Romana Akhter Nisha

Romana Akhter Nisha জীবন চলে জীবনের গতিতে। কারো জন্য থেকে থাকে না 😎
(1)

রং চা আর হাত ভাজা মুড়ির কম্বিনেশনটা দারুন। এই চা আমার শ্বাশুড়ির অনেক পছন্দ। উনি চিনি খান না। এই চা টা বানানো হয় লবন দিয়ে...
21/12/2024

রং চা আর হাত ভাজা মুড়ির কম্বিনেশনটা দারুন। এই চা আমার শ্বাশুড়ির অনেক পছন্দ। উনি চিনি খান না। এই চা টা বানানো হয় লবন দিয়ে।

লবন দিয়ে রং চায়ের সাথে হাতে ভাজা মুড়ি।
জোশ কম্বিনেশন 😋😋




গতকাল বলেছিলাম... গৃহিনীরা ঝড়ে পড়বেন।  উইকলি চ্যালেঞ্জের বা স্টারের দিকে ফোকাস করলে ঝড়ে পড়বেন।এই সময়টা বাচ্চাদের স্কুল ব...
21/12/2024

গতকাল বলেছিলাম... গৃহিনীরা ঝড়ে পড়বেন।

উইকলি চ্যালেঞ্জের বা স্টারের দিকে ফোকাস করলে ঝড়ে পড়বেন।

এই সময়টা বাচ্চাদের স্কুল বন্ধ। তাই আপনাদের হাতে অফুরন্ত সময়। সবার লাইভে জয়েন হতে পারেন। কিন্তু জানুয়ারি থেকে পারবেন না।

জানুয়ারি থেকে লাইভেই এতক্ষন বসে থাকলে রান্না, বাচ্চার স্কুল, সন্ধ্যার পর বাচ্চার পড়া সব কিছতেই হিমশিম খাবেন। সেই সাথে বাসা থেকে আনলিমিটেড বকা।

তখনই কাজের প্রতি আগ্রহ হারাবেন। এই সময় সম্পর্ক মজবুত করুন.... লাইভে মানুষ কম থাকে এমন স্টার সেন্ডারদের সাথে। সেখানে মানুষ কম থাকে। কথা বলা সহজ। সম্পর্ক মজবুত করারও সহজ।

সময় বুঝে চলে যাবেন বেশি মানুষওয়ালা লাইভে। সেখানে আপনার কমেন্ট দেখা না গেলেও, স্টার পেতে কষ্ট হলেও ভালো ফলোয়ার গেইন করতে পারবেন।

২ টার উপকারিতা দুই রকম। আপনি কাজ করবেন আপনার সময়ের সাথে তাল মিলিয়ে।

এই সময়টা কন্টেন্টে ফোকাস করেন, এক্টিভ ফলোয়ার বাড়ান, যারা আপনাকে মূল্যায়ন করে তাদের মূল্যায়ন করুন।





চিল্লাইয়া চিল্লাইয়া বুঝাইতেছি...তাও বুঝেন না...ভালবাসা দিবেন কলিজা ভরে। কে দিল আর কে দিল না... সেটা দেখার দরকার নাই।  আপ...
20/12/2024

চিল্লাইয়া চিল্লাইয়া বুঝাইতেছি...
তাও বুঝেন না...

ভালবাসা দিবেন কলিজা ভরে। কে দিল আর কে দিল না... সেটা দেখার দরকার নাই। আপনি আপনারটা দিতে থাকেন।


.


প্ল্যান ছিল.... মেয়ের পরীক্ষাটা শেষ হলেই.... বেড়াতে চলে যাব। শ্বাশুড়িকে বার বার ওয়ার্নিং দিয়েছিলাম... ডায়বেটিক কমান। ১৫ ...
20/12/2024

প্ল্যান ছিল.... মেয়ের পরীক্ষাটা শেষ হলেই.... বেড়াতে চলে যাব।
শ্বাশুড়িকে বার বার ওয়ার্নিং দিয়েছিলাম... ডায়বেটিক কমান। ১৫ তারিখে পর থেকে আমি আপনাকে চিনি না। যে দিকে যেতে মন চাইবে... আমি চলে যাব।

এখন পৃথিবীর সবাই ঘুরতাছে আর আমি বন্দি কারাগারে। আগে তো সন্ধ্যার পর নিচে যাইতাম কিংবা সপ্তাহে একদিন বাবুল্যান্ডে যেতাম।
এখন সেটাও বন্ধ।।।।😁😁😁




20/12/2024

পরিচিত হয়ে নিন Sobuz Solaiman ভাইয়ার সাথে। খুবই হেল্পফুল ও হাসিমুখ ভরা একজন মানুষ।
যার চেহারা নায়কের মত।

মাশাআল্লাহ।




এই প্ল্যাটফর্ম থেকে অনেকেই ঝড়ে পড়বে৷ তার মধ্য গৃহিনীর সংখ্যা বেশি থাকবে। কারনটা কি জানা আছে?
20/12/2024

এই প্ল্যাটফর্ম থেকে অনেকেই ঝড়ে পড়বে৷ তার মধ্য গৃহিনীর সংখ্যা বেশি থাকবে।

কারনটা কি জানা আছে?




কলিজায় হাত দিয়ে বলেন......বাথরুমে যাওয়ার সময় আপনি মোবাইল রেখে যান নাকি সাথে করে নিয়ে যান???
19/12/2024

কলিজায় হাত দিয়ে বলেন......
বাথরুমে যাওয়ার সময় আপনি মোবাইল রেখে যান নাকি সাথে করে নিয়ে যান???




গতকাল শ্বাশুড়ির চোখের অপারেশন করিয়েছি।ননদ সকালে ফোন দিয়েছে... খবর জানতে। তাকে বললাম...  তোর মা আমার কাছে টেনশন করিস না৷ ...
19/12/2024

গতকাল শ্বাশুড়ির চোখের অপারেশন করিয়েছি।

ননদ সকালে ফোন দিয়েছে... খবর জানতে। তাকে বললাম... তোর মা আমার কাছে টেনশন করিস না৷ আমার মা হাসপাতালে.... দোয়া করিস।

তার উত্তর ছিল... আপনি আমার আব্বা দোয়া পাইছেন। মায়ের দোয়াও পাচ্ছেন।

আলহামদুলিল্লাহ... আমার প্রাপ্তির ঝুলিটা ভরে গেল।




সকাল তো হয়ে গেল। আজকে আপনার বাসায়  নাস্তার আয়োজন কি?
19/12/2024

সকাল তো হয়ে গেল।
আজকে আপনার বাসায় নাস্তার আয়োজন কি?




ফিল্টার মারলেই ফুল বাগানের মালিক হয় না রে ভাই...আর কেমনে কইতাম???আমি নিজেই তো গরিব.... মাইনষের কাছে খুইজ্জা নিজের সপ্তাহ...
18/12/2024

ফিল্টার মারলেই ফুল বাগানের মালিক হয় না রে ভাই...
আর কেমনে কইতাম???
আমি নিজেই তো গরিব.... মাইনষের কাছে খুইজ্জা নিজের সপ্তাহ চালাই।
আপনাগরে দিমু কোথ থেইক্কা???




18/12/2024

আমার বর্তমান অবস্থা জানালাম। লং ভিডিও হয়েছে। ৩ মিনিটে লং সপ্তাহে ৩/৪ টা পোস্ট করতে হবে।
এবং ধৈর্য্য নিয়ে দেখতে হবে।

আপনি আমার লং ভিডিও দেখবেন না.... আপনার লং ভিডিও কেও দেখবে না।

প্রকৃতির বেড়াজালে আমরা সবাই আটক।





যারা কমেন্ট করেন... আপু আপনি অনেক সুন্দর, কিউট, সুইট....তাদেরকে ছবিটা Dedicate করা হলো😀
18/12/2024

যারা কমেন্ট করেন...
আপু আপনি অনেক সুন্দর, কিউট, সুইট....
তাদেরকে ছবিটা Dedicate করা হলো😀




18/12/2024

ফেসবুকে চলার পথে যেদিন থেকে Yousuf Ali ভাইয়াকে পেয়েছি কাজের আগ্রহ ও উৎসাহ দুটোই বেড়ে গেছে।

কৃতজ্ঞ থাকব সারাজীবন।




এত শীত... কম্বলের নিচ থেকে হাত বের করে পোস্ট লিখতে মন চায় না।আপনার এলাকার কি অবস্থা???
18/12/2024

এত শীত... কম্বলের নিচ থেকে হাত বের করে পোস্ট লিখতে মন চায় না।
আপনার এলাকার কি অবস্থা???



হাসেন....ইচ্ছা মত হাসেন...মন খুলে হাসেন....আইজ মরলে কাইল দুইদিন....
17/12/2024

হাসেন....
ইচ্ছা মত হাসেন...
মন খুলে হাসেন....
আইজ মরলে কাইল দুইদিন....





Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Romana Akhter Nisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Romana Akhter Nisha:

Videos

Share