PothChola

PothChola Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PothChola, Media/News Company, Shaymoli, Ring Road, Dhaka.

PothChola believes in the power of positivity and the impact of sharing heartwarming tales of community spirit to personal achievements against the odds, we're here to share your story!

আপনার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক গল্প, না বলা গল্প হয়েই হয়তো রয়ে গেছে আপনার কাছে। এখন সময় আপনার অপ্রকাশিত গল্পগুলো ...
08/01/2025

আপনার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক গল্প, না বলা গল্প হয়েই হয়তো রয়ে গেছে আপনার কাছে। এখন সময় আপনার অপ্রকাশিত গল্পগুলো সবার কাছে তুলে ধরার। আর সেই গল্প তুলে ধরার জন্য পাশে আছে পথচলা। আপনার অজানা গল্পগুলো হতে পারে অন্যের অনুপ্রেরণা।

আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/958059962461122/?ref=share&mibextid=lOuIew

আমাদের জীবনে অভিজ্ঞতাগুলো যেন একটি সাদা কাগজের মত। দাগহীন কাগজ দেখতে সুন্দর। কিন্তু সেই কাগজে আবার দাগ লাগতে সময়ও লাগেনা...
07/01/2025

আমাদের জীবনে অভিজ্ঞতাগুলো যেন একটি সাদা কাগজের মত। দাগহীন কাগজ দেখতে সুন্দর। কিন্তু সেই কাগজে আবার দাগ লাগতে সময়ও লাগেনা। কখনো কি ভেবে দেখেছি আমাদের জীবনের সেই ভালো খারাপ মুহূর্তগুলো মিলে যত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তার মাঝে এমন অনেক ঘটনাই আছে যা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না বা হয়তো করতেই চাই না।
মাঝে মাঝে সেই ঘটনাগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, নিয়ে যায় কোনো তিক্ত মূহুর্তের মধ্য দিয়ে! ভয় হয়, ঘৃনা হয় নিজের উপর! বুকে প্রচণ্ড চাপ হয় কিন্তু তা বলার জন্য তখন আর মানুষটা পাশে থাকে না। খুব সাবলীলভাবেই হয়তো কোনো মেয়ে একটা ছেলেকে সেইরকম মূহুর্তে বলে দেয় "তোমার মত খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই" অথবা কোনো ছেলেও বলে ফেলে "মেয়ে মানুষ মানেই খারাপ!"

তারপর কোন এক সময়ে যদি জিজ্ঞেস করা হয় কে খারাপ আর কে ভালো তখন প্রতি উত্তরে আসবে সকল ছেলে মানুষই খারাপ আমার বাবা ছাড়া কিংবা মা ছাড়া সব মেয়েই খারাপ!

আচ্ছা বিষয়টা কি আসলেই এমন? আপনার‌ জীবনেও কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যা এভাবে আপনাকে প্রভাবিত করেছে? মন্তব্যে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। আমরা শুনতে চাই সেইসব মুহূর্তের কথা।

প্রচণ্ড শীতে মলিন গায়ে পুরনো পাতলা কম্বল জড়ানো একজন জীর্ণশীর্ণ লোক, জট পাকানো চুল, দাঁড়ি, গোঁফে তার আসল চেহারা বোঝা মুশক...
06/01/2025

প্রচণ্ড শীতে মলিন গায়ে পুরনো পাতলা কম্বল জড়ানো একজন জীর্ণশীর্ণ লোক, জট পাকানো চুল, দাঁড়ি, গোঁফে তার আসল চেহারা বোঝা মুশকিল। সামনে তিনটি কুকুর যেন তার অতিথি হয়ে বসে আছে। লোকটার হাতে কিছু খাবার। হয়তো দয়া করে কেউ দিয়ে গিয়েছে। অথবা কিছুটা খেয়ে বাকিটা প্যাকেটসহ ছুঁড়ে ফেলে গেছে ময়লার ভাগাড়ে। প্রচণ্ড ক্ষুধায় হতে পারে ভাগাড় থেকেই প্যাকেটটা খুঁজে পেয়েছে পাগল লোকটি। আশপাশে কি হচ্ছে সেসবের তোয়াক্কা না করে বয়োবৃদ্ধ লোকটি সেই প্যাকেট থেকে নিজে কিছু খাচ্ছে কিছু কুকুরুগুলোকে খাওয়াচ্ছে।

নির্মল সন্ধ্যার অসম্ভব সুন্দর এই দৃশ্য আমি দেখছিলাম পাশেই জ্যামে আটকে থাকা বাসে বসে। প্রচণ্ড শীতে যেখানে গলায় উলের কম্ফোর্টার, গায়ে একাধিক গরম কাপড় জড়িয়েও শীতে কাঁপতে কাঁপতে দুঃখবিলাস করছি সেখানে একজন পাগল হাসতে হাসতে সুখ রচনা করছেন। আর আমি তা দেখে দেখে ভাবছি অন্য সংকট। সংকটটা খাবার অপচয় করা নিয়ে। যা আমি বুঝে কিংবা না বুঝে প্রতিনিয়ত করে থাকি। লোকজনের চোখে সে পাগল আর অস্বাভাবিক হতে পারে তবে তার এই অস্বাভাবিক কর্মকাণ্ডই আমার কাছে ভীষণ স্বাভাবিক লাগল। কারণ সে একা নিজের ক্ষুধার কথা চিন্তা করেনি, অন্যান্য প্রাণীর ক্ষুধার বিষয়টিও সে মাথায় রেখেছে। অপচয় রোধে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জায়গাটা বোধ হয় আমার এটাই।

আপনার জীবনেও যদি এমন কোনো ব্যাক্তি বা ঘটনা থাকে যা আপনাকে ভীষণভাবে ভাবিয়েছে অথবা যে গল্প বা যে ব্যাক্তিকে মনে করে আপনি অভ্যাস পরিবর্তনে সচেষ্ট হয়েছেন সেসব গল্প বা ঘটনা শুনতে অপেক্ষায় আছে পথচলা।

ব্যর্থতা,  অসফলতা, বাধা, সংশয়,  হেরে যাওয়ার গল্প নিয়ে চলতে থাকে হাজারো মানুষ! এর মাঝে বেঁচে থাকে কিছু লড়াই, কিছু হার না ...
03/01/2025

ব্যর্থতা, অসফলতা, বাধা, সংশয়, হেরে যাওয়ার গল্প নিয়ে চলতে থাকে হাজারো মানুষ! এর মাঝে বেঁচে থাকে কিছু লড়াই, কিছু হার না মানা বিজয়!
জীবনে বিজয়ের এই ছোট ছোট গল্পগুলোই আমাদের সত্যিকারের শক্তি। এই গল্পগুলোই আমাদের জীবনের প্রকৃত সৌন্দর্যকে উদ্ভাসিত করে। চলতি পথে এই গল্পগুলো হতে পারে অন্যের অনুপ্রেরণার কারণ। নিজের এই সাহসিকতার গল্পগুলো তুলে ধরুন আমাদের কাছে। আমরা আপনার এই গল্পগুলো জানতে চাই, জানাতে চাই। আমরা বিশ্বাস করি, এই গল্পগুলো সবার জীবনকে স্পর্শ করতে পারবে এবং সবার মনে নতুন উদ্যম ও অনুপ্রেরণার সঞ্চার করবে।

Address

Shaymoli, Ring Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when PothChola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share