ska international

ska international Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ska international, Shawon Tower 2/C Purana Paltan, Dhaka.

19/03/2024
ATAB Tourism Training Institute - ATTI is glad to announce that we are participating in the BTTF 2023. See you at stall ...
05/03/2023

ATAB Tourism Training Institute - ATTI is glad to announce that we are participating in the BTTF 2023. See you at stall no: 38
From 2, 3 & 4 March 2023 (10 Am To 8 Pm) Bangabandhu International Conference Center (BICC), Dhaka

13/11/2021
কুয়েত_এর_রেজিষ্ট্রেশন_এর জন‍্য যা প্রয়োজন হবেঃ১। পাসপোর্ট কপি।২। মোবাইল নাম্বার।৩। সিভিল আই. ডি কার্ড কপি( উভয় পৃষ্ঠা)৪।...
25/09/2020

কুয়েত_এর_রেজিষ্ট্রেশন_এর জন‍্য যা প্রয়োজন হবেঃ

১। পাসপোর্ট কপি।
২। মোবাইল নাম্বার।
৩। সিভিল আই. ডি কার্ড কপি( উভয় পৃষ্ঠা)
৪। কোম্পানির সুপারভাইজারে নাম এবং মোবাইল নাম্বার
তথ‍্যঃ
১। ভিসা- কোম্পানী/কফিল/সরকারী।
২। কোম্পানির কাছে কোন দেওনা -পাওনা আছে কি-না ?

সৌদী আরব ছুটিতে আসা যাত্রীদের জন্য ২৪ দিন ইকামার মেয়াদ বাড়িয়েছে।
23/09/2020

সৌদী আরব ছুটিতে আসা যাত্রীদের জন্য ২৪ দিন ইকামার মেয়াদ বাড়িয়েছে।

সৌদি আরব ভ্রমণের শর্তাবলী:সৌদিআরব প্রবাসীদের জানা জরুরি:-১. যাদের ভিসার মেয়াদ আছে (EXIT/ENTRY/RESIDENCE/IQAMAH/VISIT) তা...
16/09/2020

সৌদি আরব ভ্রমণের শর্তাবলী:
সৌদিআরব প্রবাসীদের জানা জরুরি:-

১. যাদের ভিসার মেয়াদ আছে (EXIT/ENTRY/RESIDENCE/IQAMAH/VISIT) তারা সৌদি আরব গমন করতে পারবেন। যাত্রীগণ তাদের ভিসার মেয়াদ 'ABSHER' apps অথবা https://www.absher.sa/portal/landing.html লিংক এ চেক করতে পারবেন।

২. যাত্রীকে সৌদি আরব ল্যান্ডিং এর সময় থেকে পূর্বের ৪৮ ঘন্টার মধ্যে সরকার অনুমোদিত ল্যাব থেকে RTPCR করে Covid negative certificate নিতে হবে৷ এই সার্টিফিকেট ৬ কপি যাত্রীর সাথে রাখতে হবে।

৩. যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের পূর্বেই Ministry of health Disclaimer form ফিল-আপ এবং স্বাক্ষর করতে হবে এবং স্বাক্ষরিত ফর্মটি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর Airport Health Control Centre এ জমা দিতে হবে।

৪. যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের পূর্বেই এন্ড্রয়েড স্মার্টফোনে Google play store থেকে ' TATAMAN' এবং 'TAWAKKALNA' apps ডাউনলোড করে যাত্রীর সাথে করে সৌদি আরব নিয়ে যেতে হবে।
দুটি Apps এর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=sa.gov.nic.tawakkalna&hl=en GB

https://www.moh.gov.sa/en/eServices/Pages/Rest-assured.aspx

৫. উপরোক্ত ফর্মালিটির পর টিকিট বুকিং এর সময় যাত্রীর সৌদি আরবের একটি মোবাইল নম্বর (CTCM) ও যাত্রীর ইমেইল আইডি (CTCE) বুকিং PNR এ প্রদর্শন করতে হবে।

৬. উপরোক্ত শর্তাবলী লঙ্ঘন করলে সৌদি সিভিল এভিয়েশন আইনের ১৬৩ ধারা অনুযায়ী বড় ধরনের জরিমানা করা হবে।

The Saudi Ministry of Health portal is an electronic media interface for publishing accurate health information and an electronic portal for all services provided by the Ministry

 !! সৌদি আরব থেকে ছুটিতে এসে দীর্ঘদিন ধরে আটকে পরা প্রবাসীদের আর রিক্রুটিং ও ট্রাভেল এজেন্টদের জন্য খুবই হতাশার খবর 😥
14/09/2020

!!
সৌদি আরব থেকে ছুটিতে এসে দীর্ঘদিন ধরে আটকে পরা প্রবাসীদের আর রিক্রুটিং ও ট্রাভেল এজেন্টদের জন্য খুবই হতাশার খবর 😥

 #ব্রেকিং_নিউজঃ-অবশেষে আশার বাণী শোনালেন সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি...
02/09/2020

#ব্রেকিং_নিউজঃ-

অবশেষে আশার বাণী শোনালেন সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে। নির্দিষ্ট কোন তারিখ বেঁধে দেয়নি কবে থেকে ফিরে আসতে পারবে তবে এতটুকু অনুমান করা যাচ্ছে খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।

♦ আশার বাণী হচ্ছে সৌদি আরব ফিরে আসার জন্য ২৫ টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত,পাকিস্তান,নেপাল, শ্রীলংকার সহ আরো কয়েকটি দেশ এই সুযোগ পাচ্ছে না। এবং সেই সাথে দেওয়া ৭ টি দিক নির্দেশনাঃ

১- সৌদি আরব ভ্রমন করতে হলে আপনাকে সৌদি স্বাস্থ্য মন্তনালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পুরন করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদ্বারিত ডেস্কে জমা দিতে হবে।

২- ভ্রমন করার ৭দিন পূর্বে হতে আপনাকে কোয়ারেন্টান করতে হবে পিসিআর দেওয়ার ৪ দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত।

৩- আপনাকে সৌদি আরবরে টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবেভ্রমন করার ৮ ঘন্টা আগে আপনাকে টাটামন এ্যাপের মাধ্যমে বাড়ির লোকেশন দিতে হবে।

৪- আপনাকে কভিড ১৯ চিন্হ সম্পর্কে অবগত থাকতে হবে যদি কোন চিহ্ন দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নাম্বারে ফোন করতে হবে অথবা সাধারন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

৫- আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহন করতে হবে এবং,

আপনার টিকেট সম্পর্কে এবং আরও বিস্তারিত তথ্য জানতে👉 https://bit.ly/34Vzdhi

২৫ টি দেশ হলো
১- সংযুক্ত আরব আমিরাত
২-ওমান
৩-বাহরাইন
৪-লেবানন
৫-কুয়েত
৬-মিশর
৭-তিউনিসিয়া
৮-মরক্কো
৯-চীন
১০- ইংল্যান্ড
১১-ইন্দোনেশিয়া
১২-ফ্রান্স
১৩-জার্মানি
১৪-ইতালী
১৫-অ্যস্ট্যেলিয়া
১৬-তুরস্ক
১৭-গ্রীস
১৮-বাংলাদেশ
১৯ফিলিফাইন
২০-মালয়েশিয়া
২১-দক্ষিন আফ্রিকা
২২-সুদান
২৩-ইথুপিয়া
২৪-কেনিয়া
২৫- নাইজেরিয়া

সূত্রঃ সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি।

If you are flying to The Kingdom of Saudi Arabia, you are kindly requested by health authorities in Saudi Arabia to follow health guidance below to keep you protected when you travel with SAUDIA.

02/09/2020

সৌদি আরব হতে এইমাত্র ব্রেকিং নিউজ। সৌদিতে ফিরে আসার জন্য বাংলাদেশ সহ ২৫টি দেশকে গ্রীন সিগনাল দিয়েছে। ভিডিওটি সব...

01/09/2020

সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমান বিনা খরচে প্রবাসীদের মরদেহ বহন বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দে....

31/08/2020

করোনা সংকটের কারণে সৌদি আরবে বন্ধ রয়েছে সকল আন্তর্জাতিক ফ্লাইট। এরফলে করোনার পূর্বে ছুটি নিয়ে দেশে আসা সকল প্রবা...

বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলি---স্থান - মহাখালী ডিএন সি সি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা। মহাখালী বাস স্ট্যান্...
31/08/2020

বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলি---

স্থান - মহাখালী ডিএন সি সি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা। মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে।

স্যাম্পল সংগ্রহের সময়- সকাল ১০টা- দুপুর ২টা।

ফী- ১৫১৫ টাকা ( ২৮/৮/২০ তারিখ হতে কার্যকর হয়েছে ) সাথে নিয়ে আসলেই হবে।

কী কী আনতে হবে-পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল কপি সাথে রাখতে হবে।
এখানে একটি ফর্ম দেওয়া হয়, যেটা অনলাইন এ আগেই পুরন করে নিয়ে আসলে সময় অনেকটা বেচে যায়।

ফর্মটি পাবেন এই লিংক এ-

https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final.pdf

ফর্মটি পুরনের নিয়ম -

https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final_manual.pdf

অথবা,
dghs.gov.bd তে যেয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।

কখন আসবেন-
আপনার টিকেট এর তারিখ ও সময় এর ২দিন আগে। (তাহলে ৭২ ঘন্টার মধ্যে না পড়ার রিস্ক থাকবেনা) যেমন - আপনার ফ্লাইট যদি ৩০তারিখে হয়ে থাকে, আপনি স্যাম্পল দিবেন ২৮তারিখে।

রিপোর্ট কবে পাবেন-
যেদিন স্যাম্পল দিবেন, তার পরদিন দুপুর ২টা-৫টায় পেয়ে যাবেন। রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্ট টি পেয়ে যাবেন নীচের লিংক এ ফোন নাম্বার এন্টার করে -

https://covid19reports.dghs.gov.bd/

এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে।যদি কোনো সমস্যা হয়ে থাকে রিপোর্ট এ, অথবা দেরী হয়ে যায়,তাহলে ডিএনসিসি তে এসে সংশোধন করে নিতে পারবেন বিকাল ৫টার মধ্যে।

- টেস্ট এর স্যাম্পল শুধুমাত্র এখানেই নেওয়া হয়ে থাকে। এখান থেকে ল্যাব গুলোতে পাঠানো হ্য়।
- যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে।
- ১০ বছরের নিচে বাচ্চাদের আমাদের নিয়ম অনুযায়ী টেস্টের দরকার নেই,তবে যেই দেশে আপনি যাবেন, সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।
- এই কার্যক্রম প্রতিদিন চলবে। ছুটির দিনেও খোলা থাকে।
সংগৃহীত

Address

Shawon Tower 2/C Purana Paltan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ska international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ska international:

Share