Zoya

Zoya hey!! beautiful people ৺
★Assalamualaikum ★
"welcome to my tiny world "

11/12/2024

😅

11/12/2024

আমার আম্মু কে দোয়ায় রাখবেন 🙃

11/12/2024

যার পেইন সেই বুঝে অন্যরা যতই বলুক " আমি তোমার কষ্ট বুঝতেছি,, আসলে কেউ বুঝবেনা,, নিজের টা নিজেকেই বুঝতে হয় আর লড়াই করতে হয়,, সুসময়ে সবাই কে পাওয়া যায় কিন্তু অসময়ে বোঝা যায় আসলে কারা আপনজন 🙂,, শুধু কথা শোনানোর বেলায় ১০০ তে ১০০ কাজের সময় প্রয়োজন এর সময় কেউ নাই,৷ আবার নিজেদের প্রয়োজন এ পাশে এসে বসে পরে 🙃

10/12/2024

একটু সুন্দর হলে অনেকেই ভালোবাসতো🙂💔

10/12/2024

When maturity hits you , silence is better than arguing 🫰♥️

09/12/2024

মাঝে মাঝে মনে হয় আমার যদি জন্মই না হতো বা আমি ছোট থাকতেই ম*রে যেতাম কতই না ভালো হতো ❤️

09/12/2024

ট্যুর দেওয়ার বয়সে, রিক্সা ভাড়া দেওয়ার টাকাও নাই.. 🙂

09/12/2024

শেষ বার আমাকে পাওয়ার জন্য ঝামেলা করেছিলেন এক রিক্সাওয়ালা মামা অন্য রিক্সাওয়ালার সাথে 🙂👍

08/12/2024

অদ্ভুত এক ওয়েদার! হুটহাট নাক বন্ধ হয়ে যাচ্ছে! হুটহাট দুর্বল লাগতেছে, শরীর ব্যাথা করতেছে, মনে হচ্ছে জ্বর আসতেছে,প্রচন্ড মাথা ব্যাথা করতেছে! হুটহাট এমন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে!

07/12/2024

“Overthinking steals your life, steals your happiness and steals your smile.”

আমার ডিসেম্বর এর শহরে শুধুই বিষাদ এর ছায়া 😊
07/12/2024

আমার ডিসেম্বর এর শহরে শুধুই বিষাদ এর ছায়া 😊

মনের অবস্থা লুকিয়ে রাখাও একটা শিল্প 😌🗡️
07/12/2024

মনের অবস্থা লুকিয়ে রাখাও একটা শিল্প 😌🗡️

কারো বিশ্বস্ত হতে পারা অনেক বড় অর্জন। বিশ্বাস অর্জন করা সামান্য কোনো বিষয় না। আপনি মানুষের কাছে যতবেশি বিশ্বস্ত, মানুষ হ...
07/12/2024

কারো বিশ্বস্ত হতে পারা অনেক বড় অর্জন। বিশ্বাস অর্জন করা সামান্য কোনো বিষয় না। আপনি মানুষের কাছে যতবেশি বিশ্বস্ত, মানুষ হিসেবে আপনি ততবেশিই মূল্যবান।🌼

©

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।*যদি আমি আপনার সাথে পূর্...
06/12/2024

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নেবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।
*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নেবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।
*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।
*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।
*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নেবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।
*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।
দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় !!! 🖤

হঠাৎ করেই আমি সবার অপ্রিয় হয়ে গেলাম,কেন হলাম ঠিক জানি না!প্রিয় মানুষদের কাছে বাড়তি এক বোঝা হতে থাকলাম-রাগ, অভিমানএমনকি দ...
06/12/2024

হঠাৎ করেই আমি সবার অপ্রিয় হয়ে গেলাম,
কেন হলাম ঠিক জানি না!
প্রিয় মানুষদের কাছে বাড়তি এক
বোঝা হতে থাকলাম-
রাগ, অভিমান
এমনকি দুটো চড় থাপ্পড় মেনে নেওয়া যায়
কিন্তু স্তব্ধিকার আড়ালে যে
ভয়ংকর মর্মপীড়া থাকে-
তা কখনো কোন কোমল হৃদয়ের মানুষ
ভাঙতে পারে না।
কারণ-
সে সমঝোতাভাষী হওয়ার আগেই
অজানা কারণে চোখভর্তি পানি ডেকে আনে!

কলমে: সন্ধ্যাবাতি

05/12/2024

কতো অবলীলায় কাটিয়ে দিচ্ছি এই বেপাত্তার দিনগুলো। নিখাদ ঠাট্টা হচ্ছে জীবনের সাথে🙃🙃

জীবনের যে পর্যায়ে গেলে মানুষরে বিশ্বাস করতে ভয় হয় সে পর্যায়ে আছি।🤧
04/12/2024

জীবনের যে পর্যায়ে গেলে মানুষরে বিশ্বাস করতে ভয় হয় সে পর্যায়ে আছি।🤧

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zoya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share