![গনঅভ্যুত্থানের পরে স্বৈরাচার সরকারের রায়রে কার্যকারিতই থাকার কথা নায় সেখানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জেলে গেলেন ক...](https://img5.medioq.com/801/394/1074478618013944.jpg)
30/09/2024
গনঅভ্যুত্থানের পরে স্বৈরাচার সরকারের রায়রে কার্যকারিতই থাকার কথা নায় সেখানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জেলে গেলেন কি করে ----- আবু সালেহ আকন
গনঅভ্যুত্থান হওয়ার পরে প্রচলিত নিয়ম-কানুন অটোমেটিকভাবে রহিত হয়ে যায়। আর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে স্বৈরাচার সরকারের আদালত রায় দিয়েছিলো। সেই স্বৈরাচার সরকারের প্রধানসহ সবাই যখন পালায় তখন ওই আদালতের রায়ের কোন কার্যকারিতা থাকে না। সেক্ষেত্রে মাহমুদুর রহমানকে জেলে না পাঠিয়ে আদালত বিকল্প ব্যবস্থা নিতে পারতো। শুভ জন্মদিনে দৈনিক নয়াদিগন্তের চিফ রিপোর্টার , ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক সভাপতি জনাব আবু সালেহ আকন মন্তব্য করেন।