꧁༺Apon Birds BD ༻꧂

꧁༺Apon Birds BD ༻꧂ I want to see the world through bird's eye. I wanna explore the beauty of nature with wings of birds

আমি তার প্রেমে পড়ে গেছি। তুমি কবে হবে আমার?আজ নয়তো কাল তুমি হবে আমার।যদি না পাই তোমায় তবে বিরহ ব্যথা নিয়ে পুষে রাখবো...
13/02/2025

আমি তার প্রেমে পড়ে গেছি। তুমি কবে হবে আমার?
আজ নয়তো কাল তুমি হবে আমার।
যদি না পাই তোমায় তবে বিরহ ব্যথা নিয়ে পুষে রাখবো হৃদয়ে।

12/02/2025

আমার খামারে নতুন পাখি নিয়ে আসলাম।
সাদা সুন্দরীদের নাম হচ্ছে লুটিনো পার্ল কোকাটেল।

এরা একসাথে চার থেকে সাতটি ডিম দিয়ে থাকে এবং সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করে।

এদের প্রধান খাদ্য হচ্ছে সিড মিক্স এবং সেই সাথে ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি পূরণের জন্য শাকসবজি এবং ফল দেওয়া আবশ্যক। এছাড়াও সপ্তাহে দুই দিন সফটফুড দেওয়া উচিত।

সারা বছরব্যাপী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকমের সাপ্লিমেন্ট পাখিকে দিতে হয় চিকিৎসকের অথবা অভিজ্ঞ খামারির পরামর্শ অনুযায়ী আপনার শখের পাখিকে সাপ্লিমেন্ট দিন।

সকলের পোষা প্রাণীগুলো ভালো থাকুক সুস্থ থাকুক

12/02/2025
09/02/2025

কার কার পাখিদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে?

07/02/2025

আমার খামারের প্রথম পাখি জোড়া।ইসপ্লিট রেড কলার রেইনবো লরিকিট (মেল),ইয়োলো কলার রেইনবো লরিকিট (ফিমেল)।
১৮ মাস বয়সে এরা ডিম বাচ্চা করে।
দুইটি পাখিই কথা বলতে পারে।আমার পাখি দুইটির বয়স ২.৫ বছর প্লাস।আশা করছি ইনশাআল্লাহ্ খুব দ্রুত এদের কাছ থেকে ডিম বাচ্চা পাবো।
তরল খাবার এদের অন্যতম প্রধান খাদ্য।আয়ুকাল ২০-৩০ বছর।অনেক কথা বলতে পারে এবং নকল করার ওস্তাদ।ডি এন এ করানো ছারা মেল,ফিমেল চিনা যায়না।এরা জোড়া বাচচা দেয়।তাই ছোট থাকতে নিলে আর ডি.এন.এ করানো লাগেনা।

24/01/2025

আমার পাখিরা🐦🦜 সুন্দরভাবে থাকার জন্য খাঁচা বানিয়ে নিলাম। খাঁচার মাপ চার ফুট বাই দুই ফুট,ডিপ দুই ফুট,তিনতলা বিশিষ্ট একটি খাঁচা। কোথা থেকে বানিয়েছি কত খরচ পড়লো খাঁচার ওজন কত এসব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে।

22/01/2025

আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পাখির ঘর তৈরি হয়ে গেছে আস্তে আস্তে পুরো ঘর পাখি দিয়ে ভরপুর হবে ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই এখনো বৈদ্যুতিক লাইন টানানো বাকি আছে বাকি কাজ কমপ্লিট হওয়ার পরে আবার দেখা হবে

পাখির ঘরের কাঠ,টিন এবং অন্যান্য জিনিসপত্র কিনার এবং কাজের সময়ের কিছু ছবি। আমার বন্ধুরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। বন্ধ...
21/01/2025

পাখির ঘরের কাঠ,টিন এবং অন্যান্য জিনিসপত্র কিনার এবং কাজের সময়ের কিছু ছবি। আমার বন্ধুরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। বন্ধু রাসেল কাজ করতে করতে বাঁকা হয়ে গেছে এবং বাপ্পি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিয়ে যাচ্ছে আর আমি দূর থেকে খালি প্যান প্যান করছি আমার মেয়ে ফাতিহা পাখি নিয়ে গাড়ি চালাচ্ছে। আর ফারুক ভাই হচ্ছে মূল কাজ করতেছে মোটামুটি ওনার মাথা নষ্ট করে ফেলেছি আমরা কথা বলে বলে।😁😁😁

পাখির ঘর বানানোর প্রস্তুতি চলছে ঘরের কাঠামো বানানো হয়েছে ।ঘরের দৈর্ঘ্য ১০ ফিট প্রস্থ ৮ ফিট উচ্চতা ৮ ফিট।
19/01/2025

পাখির ঘর বানানোর প্রস্তুতি চলছে ঘরের কাঠামো বানানো হয়েছে ।
ঘরের দৈর্ঘ্য ১০ ফিট প্রস্থ ৮ ফিট উচ্চতা ৮ ফিট।

Address

Al-kamal Housing, Zoo Road, Mirpur-1, Dhaka
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁༺Apon Birds BD ༻꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share