The Diplomatic Journal

The Diplomatic Journal diplomatic based magazine

27/08/2024

এমন চাচা-ই দেশটা ভরা!!

ভাতিজা : চাচা, এইবার বাড়িতে লাউ গাছ লাগাইছিলাম।
চাচা : ভালো করছোস। বইসা না থাইকা কিছু করা ভালো।
ভাতিজা : তো গাছে একটা বড় লাউ ধরেছিল।
চাচা : বড় লাউ ধরবো না তো ছোট লাউ ধরবো? তুই আমার ভাতিজা না।
ভাতিজা : লাউডারে বিক্রির জন্য বাজারে নিয়া গেলাম।
চাচা : ভালো করছোস, অত বড় লাউ খাওয়া সম্ভব না।
ভাতিজা : বাজারে এক পুলিশ লাউ এর দাম জিজ্ঞেস করলো।
চাচা : পুলিশ হইলেও তো তার বাজার-সদাই করা লাগে, দাম জিজ্ঞেস করবো নাতো কি করবো।
ভাতিজা : আমি ৫০০ টাকা চাইলাম।
চাচা : বড় লাউ, ৫০০ টাকা চাইবি নাতো কি ৫০ টাকা চাইবি?
ভাতিজা : পুলিশ বললো ১০ টাকায় দিবেন।
চাচা : ঠিকইতো বলেছে একটা লাউ কি পুলিশে ৫০০ টাকায় নিবো?
ভাতিজা : আমি বললাম, বাপের জনমে লাউ খাইছেন?
চাচা : ভালো করছোস, তুই আমার ভাতিজা না। তুই কি পুলিশরে ভয় পাইয়া কথা বলবি? ৫০০ টাকার লাউরে সে ১০ টাকা কয়।
ভাতিজা : এরপরে পুলিশে আমার কান ধইরা মইলা দিছে।
চাচা : ভালো করছে, তুই পুলিশের সাথে বেয়াদবি করবি আর সে কি তোরে আদর করব?
ভাতিজা : পরে পুলিশ আমারে থানায় নিয়া গেল।
চাচা : পুলিশতো থানায়ই নিব, সে কি তরে তার শ্বশুর বাড়ী নিব?
ভাতিজা : তারপর বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিলো।
চাচা : বড় দারোগা তোরে ছাড়বো সেটাই স্বাভাবিক, দেখতে হইবোনা তুই কার ভাতিজা।

26/08/2024
11/08/2024

যতই করবেন চালাকি ততোই বুঝবেন জ্বালা কি!
সাধু সাবধান
===

শুভ সকাল,শুভ কামনা...
18/07/2024

শুভ সকাল,শুভ কামনা...

09/07/2024

....... ....... ....... ..... ....... If
-Rudyard Kipling
If you can keep your head when all about you

Are losing theirs and blaming it on you;

If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don’t deal in lies,
Or, being hated, don’t give way to hating,
And yet don’t look too good, nor talk too wise;

If you can dream—and not make dreams your master;
If you can think—and not make thoughts your aim;
If you can meet with triumph and disaster
And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you’ve spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to broken,
And stoop and build ’em up with wornout tools;

If you can make one heap of all your winnings
And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings
And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
Except the Will which says to them: “Hold on”;

If you can talk with crowds and keep your virtue,
Or walk with kings—nor lose the common touch;
If neither foes nor loving friends can hurt you;
If all men count with you, but none too much;
If you can fill the unforgiving minute
With sixty seconds’ worth of distance run_
Yours is the Earth and everything that’s in it,
And—which is more—you’ll be a Man, my son!

ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" ”'"""''"‘""""""""...
06/07/2024

ইরানের নতুন নির্বাচিত
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" ”'"""''"‘"""""""""
৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার স্বাধীন অবস্থানের জন্য পরিচিত এবং সংস্কারবাদী ও মধ্যপন্থী দাবিকেও সমর্থন করেন।

সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে তিনি ইরানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্র এমন তথ্য জানিয়েছে।

২০২২ সালে মাশা আমিনির মৃত্যুর পরে ইরানের আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, একটি মেয়েকে তার হিজাবের জন্য গ্রেপ্তার করা এবং পরবর্তীতে তার মৃতদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া ইসলামী প্রজাতন্ত্রে অগ্রহণযোগ্য।

কয়েকদিন পরেই দেশব্যাপী বিক্ষোভ এবং ভিন্নমতের বিরুদ্ধে কঠোর ক্র্যাকডাউনের মধ্যে মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে অপমান করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছিলেন, এটি কেবলমাত্র সমাজে স্থায়ী ক্রোধ এবং বিভাজন ঘটাবে।

৬৯ বছর বয়সী হৃদ্‌রোগবিষয়ক সার্জন পেজেশকিয়ানের এ ধরণের অবস্থান ইরানের শিয়া ধর্মতন্ত্রের সংস্কারবাদী রাজনীতিবিদ হওয়ার জটিলতাগুলোকে চিহ্নিত করে— যেখানে পরিবর্তনের কথা বলা হলেও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির তত্ত্বাবধানে গড়ে ওঠা কাঠামোকে কখনোই চ্যালেঞ্জ জানানোর কথা বলা হয় না।

ইরানের ২৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিকভাবে কম ভোটার দেখা গেছে, ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশ। তিন কোটির বেশি ভোট গণনার পর মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোট। আর সাইদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি ভোট।

ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার পর প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় আগাম নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

রাজনৈতিক অস্পষ্টতা থেকে বেরিয়ে আসার পর ইরানের সাবেক প্রেসিডেন্ট খাতামির নেতৃত্বে সংস্কারপন্থী দল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর পেজেশকিয়ানকে সমর্থন জানিয়েছিল।

পেজেশকিয়ানের অবস্থান রাইসির অবস্থান থেকে বিপরীত ছিল। আয়াতুল্লাহ খামেনির আস্থাভাজন থাকা রাইসি ইরানে নারীদের সীমিত অধিকার তৈরি এবং পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বড় শক্তি হিসেবে কাজ করেছিলেন।

তাই পেজেশকিয়ান অর্থনৈতিক সংকট এবং দমন-নিপীড়ন থেকে ক্লান্ত ইরানের জনগণকে সংস্কারের কথা বললেও সেটি বাস্তবায়ন করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।

পেজেশকিয়ান জন্ম ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর ইরানের মাহাবাদে। তারা বাবা একজন আজেরি এবং মা একজন কুর্দি। তিনি বহুভাষী, আজেরি ভাষায় কথা বলেন এবং ইরানের বিভিন্ন জাতিগত গোষ্ঠীর বিষয়ে তিনি নিবেদিতপ্রাণ। পেজেশকিয়ান ইরান-ইরাক যুদ্ধে কাজ করেছিলেন, মেডিকেল দলগুলোকে সামনের সারিতে প্রেরণ করেছিলেন।

প্রাথমিকভাবে হার্ট সার্জন হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত পেজেশকিয়ান পরে তাব্রিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রধান হন। ১৯৯৪ সালে তার জীবন একটি মর্মান্তিক মোড় নেয় যখন এক গাড়ি দুর্ঘটনায় তার স্ত্রী এবং কন্যা প্রাণ হারায়। তিনি তার অবশিষ্ট সন্তানদের নিজে থেকেই বড় করেন এবং আর কখনো বিয়ে করেননি।

রাজনীতিতে প্রবেশ করে পেজেশকিয়ান ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কানাডিয়ান-ইরানি ফটোগ্রাফার জাহরা কাজেমির মৃত্যুর পরের ময়নাতদন্তের ঘটনায় উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক সমস্যায় জড়িত হয়েছিলেন। কাজেমি তেহরানের এভিন জেলের একটি বিক্ষোভের ছবি তোলার দায়ে আটক হওয়ার পর নির্যাতিত হয়েছিলেন এবং হেফাজতে মারা গিয়েছিলেন।

পেজেশকিয়ান পরবর্তীতে আইনপ্রণেতা ভূমিকায় আসেন। তিনি তাব্রিজের একজন আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন এবং পরে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি তার স্বাধীন অবস্থানের জন্য পরিচিত এবং সংস্কারবাদী ও মধ্যপন্থী দাবিকেও সমর্থন করেন। তিনি ইরানের বিপ্লবী গার্ডের প্রশংসাও করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেছিলেন।

মাসুদ পেজেশকিয়ান ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন। নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছিলেন তিনি।

২০১১ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিবন্ধন করলেও পেজেশকিয়ান তা প্রত্যাহার করে নেন। ২০২১ সালের নির্বাচনে তিনি সে সকল প্রার্থীদের মধ্যে ছিলেন, যাদের ওপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নিষেধাজ্ঞা ছিল।

৩০% মুক্তিযোদ্ধা কোটা চাওয়া ; প্রতিবন্ধীদের এইটা দেখে শিক্ষা নেওয়া উচিত:⤵️যারা সত্যিকার অর্থে কোটার যোগ্য দাবিদার তাদের ...
06/07/2024

৩০% মুক্তিযোদ্ধা কোটা চাওয়া ;
প্রতিবন্ধীদের এইটা দেখে শিক্ষা নেওয়া উচিত:⤵️

যারা সত্যিকার অর্থে কোটার যোগ্য দাবিদার তাদের মানসিকতা দেখুন।
৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী উল্লাস পাল বলেন, স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এত দূর এসেছি। হাত ও পা বাঁকা হওয়ার কারণে হাতে লিখতে সমস্যা হয়, ডান হাতে কোনো শক্তি পাই না। হাঁটতেও সমস্যা হয়। কিন্তু কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার কথা চিন্তাও করিনি।

জয় বাংলা ! প্রায় ২০০ কোটির রাজস্ব ফাঁকি মামলা, পরোয়ানার ৩৩ মাসেও গ্রেপ্তার করেনি পুলিশ।????????????????????????????????...
06/07/2024

জয় বাংলা !

প্রায় ২০০ কোটির রাজস্ব ফাঁকি মামলা, পরোয়ানার ৩৩ মাসেও গ্রেপ্তার করেনি পুলিশ।
??????????????????????????????????????????
! ! ! ! ! ! ! ! !! ! !

পাবনার বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে ১৯১ কোটি ৬৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও আড়াই বছরের বেশি সময়েও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে এস এম আসিফ প্রকাশ্যে তার কার্যক্রম অব্যাহত রেখেছেন, এমনকি স্থানীয় নির্বাচনে অন্যদের প্রচারণায় অংশ নিয়েছেন।
গত বৃহস্পতিবার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস আদালতে হাজির হয়ে কিছু নথি দাখিলের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসারের আদালত।
গতকাল গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসারের আদালত।
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার একটি কপি ২০২২ সালের ২৩ মে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছিল।

গত বুধবার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই থানায় যোগদানের পর (২০২৩ সালের ৯ ডিসেম্বর) আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে জানতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তখন আমি তাকে মৌখিকভাবে বলি পাওনা টাকা পরিশোধ করতে।
২০২১ সালে এসএম আসিফ শামসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
'তার বাবা বর্তমান সংসদ সদস্য ও সংসদে ডেপুটি স্পিকার। তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেপ্তার করব…আমার কি সাহস আছে? আমি তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি,' বলেন তিনি।

২০১৪ সালের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান আসিফের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই মামলায় আরও আসামি করা হয় ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইরিন ইসলাম ও শরিফুল ইসলাম, পরিচালক রাসেল মির্জা এবং শেয়ারহোল্ডার জিয়াউর রহমানকে।

১৬১তম কমিশন সভায় মামলা করার সিদ্ধান্ত নেয় বিটিআরসি। একইসঙ্গে লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

আদালত ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ৩০ নভেম্বরের মধ্যে আসিফ, আইরিন, শরিফুল ও রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর থেকে ওই চারজন পলাতক রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা জানান, আসিফ ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন।

'অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন' নামের একটি ফেসবুক পেজে দেখা যায়, গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় থেকে গতকাল পর্যন্ত আসিফ অন্তত ১২০ বার লাইভে এসেছেন।

স্থানীয়রা জানান, গত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের নেতৃত্ব দেন আসিফ শামস।

গত ৬ মে বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোট চেয়েছিলেন তিনি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রচারণায়ও তিনি অংশ নেন।

বিটিআরসির নথি অনুযায়ী, ২০১২ সালের ১২ এপ্রিল লাইসেন্স পায় ভিশন টেল লিমিটেড।

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, রাজস্ব ভাগাভাগি ও বার্ষিক লাইসেন্স ফি থেকে উদ্ভূত পাওনা আদায়ের জন্য মামলাটি করা হয়েছিল, যা এখন সুদসহ ২৩৫ কোটি টাকার বেশি হয়ে গেছে।

শুনানির পরে আদালতে কর্মরত একজন বলেন, এই মামলার শেষ শুনানি ছিল ২৬ জুন, যেহেতু গ্রেপ্তারের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, তাই আদালত পরবর্তী শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেছেন।
'বিটিআরসির অনুমতি নিয়ে ২০১৩ সালে ভিশন টেল লিমিটেড থেকে বের হয়ে আসি। মামলা তো হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আদালতের নোটিশ ও গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আমাকে আগে জানানো হয় নাই।'

তিনি বলেন, 'আজ (বৃহস্পতিবার) আমি আদালতে হাজির হয়েছি এবং সমস্যার সমাধান হয়েছে।'

'শিগগিরই বেড়ায় ফিরব,' জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে বেড়া থেকে ঢাকায় এসেছেন তিনি।

২০১৫ সালের ১৬ জুন ভিশন টেল লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, আসিফ গ্রেপ্তার হওয়ার ভয়ে বিদেশ চলে গেছেন। তবে দ্য ডেইলি স্টারের কাছে একটি ভিডিও ক্লিপ রয়েছে, যেখানে আসিফকে বুধবার রাজধানীর রমনা এলাকায় একটি গাড়ির ভেতর দেখা গেছে।

তার ব্যক্তিগত সহকারী জানান, মেয়র আসিফ সর্বশেষ গত ২৮ জুন তার বেড়া অফিসে কাজ করেছেন।

28/06/2024

প্রবল বৃষ্টিতে ধসে পড়ল দিল্লি বিমান বন্দরের ছাদ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৪, ০৯:২৮

প্রবল বৃষ্টিতে ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। এরই একপর্যায়ে শুক্রবার (২৮ জুন) সকালে প্রবল বর্ষণে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ।
এই ঘটনায় এই টার্মিনাল থেকে সকল প্রস্থান স্থগিত করা হয়েছে। এদিকে ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ার পরে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
দিল্লি বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ‘নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।
এনডিটিভি বলছে, ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি ফায়ার সার্ভিসেসকে (ডিএফএস) এই ঘটনার বিষয়ে জানানো হয়। এছাড়া এই দুর্ঘটনায় ক্যাবসহ অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ার পর পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

আহত ছয়জনের মধ্যে লোহার বিমে চাপা পড়ে থাকা গাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

এক অফিসিয়াল বিবৃতিতে দিল্লি বিমানবন্দর বলেছে, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের পুরোনো প্রস্থান ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ ‘আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে’ ভেঙে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। এই ঘটনার ফলে, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে। পরিষেবার এই ব্যাঘাতের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং যেকোনো অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত ফ্লাইট স্থগিত রাখার পাশাপাশি নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলোও বন্ধ থাকছে।

ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু বলেছেন, তিনি দিল্লি বিমানবন্দরে ছাদ ধসের ঘটনাটি ‘ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ’ করছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযান এখনো চলছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে দিল্লিতে। তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের এই রাজধানী শহরের বেশ কয়েকটি জায়গায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এমনকি মিন্টো রোড-সহ দিল্লির বেশ কয়েকটি রাস্তায় কোমর সমান পানি জমে গেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে মিন্টো রোডে পানিতে গাড়ি ভেসে যেতেও দেখা গেছে।
মূলত গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবার বৃষ্টির কারণে তাপমাত্রা একধাক্কায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

27/06/2024

Contrast:
You are concerned about the ex*****on of the agreement to run Indian trains through Bangladesh.
Deeply concerned about the rise in per capita debt of the country.
Two students died in Chuet, you are angry. You are angry with the law of the land, intending to lash out at Chuet administration, wanting to 'move for the right of students to lead their lives safely'.
You are worried about why there is flood in the country. Want to know about it.
Hearing your words, everyone will say something else, laugh!

27/06/2024

বৈপরীত্য :

ক্যাম্পাস জীবনে পড়ার কষ্ট, খাওয়ার কষ্ট, আবাসনের কষ্ট- সবকিছুর উপরে যেই কষ্ট সেটা হলো বুদ্ধিবৃত্তিকভাবে সমপর্যায়ের কাউকে না পাওয়ার কষ্ট।

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেইন যাওয়ার চুক্তি সম্পাদন হচ্ছে, এটা নিয়ে তুমি উদ্বিগ্ন।
দেশের মাথাপিছু ঋণ বৃদ্ধি পাওয়া নিয়ে খুব গভীরভাবে চিন্তিত।
চুয়েটে দুই ছাত্র মা'রা গিয়েছে, তুমি রাগে ফুসছো। দেশের আইনের উপরে তুমি ক্ষিপ্ত, চুয়েট প্রশাসনকে গালি দিতে ইচ্ছা করছে, 'ছাত্রদের নিরাপদভাবে লাইফ লিড করার অধিকার পাওয়ার আন্দোলন' করতে মন চাচ্ছে।
দেশে বন্যা কেন হচ্ছে তা ভেবে তুমি ব্যথিত। এটা নিয়ে জানতে চাও-জানাতে চাও।
তোমার মাথায় দারুণ একটা বিজনেস আইডিয়া এসেছে। এই আইডিয়া অ্যাপ্লাই করে তুমি তুখোড় উদ্যোক্তা বনে যেতে চাও।
তোমার এসব কথা শুনে সবাই অন্য কথা বলবে,বিদ্রুপের হাসি হাসবে !

India's MEA details outcomes of Hasina-Modi summitBangladesh and India today agreed to work for the conservation and man...
25/06/2024

India's MEA details outcomes of Hasina-Modi summit

Bangladesh and India today agreed to work for the conservation and management of the Teesta river inside Bangladesh with Indian assistance within a mutually agreed timeframe and remain engaged to formulate the framework for interim water-sharing based on the recommendations of the Joint Rivers Commission.

This was contained in a 14-paragraph document called "Shared Vision for Future: Enhancing Connectivity, Commerce and Collaboration for Shared Prosperity" issued after talks between Prime Ministers Sheikh Hasina and Narendra Modi in New Delhi, reports our New Delhi correspondent.

"Recognising the importance of water resource management in our bilateral relationship, we will continue to engage in prioritising the exchange of data and formulating the framework for interim water sharing based on the recommendations of the Joint Rivers Commission," according to the document.

It said the two countries welcomed the formation of a Joint Technical Committee to initiate discussions for renewal of the Ganges Water Sharing Treaty of 1996 and, as part of development cooperation.

The document said as part of sub-regional connectivity initiatives, India will extend transit facilities for the movement of Bangladesh goods to Nepal and Bhutan through the railway network.

The two countries decided to commence goods-train service from Gede-Darshana through Chilahati-Haldibari up to Hasimara via Dalgaon railhead (as and when operationalised) at the India-Bhutan border.

As part of sub-regional connectivity initiatives, India will extend transit facilities for the movement of Bangladesh goods to Nepal and Bhutan through the railway network. We are committed to the early operationalisation of the BBIN Motor Vehicle Agreement to promote sub-regional connectivity.

The two countries today signed a new MoU on railway connectivity as well as the decision to commence goods-train service from Gede-Darshana through Chilahati-Haldibari up to Hasimara via Dalgaon railhead (as and when operationalised) at India-Bhutan border.

Bangladesh and India resolved to continue to expand their power and energy collaboration and together develop intra-regional electricity trade, including competitively-priced power generated from clean energy projects in India, Nepal, and Bhutan, through the Indian electricity grid.

To this end, the two countries decided to expedite the construction of a 765kV high-capacity interconnection between Katihar-Parbatipur-Bornagar with Indian funding to act as the anchor for grid connectivity.

The document said that based on availability and to the best of its abilities, India will support Bangladesh with the supply of essential commodities.

Appreciating the significant role of the two countries in ensuring peace, stability and harmony in the region, Bangladesh and India decided to strengthen bilateral defence cooperation with a long-term perspective.

"In line with the plans for the modernization of the Bangladesh Armed Forces, we will explore defence industrial cooperation for modernisation of the Armed Forces of Bangladesh, to strengthen their capability for defence. We will continue to work closely with Bangladesh for our multifaceted military engagements of exercises, training and capability development," said the document.

In their wide-ranging discussions, Hasina and Modi "recognised that the India-Bangladesh partnership, which is founded on deep historical, linguistic, cultural, and economic linkages has strengthened in the last decade inspired by the spirit of their shared sacrifices of 1971 and guided by their new aspirations of the 21st century.

"This is reflective of an all-encompassing partnership that transcends a strategic partnership, built upon shared values and interests, equality, trust and understanding and rooted in mutual sensitivity to each other's aspirations and concerns," it said.

"To realize the immense potential of this extra-ordinary relationship and to turn it into a transformational partnership for mutual benefits and prosperity of their people and the entire region, the two leaders have jointly articulated their following Shared Vision for peace, prosperity and development of the two neighbours and the entire region, driven by connectivity, commerce and collaboration," according to the document.

It said the two countries shared the conviction that "our progress and prosperity are interlinked and reaffirm our mutual desire to guide India-Bangladesh ties to a new era of future-oriented partnership, for which we recognise each other as indispensable partners in realizing our respective national development visions of 'Viksit Bharat 2047' and 'Smart Bangladesh Vision 2041'."

As a close and valued neighbour with rapidly growing capabilities, Bangladesh is at the converging point of India's "Neighbourhood First" policy, "Act East" policy, SAGAR (Security and Growth) doctrine and the Indo-Pacific vision and an indispensable partner in the development of India's northeastern region, read the document.

"On the other hand, Bangladesh values its relationship with India as the closest and friendly neighbour. Bangladesh considers India as an important partner in the pursuit of its Neighborhood Foreign Policy for ensuring shared peace and prosperity," said the document.

The two countries vowed to "pursue a transformative partnership that advances the shared interests in promoting multi-faceted connectivity for both our countries as well as the entire region by transforming our geographical proximity into new economic opportunities."

"This will include connectivity in its broadest form – physical connectivity covering multi-modal transport and cross-border trade and transit infrastructure for seamless cross-border movement of people, goods and services, as well as energy connectivity and digital connectivity," as per the document.

It said that "underlining the pivotal role played by emerging technologies to build inclusive, sustainable and digitally empowered societies and to bring larger benefits to people of both the countries, Bangladesh and India are forging a new paradigm for future-oriented partnership through a 'Shared Vision for India-Bangladesh Digital Partnership' and 'Shared Vision for India-Bangladesh Green Partnership for a Sustainable Future'."

"These will build a transformative collaboration between India and Bangladesh by leveraging green and digital technologies to foster economic growth, sustainable and climate-resilient development, environmental conservation, cross-border digital interchange and regional prosperity," said the document.

The two countries agreed to collaborate on frontier technologies, including civil nuclear, oceanography, and space technology. "To this end, we will partner in joint development of a small satellite for Bangladesh and its launch using an Indian launch vehicle," it said.

Resolving to work towards promoting the prosperity of the people of the two countries, Bangladesh and India agreed to strengthen trade and investment linkages with each other, including through early commencement of negotiations for a Comprehensive Economic Partnership Agreement (CEPA), early operationalization of two Special Economic Zones (SEZs) offered by Bangladesh to India in Mongla and Mirsharai, opening of new border-haats, trade facilitation to enhance bilateral trade, improving road, rail, air, and maritime connectivity and trade infrastructure.

"We will also encourage and support our private sector to seek new investment opportunities in each other's priority areas of economic development."

The two countries also decided to conclude a new Framework Agreement for Development Partnership, which will expand the reach of cross-border projects and programmes in line with the priorities of the people and the government of Bangladesh and the long-term vision of closer connectivity.

"We will work together to expand our capacity building programme for civil services, judicial officers, police and other specialized services of Bangladesh," it added.

Recognising the shared cultural and historical heritage and vibrant people-to-people ties, the two countries decided to nurture existing linkages by promoting exchanges of Muktijoddhas, scholars, academics, artistes, tourists, students and youth.

India will further raise the level of its support to Muktijoddhas and their families with new programmes for medical and educational support.

Recognising the contribution of Bangladesh-India partnership to peace, security and stability in the region, the two countries reiterated their commitment to a free, open, inclusive, secure, and rules-based Indo-Pacific region.

Recognising the vulnerability of the region to adverse impacts of climate change, the two countries decided to jointly lead the "Disaster Risk Reduction and Management" pillar of the Indo-Pacific Oceans Initiative (IPOI) and cooperate to mitigate disaster risks, build disaster-resilient infrastructure, and contribute to the sustenance of our shared maritime region.

The document said Bangladesh and India, with their wide-ranging bilateral cooperation, envision the relationship to become a major anchor for regional and sub-regional integration under BIMSTEC, SAARC and Indian Ocean Regional architectures.

"We will work together on global platforms to promote our common interests, especially the interests of Global South," it added.

The document said there was a need for Bangladesh and India to take their ties to a deeper and higher quality level based on mutual trust and benefit in the coming days.

Lt General Waker-Uz-Zaman appointed as new army chief BANGLADESH~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~His appointment will be eff...
18/06/2024

Lt General Waker-Uz-Zaman appointed as new army chief BANGLADESH
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

His appointment will be effective from 23 June afternoon, says a release from Inter-Services Public Relations (ISPR) today (11 June).

He has been appointed for three years. He will be promoted to a general and take over the role of the chief of the army.

He currently serves as the Chief of General Staff of Bangladesh Army.

An alumnus of Bangladesh Military Academy, he was commissioned in the Corps of Infantry on 20 December 1985.

Having an illustrious career of more than three and a half decades, Lieutenant General Waker brings with him enormous experience in holding key command, staff, and instructional appointments.

In his distinguished military career, Lieutenant General Waker commanded an Infantry Battalion, the only Independent Infantry Brigade of the Bangladesh Army and an Infantry Division.

His key staff appointments include staff officer at an Infantry Brigade, School of Infantry and Tactics, and Army Headquarters. He was a distinguished instructor at 'School of Infantry and Tactics', 'Non-commissioned Officers' Academy' and Bangladesh Institute of Peace Support Operations Training'.

Lieutenant General Waker served as the Military Secretary in Army Headquarters.

Prior to assuming the duties of the CGS of the Bangladesh Army on 1 January this year, he served as the Principal Staff Officer to the Prime Minister in the Armed Forces Division under the Prime Minister's Office.

Lieutenant General Waker is an alumnus of the Defence Services Command and Staff College, Mirpur, and Joint Services Command and Staff College, UK.

He holds a Master's degree in Defence Studies from the National University of Bangladesh and a Master of Arts in Defence Studies from King's College, University of London.

As the head of the Armed Forces Division, he was directly involved with the UN Peacekeeping Affairs of Bangladesh Armed Forces. He was also nominated as a Gender Champion and Gender Advocate of Bangladesh for UN Peacekeeping Affairs.

By virtue of his appointment as Principal Staff Officer, he also headed the 'Bangladesh National Authority for Chemical Weapons Convention' as Chairman.

Under the Blue Helmet, Lieutenant General Waker completed two tours of duty as an observer and staff in UNAVEM (Angola) and UNMIL (Liberia) respectively.

As the CGS of the Bangladesh Army, he has been responsible for the military operations, military intelligence, UN peacekeeping affairs, budget, and many other affairs of the army.

Lieutenant General Waker had the rare privilege of commanding the National Victory Day Parade for three consecutive times.

He was awarded the coveted 'Army Medal of Glory (SGP)' and Extraordinary Service Medal (OSP) for his remarkable contributions to the modernisation of the army.

He frequents as a keynote speaker in different seminars and symposiums both at home and abroad. He enjoys games and sports.

He is married to Sarahnaz Kamalika Zaman and blessed with two daughters: Samiha Raisa Zaman and Shayeera Ibnat Zaman.

11/06/2024

Eid-ul-Adha to be celebrated on 17 June
BANGLADESH

The National Moon Sighting Committee came up with the decision after reviewing information about the sighting of the moon at a meeting held at the office of the Islamic Foundation at Baitul Mukarram in Dhaka this evening.

Bangladesh will celebrate Eid-ul-Adha, the second biggest religious festival of the Muslims, on 17 June as the moon for the month of Zilhajj on the Islamic calendar was sighted today (7 June).

The National Moon Sighting Committee came up with the decision after reviewing information about the sighting of the moon at a meeting held at the office of the Islamic Foundation at Baitul Mukarram in Dhaka this evening.
The Eid-ul-Adha is celebrated on the 10th day of Zilhajj month of the Hizri calendar as Hazrat Ibrahim (AS), on this day, offered to sacrifice his beloved son Hazrat Ismail (AS) who willingly submitted to the will of his father to please Almighty Allah some 4,500 years back.

But the Almighty in His benign mercy spared Hazrat Ismail (AS) and instead sent a ram to be sacrificed.

To commemorate this historic event, muslims across the world offer prayers in congregations and sacrifice animals in the name of Almighty Allah on the day.

They also offer munajat seeking divine blessings for peace, progress, prosperity and welfare of the Muslim Ummah.

14/05/2024

Gift of love
+++++++++

A very poor man lived with his wife.
One day, his wife, who had very long hair asked him to buy her a comb for her hair to grow well and to be well-groomed.

The man felt very sorry and said no. He explained that he did not even have enough money to fix the strap of his watch he had just broken.

She did not insist on her request.

The man went to work and passed by a watch shop, sold his damaged watch at a low price and went to buy a comb for his wife.

He came home in the evening with the comb in his hand ready to give to his wife.

He was surprised when he saw his wife with a very short hair cut.

She had sold her hair and was holding a new watch band.

Tears flowed simultaneously from their eyes, not for the futility of their actions, but for the reciprocity of their love.

MORAL: To love is nothing, to be loved is something but to love and to be loved by the one you love,that is EVERYTHING. Never take love for granted.

Address

Maghbazar

Telephone

+8801972724695

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Diplomatic Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Diplomatic Journal:

Videos

Share

Category

Nearby media companies


Other Maghbazar media companies

Show All