![মিডিয়া ট্রায়াল কতটা ভয়াবহ হতে পারে, তার আরেকটি দৃষ্টান্ত এটি।মিডিয়ার সূত্রে আমরা জানতে পারি, এই ছেলেটি নাকি নিজেই তা...](https://img4.medioq.com/101/059/1111226661010591.jpg)
15/11/2024
মিডিয়া ট্রায়াল কতটা ভয়াবহ হতে পারে, তার আরেকটি দৃষ্টান্ত এটি।
মিডিয়ার সূত্রে আমরা জানতে পারি, এই ছেলেটি নাকি নিজেই তার মা’কে হ/ত্যা করেছে। সেই খবর নিয়ে সারাদেশে হইচই, তোলপাড়। সে একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিল, সেই পরিচয়কেও ঘিরে কম নোংরামি হয়নি। একদিকে মা হারানোর দুঃখ—তা যদি স্বাভাবিকভাবে হতো, তবু মেনে নেওয়া যেত। কিন্তু এখানে তার মা খু/ন হয়েছেন। এর সঙ্গে যুক্ত হলো নিজের ওপর সেই খু/নের অভিযোগ! ভাবুন, একজন সন্তানকে এই নির্মম পরিস্থিতি কীভাবে ভেঙে চুরমার করে দিতে পারে। অথচ প্রকৃত খু/নি ছিল তাদের বাড়ির ভাড়াটিয়া তিনজন।
যারা দীর্ঘদিন ধরে মিডিয়া ট্রায়ালের বিরোধিতা করে আসছেন, তাদের জন্য এটি আরেকটি উদাহরণ। আর যারা এসব নিয়ে মজা পেতেন, তাদের জন্য এই ঘটনা সতর্কবার্তা হওয়া উচিত।