আপনজন ব্লগ - Aponzon Blog

আপনজন ব্লগ - Aponzon Blog ভালো কিছু যেটা উপকারে আসবে তাই আমাদের চোখের মাধ্যমে আপনারা দেখতে পারবেন,লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন...
(1351)

15/01/2025

নতুন ডিজাইনের সেরা সোফা কালেকশন || Styles fogg sofa set Collection

আশা হুমাইরা ফার্নিচার
যাত্রাবাড়ী ঢাকা

11/01/2025

৫০ টাকায় শখের ফুল, আপনার হাতের মুঠোয়!

শুধু ৫০ টাকায় নিয়ে আসুন আপনার পছন্দের ফুল। সাজান ঘর, উপহার দিন প্রিয়জনকে, অথবা বিশেষ মুহূর্তগুলোকে করুন আরও রঙিন।

👉 অফার সীমিত সময়ের জন্য!

“শখের ফুল, সাশ্রয়ী দামে!”

10/01/2025

"ছোট ঘরে বড় সমাধান!” :আপনার ঘরের জায়গা কম?

চিন্তার কিছু নেই! সোফা কাম বেড এখন দিচ্ছে ছোট জায়গায় বড় সুবিধা।

দিনে স্টাইলিশ সোফা, রাতে আরামদায়ক বেড—সব এক জায়গায়।
বিশেষত্ব :•
উচ্চমানের ম্যাটেরিয়াল • সহজে রূপান্তরযোগ্য ডিজাইন • পরিবার বা অতিথির জন্য পারফেক্ট • বহনযোগ্য এবং টেকসইবিশেষ অফার:
সীমিত সময়ের জন্য ২০% ছাড়!📞🌟
“বসা থেকে ঘুমানো, সবকিছু এক আসবাবে।” 🌟
মাল্টিফাংশনাল ফার্নিচার, আপনার স্টাইল!”বর্ণনা:আধুনিক জীবনে প্রয়োজন আধুনিক সমাধান। আপনার ড্রয়িং রুম আর বেডরুম এক জায়গায়—সোফা কাম বেড। স্মার্ট ডিজাইন ও নান্দনিক লুক আপনাকে দিবে আরাম ও স্টাইল একসঙ্গে।ফিচার: • দিনে সোফা, রাতে বেড • সহজেই পরিষ্কারযোগ্য • মজবুত ও টেকসই নির্মাণ • ভাঁজ করা সহজ, জায়গা সাশ্রয়ীঅফার
🛒 “আপনার ঘরে প্রয়োজনের ছোঁয়া দিন!”শিরোনাম:“বসুন আরাম করে, ঘুমান নিশ্চিন্তে!”বর্ণনা:জীবনের প্রতিটি মুহূর্তে আরামের সঙ্গী—সোফা কাম বেড। আপনার বাসার জায়গা বাঁচাতে এবং সৌন্দর্য বাড়াতে এটি সেরা চয়েস।কেন কিনবেন? • অতিথি এলে বেডের চিন্তা নেই • সহজে ভাঁজ করা যায় • বিভিন্ন স্টাইল ও কালার অপশন • বাজেট-ফ্রেন্ডলি📞 এখনই অর্ডার দিন: [আপনার নম্বর]🎁 “স্মার্ট ঘরের জন্য স্মার্ট আসবাব।”আপনার ব্র্যান্ড ও প্রয়োজন অনুযায়ী এগুলো আরও কাস্টমাইজ করা সম্ভব। জানাতে পারেন!.

Modern steel furniture 62
Uttor Jatrabari Main road Dhaka
01401020540
01974 519482

04/01/2025

সবকিছুর মালিক কে?

"প্রত্যেক মুসলমানকেই একদিন কবরে যেতে হবে, এটাই দুনিয়ার চিরন্তন সত্য। তাই আমল ও পরকালীন প্রস্তুতির কথা স্মরণ রাখুন।"
03/01/2025

"প্রত্যেক মুসলমানকেই একদিন কবরে যেতে হবে, এটাই দুনিয়ার চিরন্তন সত্য। তাই আমল ও পরকালীন প্রস্তুতির কথা স্মরণ রাখুন।"

প্রিয় দর্শক,নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের আপনজন ব্লগ - Aponzon Blog পরিবারের পক্ষ থেকে! 🥳🎉এই বছর আপনাদের ভালোবাসা এব...
31/12/2024

প্রিয় দর্শক,
নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের আপনজন ব্লগ - Aponzon Blog পরিবারের পক্ষ থেকে! 🥳🎉

এই বছর আপনাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হতো না। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার, এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। 💖

২০২৫ সালে আমরা আপনাদের জন্য আরও মজার, তথ্যবহুল, এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সাথে থাকুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে থাকুন।

নতুন বছরে আপনাদের জন্য শুভকামনা—সুস্থ, সফল এবং আনন্দময় হোক আপনার দিনগুলো।

শুভ নববর্ষ ২০২৫! ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ❤️

31/12/2024

থার্টি ফার্স্ট নাইট নিয়ে যাদের মাথা ব্যাথা নেই তারাই শুধু বলি
আলহামদুলিল্লাহ 🩷

29/12/2024

একবার ডাক দিলে
যিনি ৭০ বার উত্তর দেয়
তিনি কে?

২০২৪ সালের শেষ সময়ে বড় ধরনের দুর্ঘটনা 🤧
27/12/2024

২০২৪ সালের শেষ সময়ে বড় ধরনের দুর্ঘটনা 🤧

26/12/2024
অপেক্ষা করুন কস্টের পর সুখ আসবেই ....
24/12/2024

অপেক্ষা করুন কস্টের পর সুখ আসবেই ....

👍👍মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গ...
24/12/2024

👍👍মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।

অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।

বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।

শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।

আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।

মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

গল্পের শিক্ষা📌📌📌
অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।
শুধু একটা মাত্র শেয়ার এবং ফলো চাই 👉


21/12/2024

সার্থপর দুনিয়ায়!!!!!!
বুক ভরা ভালোবাসার চেয়ে
পকেট ভরা টাকার মূল্য বেশি।

20/12/2024

শীতের ফজরে কনকনে ঠাণ্ডা পানিতে অজু করতে গিয়ে,শরীরে থরথরে কাঁপুনি আসে!এই কম্পন গুনাহের পাহাড়কে ভেঙে গুঁড়িয়ে দেয়ার পূর্বাভাস!
আমীন🤲

18/12/2024

আপনার ঘর সাজাতে চান নতুন রুচিশীলতা ও স্টাইল? আমাদের ৩ডি বেডশীট কালেকশনে রয়েছে অতুলনীয় ডিজাইন ও আরাম।

🌟 আকর্ষণীয় ৩ডি প্রিন্ট
🌟 সুপার সফট এবং আরামদায়ক ফ্যাব্রিক
🌟 টেকসই এবং দীর্ঘস্থায়ী রঙ
🌟 যত্নে ব্যবহারযোগ্য এবং সহজ পরিষ্কার

আপনার শোবার ঘর হবে আরও বেশি মনোমুগ্ধকর!

Sostaponno | সস্তাপন্য ডট কম
Shop 27,4th floor,
bissas builders,
Newmarket Dhaka 1205
01862345000
01891149141
www.sostaponno.com

18/12/2024

যে মালিক সারাক্ষণ নিঃশ্বাস চালু রেখেছেন সেই মালিক এর নামে শুকরিয়া আদায় করি
আলহামদুলিল্লাহ

বিজয় দিবসের শুভেচ্ছা!১৬ই ডিসেম্বর—আমাদের গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন।আজকের দিনটি আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ, এবং বিজয়ে...
16/12/2024

বিজয় দিবসের শুভেচ্ছা!
১৬ই ডিসেম্বর—আমাদের গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন।
আজকের দিনটি আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ, এবং বিজয়ের প্রতীক।
যাঁরা জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
আসুন, একসঙ্গে কাজ করি একটি সুখী, সমৃদ্ধ, ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

শুভ বিজয় দিবস!

10/12/2024

"শীতের সকালে গরম পানির নিশ্চয়তা, এক সেকেন্ডেই!" 🔥💧
আপনার ঘরে নিয়ে আসুন ইনস্ট্যান্ট ওয়াটার হিটার –
💦 ১ সেকেন্ডে গরম পানি
💦 বিদ্যুৎ সাশ্রয়ী ও নিরাপদ
💦 কমপ্যাক্ট ডিজাইন, সহজ ইনস্টলেশন
💦 টেকসই ও আধুনিক প্রযুক্তি

📞 আজই অর্ডার করুন: [আপনার ফোন নম্বর]
🚚 সারা দেশে ডেলিভারি উপলব্ধ!
"গরম পানির জন্য আর অপেক্ষা নয়, এখনই পান সেরা সমাধান।"

বিশেষ ছাড় চলছে – সুযোগ মিস করবেন না!

Mukter Enterprise
Shop address & Location :-
https://maps.app.goo.gl/oZSRRZGam7SajPat6
Mukter Enterprise
Shop no 03 ,1St floor,
Bissas builders ,new market
Dhak 1205
01632 054796 01786288091

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপনজন ব্লগ - Aponzon Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category