15/02/2025
অনেকের জানতে চাওয়া আমার কাছে প্রশ্ন ও উত্তর
১. আপনি কোথায় ও কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
উ: B.Sc (Hon's), M.Sc (Mathematics), PGD (ICT &LIS), Dhaka.
২. আপনি ছাত্র জীবনে কিভাবে পড়াশুনা করে ভালো ফলাফল অর্জন করেছেন?
উ: সারা বছর টিউশন পড়িয়েছি, ঠিক পরীক্ষার তিন মাস আগে থেকে সকল টিউশন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হয়েছি (তবে সারা বছর টিউশন পড়ালেও নিজ বিষয়গুলো নিয়মিত প্রাইভেট পড়ে/কোর্স সম্পূর্ণ করে নোট করে রেখেছিলাম)
৩. আপনি সরকারি চাকরি জন্য কিভাবে পড়াশোনা করেছেন?
উ: এমএসসি শেষ করে চাকরির বাজারের প্রতিযোগিতায় প্রবেশ করি। ফলাফল প্রথম এক বছর দুই একটি পরীক্ষায় টিকলেও চাকরি হয় নাই। এর মধ্যে অধিকাংশ প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছি।
৩. আপনি কি সরকারি চাকরির জন্য কোন কোচিং করেছেন?
উঃ না,
৪. আপনি প্রথম চাকরি কিভাবে পেয়েছেন?
উঃ প্রথম এক বছর সকল পরীক্ষায় ফেল, দ্বিতীয় বছর থেকে একটু একটু করে পড়াশোনা বাড়িয়েছি এবং যে বিষয়গুলোতে আমি পারবো না সেগুলো বাদ দিয়েছি। ফলাফল কিছু পরীক্ষায় কৃতকার্য হতে শুরু করলাম কিন্তু ব্যবহারিক ও ভাইভা পরীক্ষায় ফেল। ফলাফল কোন চাকরিতে সুপারিশ প্রাপ্ত হয়নি।
তৃতীয় বছর
১ম -সুপারিশ প্রাপ্ত হয়-ধানমন্ডি উচ্চ বিদ্যালয়,ঢাকা। এবং যোগদান করে চাকরি শুরু করি।
২য় -সুপারিশ প্রাপ্ত হয়-(NIBPS)স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা। প্রথম চাকরি হতে অব্যাহতি নিয়ে ২য় চাকরিতে যোগদান করি এবং চাকরি শুরু করি।
৩য়- সুপারিশ প্রাপ্ত হয়- বন অধিদপ্তর, ঢাকা -যোগদান করিনি.
৪র্থ-সুপারিশ প্রাপ্ত হয়-SKH জনপ্রশাসন মন্ত্রণালয়-যোগদান করিনি।
৫ম-সুপারিশ প্রাপ্ত হয়-ঢাকা বিশ্ববিদ্যালয়-যোগদান করিনি।
৬ষ্ঠ-সুপারিশ প্রাপ্ত-এনটিআরসিএ, ঢাকা যোগদান করিনি।
৭ম- সুপারিশ প্রাপ্ত হয়-জেলা প্রশাসকের কার্যালয়-এখনো সিদ্ধান্ত নেয়নি।
#সুপারিশ প্রাপ্ত বাদেও অনেক ডিপার্টমেন্টে উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে যায়নি, এর মধ্যে অনেকগুলো ভাইবা দিয়েছি কিন্তু চাকরি হয়নি।
৫. সরকারি চাকরি পেতে হলে কি করতে হবে?
উঃ দীর্ঘদিন লেগে থাকতে হবে।
৬. সরকারি চাকরির আশায় বসে থাকবো নাকি বেসরকারি চাকরিতে ঢুকে যাব?
উঃ বেসরকারি চাকরিতে ঢুকে অনেক ভালো কিছু করা সম্ভব তাই সরকারি চাকরির জন্য বসে না থেকে বেসরকারি চাকরিতে যোগদান করা বুদ্ধিমানের কাজ।
৭. চাকরির জন্য আপনার পরামর্শ জানতে চাচ্ছি।
উঃ পড়াশোনা শেষ করুন, বিভিন্ন ছোটখাটো কোর্স করে রাখুন, ছাত্র অবস্থায় টিউশন করাতে পারেন, বেসরকারি চাকরি করতে পারেন, এবং সর্বোপরি সরকারি চাকরির জন্য লেগে থাকুন এবং সকল পরীক্ষায় অংশগ্রহণ করুন।
ধন্যবাদ সবাইকে
ভাল লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।