27/12/2024
এই মানুষটা কে ভালো না লাগার জন্য আপনি হয়তো কয়েকটা কারন দেখাতে পারবেন কিন্তু এই মানুষটা কে ভালোবাসার জন্য আপনার সামনে হাজারখানেক কারন আছে
২০১০ সালে ভারতে ৫ বছর বয়সী এক মেয়ের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন হয়। কিন্তু তখন গোটা ভারতে কোনো বোন ম্যারো দানকারী ছিল না! এই খবর শুনে হাসপাতালে যান সালমান । নিজের বোন ম্যারো দিয়ে মেয়েটির জীবন বাচান।
বাজরাঙি ভাইজান এর শুটিং করতে গিয়েছিলেন ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে, সেখানে গ্রামের করুন অবস্থা দেখে পুরো গ্রামটাকে এডোপ্ট করে নেন। শুটিং শেষ সেই গ্রামটিকে নিজের হাতে রং করে দিয়ে আসেন।
২০০৭ সালে প্রতিষ্ঠা করেন Being Human নামে চ্যারিটি ফাউন্ডেশন । এই প্রতিষ্ঠান ২৫০০০ এর বেশি ছেলেমেয়ের পড়াশুনার খরচ বহন করছে । তিনি এখন পর্যন্ত ১ লক্ষের ও বেশি শিশুর হার্ট সার্জারি করিয়েছেন । তার এই ফাউন্ডেশন প্রতিদিন গড়ে ১০ জনের ও বেশি মানুষের জীবন বাচায় ।
তিনি সবসময় বলেন টাকা যদি কারো জীবন বাচাতে পারে তবে আমি যেকোনো মূল্য দিতে প্রস্তুত । হয়তো এঝন্যই মানুষ বলে উপরে আল্লাহ নিচে সালমান । আয়ের মাত্র ১০% রেখে বাকি ৯০ ভাগ টাকা চ্যারিটি করেন। এজন্যই মানুষ ভালোবেসে থাকে বলে The Man With Golden Heart।
এরকম আরো শত শত উদাহরণ দেওয়া যাবে তাকে নিয়ে। কিন্তু এই মানুষটা নিজ থেকে মিডিয়ায় এসব বিষয় নিয়ে কখনো বলেন না। মানুষ জানুক আর না জানুক তাতে তার কোনো মাথাব্যথা নেই। তার উদ্দেশ্য একটাই মানুষকে সাহায্য করা।
বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে ও একদম সাধারন জীবন-যাপন করেন। পৃথিবীর হাইয়েস্ট পেইড অভিনেতাদের একজন হয়েও এখনো বাবার কেনা গ্যালাক্সি এপার্টমেন্ট এর তিন বেডরুমের ফ্ল্যাটে বসবাস করেন । সময় পেলেই বান্দ্রা হাইওয়ে তে শখের সাইকেল নিয়ে বের হয়ে যান মানুষের মাঝে, নিজেকে কখনো মানুষের থেকে দূরে রাখেন নি। এজন্যই হয়তো মানুষ তাকে এতো ভালোবাসে। অন্য নায়কদের মুভি নিজে প্রমোট করেন, এমনকি নিজের সিনেমা রেখে অন্যের সিনেমা প্রমোট করার দৃষ্টান্ত ও আছে তার।
আমির খান একবার বলেছিলেন "আমাকে একটি হিট ফিল্ম দিতে হলে ভালো গল্প, ভালো কাস্টিং, ভালো ডিরেক্টর এর প্রয়োজন কিন্তু সালমান কে একটি হিট ফিল্ম দিতে হলে শুধুমাত্র তার স্ক্রিন প্রেজেন্স ই যথেষ্ট। মানুষ শুধু সালমান কে দেখতেই সিনেমা হলে যায়। তার স্টারডম আমরা কেউ ম্যাচ করতে পারবো না "
স্টারডম আর বক্স অফিসের ক্ষেত্রে বলিউডের ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টার। বলিউডে একটি প্রবাদ আছে সকল স্টারের ফ্যানরা তাদের স্টারদের ভালোবাসে আর সালমান এর ফ্যানরা তাকে পূজা করে। সব চেয়ে বেশি ১০০ কোটির মুভি ,৩০০ কোটির মুভি কিংবা সবচেয়ে বেশি ব্লকবাস্টার সব রেকর্ডই তার দখলে । তাকে বক্স অফিসের অঘোষিত সম্রাট বলা হয়।
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মুসলিম অভিনেতা এবং সমগ্র পৃথিবীর মধ্য সাত নাম্বার হ্যান্ডসাম পুরুষ তিনি ।গুগল সার্চ, ইউটিউব ভিউ থেকে শুরু করে সোশাল মিডিয়া -সবজায়গায় শুরুর দিকে তার নামটি ই থাকে।
এই সব কিছু বাদ দিলেও ব্যক্তি সালমান খান অতুলনীয়। তার বাবা-মা তার সিনেমা দেখে এজন্য সে আজ পর্যন্ত কোনো সিনেমায় কিসিং সিন করে নি। এখনো সময় পেলে তার মা কে নিয়ে হলিডে তে যায়। তার বাবা মুসলিম, মা হিন্দু আর সৎ মা খ্রীষ্টান, এজন্য সে ছোটবেলা থেকেই কাগজে ধর্মের ঘরে ইনসান অর্থাৎ মানুষ শব্দটি লিখেন । সিনেমার পর্দার সালমান অসাধারণ হলেও, আমার কাছে পর্দার পেছনের ব্যক্তি সালমান ই বেশি পছন্দের।
আজ প্রিয় এই মানুষটার জন্মদিন। অনেক বছর বেচে থাকুন দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই মানুষকে ভালোবাসুন আর মানুষের ভালোবাসায় সিক্ত হতে থাকুন।
শুভ জন্মদিন ভাইজান
Was Your Fan - Is Your Fan - Will Be Your Fan Till My Last Breath...
.
.
.