15/06/2022
#প্রক্তন
যাদবপুরের চার নম্বর গেটের সামনে দাঁড়িয়েছিলাম।
বড়লোকি গাড়িগুলো সরে যেতেই দেখলাম তুমি দাঁড়িয়ে।
একদম হাউস ওয়াইফ হয়েগেছো।
বেশতো বলেছিলে হাউস ওয়াইফ হয়ে থাকতে পারব না কখনো।
আর আজকে একটা বাড়ি পড়ার শাড়ি পড়ে তুমি এসেছ বাজার করতে!!!
পাশে ওটা কে তোমার ছেলে বুঝি?
তোমার মতো তো নয়।
স্কুল থেকে নিয়ে ফিরছো??
এক বার বাড়ি থেকে বেরোনোর আগে অন্তত চুলটা তো একটু ঠিক করে নিতে পারতে একদম ঘেঁটে গেছে।
আমি চাইলেই ঠিক করে দিতে পারতাম।
এক হাতে তোমার ছোট্ট ছেলে আর আর এক হাতে একটা ভারি বাজারের ব্যাগ....
কিন্তু কোথায় যেন আমারই মিডিল ক্লাস ব্যাকডেটেড মেন্টালিটি টা করতে দিল না।
মনে হয়েছিল বাড়ি ছেড়ে দিয়ে আসি,তোমার নাকি কোটিপতি স্বামী মস্ত বড় বাড়ি দেখার ইচ্ছে হয়েছিল খুব কিন্তু না...পারলাম না।
তোমার প্রতি রাগটা বড্ড পুরনো হয়ে গেছে ভেতর থেকে সেই আগের মতো ঘেন্না টা আর আসলো না.
< Siddhartha >