Street Food Bangladesh

Street Food Bangladesh Street food refers to food or drinks sold by a hawker or vendor on a street or at other public places

10/05/2024
10/05/2024

Hi

03/05/2024

ঢাকার সবচেয়ে বেশি বিক্রির খাবার।
Dhaka Most likely Food

03/05/2024

ঢাকার বিখ্যাত জিলাপী।
#জিলাপী

27/10/2023

বেশকিছু শর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশের অনুমতি পেতে যাচ্ছে বিএনপি। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত পছন্দের ভেন্যুতেই দলটিকে সমাবেশের অনুমোদন দেওয়া হবে বলে ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের পক্ষ থেকে পল্টন ও এর আশপাশ এলাকায় ৬০টির বেশি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে। বৃহস্পতিবারই পুলিশ জানায়, সমাবেশের অনুমতি দেওয়া হলে সিসিটিভি, ড্রোন, সাদা পোশাকে ক্যামেরা নিয়ে পুলিশ ফুটেজ সংগ্রহ করবে। সে অনুযায়ীই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।

27/10/2023

সমাবেশ করতে ২০ শর্তে পছন্দের জায়গাই পেল আওয়ামী লীগ ও বিএনপি

27/09/2023

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আম্‌র (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে;
২. কথা বললে মিথ্যা বলে;
৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং
৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি করে।
শু‘বা আ‘মাশ (রহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (রহঃ)-এর অনুসরণ করেছেন।

(২৪৫৯,৩১৭৮; মুসলিম ১/২৫ হাঃ ৫৮, আহমাদ ৬৭৮২) (আধুনিক প্রকাশনীঃ ৩৩, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩)

সহিহ বুখারী, হাদিস

29/08/2023

‘ইকরিমা ইব্‌নু খালিদ (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি ইব্‌নু ‘উমর (রাঃ) -কে হজ্জের আগে ‘উমরা আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেন, এতে কোন দোষ নেই। ‘ইকরিমা (রহঃ) বলেন, ইব্‌নু ‘উমর (রাঃ) বলেছেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হজ্জের আগে ‘উমরা আদায় করেছেন। ইবরাহীম ইব্‌নু সা‘দ (রহঃ) ইব্‌নু ইসহাক (রহঃ) হতে বর্ণনা করেন যে, ‘ইকরিমা ইব্‌নু খালিদ (রহঃ) বলেছেন, আমি ইব্‌নু ‘উমর (রাঃ) -কে জিজ্ঞেস করলাম। পরবর্তী অংশ উক্ত হাদীসের অনূরূপ।

সহিহ বুখারী, হাদিস

30/07/2023

ব্রেকিং খবর...

আওয়ামী লীগের সোমবারের শান্তি সমাবেশ বাতিল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Street Food Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share