ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরাম এর ইফতার মাহফিলে।

বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটর।
২৬ মার্চ, ২০২৪

ইসলামিক স্টাডিজ অ্যাসোসিয়েশন অব সূর্যসেন হলের ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন গতকাল সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
20/03/2024

ইসলামিক স্টাডিজ অ্যাসোসিয়েশন অব সূর্যসেন হলের ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন গতকাল সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে সকল মজমায় উপস্থিতি বাড়বে, এটাই সত্য। ওয়াজের মাঠের যেমন উপস্থিতি, গানের আসরেও তেমনই উপস্থিতি। ...
10/03/2024

জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে সকল মজমায় উপস্থিতি বাড়বে, এটাই সত্য। ওয়াজের মাঠের যেমন উপস্থিতি, গানের আসরেও তেমনই উপস্থিতি। নাশীদের যেমন ভিউ, অশ্লীল গানেও তেমন ভিউ। এটা স্বাভাবিকই মনে হয় আমার কাছে। আবার যখন দেখি, মানুষের একটা বড় সংখ্যা একই সাথে ওয়াজের মাহফিল ও গানের আসরের শ্রোতা, ওয়াজের ভিডিও দেখার ঠিক পরক্ষণেই গানের দর্শক, তখন এ ধরনের দৃশ্য আরো স্বাভাবিক লাগে।

আপনার পাশেই যদি জেমস কিংবা সময়ের সেরা শিল্পীদের নিয়ে কনসার্ট হয়, বক্সের দ্রিম দ্রিম শব্দে যখন আকাশ বাতাস প্রকম্পিত হয়, তখন সে শব্দ আপনার মনেও ধাক্কা সৃষ্টি করতে পারে, করবে। আপনার তাকওয়া সে সময় আপনাকে বাঁধা দেবে। আপনার পারিবারিক, সামজিক স্ট্যাটাস সে সময় আপনাকে বিরত রাখবে।

তাই প্রথমত ব্যক্তি পর্যায়ে আপনাকে সে গার্ড অর্জন করতে হবে। ব্যক্তিগতভাবে আপনি শয়তানের কাছে হেরে গেলেও যাতে আপনার স্ট্যাটাস আপনাকে বাঁধা দেয়।

তবে তার আগে প্রয়োজন এসব অশ্লীল কর্মকাণ্ড সামাজিক ও প্রশাসনিকভাবে বন্ধ রাখা। আয়োজন না করা। যাতে আপনাকে আমাকে ইমানের পরীক্ষায় না পড়তে হয়। সে লক্ষ্যে ইসলামী সমাজ বিনির্মানে ভূমিকা না রেখে শুধুই ফেসবুক স্ট্যাটাসে লাইক কমেন্ট পাওয়া যাবে, খুব বেশি কাজ হবেনা।

19/01/2024

যারা গত কয়েকদিন গোসল করেননি 🤪, তাদের জন্য একখানা হাদিস

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ عَلَى الْمِنْبر
"‏ مَنْ أَتَى الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ‏"‏ ‏.‏

ইবনু ইমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে মিম্বারের উপর বলতে শুনেছি, যে ব্যক্তি জুমুআহ্‌র সালাত আদায় করতে আসে, সে যেন গোসল করে।

ইবনে মাজাহ : ১০৮৮

ফরিদাবাদ মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রশাসনের সহযোগিতায় পুরান ঢাকার সাকরাইন উৎসবের নামে আয়োজিত অশ্লীল নৃত্যা...
15/01/2024

ফরিদাবাদ মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রশাসনের সহযোগিতায় পুরান ঢাকার সাকরাইন উৎসবের নামে আয়োজিত অশ্লীল নৃত্যানুষ্ঠান ও শব্দদূষণ সৃষ্টিকারী আতশবাজি বন্ধ করা হয়েছে গতকাল।

সনাতন ধর্মাবলম্বীদের সংক্রান্তি উৎসবকে সাকরাইন নাম দিয়ে উদযাপন করা এই উৎসব এমনই এক উৎসব যেখানে সনাতন ধর্মাবলম্বীগণ পুজা করে থাকেন।

কিন্তু মুসলমান ছেলেমেয়েগুলো এই উৎসব পালন করতে গিয়ে নিজেরা সালাত মিস করেন, অন্যের সালাতে বাঁধা দেন। আতশবাজি করে শহরবাসীর কষ্টের কারণ হন।

ঘুড়ি ওড়ানোয় বাঁধা নেই। এটি সুস্থ বিনোদন। কিন্তু একটি সুস্থ বিনোদনের সাথে আরো কয়েকটি অসুস্থ, অশ্লীল অনুসঙ্গের সংমিশ্রণ ঘটিয়ে এটাকেও বিকৃত রুচির মানুষেরা অসুস্থ বিনোদনে পরিণত করেছেন।

আর মুসলিম ছেলেমেয়েদের এই ব্যাপারটা দেখে আমার করুণা হয়, তোমাদের ঘুড়ি ওড়াতে মনে চায়, ওড়াও, কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের দিনেই কেনো? ওদের মকর সংক্রান্তি / পৌষ সংক্রান্তিতেই কেনো?

তুমি আগামীকাল ঘুড়ি উড়াও! পরশু উড়াও!! ঘুড়ি কাটাকাটি খেলতে চাও? আসো, খেলবো। খেলা হবে! কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সাকরাইনে নয়, বছরের যেকোনো দিন, ঢাকার যেকোনো জায়গায়।

দেশে পিএইচডিধারী হয়ে গেছে ৫১ হাজার জন।  ২০ থেকে ২৪ বছর বয়সী ৭৮৩ জন। ০১ ডিসেম্বর ২০২৩
02/12/2023

দেশে পিএইচডিধারী হয়ে গেছে ৫১ হাজার জন। ২০ থেকে ২৪ বছর বয়সী ৭৮৩ জন।

০১ ডিসেম্বর ২০২৩

সুপ্রিয় বন্ধুগণ!আজ ৩০.১১.২৩ (বৃহস্পতিবার) রাত ৮:১৫ মিনিটে রোজ একাডেমির নিয়মিত মাসিক ওয়েবিনার।বিষয়: জা'য়'ন'বা'দ বনাম...
30/11/2023

সুপ্রিয় বন্ধুগণ!

আজ ৩০.১১.২৩ (বৃহস্পতিবার) রাত ৮:১৫ মিনিটে রোজ একাডেমির নিয়মিত মাসিক ওয়েবিনার।
বিষয়: জা'য়'ন'বা'দ বনাম মুসলিম উম্মাহ

✓✓✓জুম লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া হল।

উক্ত ওয়েবিনারে আপনি ও আপনার পরিচিতদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

21/11/2023

দেড়মাস পরিশ্রম করে ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল ক্রিকেট বিশ্বকাপে ১ নম্বর হয়ে পেলো ৪৪ কোটি টাকা।

একমাস রীতিমতো যুদ্ধ করে ২৬ সদস্যের আর্জেন্টিনা দল ফুটবল বিশ্বকাপে ১ নম্বর হয়ে পেলো ৪০৪ কোটি টাকা।

আর তেমন কিছু না, সামান্য ২ নম্বরি করে ঢাকা ওয়াসার ৪৬ কর্মচারি-কর্মকর্তা পেলো ৩৩২ কোটি টাকা।

সামান্য একটু চালাক হলে জীবনযুদ্ধে এমনি জিতে যাওয়া যায়...

Freedom

19/11/2023

শোনা গিয়েছিলো, কোভিড ঊনিশ মাস্ক, টিকা, পিপিই ইত্যাদি ব্যবসার হাতিয়ার ছিলো।

নতুন কারিকুলাম কালার পেজ, কালার পেন, আর্ট পেপার, কাচি, আঠা ইত্যাদি ব্যবসার হাতিয়ার হয়ে উঠছেনাতো!

কোকাকোলার এমন মার্কেটিং দেখেছেন কখনো?  আমরা দোয়ার পাশাপাশি অর্থনৈতিক বয়কটটাও করতে পারি।
15/11/2023

কোকাকোলার এমন মার্কেটিং দেখেছেন কখনো?

আমরা দোয়ার পাশাপাশি অর্থনৈতিক বয়কটটাও করতে পারি।

"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো।এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই।...
14/11/2023

"বুয়েট থেকে পাশ করছি প্রায় ছয় মাস হতে চললো।

এই ছয় মাসে নানান রকমের মানুষের সাথে মিশে আমার উপলব্ধি হলো কোথাও কেউ সুখে নাই।

যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন, প্রতিদিন এক জায়গায় যাওয়া বোরিং। যার চাকরি নাই সে বলতেছে চাকরি ছাড়া ঝামেলায় আছে অনেক।
যে বিসিএস এডমিন সে বলতেছে, পাওয়ার কোম্পানীতে বেতন ভালো। যে পাওয়ার কোম্পানীতে আছে, সে বলতেছে এডমিনদের সেই ক্ষমতা আছে হাতে।

যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশান ভালো বেশি। অল্প পরিশ্রমে বেশি টাকা। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো।

যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা সরকারী চাকরি করে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে।

যে দেশে আছে, সে বলতেছে বন্ধুরা সব বিদেশে মজা করতেছে, আর আমি পেইন খাচ্ছি দেশে। কী বিগাড় রে ভাই। আসল সুখ কই আছে তাইলে?"

"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে, কবরে যাবার আগ পর্যন্ত।"

- (সূরা তাকাসুরঃ১,২)

(কপি পোস্ট)

আজ রাত ৯ টায়। উপস্থাপনায় আমি থাকছি ইনশাআল্লাহ। https://us06web.zoom.us/j/82264850201...Meeting ID: 822 6485 0201Passcode...
27/09/2023

আজ রাত ৯ টায়। উপস্থাপনায় আমি থাকছি ইনশাআল্লাহ।

https://us06web.zoom.us/j/82264850201...
Meeting ID: 822 6485 0201
Passcode: 1

Rose Academy  -র ওয়েবিনারে অংশগ্রহণ, অনুষ্ঠান উপস্থাপনা ও সার্টিফিকেট প্রাপ্তি। 💚💚
02/08/2023

Rose Academy -র ওয়েবিনারে অংশগ্রহণ, অনুষ্ঠান উপস্থাপনা ও সার্টিফিকেট প্রাপ্তি। 💚💚

ধর্মপ্রাণ মানুষের কল্যাণে বাংলাদেশের ওপর রহমানের রহমত নেমে আসুক।
14/01/2023

ধর্মপ্রাণ মানুষের কল্যাণে বাংলাদেশের ওপর রহমানের রহমত নেমে আসুক।

Address

Dhaka

Telephone

+8801913655527

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to With Hasan:

Videos

Share

Category