Mood

Mood Welcome To MOOD Services
(108)

�� পাইলিং সহ সম্পূর্ণ স্ট্রাকচার উপরের টাংকি পর্যন্ত ভিম কলাম পাথর ঢালাই দিয়ে ৭০০-১০০০ টাকা
� সয়েল টেস্ট ৪০০০ টাকা থেকে শুরু
� পাইলিং ৯৫ টাকা থেকে শুরু
� স্ট্রাকচার ৯০-১১০
� আর্কিটেকচার ৮০-১১০
� টাইলস বসানো প্রতি স্কয়ার ফিট১৫-২৫
� ফ্লোর অথবা দেয়ালে মার্বেল লাগানো ১০০-১১০
� সকল ইলেকট্রিক কাজ ২০-২৫
� পুরো ভবনের সমস্ত সেনেটারী কাজ ১৫-২৫ টাকা স্কয়ার ফিট
�BSRM বার দিয়ে জানালা বারান্দা সহ

সমস্ত সমস্ত গ্রিল সম্পূর্ণ রেডি
৯০-১০০ প্রতি স্কয়ার ফিট অথবা কেজি KG
�থাই এলমনিয়াম গ্লাস সহ সম্পূর্ণ কমপ্লিট ৩২০-৩৫০ টাকা প্রতি স্কয়ার ফিট সম্পূর্ণ কমপ্লিট।

অফিস �
বাসা নং #১০, রোড নং #০১, সেক্টর #৪, উত্তরা, ঢাকা - ১২৩০ ।

19/08/2022

🟢 FAR কী?

উত্তরঃ ধরুন! আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন । টাকা- পয়সা নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ? আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে পারবেন না? রাজউকের/ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী তা হলেই আপনি চাহিত বাড়িটি বানাতে পারবেন নতুবা নয় । কারন একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে সেটব্যাক বলে । শুধুমাত্র ভবনটি কত তলা হবে তা 'ফার' এর মাধ্যমে জানা যায় তাই আজ 'ফার' নিয়ে কিছু ধারণা দিতে চাই।
🌠FAR জানার সুবিধাঃ
১. ফার জানলে যেকোনো ভালো অফিসে চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যাবে
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব করতে পারবেন অংক করে ।
🌠FAR এর ক্যালকুলেশনঃ
মনে করি, আপনার জায়গার পরিমান- ৫ কাঠা,
জায়গা ঘেষে সামনে দিয়ে কন্টিনিয়াস রোড গেছে - ২০ ফুট,
🌠ফার- ৩.৫ ( BNBC তে পাবেন কত কাঠার জন্য কত ফার)
এখন, Maximum Build Area (M.B.A)= Area of Land x Far
= 5 katha x 3.5 (Here, FAR= 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720 sft)
= 3600x3.5
=12600 sft
Maximum Ground Coverage(M.G.C)- 62.5% (BNBC তে পাবেন)
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sft.
Now, Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground Floor + 5.6 Floor
= 1+ 5.6 Floor
= 6.6 Floor
সুতরাং আপনার ৫ কাঠা জায়গায় উপরের শর্তাবলী অনুযায়ী আপনি ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা নির্মাণ করতে পারবেন এবং তা প্রায় ৭ তলা পর্যন্ত বর্ধিত করতে পারবেন কিন্তু ভবনটি ভুমিকম্প সহনীয় করতে তা না করাই শ্রেয় ও বুদ্ধিমানের কাজ হবে, বাকিটা আপনার ইচ্ছা।
©

18/08/2022

মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২” x ৪ ১/২” x ২ ৩/৪”)
মসলাসহ = (১০” x ৫” x ৩”)
খোয়ার হিসাবঃ-
১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
১m3 ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন 320 টি এবং বড় সাইজের খোয়ার জন্য 300 টি।
১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
ছলিং এর জন্য প্রতি 1sft এর জন্য 3 টি ইট প্রয়োজন।
1cft খোজার জন্য 9টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
10” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 10 টি ইট লাগে।
5” ওয়াল গাথুনীতে প্রতি 1sft গাথুনীতে 5 টি ইট লাগে।
1m3 ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 410 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন 11.76 = 12 টি
1m3 ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 500 টি।
1cft ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন 14.28 টি।
1m2 জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন 31 টি।
1m2 সোলিং এ চিকন বালির প্রয়োজন 0.015m3
1m2 জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন 52 টি।
1m2 হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন 0.03m3
1 Reining miter দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=1/.127=8 টি।
ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ 35%
বালি
বালির হিসাবঃ-
109 f = 12.25cft
100sft 5” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
* 100 sft 10” গাথুনীতে 1:5 অনুপাতে সিমেন্ট লাগে 4 ব্যাগ। বালু লাগে 24 cft।
গাথুনী এবং প্লাস্টারে 1 বস্তা সিমেন্টে 04 বস্তা বালি (সিমেন্টর বস্তায় হিসাব করতে হবে), তবে 05 বস্তাও দেওয়া যায়।
নির্মান কাজে বালির হিসাব cft ধরে করা হয়। গারি থেকে বালি নামানোর পূর্বে গাড়ির ডালা অর্থাৎ যেখানে বালি রাখাহয় তার চার পাশে ফিতা দিয়ে মাপ দিতে হবে। সে সময় ডালার উপরি অংশের বালি সমান করতে হবে।
কোন বালি দিয়ে কাজ করতে হবে সে বিষয় প্লানে উল্লেখ থাকবে।
সিমেন্ট
1m3 সিমেন্ট 30 ব্যাগ
1m2 নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন= 2.7 – 3 kg
DPC এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের 5% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য 2.5 কেজি।
1 ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন 40kg
এক ব্যাগ সিমেন্টের ওজন 50kg এবং আয়তন= 0.034 m3
1 ব্যাগ সিমেন্টে পানি লাগে 21 L.
100sft প্লাষ্টারে 1:4 অনুপাতে সিমেন্ট লাগে 2 ব্যাগ।
গাথুনীর প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে 1:5 অনুপাতে সিমেন্ট দিতে হয়।
প্রতি sft নিট ফিনিশিং করতে 0.0235 kg সিমেন্ট লাগে।
রড
এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/162.2 কেজি।
প্রতি ফুট এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র = d2/532 কেজি।
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 162.2/d2 m.
প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র = 532/d2 ft

16/08/2022

বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি
বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি

প্রথমে কি কি ডায়ার পাইপ লাগে
সাধারন্ত ইলেকট্রিক কাজে ১.২৫" ১" ০.৭৫" ০.৫০" ডায়ার পাইপ ব্যবহার হয়ে থাকে
১.২৫" পাইপ ভাটিক্যাল লাইনে
১"/০.৭৫" পাইপ ছাদে
০.৭৫" পাইপ ওয়ালে
০.৫০" পাইপ সিলিং যদি কেটে পয়েন্ট সরানো লাগে তখন এবং টাইলসের নীচ দিয়ে কোন লাইন নেওয়া লাগলে যেমন ডিস টেলিফোন লাইনে ০.৫০" ব্যবহার হয়।
এবার এমকে স্টীল বক্স
৩ গ্যাং
২ গ্যাং
১ গ্যাং
স্টীল বক্স ব্যবহার করে থাকি
এবার তার
৯৫ আরএম
৭০ আরএম
৫০ আরএম..............
১৬ আরএম
১০ আরএম
৬ আরএম
৪ আরএম
৩ আরএম
২.৫০ আরএম
২ আরএম
১.৫০ আরএম
১.৫০ আরই
১.৩ আরএম
১.৩ আরই
১ আরই
আমরা মেন লাইনে ৯৫ আরএম ~ ১৬ আরএম ব্যবহার দেখে থাকি
১০ আরএম ~ ৬ আরএম এমডিবি থেকে এসডিবি ব্যবহার করে থাকি
৪ আরএম ~ ৩ আরএম এসি জন্য
৩ আএম ~ ২ আরএম পাওয়ার পয়েন্ট
১.৫০ আরএম~ ১.৩০ আরএম লাইট ও ফ্যান পয়েন্ট
১.৩০ আরই ~ ১.০০ আরই আর্থিং ও আইপিএস জন্য ব্যবহার করে থাকি
তার আমরা ৪ টি কালার ব্যবহার করে থাকি যেমন
লাল কালার মেন লাইন
কালো কালার নিউটাল
সবুজ কালার আর্থিং
হলুদ কালার আইপিএস
এখন বাজারে নীল কালারের তার পাওয়া যায়।
এবার সুইচ সকেট
১ গ্যাং সুইচ
২ গ্যাং সুইচ
৩ গ্যাং সুইচ
৪ গ্যাং সুইচ
৫ গ্যাং সুইচ
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৫ এ্যাম্পিয়ার
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৩ এ্যাম্পিয়ার
২-পিন পাওয়ার পয়েন্ট ৫~৬ এ্যাম্পিয়ার
ডিপি সুইচ
টিপি সুইচ
টিভি আউট লেট
টেলিফোন আউট লেট
বেল পুশ
১০ এ্যাম্পিয়ার এমসিসিবি
১৬ এ্যাম্পিয়ার এমসিসিবি
২০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৩০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৪০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৫০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৬৩ এ্যাম্পিয়ার এমসিসিবি
৬" রাউন্ড ফ্যান কাভার
৫"x৭" এবোনাইট সিট জাংশন বোর্ড
এখন কোনটার কত উচ্চতা
সুইচ বোর্ড ৪'-৬"
এসডিবি ৭'-০"
এমডিবি ২'-৬"
পাওয়ার পয়েন্ট ৯"
এসি পয়েন্ট ৭'-১০"
এসির সুইচ ৪'-৬"
গ্রীজার পয়েন্ট ফল্সচ ছাদে
গ্রীজার সুইচ ৪'-৬"
লাইট পয়েন্ট ৭'-১০"
বেল পুস ৪'-৬"
এক্সজাষ্ট ফ্যান পয়েন্ট ৭'-১০"
এক্সজাষ্ট ফ্যান সুইচ ৪'-৬"
মিরর লাইট টপ অফ মিরর
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৫ এ্যা ৭'-১০"
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৩ এ্যা ৯"
২-পিন পাওয়ার পয়েন্ট ৯"
টিভি আউট লেট ৯"
টেলিফোন আউট লেট ৯"
ইন্টারকম ৪'-৬"
কলিং বেল ৭'-০"
গার্ডেন লাইট সুবিধা মোতাবেক
গার্ডেন ওয়াল লাইট ওয়াটার পুভ করে দিতে হয়
বাথ রুম রান্নার রুমে পাওয়ার পয়েন্ট ৪'-৬"

11/08/2022

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 fe

10/08/2022

MOOD BUILDERS দিচ্ছে সেরা মান এবং কম খরচে বাড়ি নির্মাণের সকল সুবিধা।
🌈এবার বাড়ি #রং_করুন_মাত্র_০৫ টাকায় ( প্রতি স্কয়ার ফিট থেকে শুরু), 🌈পুরাতন দেয়াল, গ্রিল, রং করা ০৫ টাকা।
🌈দেয়াল পুডিং করে রং করা ১০ টাকা। রং এর ধরন এর সাথে দাম পরিবর্তন হবে।

🌠 #টাইলস_ফিটিংস_মাত্র_২০ টাকায় ( প্রতি স্কয়ার ফিট শুরু),

🦺 #লেবার_ওয়ার্ক_মাত্র_১০০ টাকায় (প্রতি স্কয়ার ফিট শুরু) গ্রেট ভিম থেকে পুরো বাড়ির Structures প্রতি তলায় ১০ % পারসেন্ট এবাব হবে।

 ভেঙে শট কলাম করে structure and architecture ২২০ টাকা , প্রতি তলায় মালামাল উঠানোর খরচ বাবদ ১০% টাকা বারবে।

বিস্তারিত জানতে কল করুন +8801711204947 WhatsApp


10/08/2022
12/07/2022

১৬০ ফিট মাদানী এ্যাভেনিউ রোডে জমির শেয়ার।

্গফুটের_ফ্ল্যাট_মাত্র_৭_লক্ষ_৮০_হাজার_টাকায় (+/-) হতে পারে।

প্রকল্পের ঠিকানাঃ বসুন্ধরা ১০০ ফিট মাদানী এভিনিউ রোড। (আর্মিদের DOHS জলসিড়ি ব্রিজ সংলগ্ন)।

প্রকল্পের পাশে অন্যান্য আবাসন এবং সুপরিচিত স্থান ।








#বসুন্ধরা
#পূর্বাচল
#জলসিড়ি_আবাসন (আর্মিদের DOHS )
#পুলিশ_হাউসিং সোসাইটি
#ইউনাইটেড_মেডিকেল কলেজ

#ঠিকানা রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট

#প্রকল্পের_বিস্তারিতঃ
* ফ্ল্যাট সংখ্যাঃ প্রতি ফ্লোরে ০৪ ইউনিট মোট ফ্ল্যাট সংখ্যা ৩২ টি।

#বিল্ডিং হবে: বি+জি+৯ (১০তলা)

বিশেষ দ্রষ্টব্যঃ
গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর কমার্শিয়াল স্পেস সেল করা হবে, এবং সে টাকা ফ্ল্যাট মালিক মালিকদের মধ্যে ভাগ করে দেয়া হবে। সে কারণেই ফ্ল্যাট মালিকদের নির্মাণ ব্যয় এবং অন্যান্য খরচ সমূহ অবিশ্বাস্যরকম কমে যাবে।

*প্রতি ফ্লোরে ৪ টি করে ইউনিট।
***পার্কিং সংখ্যা আলোচনা সাপেক্ষে (সবার ১ টি কোরে)

#ফ্ল্যাট_সাইজ_১২৫০_বর্গফুট। (কম-বেশি)
*৩/৪ বেড + ৩ বাথ + ৩ বারান্দা + ড্রয়িং আলাদা + ডাইনিং আলাদা + কিচেন।
*১ টি লিফ্ট + ১ টি সিড়ি।
*জেনারেটর সাবস্টেশন সিসিটিভি ক্যামেরা







#ফ্ল্যাটের_জমির_শেয়ার_মূল্যঃ_২৩_লক্ষ_টাকা (এর সাথে সংযুক্ত হবে রেজিষ্ট্রেশন খরচ)।
#সম্ভাব্য_নির্মাণ_খরচ_২৮_লক্ষ_টাকা
#সম্ভাব্য_মোট_খরচ_প্রতি_ফ্ল্যাট_৫১_লক্ষ_টাকা।
√নির্মাণ সময় ২৮ মাস।
√বুকিং মানি( ৫ লক্ষ) টাকা আলোচনা সাপেক্ষে ও দেওয়া যাবে।
√জমির বাকি টাকা জমি রেজিস্ট্রেশনের দিন পরিশোধ করতে হবে, (একি দিনে,এক দলিলে, সবার নামে আনুপাতিক হারে জমি রেজিষ্ট্রেশন হবে)।
√সুতরাং আপনার বিনিয়োগ হবে ১০০% সুরক্ষিত
#জমি_রেজিষ্ট্রেশনের_তারিখঃ_৩০_আগস্ট _২০২২ সাল
√নির্মাণ কাজ শুরু হলে নির্মাণ খরচ (২৮লক্ষ টাকা) ২.৫ বছরের কিস্তিতে পরিশোধ করার সুবিধা পাবেন।
বিস্তারিত জানতে/ ভিজিট কেরতে যোগাযোগ করুনঃ-
☎️ +8801711-204947
☎️ +8801670-751526 WHATSAPP

MOOD Builders & Construction
অফিসের ঠিকানাঃ
ফ্ল্যাট # এ , হাউজ #১০, রোড #০১ , সেক্টর ০৪ উত্তরা , ঢাকা ।
#ফেসবুক_পেইজঃ https://www.facebook.com/Mood.info

Welcome To MOOD Services

Address

House: 10, Road: 01, Sector: 04, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mood:

Share


Other Dhaka media companies

Show All

You may also like