I Am Okey

I Am Okey – একাকিত্ব ভীষণ সুন্দর।।। তবে মস্তিষ্কে জমে থাকা স্মৃতি গুলো বিষাক্ত!

14/12/2024

এই যুগে ভাই ভুল বুঝার মানুষের অভাব নাই 😅 শুধু অভাব সেই ভুল গুলো ঠিক করে মাথায় হাত রেখে সান্তনা দেয়া মানুষটার 🙂💔

ভবিষ্যত ও পরিস্থিতির চিন্তা মগজ ঠু'ক'রে খাচ্ছে।
14/12/2024

ভবিষ্যত ও পরিস্থিতির চিন্তা মগজ ঠু'ক'রে খাচ্ছে।

13/12/2024

দীর্ঘ সময় অপেক্ষার পর বুঝলাম, আমি মূলত এক বিশাল শূন্যতার দিকে তাকিয়ে ছিলাম!💔😅

13/12/2024

ক্ষমা করতে শিখো

কারণ অভিমান থেকে ঘৃণা জন্মায়।

Oneday 🥰🙈
13/12/2024

Oneday 🥰🙈

13/12/2024
যাকে ছাড়া এক মুহুর্তও চলে না।সেই "তাকে ছাড়াই" একদিন, একবছর, একযুগ, একটা জীবন কাটিয়ে দেয় মানুষ।
13/12/2024

যাকে ছাড়া এক মুহুর্তও চলে না।

সেই "তাকে ছাড়াই" একদিন, একবছর, একযুগ, একটা জীবন কাটিয়ে দেয় মানুষ।

একদম🙂
12/12/2024

একদম🙂

কথা দাও কথা দেবে না আর কাউকে! কথা দাও বৃদ্ধ হবো এক ঘরে। 🖤
12/12/2024

কথা দাও কথা দেবে না আর কাউকে!
কথা দাও বৃদ্ধ হবো এক ঘরে। 🖤

যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে! যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না! যে কখনো আমাকে আমার মতো...
12/12/2024

যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে! যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না! যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমাকে আমার মতো করে বোঝেনি! আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি। মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একলা ছিলাম, তবে সে কখনো সেই অভিমান ভাঙানোর চেষ্টাই করে নি! আমি দূরে গিয়েও দেখেছি, সে কখনো আমার কাছে টানার চেষ্টাই করেনি...!! নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি তাকে কিন্তু সে কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করেনি....!!

আমি সব দেখেছি, তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি কখনো...!!

আমারে হারাইলে তুমি আমার বাচ্চামি গুলা মিস করবা আমার করা ছোট ছোট কেয়ার গুলা মিস করবা.কথায় কথায় অবুঝের মতো হাসার রাগ করার ...
12/12/2024

আমারে হারাইলে তুমি আমার বাচ্চামি গুলা মিস করবা আমার করা ছোট ছোট কেয়ার গুলা মিস করবা.কথায় কথায় অবুঝের মতো হাসার রাগ করার একজন মানুষ হারাবা আমারে হারাইলে তুমি শুধু আমারেই হারাবে না একজোড়া প্রার্থনার হাত হারাবা

মাথায় রাখার মতো একটা বিশ্বস্ত কাঁধ হারারা সাথে এক বুক ভালোবাসাও হারাবা

বিষাদগ্রস্ত বুকে আগলে রাখি সুখপাখি 🖤
12/12/2024

বিষাদগ্রস্ত বুকে আগলে রাখি সুখপাখি 🖤

12/12/2024

জীবনটা ব ি এর পাতার মতো!🥀
যতই উলটাবে ততই নতুন কিছু শিখবে🙂

11/12/2024

পূর্ণতার বদলে শুধুই বিচ্ছেদ কেন? 💔

11/12/2024

তারপর একদিন কোন কারণ ছাড়াই হুট করে আমাকে তোমার ব্লক লিস্টে রেখে দিলা। এরপর আর তোমার সাথে যোগাযোগ করার সাহস হয়নি। জানো যেই মানুষটা দিনে চার/পাঁচ বার তোমার id ঘুরতো সেই মানুষটা এখান একবারও সুযোগ পায়না কামনা করি তুমি আমার থেকে ঠিক যতটা দূরুত্বে থাকতে চেয়েছিলে ঈশ্বর তোমাকে আমার থেকে আর ও দ্বিগুণ বেশি দূরে রাখুক। আমার ছাঁয়া ও যাতে তোমার উপর না পরে। ভালো থাকিও প্রিয় তোমাকে আর চাইবো না😊💝
(It's hard to forget someone who gave you so much to remember❤️‍🩹)

টাকা আর বাইক ছাড়া কিছুই চায়নি 😅
11/12/2024

টাকা আর বাইক ছাড়া কিছুই চায়নি 😅

11/12/2024

প্রেমিক নাই কোনো প্যারা নাই🤙🥱

11/12/2024

আমার কিছু নাই 😑

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Am Okey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share