Rumour Scanner Of Bangladesh RSOB- fact checkers

Rumour Scanner Of Bangladesh RSOB- fact checkers Rumor Scanner of bangladesh is the fact-checking organization in Bangladesh, with a mission to combat fake news and make the internet safer.

https://www.youtube.com/

https://www.facebook.com/groups/rumourscannerofbangladesh/ রিউমার স্ক্যানার অফ বাংলাদেশ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে রিউমার স্ক্যানার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য-ঔষধ সহ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভাইরাল টপিক যাচা

ই করে আমরা তা উপস্থাপন করি। নিম্নোলিখিত নিয়ম মেনে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য যাচাইয়ের দাবি এবং প্রশ্ন সম্পর্কেও এই গ্রুপে আলোচনা করতে পারবেন।
Rules 01: কোনো সন্দেহজনক তথ্য সম্বলিত পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য সেই পোস্টটিকে সরাসরি গ্রুপে শেয়ার করা যাবেনা। এতে ভুলতথ্যের পোস্টটির এংগেইজমেন্ট বেড়ে যায়। তাই পোস্টটির স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হবে।
Rules 02: পোস্টের ক্ষেত্রে যথাসম্ভব উচ্চ কোয়ালিটির স্ক্রিনশট আপলোড করতে হবে। স্ক্রিনশট নেয়ার সময়ে সংশ্লিষ্ট প্রোফাইলের নাম সহ স্ক্রিনশট নিতে হবে। এছাড়াও পোস্টটির লাইক, কমেন্ট ও শেয়ার সংখ্যার পরিমাণ সহ স্ক্রিনশট গ্রহণ করতে পারেন।
Rules 03: অনেক ক্ষেত্রে দীর্ঘ একটি পোস্টের স্ক্রিনশট নিলে কেবলমাত্র প্রথম কয়েক লাইন পড়া অথবা দেখার সুযোগ থাকে এবং বাকি লেখাটুকু বাদ পড়ে যায়। যার ফলে অডিয়েন্সের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। তাই "See more" এ ক্লিক করে পরিপূর্ণ লেখাটি স্ক্রিনশট নিতে হবে। প্রয়োজনে স্ক্রিনশট একের অধিক হতে পারে।
Rules 04: বিশেষ ক্ষেত্রে সম্ভব হলে স্ক্রিনশটে লাল ক্রসচিহ্ন এঁকে দিবেন। কেননা কিছু ক্ষেত্রে আপনার স্ক্রিনশট কপি করেও অন্য কেউ ভুলতথ্যটি প্রচার করতে পারে। এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
Rules 05: গ্রুপে কোনও কিছু পোস্ট করার ক্ষেত্রে পোস্টের একদম শুরুতেই আপনার উদ্দেশ্য উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ; তথ্যটি সত্য কিনা? তথ্যটি যাচাই করতে চাই, ইত্যাদি। কেননা আপনার উদ্দেশ্য একটি দীর্ঘ পোস্টের একদম শেষে উল্লেখ করলেও বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থেকে যায়।
Rules 06: প্রত্যেক পোস্টে আমাদের নির্ধারিত হ্যাশট্যাগের মধ্যে থেকে উপযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এতে সমজাতীয় পোস্টগুলো খুঁজে পাওয়া সহজ হবে। কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার পর অথবা সমস্যা সমাধান হওয়ার পরে Solved or verified এজাতীয় হ্যাশট্যাগ (টপিকস) দিয়ে পোস্টটির কমেন্ট অফ করে দেয়া হবে।
Rules 07: হ্যাশট্যাগ উল্লেখ না থাকলে এবং গ্রুপের অন্যান্য নীতিমালা অনুসরণ করা না হলে সেসকল পোস্ট ডিক্লাইন করা হবে ফিডব্যাকসহ। ফিডব্যাকে জানিয়ে দেয়া হবে কি কারণে তার পোস্ট এপ্রুভ হয়নি। পরবর্তীতে হ্যাশট্যাগ উল্লেখ করে ও নীতিমালা অনুযায়ী আপডেট করে পুনরায় পোস্ট করা যাবে।
রিউমর স্ক্যানারের ব্যবহৃত হ্যাশট্যাগ সমূহ -
- রিউমর স্ক্যানার গ্রুপে কিছু জানতে চাইলে
- রিউমর স্ক্যানারের নিকট ফ্যাক্টচেক অনুরোধ করলে
- কোন ফ্যাক্টচেকিং বিষয়বস্তু মিম এর মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে।
- ফ্যাক্টচেকিং এর কোন বিষয়বস্তু নিয়ে নিজের মতামত শেয়ার করার ক্ষেত্রে।
- যেকোনো বিষয়ে নিজে থেকে ফ্যাক্টচেক করে গ্রুপের অন্যান্য সদস্যদের মাঝে শেয়ার করার ক্ষেত্রে।
Rules 08: একই বিষয় নিয়ে একাধিক পোস্ট পেন্ডিং থাকলে আমরা কেবলমাত্র প্রথম পোস্টদাতার অথবা যিনি সকল নীতিমালা মেনে পোস্ট করেছেন সেই এমন পোস্টটিই আমরা এপ্রোভ করে সেটার তথ্য যাচাই/সমাধান দিয়ে দিব। বাকিদের পোস্ট ডিক্লাইন করে ফিডব্যাকে সমাধান/ উত্তর প্রদান করা হবে।
Rules 09: গ্রুপের বিভিন্ন পোস্টে মডারেটরদেরকে মেনশন করে সহযোগিতা চাইতে পারবেন। মডারেটরগণ সবসময় আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত।
https://www.facebook.com/rumourscannerofbangladesh
https://www.facebook.com/groups/rumourscannerofbangladesh
https://www.youtube.com/
[email protected]


























  একটা শহরে ৫০ হাজার মানুষ থাকে। একজন রাজধানী থেকে একটা খবর নিয়ে আসে শহরে। সেটা সকাল ৮টার কথা। সে তিন জনকে খবরটা জানায়। ...
13/12/2024

একটা শহরে ৫০ হাজার মানুষ থাকে। একজন রাজধানী থেকে একটা খবর নিয়ে আসে শহরে। সেটা সকাল ৮টার কথা। সে তিন জনকে খবরটা জানায়। এ জন্য তার লাগে ১৫ মিনিট। অর্থাৎ সকাল ৮টা ১৫তে খবরটা জানতে পারে মাত্র ৪ জন। এখন, প্রত্যেকে যদি পরের ১৫ মিনিটে ৩ জনকে এই খবরটা বলে, তাদের প্রত্যেকে যদি পরের ১৫ মিনিটে আরও ৩ জন করে মানুষকে জানায়, এবং খবরটা এভাবে ছড়াতে থাকে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে?
৮টায় জানে: ১ জন

৮টা ১৫-এ জানে: ১ + ৩ জন = ৪ জন

৮টা ৩০-এ জানে: ৪ + (৩×৩) জন = ১৩ জন

৮টা ৪৫-এ জানে: ১৩ + (৯×৩) জন = ৪০ জন

৯টা বাজে জানে: ৪০ + (২৭×৩) জন = ১২১ জন

খুব বেশি না, কী বলেন? আরেকটা ঘণ্টা হিসেব করা যাক।

আরও পড়ুন
জিনিয়াস রামানুজন
২২ ডিসেম্বর ২০২২
জিনিয়াস রামানুজন
৯টায় জানে: ১২১ জন

৯টা ১৫-এ জানে: ১২১ + (৮১×৩) জন = ৩৬৪ জন

৯টা ৩০-এ জানে: ৩৬৪ + (২৪৩×৩) জন = ১ হাজার ৯৩ জন

৯টা ৪৫-এ জানে: ১০৯৩ + (৭২৯×৩) জন = ৩ হাজার ২৮০ জন

১০টা বাজে জানে: ৩২৮০ + (২১৮৭×৩) জন = ৯ হাজার ৮৪১ জন

এতক্ষণে বোঝা যাচ্ছে, শহরের এক-পঞ্চমাংশ মানুষ জেনে ফেলেছে। আর ৩০ মিনিট পরে কী হবে, ভাবুন তো!

১০টা ১৫-এ জানবে: ৯৮৪১ + (৬৫৬১×৩) জন = ২৯ হাজার ৫২৪ জন!

১০টা ৩০-এ জানবে: ২৯৫২৪ + (১৯৬৮৩×৩) জন = ৮৮ হাজার ৫৭৩ জন!
দেখা যাচ্ছে, আড়াই ঘণ্টার মধ্যেই সবাই জেনে ফেলবে। অথচ সকাল ৮টায় জানত মাত্র ১ জন মানুষ, আর প্রত্যেকে শুধু ৩ জনকে বলেছে।

সমীকরণটা কীরকম দাঁড়ায়?

মোট = আগের যোগফল + (আগের ধাপে যতজন নতুন জেনেছে × প্রত্যেকে যতজনকে বলছে)

যেমন আমরা দেখেছি, ৮টা ৩০-এ আগের যোগফল ছিল ৪। এ ক্ষেত্রে আগের ধাপে নতুন জেনেছিল ৩ জন, আর প্রত্যেকে বলেছে ৩ জনকে। তাই বিষয়টা হয়েছে—৪ + (৩×৩) জন = ১৩ জন।

৮টা ৪৫-এ, আগের যোগফল ১৩ জন। আগের ধাপে নতুন জেনেছে ৯ জন; আর প্রত্যেকে বলছে ৩ জনকে। সে জন্য জেনে ফেলল মোট ৪০ জন।

এখানে তাও গুজবটা ছড়িয়েছে ধীরে ধীরে। যদি প্রত্যেকে গুজবটা শোনার পর আরও ৫ জনকে বলে?

হিসাব করে সহজেই বোঝা যায়, ৯টা ৪৫; অর্থাৎ পৌণে ২ ঘণ্টার মধ্যেই সবাই খবরটা জেনে যাবে।

প্রত্যেকে ১০ জনকে বললে?

পুরো শহরে খবরটা ছড়াতে লাগবে ১ ঘণ্টার কিছু বেশি সময়।

প্রত্যেকে ১০০ জনকে বললে? হিসাব করে বের করতে পারবেন সহজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব যে আরও দ্রুত ছড়ানোরই কথা, তা এখান থেকে স্পষ্ট বোঝা যায়।

12/12/2024

💥দেশে বেকার ৬২লাখ ৫৭হাজার,যার ৫৪লাখ ৫৭ হাজার শিক্ষিত বেকার !!
বেকারদের ৮৭%ই উচ্চশিক্ষিত।
📌এর কারণ কী বলে মনে করেন?

নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য এবং ঢাকা মহানগরীর বাজারসমূহের ১১.১২.২০২৪ তারিখের প্রকৃত...
11/12/2024

নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য এবং ঢাকা মহানগরীর বাজারসমূহের ১১.১২.২০২৪ তারিখের প্রকৃত পাইকারি ও খুচরা বাজারদর।

সারাদেশের বিভিন্ন বাজারের কতিপয় কৃষিপণ্যের দৈনিক বাজারদর নিম্নলিখিত Link-এ পাওয়া যাবে:
http://service.moa.gov.bd/market-directory/market-daily-price-report

'Accha' শব্দটিকে কিন্তু 'Oxford' ডিক্সনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাকে বাংলা শব্দ না বলে English Word বলা যায়। Accha ...
10/12/2024

'Accha' শব্দটিকে কিন্তু 'Oxford' ডিক্সনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাকে বাংলা শব্দ না বলে English Word বলা যায়।
Accha অর্থ 'সম্মতি জানানো', এখন থেকে এই শব্দটিকে ইংরেজি হিসেবেই ব্যবহার করতে পারবেন।

08/12/2024

অভিনন্দন টিম বাংলাদেশ 🇧🇩

গুজবের বিষয়ে সতর্ক থাকতে জেনিফার আলম কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো দেখে নেওয়া যাক—গু*জ*ব ছড়ানোর বিরুদ্ধে অনলাইনসহ সব...
07/12/2024

গুজবের বিষয়ে সতর্ক থাকতে জেনিফার আলম কিছু পরামর্শ দিয়েছেন।
পরামর্শগুলো দেখে নেওয়া যাক—

গু*জ*ব ছড়ানোর বিরুদ্ধে অনলাইনসহ সব জায়গায় প্রচারণা চালাতে হবে।

সাইবার অপরাধ নিয়ে দেশে বিদ্যমান আইনের প্রচার-প্রসার করা, এতে গু*জ*ব ছড়ানোর মতো সাইবার অপরাধ কমানো যাবে।

নির্ভরযোগ্য উৎস বা মাধ্যম ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যে বিশ্বাস করা যাবে না।

যাচাই-বাছাই ছাড়া তথ্য শেয়ার না করা।

অন্যকে ভু'য়া তথ্য বা গু*জ*ব ছড়াতে দেখলে বাধা দেওয়া ও সঠিক তথ্য জানানো।

কোনো মিথ্যা, বানো'য়াট তথ্য বা গু*জ*ব বড় আকারে রটানোর আশঙ্কা থাকলে তার বিরুদ্ধে আগেই সতর্কতা সৃষ্টি ও সচেতনতা তৈরি করা।

কোনো সংবাদ দেখার পর সেটি জাতীয় গণমাধ্যমগুলোতে যাচাই করে দেখা।

প্রচলিত নয় এমন ওয়েবসাইট, নিউজ সাইট, পেজ বা গ্রুপের তথ্য বিশ্বাস করার আগে সত্যতা যাচাই করে নেওয়া।

তথ্য যাচাইয়ের (ফ্যাক্টচেক) সাইট থেকে তথ্য যাচাই করে নেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা সব তথ্য, ভিডিও এবং লেখা বিশ্বাস করার আগে সংবাদমাধ্যম থেকে যাচাই করা।

অনলাইনে সতর্কতা ও সচেতনতাই পারে গুজব থেকে নিরাপদ রাখতে।

05/12/2024

যাচাই বাছাই না করে সোসাল মিডিয়া তে কোন কিছু পোস্ট শেয়ার - আপনার এবং অপরের জন্য ভয়ংকর ক্ষতির কারন হতে পারে।

রিউমার স্ক্যানার অফ বাংলাদেশ   যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে...
05/12/2024

রিউমার স্ক্যানার অফ বাংলাদেশ যার প্রধান লক্ষ্য দেশের চলমান গুজব ও ভুয়া খবর নির্মূল করা এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে রিউমার স্ক্যানার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য-ঔষধ সহ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভাইরাল টপিক যাচাই করে আমরা তা উপস্থাপন করি। নিম্নোলিখিত নিয়ম মেনে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন তথ্য যাচাইয়ের দাবি এবং প্রশ্ন সম্পর্কেও এই গ্রুপে আলোচনা করতে পারবেন।
Rules 01: কোনো সন্দেহজনক তথ্য সম্বলিত পোস্টের সত্যতা যাচাইয়ের জন্য সেই পোস্টটিকে সরাসরি গ্রুপে শেয়ার করা যাবেনা। এতে ভুলতথ্যের পোস্টটির এংগেইজমেন্ট বেড়ে যায়। তাই পোস্টটির স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হবে।
Rules 02: পোস্টের ক্ষেত্রে যথাসম্ভব উচ্চ কোয়ালিটির স্ক্রিনশট আপলোড করতে হবে। স্ক্রিনশট নেয়ার সময়ে সংশ্লিষ্ট প্রোফাইলের নাম সহ স্ক্রিনশট নিতে হবে। এছাড়াও পোস্টটির লাইক, কমেন্ট ও শেয়ার সংখ্যার পরিমাণ সহ স্ক্রিনশট গ্রহণ করতে পারেন।
Rules 03: অনেক ক্ষেত্রে দীর্ঘ একটি পোস্টের স্ক্রিনশট নিলে কেবলমাত্র প্রথম কয়েক লাইন পড়া অথবা দেখার সুযোগ থাকে এবং বাকি লেখাটুকু বাদ পড়ে যায়। যার ফলে অডিয়েন্সের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে। তাই "See more" এ ক্লিক করে পরিপূর্ণ লেখাটি স্ক্রিনশট নিতে হবে। প্রয়োজনে স্ক্রিনশট একের অধিক হতে পারে।
Rules 04: বিশেষ ক্ষেত্রে সম্ভব হলে স্ক্রিনশটে লাল ক্রসচিহ্ন এঁকে দিবেন। কেননা কিছু ক্ষেত্রে আপনার স্ক্রিনশট কপি করেও অন্য কেউ ভুলতথ্যটি প্রচার করতে পারে। এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
Rules 05: গ্রুপে কোনও কিছু পোস্ট করার ক্ষেত্রে পোস্টের একদম শুরুতেই আপনার উদ্দেশ্য উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ; তথ্যটি সত্য কিনা? তথ্যটি যাচাই করতে চাই, ইত্যাদি। কেননা আপনার উদ্দেশ্য একটি দীর্ঘ পোস্টের একদম শেষে উল্লেখ করলেও বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থেকে যায়।
Rules 06: প্রত্যেক পোস্টে আমাদের নির্ধারিত হ্যাশট্যাগের মধ্যে থেকে উপযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এতে সমজাতীয় পোস্টগুলো খুঁজে পাওয়া সহজ হবে। কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার পর অথবা সমস্যা সমাধান হওয়ার পরে Solved or verified এজাতীয় হ্যাশট্যাগ (টপিকস) দিয়ে পোস্টটির কমেন্ট অফ করে দেয়া হবে।
Rules 07: হ্যাশট্যাগ উল্লেখ না থাকলে এবং গ্রুপের অন্যান্য নীতিমালা অনুসরণ করা না হলে সেসকল পোস্ট ডিক্লাইন করা হবে ফিডব্যাকসহ। ফিডব্যাকে জানিয়ে দেয়া হবে কি কারণে তার পোস্ট এপ্রুভ হয়নি। পরবর্তীতে হ্যাশট্যাগ উল্লেখ করে ও নীতিমালা অনুযায়ী আপডেট করে পুনরায় পোস্ট করা যাবে।

https://www.facebook.com/rumourscannerofbangladesh
https://www.facebook.com/groups/rumourscannerofbangladesh
https://www.youtube.com/
[email protected]





Address

Gulshan Badda Link Road
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Rumour Scanner Of Bangladesh RSOB- fact checkers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share